Pabna University of Science and Technology Alumni

Pabna University of Science and Technology Alumni

Share

This is the the unofficial page of PUST alumni association. We welcome any graduate students of PUST.

Try to share the memories of pust, achievement of students, related news, events, campus beauty, study aboard tips, convocation and others.Have Fun.

Operating as usual

05/08/2024

কারো প্রতি বিদ্বেষ নাই, এই ভেবে ঘুমাতে গেলাম কিন্তু ঘুম আসে না। মনে ভেসে উঠে, কি ভয় ও যন্ত্রণা নিয়ে দিন পার করেছি সেইসব কথা। ছোট ছোট জুনিয়র রাও মারতে আসছে কয়েকবার। হায়রে ক্ষমতার দাপট।

জয়, রাহি এরা কি কম জালাইছে। এরা বলে স্যার। জয় কে পাছায় লাথি দিয়ে রাবি তে ফেরত পাঠানো দরকার। দিন শেষ এ মাফ করলাম তোদের যা। 🙂✌️

Photos from Pabna University of Science and Technology Alumni's post 28/02/2021

আমাদের গ্রামে এক পাগল ছিল,, যার খিদা লাগলে সবাইরে খুব গালাগালি করত,,, শুধু কেও ভিক্ষা দিলে তার গুনগান গাইত।। ভালোই ছিল লোকটা।।।। 🎃🎃🎃✌️✌️✌️✌️

18/08/2020

PIC: Collected from FB
18 aug 20

16/03/2020

-confidence is the way to give your soul to the devil an inch at a time. let's be healthy and keep others too.
...................................................................................................................
এই বুদ্ধি বিদেশ এ রপ্তানি যোগ্য।। তারা পরিচ্ছন্ন থাকার পরও, বেশ উন্নত মাস্ক ( আমাদের মত পাতলা এক খন্ড কাপড়ের মাস্ক না কিন্তু) ব্যাবহার করেও আক্রান্ত হচ্ছে।। যেভাবে টয়লেটে হান্ডওয়াশ আর সাবান দিয়ে করোনা মোকাবেলার কথা বলতেছ, মনে হচ্ছে এটা করোনা না, এটা ডায়রিয়া মহামারি।। বিজ্ঞানীরাও ঠিক মত এর ট্রেন্ড,ছড়ানোর কারন, মাধ্যম, ফ্যাক্টর বলতে পারতেছে না।। আর আমরা এর থেকে বাচার উপায় জেনে গেসি।। কবে না জানি ভ্যাক্সিন ও বানায় ফেলি আমরা।। আজব।। আর ছুটি দেওয়া হচ্ছে সুরক্ষার কথা বিবেচনা করে, এখন তুমি যদি বাড়ি গেয়ে, সেফ না থেকে হইহুল্লোড় করে সভা সমাবেশ করে বেড়াও তার দায়িত্ব তোমার নিজেকেই নিতে হবে।।
আবার কেউ কেউ দেখছি দেশি বিদেশি সব টপ টপ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে দেখে নিজেরা ডাবল শিফট এ ক্লাস করে ওয়াল্ড ranking এ ঢুকে যাচ্ছেন,, ভালো।।।।
শেষে সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।।

15/03/2020

করোনা বা COVID - 19:::
1. শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়ার মত অবস্থা হয় নাই এখনো আমাদের।। ১৫-২০ জন সনাক্ত না হলে, অবস্থা সিরিয়াস বলা যায় না।।
2. ১৫-২০ জন সনাক্ত হলে, সকল প্রতিষ্ঠান বন্ধ দিবে,, আমরা সকলে একসাথে বাড়ি যাব। যাওয়ার পথেই তখন আক্রান্ত হবে বেশি।।
3. বুয়েট কেন অটো বন্ধ নিছে জানতে, এক ছোট ভাইকে কল দিলাম,, সে বললো " ভাই আমরা জাতির মেধাবী সন্তান, 1 মাস ক্লাস না করে যদি 2 জন সহপাঠী কেও এ থেকে বাচাতে পারি,তাই আমাদের কাছে অনেক কিছু।। হেলাফেলায় তো আর জীবন দিতে পারি না।"
4. আল্লাহ না করুক, যদি লকডাউন হয় তবে, যে যেখানে আছেন, সেখানেই থাকতে হবে।।
5. তবে এটাও মানতে হবে প্যানিক তৈরি করার মত পরিস্তিতি এখন আসে নাই।।। so be calm and cool... আবার এটাও সত্যি যে, সাবধানের মার নাই।।
6. পাবনাতে কিন্তু বিদেশী এবং প্রবাসি বেশ ভালো আকারে আছে।। রুপপুরের ফরেনার, সুজানগরে আমার নিজেরই পরিচিত ১০-১২ জন ইতালিতে থাকে।। দোগাছি তে শুনলাম অনেক এলাকায় প্রতি বাড়িতে 2 জন করে প্রবাসি।। রিস্ক কম না কিন্তু।। সাবধানে থাকুন।।
7. কয়েকজন দেখলাম লিখছে, এটা তো বাড়িতেও হতে পারে, তাহলে কি পাহাড়ে গিয়ে থাকবো?? কথা সত্য।। তারপর ভাবলাম বাসায় আক্রান্ত vs হলে আক্রান্ত,,, কোনটা বেশি রিস্কি।। আপনারা ভাল বুঝবেন।। ভারতে একজন বলছেন, একদম প্রথম দিকে যদি আমরা সবকিছু সেমিলকে রাখতাম, তাহলে মে বি কম আক্রান্ত হত।।
8. কিছু আদু ভাই, আর কিছু পাতি নেতা কেন বাড়ি যেতে চায় না, তা আমি জানি না।। হয়তো পরিস্তিতি অতটা খারাপ না তাই অথবা, বাসায় গেলে তারা তাদের হেডম দেখাইতে পারে না, অথবা সবাই জিজ্ঞেস করে আর কত দিন?? অথবা অন্য কিছু।।
9. ভালো থাকুন, সুস্থ থাকুন, সরকারি নিদেশনা মেনে চলুন।। নিজে সুস্থ থাকুন, অন্য কেও সুস্থ রাখুন।। মনে রাখুন আপনি সাবধানতা অবলম্বন করবেন যত না নিজেকে বাচাতে তার চেয়ে বেশি যেন আপনার কাছ থেকে অন্য কেও আক্রান্ত না হয় সেই জন্যে ।। ধন্যবাদ।।

JnU halts new enrolment for evening courses 13/12/2019

Learning Has No Age Bar ........... Lets learn frm thm................

JnU halts new enrolment for evening courses Jagannath University (JnU) asks all of its departments to halt new enrolment for the evening courses until further order.

13/11/2019

জানতে চাওয়া পোস্ট:
1, নিয়োগ এ টাকা নেওয়ার অভিযোগ এর জন্য উপাচার্যের বিরুদ্ধে কেন কোন তদন্ত কমিটির কথা নেই বিজ্ঞপ্তিতে। এটা তো সবার প্রথমে থাকা উচিত ছিল।।
হয় এই অভিযোগ ঢাকতে ভিসি স্যার সব মেনে নিলেন অথবা রুটি হালুয়ার ভাগ নিয়ে নেতারা সব কিছু চেপে গেলেন।।। ছি ছি।।।।
2, সেশন জট কমানোর কোন পদক্ষেপ নাই।। এক বড় ভাই বলেছিলেন, শোন, নেতারা কখনোই চান না সেশন জট কমুক, এতে যে তারা বেশি দিন নেতামি করতে পারবেন না।। নেতারা পারলে তো সারাজীবন ক্যাম্পাসেই থাকে।গ্রুপে কে যেন বেশ ভাল আইডিয়া দিয়েছেন,, তা হলঃ, ভিসি স্যার যদি সেমিস্টারের শুরুতেই বলে দেই তিন মাস পর অমুক তারিখে সেমিস্টার ফাইনাল শুরু হবে। পৃথিবি লয় হয়ে গেলেও ডেইট চেঞ্জ হবে না।। স্যাররা দরকার হলে রাতে ক্লাস নিয়ে হলেও কোস শেষ করে দিবেন।।।

রডের বদলে বাঁশ দেওয়া সেই প্রতিষ্ঠান পাবিপ্রবির কাজ পেয়েছে 07/11/2019

নেত্রী বললেন, উপচাযের দুরনিতীর তথ্য দিতে হবে আন্দলোনকারি দের।। 🤔🤔
অথচ তদন্ত তো আপনারা, প্রশাসন করবেন।। সব কিছু আমাদের দিয়েই করাবেন যখন, তখন আর কি আর করা,,,,,,,,,,,,🤐🤐🤐🤐🤐

রডের বদলে বাঁশ দেওয়া সেই প্রতিষ্ঠান পাবিপ্রবির কাজ পেয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রকল্পের কাজ পেয়েছে চুয়াডাঙ্গায় রডের বদলে বাঁশ দেওয়া আলোচ.....

28/10/2019

1. সাবেক প্রক্টর জয় স্যার এর ভাই অস্ত্র সহ পাবনাতে পুলিশের হাতে গ্রেপ্তার।।
2. কিছু স্যারের ফেবু পোস্ট দেখলে বশেমুর এর ভিসির চামচা ছিল কিছু টিচার, যারা সকল অন্যায় সও্বেও তার পক্ষে যুক্তি দেখানোর চেষ্টা করত তাদের কথা মনে পড়ে।।
3. বিক্ষোভ মিছিলের ভিডিওতে দেখলাম অনেকে একাডেমিক বিল্ডিং এর 3-4 তলা থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে।। বলি ও মনু মানুষ কবে হবু??? মেরুদন্ড কি কোন দিন সোজা করবার পারবু না রে গেদা??

পাবিপ্রবি উপাচার্যের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, অডিও ভাইরাল 24/10/2019

এই এক অভিযোগ আপনার বিরুদ্ধে বারবার আসে।। ভালোই।।।।
আপনার বিরুদ্ধে ও আন্দোলন শুরু করতে হবে দেখছি।। আজব।।।
আমরা এডমিন প্যানেল এর পক্ষ থেকে আপনাকে পাবিপ্রবি ক্যাম্পাস থেকে অবাঞ্চিত ঘোষনা করছি। যতদিন এইসব প্রহসনের নিয়োগ বাতিল করে সুষ্ঠু নিয়োগ না হয়।। ************

পাবিপ্রবি উপাচার্যের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, অডিও ভাইরাল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক রোস্তম আলী আট লাখ টাকা ঘুষ নিয়ে এক প্রার্...

13/10/2019

ভারসিটির এক বড় ভাই বিদেশ যাওয়ার আগে কিছু কথা বলে গেছেন। তাই নীচে দেওয়া হলঃ

1. একজন মানুষের সাফল্য অনেক অংশে নিরভর করে তিনি কাকে আদর্শ ধরছে তার উপর। আপনার আদর্শ, যাকে দেখে আপনি অনুপ্রাণিত হোন, সে যদি হয় ছাগল চোর, তাহলে আপনার ভবিষ্যত মুরগি চোর থেকে সরবচ্চ গরু চোর পরযন্ত। অরুন বসাক স্যার একবার বলছিলেন যে, " তিনি তার ব্যাবহার, কথা বলা,নীতি নিয়ে ভিষণ রকম সাবধানে থাকেন। কারন তিনি জানেন, ছাত্ররা একজন শিক্ষক এর নখ কাটার ধরন থেকে চুলের ভাজ পরযন্ত কপি করতে পারে।। তাই এত সাবধানতা।।" পাবিপ্রবিতে আমরা অনেকেই আমাদের চারপাশের শিক্ষকদের মাঝে মাঝেই আমাদের আদর্শ ধরে বসে থাকি। আনমনে ফলো করি তাদের আচার আচরণ। সমস্যা এইখানে।। বাইরের একজন টিচার এবং আমাদের গুলোর মদ্ধে ব্যাবধানটা একটু না অনেক অনেক বেশি।। ভাই ফেবুতে বাইরের স্যার দের প্রোফাইল এবং আমাদের কয়েকজনের প্রোফাইল দেখালেন।। টিপস, সিম্ফজিয়াম, পেপার, ইভেন্ট VS চিল, আড্ডা, সমালোচনা।।।। তাই বুঝে শুনে টিচারদের ফলো করবি।। মেয়েদের মত ফলো করতে করতে বিয়ে করে ফেলবি না।। আজব।।

2. ভাই বললেন একবার বুয়েটের কায়কোবাদ স্যার এর এক লেকচার শুনেছিলেন। স্যার বলতেছিল, বুয়েট আগাই যাওয়ার অন্যতম কারন হচ্ছে, এখানকার স্যারদের ম্যাচিউর মনমানসিকতা। বুয়েটের একজন ছেলে B.SC তে, তুমুল রাজনীতি করে আসতে পারে ছাত্রজীবনে কিন্তু সেই ছেলেই শিক্ষক হওয়ার পরে পুরাপুরি অন্যরকম হয়ে যায়। তখন সে ভাবতে থাকে কিভাবে একজন পরিনত শিক্ষক হওয়া যায়। আর আমাদেরগুলো,শিক্ষক হওয়ার 2 বছর পরেও ঘন্টায় ঘন্টায় রাজনৈতিক পোস্ট দেয়। অমুক দল / অমুক লীগ এর সমালোচনা করে, ঢাবির ভিপি এই সেই কেন করলো, ক্রিকেট ফুটবল এর ঘন্টায় ঘন্টায় কমেন্ট্রি দেয় ফেবু পোস্ট দিয়ে।। অন্য কাজ তো নাই কি করবে। এইসব রাজনৈতিক জ্ঞানপাপিরা কিভাবে ছাত্রদের সাথে নিরপেক্ষ ব্যাবহার করবে, বুঝি না। আল্লাহ বুঝ দাও, হয় তাদের নতুবা আমাদের।।

3. শোন আমরা হচ্ছি হুজুগে জাতি। পারলে গুজব এড়ায় জাওয়ার চেস্টা করবি।। গুজব নিরপরাধ এক মা কে ছেলেধরা বানায় দেয়, আবার অন্য দিকে কিছু না করেই শিরোনাম হতে পারিস যে তুই নাকি প্রকল্প শেষ করে সরকারের 4 কোটি টাকা ফিরায় দিছিস। কিন্তু তুই জানিসই না ঠিকাদাররা সরকারি প্রকল্প কেম্নে পায়, পেমেন্ট সিস্টেম কেমন, সরকার আদৌ কাজের আগে সব টাকা তোরে দিবে কি না।। টাকায় পেলি না আবার ফিরাইও দিলি তাও আবার সাবঠিকাদার হয়ে। আজব।। ভাবখানা এমন একটা জিনিসের দাম 10 কোটি টাকা মার্কেটে সেটা তুই 6 কোটি দিয়ে কিনে সরকারের 4 কোটি টাকা বাচাই দিলি। আবার গাইবান্ধাই বন্যা হলেও ফারাক্কার দোষ দিবে, সিরাজগঞ্জ এ বন্যা হলেও ফারাক্কার দোষ দিবে, কই যাবি তুই। এরা আবার ফেবুতে বন্যার সলুশন দেয়, " চাপাইনবাবগঞ্জ থেকে সমুদ্র সীমা পরজন্ত দেওয়াল তুলে বন্যা ঠেকাই দিবে এবং ভারতের পানিতে ভারতকে ডুবাই দিয়ে প্রতিশোধ নিবে। হায়রে সেলুকাস।।

4. আর পারলে দেশটার জন্য কিছু করিস। আমাদের মানুষজন গুলা অনেক অবহেলিত রে। ভালো থাক। দেখা হবে।

09/10/2019

এইবার কিছু কমেন্ট পাওয়া যাবে...।
# # # # # # # # # # # # # # # # # # # # # #
............................................
গত ০৭/১০/১৯ তারিখে বুয়েটের শের-ই-বাংলা হলে ঘটে যাওয়া উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ১৭ ব্যাচের আবরার ফাহাদকে শারীরিক অত্যাচারের মাধ্যমে নৃশংস হত্যাকান্ডের জন্য সাধারন ছাত্রদের পক্ষথেকে নিম্নোক্ত ১০ দফা দাবি তুলে ধরা হলোঃ

দাবি নং ০৮ঃ ভার্সিটিতে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক সংগঠনের ব্যানারে দীর্ঘদিন ধরে ভার্সিটি হলে হলে ত্রাসের রাজনীতি কায়েম করে রাখা হয়েছে। জুনিয়র মোস্ট ব্যাচকে সবসময় ভয়ভীতি প্রদর্শনপূর্বক জোর করে রাজনৈতিক মিছিল মিটিংয়ে যুক্ত করা হয়েছে। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে যেকোন সময় যেকোন হল থেকে সাধারন ছাত্রদের জোরপ্রদর্শনপূর্বক হল থেকে বিতাড়িত করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে হলে হলে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। রাজনৈতিক সংগঠনের এহেন কর্মকান্ডে সাধারন ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ, তাই আগামী ৭ দিনের (১৫ অক্টোবর) মধ্যে ভার্সিটির সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।

08/10/2019

ভাল মানের জোকার গুলোকে ধরে ধরে উপাচার্য বানানো হচ্ছে, আর আচার্যের কাজ হল কনভোকেশন গুলোতে যেয়ে জোকস শোনানো।

08/10/2019


University থেকে গ্র‍্যাজুয়েট করার জন্যঃ
১. রক্ত হীম করা প্রিপারেশন নিন। সারাদিন রাত। আপনার নিজের ও বাবা মায়ের স্বপ্নকে সাথে নিন। তাদের মুখের দিকে
তাকান। আপনাকে পেটে ধারণ করেছেন, মল মূত্র পরিস্কার করেছেন। আপনি তাদের বুকের ধন। তাদের স্বপ্ন ভাংবেন না।
২. ভালাভাবে পরীক্ষা দিন। স্বপ্ন পূরণ এর পরীক্ষা। ভবিষ্যৎ এ বাংলাদেশের popular বিদ্যাপিঠ থেকে ডিগ্রি নেবার পরীক্ষা। ভবিষ্যৎ এ NASA Google এর হাতছানি পাবার পরীক্ষা।
৩. সৃষ্টিকর্তার কৃপা আর বাবা মায়ের দোয়ায় চান্স পান।
৪. তারপর কঠিন, near impossible কঠিন পড়াশুনায় মন দিন। মনে রাখবেন আপনি দেশের টপ 0.009% এর মধ্যে একজন। পরিবার, দেশ ও মনুষ্যজাতির সম্পদ।
৫. পাশ করুন। বাবা মায়ের মুখে হাসি ফোটান, যেটার দাম Google NASA বিক্রি করলেও দেওয়া সম্ভব নয়!
..............................................................
আর হ্যা, last but not the least:
Be very lucky, be damn very lucky - NOT TO HEAR THE KNOCK ON YOUR DOOR at the dead of the night,
Be lucky not to be beaten to death so mercilessly that you morph into a lump of flesh - unrecognizable from the YOU that your smiling, hoping, sacrificing parents sent to study.
Be Lucky, very lucky.
Else, the person in the picture could be your father as well.
সৃষ্টিকর্তা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন।
C:Sabbir vai.

28/09/2019
23/09/2019

Thank You Sir ......😊

Want your school to be the top-listed School/college in Pabna?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

PUST
Collected....
🤓
এইসব এর টাইটেল লাগে না।।
আসুন কিছু শিখি ।।
Am a Graduate now.........
Life of an Engineer
OPPS
এই মাহেন্দ্রক্ষণ একবারই এসেছে জীবনে।। 😎
I am also a khet Public. Thank you...
University life
ফেবু গুজব.. আর তা যদি হয় রাজনৈতিক তাহলে তো কথাই নাই।।

Location

Website

Address

Pabna
6600
Other Community Colleges in Pabna (show all)
Department Of Botany-Shahid Bulbul Govt College,Pabna Department Of Botany-Shahid Bulbul Govt College,Pabna
Pabna, 6600

@officialdepartmentofbotany

সরকারি শহীদ বুলবুল কলেজ, পাবনা । সরকারি শহীদ বুলবুল কলেজ, পাবনা ।
Ataikula Road Pabna
Pabna, 6600

জ্ঞানার্জনে উন্নতি

ICT Cell, PUST ICT Cell, PUST
Dhaka Pabna High Way
Pabna, 6600

ICT Cell develop and maintain ICT related task in Pabna University of Science and Technology.

Chatmohar RCN & BSN Pailot Model High School & College Chatmohar RCN & BSN Pailot Model High School & College
Pailot High School, Chatmohar
Pabna, 6630

Pabna polytechnic institute Pabna polytechnic institute
Pabna
Pabna, 6600

Pabna polytechnic institute is open 1962

সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা
※ সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা ※
Pabna, 6600

※ সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা ※ Check In

Dulai High School Dulai High School
DULAI HIGH SCHOOL, DULAI, SUJANAGAR, PABNA
Pabna, 6600

✔ Verified Official©Page Official® ✔Verified by Facebook ۩ █║▌│█│║▌║││

Pabna Textile Engineering Institute Pabna Textile Engineering Institute
Generel Hospital Road, Shalgaria
Pabna, 6600

It is an official page of Pabna Textile Engineering Institute. Stay with us for know latest news about Pabna Textile Engineering Institute.

Pabna Textile Engineering College Bangladesh Pabna Textile Engineering College Bangladesh
Pabna, 6600

Pabna textile engineering college (PTEC)