সরকারি শহীদ বুলবুল কলেজ, পাবনা ।

সরকারি শহীদ বুলবুল কলেজ, পাবনা ।

Share

জ্ঞানার্জনে উন্নতি

Operating as usual

17/11/2021
19/03/2020

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জনাব Fakhrul Islam Hemel ছাত্রছাত্রীদের প্রতি একটি খোলা চিঠি লিখেছেন।
-----------------------------------------------------------------------------------------------------
"প্রিয় ছাত্রছাত্রী,

আমার সালাম নিবেন। শিক্ষক হিসেবে বর্তমান অবস্থা বিবেচনায় আপনাদের প্রতি কিছু কথা না লিখলেই নয়,তাই দায়িত্ববোধ থেকেই এই চিঠিটি লিখছি। দয়া করে তা পড়বেন ও অনুধাবন করতে চেষ্টা করবেন।ইতিমধ্যেই সরকার সারাদেশের সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা দিয়েছে। এই বন্ধটা আট-দশটা সাধারণ বন্ধের মত নয়।আপনারা সবাই জানেন, কভিড ১৯ (করোনা) একটা ভয়াবহ সংক্রমণ রোগ। আপনারা এই পরিস্থিতিটা হাল্কাভাবে নিবেন না।শুধুমাত্র ইমার্জেন্সি কারন ছাড়া ঘর থেকে বের হবেন না। নিজে তো নয়ই, আপনার বন্ধুবান্ধব,আত্মীয়-স্বজন,প্রতিবেশী, ঘরের অন্যান্যদেরও আপনারাই নজরদারিতে রাখুন। আমাদের দেশ ঘনবসতিপূর্ণ, তাই এখানে সংক্রমণের আশংকা অনেক বেশি।সবাইকে ঘর হতে বের হতে নিরুৎসাহিত করুন।

সন্তানতুল্য শিক্ষার্থীরা,

সমগ্র পৃথিবী জুড়ে মানুষ আক্রান্ত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। পৃথিবীতে এই সংক্রমণের মৃত্যুহার বা সংখ্যা একটা ফাঁদ। আমরা জানি পশ্চিমা দেশগুলোর চিকিৎসা ব্যবস্থা কত উন্নত! তথাপিও তারা মৃত্যুর মিছিল থামায়ে পারছে না!
আপনারা আমরা আমাদের দেশের সীমাবদ্ধতা জানি।সরকারের সক্ষমতা, দেশের চিকিৎসা ব্যবস্থা, প্রযুক্তি, এমনকি আমাদের সাধারণ মানুষের সক্ষমতা সম্পর্কে আমাদের সম্মক ধারণা রয়েছে।তাই,এই সময়টা দোষারোপ করবার নয়।আপনারা আমাদের সমাজের সবচেয়ে তরুণ, চিন্তায়,শক্তিতে সবচেয়ে এগিয়ে। তাই আপনাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করা অন্যায় হবে না।
আমাদের দেশের অনেকেই অশিক্ষিত ও অসচেতন। অনেকরই প্রযুক্তি ব্যবহার সম্পর্কে ধারণা নাই। আপনারা তো ইউটিউব, ফেইসবুকের মাধ্যমে অনেক তথ্য পাচ্ছেন, পরিস্থিতি পর্যবেক্ষন সম্পর্কে ধারণা পাচ্ছেন। তা সবাইকে ছড়িয়ে দিন।অনেকেই হয়তো একটা হটলাইনের নাম্বারও পাবে না, জানলে সাহায্য করুন।সামাজিক যোগাযোগ মাধ্যমে, মোবাইলে সবার খোঁজ খবর নেন।

প্রিয় অনুজরা,
ইতালিতে একজন চিকিৎসকের লেখা মারফৎ জানতে পারলাম, ইতালির অনেকেই শুধু একটু অক্সিজেন পাবার জন্য তারা বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এই রোগের বিরুদ্ধে খুব সামান্য কিছু ওষুধ কাজ করে।তারা সাহায্য করার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সবকিছুই নির্ভর করছে রোগীর অবস্থার উপর। বৃদ্ধ রোগীরা এই রোগের সঙ্গে যুদ্ধে পেরে উঠছেননা। তারাই বেশিরভাগ মারা যাচ্ছেন।
প্রায় সবাই ইনটেনসিভ কেয়ারে চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ অক্সিজেন মাস্কের নিচেও শ্বাস নিতে পারছেননা। অক্সিজেন মেশিন এখন সোনার চাইতেও দামি ওখানে।এও যদি ইতালির অবস্থা হয়, আমাদের অবস্থা কি এতদিন কিছুটা হলেও আঁচ করতে পারছেন! একটা স্ট্যাট দেই,আমাদের সারাদেশে মাত্র ৫০০ আইসিইউ আছে যার আশিরভাগই বেসরকারি প্রতিষ্ঠানের দখলে! ইতালি পৃথিবীর অন্যতম সেরা চিকিৎসা ব্যবস্থা, তাদের যদি সার্জারি বিভাগও ICU করতে হয়,আমরা কি করবো? সবচেয়ে খারাপ ব্যাপার, একটা প্রতিষ্ঠান বাদে আর কোথাও এটা টেস্টও করা যায় না।সংক্রমণ যখন ছড়িয়ে পড়বে,আমি হল্ফ করে বলতে পারি,চিকিৎসা তো দূরে থাক, অনেকেই রোগ নির্ধারন করারও সুযোগ পাবেন না।

তাই,প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না,সাধারন সুরক্ষা নিশ্চিত করুন। দয়া করে আপনার পরিবার পরিজনের কথা ও অবস্থা বুঝার চেষ্টা করুন। তাদের জীবন আপনাদের হাতে। এবং আপনারা আমাদের চাইতে বেশি মানুষের জীবন বাঁচাতে সক্ষম। আপনিই তাদের রক্ষা করতে পারেন।মনে রাখবেন, সবাই সুরক্ষিত থাকলেই আপনি সুরক্ষিত থাকবেন।

প্রিয় আগামীর অগ্রদূতরা,
ইতিমধ্যেই সবাই দেখেছেন, মানুষ মত অসহায় এই পরিস্থিতিতে। ৫ টাকার মাস্ক ১০০ টাকা হয়ে গেছে।সামনে নিত্য প্রয়োজনীয় জিনিসে বেলাতেপ এমন হবে।আপনারা চোখ কান খেলা রাখুন।এরুপ পরিস্থিতি জানলে স্থানীয় পুলিশ, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করুন।আর, যেহেতু মানুষের সচেতনতা বাদে কম কিছুই করার আছে বেশি বেশি স্রষ্টাকে স্মরণ করুন।

Remain vigilant, act sensibly and help yourself and others. Remember, You will die once in life anyway that is certain. Don't die every moment you live.

ভালো থাকুন, ভালো রাখুন।

ইতি-
মোহাম্মদ ফখরুল ইসলাম হিমেল
সহকারী অধ্যাপক
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ,ঢাকা।

বিঃদ্রঃ সবাই(ছাত্রছাত্রী ও শিক্ষকরা) লেখাটি শেয়ার বেশি শেয়ার করুন।আমি এটা দেশের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যেই লিখেছি।আমি চাই সকল শিক্ষার্থীরা এই জীবন যুদ্ধে অগ্রনায়ক হিসেবে কাজ করুক।"

26/04/2018

what an idea!!

20/01/2018

education system

02/03/2017

অতি দু:খের সাথে জানাচ্ছি যে শ্রদ্ধেয় গোলাম রহমান স্যার আজ বিকাল ৬টায় ইন্তেকাল করেছেন।।
আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ এই মানুষ টি আজ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন।।এত দ্রুত আপনি চলে যাবেন ভাবি নি স্যার।।কেন ভাল মানুষ গুলা এভাবে চলে যায়!!!। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন।
স্যার যেখানেই থাকুন ভাল থাকবেন।

সূত্রঃ মেহরাব শহরিয়ার মারুফ

29/09/2016

University of Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫২ জন শিক্ষার্থী। আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে এ পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্র জানায়, ১ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন শুরু করেন। গত ২৫ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে আবেদনের সময় শেষ হয়। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ৭৯১ আসনের বিপরীতে ২ লাখ ৪৪ হাজার ৭৭৯ জন আবেদন করেন।
একাডেমিক শাখার তথ্যানুযায়ী, A ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ৫৫১টি আসনের বিপরীতে ৩২ হাজার ৭৭৯ জন, F ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) F-1, F-2 ও F-3 ইউনিটের ৫৭৬ আসনের বিপরীতে ২৯ হাজার ২৯৮ জন, G ইউনিটের (ইঞ্জিনিয়ারিং অনুষদ) ১৪০ আসনের বিপরীতে ২৬ হাজার ৭৩ জন, H ইউনিটের (শিক্ষা অনুষদ) ৪৩ আসনের বিপরীতে ১ হাজার ২৫৭ জন, I ইউনিটের (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ) ১১৪ আসনের বিপরীতে ৮ হাজার ৫৩৩ জন, J ইউনিটের (ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) ৯২ আসনের বিপরীতে ৯ হাজার ১৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা প্রথম আলোকে বলেন, আগামী ২৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যথাসময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে। পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্র ও ভবন মোবাইলে এসএমএসের মাধ্যমে জানা যাবে।
কৃতজ্ঞতা : প্রথম আলো

cu.ac.bd Joomla! - the dynamic portal engine and content management system

29/09/2016

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি - ২০১৬
২০১৩ বা ২০১৪ সালে অনুষ্ঠিত SSC এবং ২০১৫ বা ২০১৬ সালে অনুষ্ঠিত HSC পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবে। অর্থাৎ সেকেন্ড টাইমাররাও পরীক্ষা দিতে পারবে।
আবেদন করা যাবে ২৫ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত। আবেদন করা যাবে অনলাইনে pust.cloudonebd.com ওয়েবসাইটে এবং ফি DBBL মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে হবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। MCQ পদ্ধতিতে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার যাবে না।
বিস্তারিত : http://admissions.pust.ac.bd/

28/05/2016

চিন্তাভাবনার একটু পরিবর্তন বদলে দিতে পারে সমাজকে :)

12/01/2016

কেউ কাছে আসার আগেই
হারিয়ে যায়..........! !
কেউ ভালোবাসার আগেই
দুরে চলে যায়.........!!
কেউ পাশে থেকেও আপন
হতে পারে না...........!!
কেউ আপন হয়েও
ভালোবাসতে পারে
না......!!
আর কেউ অনেক
ভালোবেসেও
ভালোবাসা পায় না.....

02/12/2015

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করুন ফেসবুকে।

বিজয় দিবস উৎযাপন করুন ফেসবুকে
প্রফাইল পিকচার চেঞ্জ করতে নিচের লিংকে ক্লিক করুনঃ https://bijoy71.net

bijoy71.net বাংলাদেশের মহান বিজয়ের মাসে প্রিয় জাতীয় পতাকা দিয়ে ফেইসবুক এ প্রোফাইল ছবি পরিবর্তন করুন ।

27/09/2015

Eid mubarak

08/04/2015

কলেজে ২০১৪ সালের এইচ এস সি পরিক্ষার্থীদের সনদ পত্র এসেছে। সবাই কলেজ চলাকালীন সময়ে সংগ্রহ করতে পারবে

15/03/2015

Mauka Mauka | Reply from Bangladesh| Ban vs IND | Cricket WorldCup 2015 QuaterFinal

"Mauka Mauka" নামক একটা ভিডিও দিয়ে ইন্ডিয়ান রা যেসব দেশের সাথে তাদের ম্যচ তাদের অপমান করে যাচ্ছে..

পরবর্তী খেলা বাংলাদেশ এর সাথে... সুতরাং বাংলাদেশ ও তাদের সেই ছোটলোক মনোভাবের টার্গেট থেকে বাদ যায় নাই...

একটা ভিডিও তে দেখলাম ডাইরেক্ট বলছে ইন্ডিয়া ১৯৭১ সালে বাংলাদেশ তৈরী করছে...[হালারা যে পিউর গাঞ্জাখোড় এবং অলটাইম টাল থাকে অই কনসেপ্ট এর মাধ্যমে বুঝছি ]

কিন্তু ইন্ডিয়ান ছোটলোক গুলার হয়তো জানা নাই যে অন্যকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়...

যাইহোক ইনশাআল্লাহ ১৯ তারিখ আমাদের টাইগার রা মাঠে তাদের খেলা দিয়ে ওদের সব পিনিক ছুটাইয়া দিবে...

এখন অনলাইন ইন্ডিয়ান পিনিকখোড় গুলার পিনিক ছোটানোর জন্য একটা ছোট্ট ভিডিও...

লিংক=> http://youtu.be/qLRyqC-hkRo

সবাই যেভাবে পারেন শেয়ার করেন যেন ইন্ডিয়ান দের চোখে ভিডিও টা পরে...
অন্তত দেশের কথা ভেবে হলেও


Collected

Don't panic!! This is just a trailer!! Full movie will be released on 19th March at . Mauka mauka reply from fans .. This time we are giving...

22/10/2014

২০১৪ সালে উচ্চ মাধ্যমিক পাশকৃত শিক্ষার্থীরা যারা মূল নম্বর পত্র বা ট্রান্সক্রীপ্ট ও প্রশংসাপত্র নাও নাই তারা কলেজের অফিস থেকে সংগ্রহ করতে পারবে । ট্রান্সক্রীপ্ট সংগ্রহের সময় অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে ।

15/09/2014

সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা

এটি উত্তরবঙ্গের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ।

15/09/2014

২০১৬ সালে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষায় আরও ছয়টি বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নপত্রে। বিষয়গুলো হলো, অর্থনীতি, যুক্তিবিদ্যা, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, উত্পাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ভূগোল। আর একই বছরে মাদ্রাসার দাখিলে পৌরনীতি ও নাগরিকতা এবং আলিমে অর্থনীতি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এবং পৌরনীতি ও সুশাসন বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে আজ বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শিগগির এ বিষয়ে পরিপত্র জারি করা হবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০১৭ সালে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষায় কৃষি শিক্ষা, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছেদ এবং ইসলামি শিক্ষা বিষয়েও সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র করা হবে। এইচএসসিতে ২০১২ সালে সৃজনশীল পদ্ধতি চালু হয়। চলতি বছর পর্যন্ত এইচএসসিতে ১২টি ও আলিমে তিনটি বিষয়ের পরীক্ষা হয়েছে সৃজনশীল প্রশ্নপত্রে। এসএসসি পরীক্ষায় মোট ২৯টি বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতির পরীক্ষা চালু করা হয়েছে।

13/05/2014

chemistry is a subject which is easy to learn more easy to forget !!!

প্রস্তুতি কেমন সবার ?

10/05/2014

রসায়ন পরীক্ষার প্রস্তুতি কেমন সবার ??

21/04/2014

★প্রাণীবিজ্ঞান নৈর্ব্যক্তিক উত্তরপত্র★

রেফারেন্স সহ দেওয়া হয়েছে! মিলিয়ে দেখ!
েট ((কনফিউজিংগুলোরপৃষ্ঠা নাম্বার
থেকে লাইন নাম্বার পর্যন্ত রেফারেন্স দেয়ার
চেষ্টা করেছি,আজমলের বই থেকে৷ ভুল
ধরতে চাইলে তাই অবশ্যই রেফারেন্সসহ জানাবেন))

১) ইন্টারস্টিশিয়াল(পৃষ্ঠা ১৪৮)
২) ফিমার
৩) ডাল, ডিম, মাছ
৪) অস্টিওসাইট
৫) (ex-situ) ⅰ ও ⅱ (পৃষ্ঠা ৯০৷ জীববৈচিত্র্য ও
শ্রেণীবিন্যাস অধ্যায়ের "জীববৈচিত্র্য
সংরক্ষনের উপায়ের ৪নং পয়েন্ট)
৬) কোলেটেরিয়াল
৭) (উওথেকা) ⅰও ⅱ (পৃষ্ঠা ১৮৫, প্রশ্ন পড়ুন
এবং পার্থক্যে খুঁজুন)
৮) বোম্যান্স ক্যাপসুল⇒নিকটবর্তী প্যাঁচানো নালিকা⇒হেনলীর লূপ
৯) অলফ্যাক্টরী
১০) হরমোন
১১) জরায়ু
১২) জীবাণু ধ্বংস করতে
১৩) অ্যালভিওলাস
১৪) বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করা
১৫) ইউট্রিকুলাস
১৬) শ্রবণ অনুভূতি জাগানো
১৭) (জৈব প্রযুক্তিতে তৈরী) ,ⅰও ⅱ
১৮) ওরিয়েন্টাল ও অস্ট্রেলিয়ান
১৯) প্লাঙ্কটন
২০) টাইফয়েড ও আমাশয়
২১) কিউই ও ক্যাঙ্গারু
২২) সিস্টিক (৩৬০ পৃষ্ঠা,রোগ সংক্রমণের
প্রথম লাইন)
২৩) ট্রিপসিন (পৃষ্ঠা ২৮৫)
২৪) শর্করা (পৃষ্ঠা ২৮৯, লাইনঃ২০)
২৫) অক্সিজেন এর ব্যাপন
২৬) (শ্বসনে উৎপন্ন পদার্থ) ⅰ,ⅱ ওⅲ
২৭) চার্লস রবার্ট ডারউইন (বইয়ের বিজ্ঞানীদের জীবনীতে আছে)
২৮) সিগনেট রিং
২৯) Mammalia
৩০) কোষবিদ্যা, শ্রেণীবদ্ধবিদ্যা, ভ্রূনবিদ্যা
৩১) ত্বকীয় গ্রন্থি ও স্নায়ু (পৃষ্ঠা-৪৮)
৩২) ৫০% ( বলা হয়েছে স্ত্রী বাহক,
এক্ষেত্রে ক্রস ঘটালে একটি ছেলে স্বাভাবিক
এবং অন্যটি বর্নান্ধ হয় এবং প্রশ্ন অনুযায়ী এর
উত্তর এটাই)
৩৩) (Dna) ⅰও ⅲ (ডিএনএ তে রাইবোজ
শর্করা নয়, থাকে ডিঅক্সিরাইবোজ শর্করা)
৩৪) A=T; G=C
৩৫) (সমারসল্টিং) i ও ii

11/04/2014



:

1st chapter - 1st, 2 ,3 ,5 ,7 part

2nd chapter - 1 ,3,part

5th chapter - প্রস্বেদন,
সালোকসংশ্লেন,শ্বসন

7th chapter -
কমিউনিটি ক্রমাগমন,ইকোলজিক্যাল পিরামিড, দূষণ,
পরিবেশ সংরক্ষণ
8th chapter -মেন্ডেলের মতবাদ ও
সূত্রের ব্যাতিক্রম, জিনতত্ত্ব, ক্রোমসোম

9th chapter - টিস্যু কালচার, এনজাইম,
রিকম্বিনেন্ট DNA টেকনোলজি।

11/04/2014

এবার যারা এইচ এস সি পরীক্ষা দিচ্ছ তাদের কেমন হচ্ছে পরীক্ষা ???

25/03/2014

বিদায়ী সংবর্ধনা- ২০১৪

24/03/2014

College er aj k program ta kar kar posondo hoyse like dao...

01/01/2014

যারা রেজিস্ট্রেশন ফর্মে সাইন করো নাই তাদের কালকে কলেজে গিয়ে করতে হবে।

31/12/2013

HHHHHHHPPPPPPPYYYYYYYYY NNNNNEEEEEEWWWWW YYYYEEEEEEAAAAAAARRRRRRR 2014

27/12/2013

IQ Test

এমন একটি বড় ইংরেজী শব্দ লিখুন যাতে একটি ভাওয়েলও থাকবে না ।

25/12/2013

Answer the following question:

Who is the designer of our National Flag????

___Dekhi kotojon correct answer dite pare____

Want your school to be the top-listed School/college in Pabna?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Ataikula Road Pabna
Pabna
6600

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 09:00 - 14:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 14:00
Sunday 09:00 - 14:00
Other Community Colleges in Pabna (show all)
Department Of Botany-Shahid Bulbul Govt College,Pabna Department Of Botany-Shahid Bulbul Govt College,Pabna
Pabna, 6600

@officialdepartmentofbotany

ICT Cell, PUST ICT Cell, PUST
Dhaka Pabna High Way
Pabna, 6600

ICT Cell develop and maintain ICT related task in Pabna University of Science and Technology.

Chatmohar RCN & BSN Pailot Model High School & College Chatmohar RCN & BSN Pailot Model High School & College
Pailot High School, Chatmohar
Pabna, 6630

Pabna polytechnic institute Pabna polytechnic institute
Pabna
Pabna, 6600

Pabna polytechnic institute is open 1962

Dulai High School - দুলাই উচ্চ বিদ্যালয় Dulai High School - দুলাই উচ্চ বিদ্যালয়
DULAI HIGH SCHOOL, DULAI, SUJANAGAR, PABNA
Pabna, 6600

Dulai High school (দুলাই উচ্চ বিদ্যালয়). It was established in 196

সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা
※ সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা ※
Pabna, 6600

※ সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা ※ Check In

Dulai High School Dulai High School
DULAI HIGH SCHOOL, DULAI, SUJANAGAR, PABNA
Pabna, 6600

✔ Verified Official©Page Official® ✔Verified by Facebook ۩ █║▌│█│║▌║││

Pabna Textile Engineering Institute Pabna Textile Engineering Institute
Generel Hospital Road, Shalgaria
Pabna, 6600

It is an official page of Pabna Textile Engineering Institute. Stay with us for know lates

Pabna Textile Engineering College Bangladesh Pabna Textile Engineering College Bangladesh
Pabna, 6600

Pabna textile engineering college (PTEC)