
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা কোচিং করাতে পারবেন না: হাইকোর্ট কোচিং বাণিজ্য বন্ধে ২০১২ সালের নীতিমালা অনুসারে সরকারি কিংবা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা কোচি.....
আদর্শ মানুষ গড়ার প্রত্যয় নিয়ে শহীদ এম,মনসুর আলী কলেজ,পাবনায়।
Operating as usual
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা কোচিং করাতে পারবেন না: হাইকোর্ট কোচিং বাণিজ্য বন্ধে ২০১২ সালের নীতিমালা অনুসারে সরকারি কিংবা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা কোচি.....
"HSC 2018 result Shahid M Monsur Ali College Pabna"
প্রিয় পাঠক/ফলোয়ার, শুভেচ্ছা সহ
আপনাদের অবগতির জন্য জানানো
যাচ্ছে যে, আগামী ১৬ জানুয়ারী
২০১৮ খ্রীঃ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ও
বিশ্বস্থ সহচর, আমাদের মহান জাতীয়
নেতা শহীদ এম. মনসুর আলীর ১০১ তম জন্ম
বার্ষিকী। এ উপলক্ষ্যে অত্র কলেজের
পক্ষ হতে দুই দিন ব্যাপী বিশেষ
কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচী- ১ম
দিন ঃ ১৫ জানুয়ারী ২০১৮ ইং সন্ধ্যা
৬:০০ টা হতে ১৭ জানুয়ারী সকাল ৬:০০
টা পর্যন্ত কলেজের প্রতিটি ভবনসহ
ক্যাম্পাসের বিভিন্ন লোকেশনে
নানা রঙের আলোক সজ্জা প্রদর্শন।
কর্মসূচী-২য় দিন ঃ ১৬ জানুয়ারী ২০১৮
ইং সকাল ১০:৩০ ঘটিকায় কলেজের
সম্মানীত গভর্নিং বডির সদস্য, শিক্ষক
কর্মচারী, অবিভাবক ও
ছাত্রছাত্রীদের উপস্থিতিতে একটি
বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা কলেজ
ক্যাম্পাস হতে বাইপাস মোড়,
সিংঙ্গা বাজার হয়ে আবার
ক্যাম্পাসে প্রদক্ষিণ করবে।
শোভাযাত্রা শেষে স্বাধীন
বাংলাদেশের স্থপতি, জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান
জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। ১১:১৫
ঘটিকায় কেক কাটা। ১১:৩০
আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সভায় সভাপতিত্ব করবেন কলেজ
গভর্নিং বডির সম্মানিত সভাপতি,
জেলা পরিষদ পাবনার প্রথম
নির্বাচিত চেয়ারম্যান, জনপ্রিয়
জননেতা, পাবনা জেলা আওয়ামী
লীগের সিনিয়র সহ সভাপতি
জনাব মোহাম্মদ রেজাউল রহিম
লাল। অনুষ্ঠানটির সার্বিক
তত্বাবধানে কলেজের অধ্যক্ষ জনাব
আব্দুস সামাদ খান, সংশ্লিষ্ঠ সকলের
সহযোগিতায় অনুষ্ঠানটি সফল্যমন্ডিত
করার জন্য বিশেষভাবে অনুরোধ
জানান।
আজ ক্যাপ্টেন মনসুর আলীর
জন্মদিন=========== মোঃ মনসুর আলী
(জানুয়ারি ১৬, ১৯১৯ - নভেম্বর ৩, ১৯৭৫)
। তিনি সামরিক বাহিনীর
অবসরপ্রাপ্ত একজন ক্যাপ্টেন ছিলেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রাক্কালে
মেহেরপুরের বৈদ্যনাথতলার
আম্রকাননে গঠিত বাংলাদেশ
সরকারে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন
করেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর
জেলহত্যার ফলে নিহত চার জাতীয়
নেতার মধ্যে তিনিও একজন। তার পুত্র
মোহাম্মদ নাসিম বাংলাদেশ
আওয়ামী লীগের একজন প্রভাবশালী
নেতা এবং ১৯৯৬-২০০১ সময়কালে
বাংলাদেশ সরকারের
স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন
এবং ২০১৩ থেকে বর্তমান
সাস্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
জন্ম সিরাজগঞ্জ জেলার রতনকান্দি
ইউনিয়নের 'কুড়িপাড়া'য় ১৯১৯ সালের
১৬ জানুয়ারি । বাবার নাম হরফ আলী
সরকার। পড়াশোনা শুরু করেন
কাজিপুরের গান্ধাইল হাই স্কুলে৷
এরপর চলে আসেন সিরাজগঞ্জ বি.এল.
হাইস্কুলে৷ মাধ্যমিক পরীক্ষায়
উত্তীর্ণ হন এখান থেকেই৷ এরপর চলে
যান পাবনা৷ ভর্তি হন এডওয়ার্ড
কলেজে৷ উচ্চ মাধ্যমিক পাশ করেন এই
কলেজ থেকে৷ উচ্চ মাধ্যমিক পাশ
করার পর ১৯৪১ সালে কলকাতা
ইসলামিয়া কলেজ থেকে বি.এ পাস
করেন ৷ এরপর ভর্তি হন আলীগড় মুসলিম
বিশ্ববিদ্যালয়ের মতো নাম করা
শিক্ষা প্রতিষ্ঠানে৷ ১৯৪৫ সালে
এখান থেকেই অর্থনীতিতে এম.এ এবং
'ল' পাস করেন৷ এল.এল.বি- তে প্রথম
শ্রেণী লাভ তিনি। ১৯৫১ সালে আইন
ব্যবসা শুরু করেন পাবনা জেলা
আদালতে৷ আইনজীবী হিসেবে
তিনি ছিলেন একজন সফল ব্যক্তি৷
পাবনা আইনজীবী সমিতির
নির্বাচিত সভাপতিও ছিলেন তিনি।
আলীগড় থেকে দেশে ফেরার পর
তিনি জড়িয়ে পড়েন রাজনীতির
সাথে৷১৯৪৬ সাল থেকে ১৯৫০ সাল
পর্যন্ত ছিলেন পাবনা জেলা মুসলিম
লীগের সহ-সভাপতি৷ ১৯৪৮ সালে
তিনি যশোর ক্যান্টনমেন্টে প্রশিক্ষণ
নেন এবং পিএলজি-এর ক্যাপ্টেন পদে
অধিষ্ঠিত হন৷ এ সময় থেকেই তিনি
ক্যাপ্টেন মনসুর নামে পরিচিত হতে
থাকেন৷ ইসলামিয়া কলেজে পড়ার
সময় তিনি শেখ মুজিবুর রহমানের
সাথে পরিচিত হন৷ কলকাতা থেকে
দেশে ফেরার পর স্থানীয়
রাজনৈতিক ব্যক্তিত্ব আমজাদ
হোসেন, আব্দুর রব বগা মিঞা, জনাব
আমিন উদ্দিন অ্যাডভোকেট প্রমুখের
সাথে তাঁর রাজনৈতিক ঘনিষ্ঠতা
বাড়তে থাকে৷ ১৯৫১ সালে তিনি
আওয়ামী-মুসলিম লীগে যোগ দেন৷
জড়িয়ে পড়েন সক্রিয় রাজনীতিতে৷
আওয়ামী মুসলিম লীগের কেন্দ্রীয়
কার্যনির্বাহী কমিটির সদস্য হন এবং
দলের পাবনা জেলা কমিটির
সভাপতি নির্বাচিত হন তিনি৷ শহরে
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে
আন্দোলনে নেতৃত্ব দেন এম. মনসুর আলী৷
ফলে গ্রেফতার করা হয় তাঁকে৷
পরবর্তীকালে মুক্ত হন ৷ ১৯৫৪ সালে
যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে
নির্বাচন করে পূর্ব বাংলা
প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত
হন৷ এ নির্বাচনে পাবনা-১ আসনের
কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ্ আল
মাহমুদের বিরুদ্ধে লড়াই করেন তিনি৷
এবং সবাইকে অবাক করে দিয়ে বিপুল
ভোটে জয়লাভ করেন মনসুর আলী ৷
আব্দুল্লাহ্ আল মাহমুদের জামানত
বাজেয়াপ্ত হয়ে যায় এরপর যুক্তফ্রন্ট
মন্ত্রিসভা ভেঙে যায়৷ ১৯৫৬ সালে
আতাউর রহমান খানের নেতৃত্বে
বিভিন্ন সময় পূর্ববঙ্গ কোয়ালিশন
সরকারের আইন ও সংসদ বিষয়ক, খাদ্য ও
কৃষি এবং শিল্প ও বাণিজ্য
মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব লাভ
করেন তিনি৷ ১৯৫৮ সালে দেশে
জারি হয় সামরিক শাসন৷ তিনি
নিরাপত্তা আইনে গ্রেফতার হন৷
কারা নির্যাতন ভোগের পর মুক্ত হন,
১৯৫৯ সালের শেষের দিকে৷
বাঙালির মুক্তির সনদ ১৯৬৬ সালের ৬
দফা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করেন৷১৯৭০ সালের ১৭
ডিসেম্বর সাধারণ নির্বাচনে তিনি
প্রাদেশিক পরিষদে নির্বাচন করেন৷
পাবনা-১ আসন থেকে পূর্ব পাকিস্তান
প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত
হন । ২৫ মার্চ বঙ্গবন্ধু গ্রেফতার হলে
মনসুর আলী গ্রেফতার এড়াতে চলে
যান সোবহানবাগ কালোনীতে।
এখান থেকে তিনি কেরানীগঞ্জ
হয়ে কুড়িপাড়া যান তাঁর পরিবারের
সাথে দেখা করতে৷ এরপর চলে যান
ভারতে৷ আসামের মাইনকার চর হয়ে
তিনি কলকাতা গমন করেন৷ ভারতে
আশ্রয় নেয়া অন্য নেতাদের সাথে
দেখা ও যোগাযোগ হয় তাঁর৷ এরপর
দলীয় হাই কমান্ডের অন্য নেতারা
মিলে সম্মিলিত সিদ্ধান্তে গঠন
করেন মুজিব নগর সরকার । নতুন গঠিত
সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন
করেন তিনি৷এবছরের মাঝামাঝি
সময়ে তাঁর পরিবারও কলকাতা গিয়ে
পৌঁছে৷ তিনি সপরিবারে বসবাস
করতে থাকেন পার্কসার্কাসের
সিআইটি রোড়ের বাড়িতে৷ তাঁর
অফিস ছিল ৮নং থিয়েটার রোডে ৷
১৯৭২-এর জানুয়ারি মাসে শেখ মুজিব
পাকিস্তানি কারাগার থেকে
দেশে ফিরে মন্ত্রী পরিষদ পুনর্গঠন
করেন৷ এবার মনসুর আলী দায়িত্ব নেন
প্রথমে যোগাযোগ ও পরে স্বরাষ্ট্র
এবং যোগাযোগ মন্ত্রী হিসেবে
হার্ডিঞ্জ ব্রিজ মেরামতে রাখেন
ভূমিকা৷ ১৯৭৩ সালের ৭ মার্চের
নির্বাচনে মনসুর আলী পুনরায়
পাবনা-১ আসন থেকে জাতীয় সংসদ
সদস্য নির্বাচিত হন৷ এ বছর তিনি
আওয়ামী লীগের পার্লামেন্টারি
দলের সদস্য নির্বাচিত হন৷শেখ মুজিবুর
রহমান সকল দলকে একত্রিত করার
মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার
পদ্ধতি চালু করেন৷ এ সময় ক্যাপ্টেন
মোহাম্মদ মনসুর আলী বঙ্গবন্ধু
মন্ত্রিসভার প্রধান মন্ত্রীর দায়িত্ব
নেন ৷ শেখ মুজিবুর রহমান কর্তৃক গঠিত
বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী
লীগের (বাকশাল) সাধারণ সম্পাদক হন
তিনি৷ সময় ১৯৭৫ সালের ২৪
ফেব্রুয়ারি। ১৯৭৫ সালের ৩ নভেম্বর
মধ্যরাত্রিতে অন্য চার জাতীয়
নেতার সাথে তাঁকে হত্যা করা হয়।
(উইকিপিডিয়া)
পাবনা শহরের বাইপাসে ১৯৯৬ সালে
জাতীয় মহান নেতার নামে, শহীদ এম.
মনসুর আলী কলেজটি প্রতিষ্ঠিত
️BANGLADESH এর পূর্ণ অর্থ কি ?
BANGLADESH এর অর্থঃ-
B=Blood (রক্তে)
A=Achieve (অর্জিত)
N=Noteworthy (স্মরণীয়)
G=Golden (সোনালী)
L=Land (ভূমি)
A=Admirable (প্রশংসিত)
D=Democratic (গণতান্ত্রিক)
E=Evergreen (চিরসবুজ)
S=Sacred (পবিত্র)
H=Habitation (বাসভূমি)
*অর্থাৎ "রক্তে অর্জিত স্মরণীয়
সোনালী ভূমি,
প্রশংসিত গণতান্ত্রিক চিরসবুজ পবিত্র
বাসভূমি"
- #ঝিজিপোকার_কাব্য
পোষ্টটি শেয়ার করে না রাখলে
আর খুঁজে পাবেন না। ধন্যবাদ
জানাতে T=(Thanks) লিখে কমেন্ট
করুন। কেননা আপনাদের একটি ধন্যবাদ
আমাদের নিত্যনতুন পোষ্ট লিখতে
অনুপ্রাণিত করে।
আদর্শ মানুষ গড়ার প্রত্যয় নিয়ে শহীদ
এম,মনসুর আলী কলেজ,পাবনায়।
২০১৭ সালের অনার্স ২য় বর্ষের পরিক্ষার রুটিন :
বিবিএ অনুষদ :
# মার্কেটিং
০৩/১২/১৭-রবিবার - ২২২৩০১
০৯/১২/১৭-শনিবার - ২২২৩০৩
১২/১২/১৭-মঙ্গলবার - ২২২৩০৫
০১/০১/১৮-সোমবার - ২২২৩০৭
০৪/০১/১৮-বৃহঃবার - ২২২৩০৯
০৭/০১/১৮-রবিবার - ২২২৩১১
১০/০১/১৮-বুধবার - ২২২৩১৩
# ফিন্যান্স
০৩/১২/১৭-রবিবার - ২২২৪০১
০৯/১২/১৭-শনিবার - ২২২৪০৩
১২/১২/১৭-মঙ্গলবার - ২২২৪০৫
০১/০১/১৮-সোমবার - ২২২৪০৭
০৪/০১/১৮-বৃহঃবার - ২২২৪০৯
০৭/০১/১৮-রবিবার - ২২২৪১১
১০/০১/১৮-বুধবার - ২২২৪১৩
# হিসাববিজ্ঞান
০৩/১২/১৭-রবিবার - ২২২৫০১
০৯/১২/১৭-শনিবার - ২২২৫০৩
১২/১২/১৭-মঙ্গলবার - ২২২৫০৫
০১/০১/১৮-সোমবার - ২২২৫০৭
০৪/০১/১৮-বৃহঃবার - ২২২৫০৯
০৭/০১/১৮-রবিবার - ২২২৫১৩
১০/০১/১৮-বুধবার - ২২২৫১১
# ব্যবস্থাপনা
০৩/১২/১৭-রবিবার - ২২২৬০১
০৯/১২/১৭-শনিবার - ২২২৬০৩
১২/১২/১৭-মঙ্গলবার - ২২২৬০৫
০১/০১/১৮-সোমবার - ২২২৬০৭
০৪/০১/১৮- বৃহঃবার - ২২২৬০৯
০৭/০১/১৮-রবিবার -২২২৬১১
১০/০১/১৮-বুধবার - ২২২৬১৩
[বিষয় কোড সমূহ যার যার ডিপার্টমেন্টের
বিষয়ের সাথে মিললিয়ে নিবেন ]
"আল্লাহু মহান"
Monday | 09:00 - 16:00 |
Tuesday | 09:00 - 16:00 |
Wednesday | 09:00 - 16:00 |
Thursday | 09:00 - 16:00 |
Saturday | 09:00 - 16:00 |
Sunday | 09:00 - 16:00 |
ICT Cell develop and maintain ICT related task in Pabna University of Science and Technology.
Dulai High school (দুলাই উচ্চ বিদ্যালয়). It was established in 196
※ সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা ※ Check In
✔ Verified Official©Page Official® ✔Verified by Facebook ۩ █║▌│█│║▌║││
It is an official page of Pabna Textile Engineering Institute. Stay with us for know lates