25/05/2024
অভিনন্দন! কায়সান মাহমুদ বিন সুজা। পাবনা জেলা থেকে একক ভাবে "ম্যাসেঞ্জার ওপেন স্কাউট গ্রুপের স্কাউট সদস্য" কায়সান মাহমুদ বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড "বাংলাদেশ প্রেসিডেন্ট'স স্কাউট এ্যাওয়ার্ড" এর জন্য মনোনীত হওয়ায় ম্যাসেঞ্জার ওপেন স্কাউট গ্রুপের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন।
খুব শিঘ্রই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ স্কাউটস এর চীফ স্কাউট এর হাত থেকে সরাসরি এই অ্যাওয়ার্ড গ্রহণ করবেন।
সকলের নিকট দোয়া কামনা করছি।
Messenger Open Scout Group,pabna Pabna Zilla School Scout Team Pabna Polytechnic Institute rover scout group MACS school and College Scout Group, pabna Bornomala Foundation, Pabna - বর্ণমালা ফাউন্ডেশন,পাবনা। Bangladesh Scouts Pabna District Rover. Pabna Pabna Shopno Foundation Pabna Bangladesh Scouts SCOUTING LOVER Scouting in the Asia-Pacific Region Nurul Amin Scoutes- PCCS
25/05/2024
আলহামদুলিল্লাহ,
ম্যাকস স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী কায়সান মাহমুদ বিন সুজা (অমি) এবছর পাবনা জেলার মধ্যে একমাত্র শিক্ষার্থী হিসেবে স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড "প্রেসিডেন্টস স্কাউটস" অর্জন করেছে এবং সে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পাওয়ার গৌরব অর্জন করেছে।
08/01/2024
ম্যাকস এন্ড কলেজ স্কাউট গ্রুপের পক্ষ থেকে বিন্ম্র শ্রদ্ধা।
16/07/2023
ম্যাকস স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপের দ্বিতীয় একদিন ব্যাপী তাবুবাস সম্পন্ন হয়েছে।
08/04/2023
“স্কাউটিং করবো,স্মার্ট বাংলাদেশ গড়বো ”
“Scouting to build,SMART BANGLADESH ”
থিমকে সামনে রেখে আজ সারাদেশে পালিত হলো ❝জাতীয় স্কাউট দিবস❞ ৮ই এপ্রিল। “ম্যাকস স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ ও দিনটিকে উদযাপন করে জাতীয় স্কাউটের নীতিমালা অনুসারে। প্রায় ১০০ খানেক ছাত্রের সমাবেশে উদযাপিত হয় দিনটি যার আয়োজক জেলা স্কাউটস। উক্ত অনুষ্ঠানে পরিচালিত কুইজ প্রতিযোগিতায় ১ম ও ২য় স্থান অধিকার করে আমাদেরই স্কাউট বন্ধুগণ।এমনকি স্কাউট ওনেও দূর্দান্ত ভূমিকে রেখে সুনাম অর্জন করে তারা।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এবং অতিরিক্ত জেলা প্রাশাসক মহোদয়। আরো উপস্থিত ছিলেন
~জনাব মো:নওশাদ আলী [ ডি.আর.সি.(প্রোগ্রাম)]{রৌপ্য ইলিস}
~জনাব মো;মনজুরুল হাসান (জেলা সম্পাদক)
~জনাব মো:এনামুল হক (যুগ্ন জেলা সম্পাদক ও সাবেক জেলা সম্পাদক)
~জনাব মো: আরিফুল হায়দার ( জেলা স্কাউট লিডার)
~জনাব মো: আবুল কালাম আজাদ( কমিশনার, জেলা স্কাউট)
~জনাব মো: এস.এম. সালাউদ্দিন (কমিশনার, উপজেলা স্কাউটস)
~জনাব মো: নুরুল ইসলাম মিয়া(উপজেলা স্কাউট লিডার)
~জনাব মো: শরিফুল ইসলাম (ভারপ্রাপ্ত উপজেলা সম্পাদক)
এছাড়াও ছিলেন আমাদের সক্রিয় উড-ব্যাজার গণ ও এডাল্ট লিডার গণ
ধন্যবাদন্তে-
পাবনা জেলা স্কাউটস
07/04/2023
স্কাউটিং করব স্মার্ট বাংলাদেশে গরব
22/02/2023
বি.পি দিবস উপলক্ষে
ম্যাকস স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপের নব স্কাউট দ্বয়ের দ্বীক্ষা পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দ্বীক্ষা প্রদান আনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জনাব.মো.মহসিন স্যার(এ্যাডাল্ট লিডার বাংলাদেশ স্কউট)
এবং
জনাব আনোয়ার স্যার। (ইউনিট লিডার ম্যাকস স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপের)
05/02/2023
নবাগত সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, পাবনা জেলা।।।
28/12/2022
🗣️ সফল হোক
শুভ উদ্ভোদন ম্যাকস স্কুল স্কাউট গ্রুপের প্রথম বার্ষিক তাঁবুবাস
ম্যাকস স্কুল স্কাউট গ্রুপের প্রথম বার্ষিক তাঁবু বাস আজ উদ্ভোদনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে।
উক্ত তাবুবাসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা শিক্ষা অফিসার জনাব, মোঃহাফিজুর রহমান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব, মোঃমুন্জুরুল হাসান (উপজেলা সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, পাবনা সদর উপজেলা)
জনাব, খন্দকার তবিবুর রহমান ফরহাদ (সভাপতি, ম্যাকস স্কুল এন্ড কলেজ)
এছাড়া স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন
আশা করি ক্যাম্পটি সুন্দর ভাবে সম্পন্ন হবে ❤️❤️❤️❤️
27/12/2022
ম্যাকস স্কুল এন্ড কলেজের ১ম বার্ষিক তাঁবুবাস
ভেন্যু:ম্যাকস স্কুল এন্ড কলেজ,জালালপুর;পাবনা
থিম:মানব সেবায় স্কাউটিং
তারিখ:২৭-২৯ ডিসেম্বর
01/12/2022
ম্যাকস স্কুল এন্ড কলেজ এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী তে কর্মরত ম্যাকস স্কাউট গ্রুপের সদস্য গণ😀😀
28/07/2022
২নং বিপি পিটি করালো
ম্যাকস স্কাউট গ্রুপের কোষাদক্ষ
স্কাউট আপন।৷ (৯ম শ্রেণী)
ও
কাব স্কাউটদের উদ্দেশ্য
সহকারী উপদলনেতা
রাহাদ (১০ম শ্রেণি)
27/07/2022
৩নং বিপি পিটি করালো৷৷
আজকের ট্রুপমিটিং এ স্কাউট রিদয় হোসেন (১০ম শ্রেণির শিক্ষার্থী)৷৷