31/03/2024
আসসালামু আলাইকুম।
জেলা স্কুলের ২০২০ ব্যাচের সকলের অবগতির জন্য জানানো জাচ্ছে যে, আগামী ০৭ এপ্রিল ২০২৪, রোজ রবিবার (২৭তম রজমজান) ২০ ব্যাচের উদ্যোগে একটি ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে।উক্ত ইফতার মাহফিলে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি।
আবারো সবাই একসাথে দেখা হচ্ছে জেলা স্কুলে। ❤️
ধন্যবাদ সবাইকে।
Labib Jubair :01726885457
❤️
10/01/2024
One School, Million Emotions
❤️🔥
03/09/2023
পাবনা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় আতাউর রহমান স্যার। স্যারকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। সকলে স্যারের জন্য দোয়া করবেন।
Once a Boss , Always a Boss ❤️
12/02/2023
পাবনার সন্তান রাষ্ট্রপতি
পাবনার সন্তান ডেপুটি স্পিকার
ব্যাপার টা অন্যরকম ❤️🔥
17/11/2022
কালের পরিক্রমায় ঐতিহ্যবাহী পাবনা জিলা স্কুলের দুই স্তম্ভের বিদায়ঃ ------------------------
আজ ১৬ নভেম্বর, বুধবার, ২০২২ পাবনা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক জনাব মো. রফিকুল ইসলাম এবং জনাব মো.আকমল হোসেন চাকরি থেকে অবসর গ্রহণ করলেন।আজ স্কুল থেকে তাঁদের আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হলো, যদিও গত মাসেই তাঁরা অবসরে চলে গিয়েছেন।
প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ হুজ্জাতুল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব এ কে এম ফিরোজ হোসেন। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক জনাব মোঃ আলাউদ্দিন, জনাব মোঃ কামরুজ্জামান,জনাব মোঃ আসাদুজ্জামান খান,জনাব মোঃময়নূল হক,জনাব মোঃআতাউর রহমানএবং জনাব তুষার কুমার দাশ।এছাড়া বিদায়ী শিক্ষক জনাব মোঃআকমল হোসেন ও জনাব মোঃ রফিকুল ইসলাম তাঁদের বিদায়ী অভিব্যক্তি প্রকাশ করেন অত্যন্ত আবেগাপ্লুত হয়ে।সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুর রাজ্জাক এবং প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ হুজ্জাতুল্লাহ বক্তব্য রাখার পূর্বে বিদায়ী শিক্ষকবৃন্দকে ফুলের তোড়া এবং কিছু উপহার সামগ্রী প্রদান করেন প্রধান শিক্ষক মহোদয়। এরপর তাঁদের অবসর জীবনে সুখ শান্তি ও নিরাপত্তার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার নিকট প্রার্থনা করা হয়।মোনাজাত পরিচালনা করেন জনাব মোঃ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক। পরিশেষে বিদায়ীদের সম্মানে এক ভোজসভা অনুষ্ঠিত হয়।
Collected From :
Md Kamruz Zaman Sir's Timeline
28/09/2022
শুভ জন্মদিন প্রিয় হাসিবুল হাসান স্যার! < 3
আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুক।
আপনার সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করি।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা & শুভ কামনা রইল ❤️
12/09/2022
পাবনা জেলা স্কুলের সম্মানিত শিক্ষক আমাদের সকলের প্রিয় মোঃ হাসিরুল হক স্যার কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ তায়ালা তাঁর জীবনের সমস্ত গুনাহ গুলো মাফ করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।
16/05/2021
আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় হাসিরুল হক স্যার
আজ তার জন্মদিন ❤️
আজকের এই শুভ দিনে Pabna Zilla School → (PZS family) ❤️ এর পক্ষ থেকে স্যারকে আন্তরিক শুবেচ্ছা,ভালোবাসা ও অভিনন্দন
শুভ জন্মদিন স্যার,
আল্লাহ তায়ালা আপনাকে সকল সময় সকল প্রকার বিপদাপদ থেকে রক্ষা করুক, সুস্থ রাখুক & নেক হায়াত দান করুক 🥰
শুভ জন্মদিন প্রিয় শিক্ষক
01/04/2021
শুভ জন্মদিন শ্রদ্ধেয় Abdur Raihan স্যার ❤️
জন্মদিনের শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করি।
মহান আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে সবসময় ভালো রাকুক,সুস্থ রাখুক,হাসি-খুশি রাখুক।
আবারও জানাই জন্মদিনের শুভেচ্ছা
শুভ জন্মদিন স্যার 💝
30/03/2021
আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় হাসিরুক হক স্যারের দ্বিতীয়বারের অপারেশন সফল হয়েছে।
আলহামদুলিল্লাহ, প্রিয় স্যার এখন মহান আল্লাহর তায়ালার অশেষ রহমতে বেঁচে আছেন। স্যারের দ্রুত সুস্থতা কামনা করছি, আমিন। ❤️