
সময় ধরে রাখা যায় না, কিন্তু সময় মনে রাখা যায়!❤️😊
°Welcome to our fan page°
Operating as usual
সময় ধরে রাখা যায় না, কিন্তু সময় মনে রাখা যায়!❤️😊
Dear School Friends❤️🥀
স্কুলে কি পড়েছি তা হয়তো মনে নেই কিন্তু স্কুল জীবনে তোদের সাথে কাটানো মুহূর্ত সেগুলো ঠিকই মনে আছে, সেই মুহূর্ত গুলা কখন ভোলা যাবে না! ❤🌸
চিরচেনা আপন জায়গা!❤️
আলহামদুলিল্লাহ 🌸❤️
দ্বিতীয় বিজয় দিবস (৩৬ জুলাই/৫ই আগস্ট ২০২৪)
২০২৪ সালের সকল এসএসসি পরীক্ষার্থী ভাই'বোনদের জন্য দোয়া এবং শুভ কামনা রইলো!❤️🩹🌸
এইসব শীতকালেই স্কুলে সকাল বেলা 'শরীরচর্চা' হতো। অনেকেই ক্লাসে লুকিয়ে থাকতো, ক্লাসে বসে হোমওয়ার্ক শেষ করতো।
এইসব দিনেই 'ক্রীড়া প্রতিযোগিতা' শুরু হতো, ক্লাস করতে হতো না।
এইসব দিনেই সোয়েটার গায়ে দিয়ে স্কুলে যেতাম, গরম লাগলে সোয়েটার কোমরে বেঁধে 'ভাব' নিতাম!
সুন্দর জানুয়ারীর সুন্দর স্মৃতি!❤️
Enjoy Time With Friends!❤️
দিন'টা অনেক আনন্দের ছিলো!🥰
যে যেখানে থাকিস ভালো থাকিস!🖤
বৃষ্টির দিনের আনন্দ ছিলো স্কুল জীবন পর্যন্তই! বৃষ্টি হলে কোনো ক্লাস হতো না, ক্লাসে বসে জানালা দিয়ে বৃষ্টি দেখতাম, সবাই মিলে গান গাইতাম, বৃষ্টি ভিজে ফুটবল খেলতাম! ইচ্ছে করে মাঠে দৌড়ে গিয়ে ধপাস করে পড়ে যেতাম! কতই না সুন্দর ছিলো সময়গুলো!'🖤
জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়
সুজানগর,পাবনা।
২০২৩ সালের এস এস সি পরীক্ষার ফলাফল।
মোট পরীক্ষার্থী=১২৪ জন
এ(+)=০৬ জন
এ=৬৫ জন
এ-=২৬ জন
বি=২২ জন
অকৃতকার্য =০৫ জন।
শতকরা পাশের হার=৯৬%
ডিয়ার স্কুল ফ্রেন্ডস।
হয়তো কবে কথা হয়েছে মনে নেই। দেখা হওয়াটা তো আমাবস্যার চাঁদের মতো। কিন্তু জানিস? তোদের কথা খুব মনে পড়ে, তোদের সাথে কাটানো দিনগুলো খুব মিস করি!🙂🖤
আহা শান্তি!🖤🥰
#বন্ধু😍
School Life 🖤
আগে বড় ভাইদের বিদায় দিতাম, এখন আমাদেরই বিদায় নিতে হবে!🙂
২৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩
SSC Batch 2K23🖤
Best Moments With Friends Of School Life!🖤😍
!🖤🥰
হারিয়ে যাওয়া class 6-10 জীবনের স্মৃতি গুলো:🖤
০১। অনেক বন্ধু
০২। বিরক্তিকর ড্রেস
০৩। স্কুল পালানো।
০৪। সকাল সকাল প্রাইভেটে বের হয়ে বন্ধু-বান্ধবীদের জন্য সাইকেল নিয়ে রাস্তার মোড়ে দাড়িয়ে অপেক্ষা করা।
০৫। স্যার, ম্যাডামের সুন্দর সুন্দর নাম রাখা।
০৬। ক্লাসে বাড়ির কাজ না করে যাওয়া ,
এবং বলা স্যার, ভুলে বাসায় ফেলে আসছি।
০৭। রেগুলার শাস্তি।
০৮। টিফিন টাইমের অপেক্ষা।
০৯। বার্ষিক পরীক্ষার পর স্কুল বন্ধের ছুটি।
১০৷ মেয়েদের BF এর নাম ধরে খে*পানো।
১১৷ প্রতি সপ্তাহে কমপক্ষে একবার
স্যারের হাতের স্পেশাল কে*লানি।
১২৷ চুল না কাটার জন্য স্যারের হাতে
চুলটান খাওয়া।
১৩। স্যার ক্লাসে না আসার জন্য দোয়া করা।
১৪৷ স্যারের সাথে বাজি রাইখা নকল করা।
১৫৷ জাতীয় সঙ্গীত না গেয়ে মুখ নারানো।
১৬৷ শপথের মধ্যে উল্টা বাণী পেশ করা।
১৭৷ প্রত্যেক দিন আগে গিয়ে লাস্ট বেঞ্চ বুকিং।
১৮। স্যারদের কাছ থেকে বিভিন্ন উপাধি লাভ ১৯। অভিবাবকের স্বাক্ষর নিজেই দেয়া।
২০। স্যারদের অমিয় বাণী সমূহ।
২১। ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়া।
২২। গ্রীষ্মের ছুটি।
২৩। বিদায় অনুষ্ঠান
২৪। বোর্ড পরীক্ষা!
তোমাদের সবাইকে অনেক মিছ করব😥😥
J.K.S.H.S.❤❤
SSC Batch 2023🖤🌸
বর্তমানে কিছু কিছু স্টুডেন্টের মন :
কোনো মতো টেষ্ট পরীক্ষায় পাস করি তারপর এসএসসি'তে দেখায় দিমু🙂