Faruk's English and ICT care

Faruk's English and ICT care

Share

I want to teach them who are interested to learn English and ICT

Operating as usual

21/02/2023
04/08/2022

Open

13/11/2021
03/11/2021

Admission open

29/10/2021

৪৩ তম বিসিএস উত্তর ঃ
বাংলা সাহিত্য সামাধান
১। তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
= অনন্ত প্রেম
২। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি
= মহামহোপাধ্যায়
৩। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস
= কর্ণফুলি
৪। নীল লোহিত
= সুনীল
৫। দুর্গেশ নন্দিনীর ১ম প্রকাশ
= ১৮৬৫
৬। ১ম মহিলা ঔপন্যাসিক
= স্বর্ণকুমারি দেবী
৭। আমার দেখা নয়া চীন
= বঙ্গবন্ধু
৮। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম
= পদ্মাপূরাণ
৯। মানুষের মৃত্যু হ’লে তবু মানব থেকে যায়
= জীবনানন্দ দাস
১০। দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতায় লাভ করেন ?
=
১১। চযাপদ প্রাপ্তিস্থান
= নেপাল
১২। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
= নেকড়ে অরণ্য ( শওকত ওসমান)
১৩। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যটি
= শঙ্খ ঘোষ
১৪। বিদ্যাসাগরের জন্মস্থান
= বীরসিংহ গ্রামে
১৫। মুসলিম সাহিত্য সমাজ
= ১৯ জানুয়ারি, ১৯২৬
১৬। আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর
= আবুল মনসুর আহমদ
১৭। ঐ ক্ষেপেছে পাগ্ লী মায়ের দামাল ছেলে
=কামাল পাশা ( কাজী নজরুলের কামাল পাশা কবিতার
১৮। সজনীকান্ত দাস এর পত্রিকা
= বিজলি
ভূগোলের সমাধান
১। প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়
= ম্যানগ্রোভ
২। প্রবাল দ্বীপ
= সেন্ট মার্টিন
৩। বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সোপান
= কুমিল্লা
৪। বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা
= মায়ানমার
৫। বাংলাদেশে আকস্মিক বন্যা হয়
= উত্তর-পূর্বাঞ্চল ( পাহাড়ি অঞ্চলে ফ্লাস ফ্লাড)
৬। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ
= দিনাজপুর
৭। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে
= ভূমিকম্প
৮। সোয়াচ অব নো গ্রাউন্ড
= সাবমেরিন ক্যানিয়ন
৯। ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত ?
= ২৬.৫ ডিগ্রি সে.]
১০। নিচের কোন উপজেলাটি সবচেয়ে বেশি নদী ভাঙ্গন প্রবণ
= নড়িয়া ( শরিয়তপুর)
১১। hydro meteorological disaster
= বন্যা
আন্তর্জাতিক অংশের সমাধান
১। ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের
= UNIIMOG
২। গণতন্ত্র দিবস
= ১৫ সেপ্টম্বর
৩। টি আই এর প্রধান কার্যালয়
= জার্মানি
৪। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ
= মিং ক্লাস
৫। জিবুতি দেশটি কোথায়
= এডেন উপসাগরের পাশে
৬। জাতিসংঘের সংস্থা নয়
= আসিয়ান আঞ্চলিক ফোরাম
৭। UNFCCC মূল আলোচ্য বিষয়
= গ্রিন হাউস গ্যাসের নি:সরণ ও প্রশমন
৮। Word development Report
= বিশ্ব ব্যাংক
৯। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা
= ইন্দোনেশিয়া
১০। লেডি উইথ দ্য ল্যাম্প
= ফ্লোরেন্স নাইটিঙ্গেল
১১। মিয়ানমারের নির্বাসিত সরকার
= ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট—এনইউজি
১২। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়
= কম্বোডিয়া
১৩। নাথু লা পাস কোন দুটি দেশকে
= ভারত –চীন
১৪। বাংলাদেশের কোনটির সদস্য নয়
=OAS
১৫। আকাবা একটি
= সমুদ্র বন্দর
১৬। ট্রাফাগাল স্কয়ার
= ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে
১৭। মায়া সভ্যতা
= মধ্য আমেরিকায়
১৮। বিশ্ব মানবাধিকার দিবস
= ১০ ডিসেম্বর
১৯। টেকসই উন্নয়নের লক্ষ্য
= ১৭টি
২০। চীনের জিনিজিয়াং এর মুসলিম জনগোষ্ঠী
= উইঘুর
বাংলাদেশ বিষয়াবলির সমাধান
১। প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার
= বিরোধী দল
২। ঢাকা সিটি কর্পো, ১ম নির্বাচিত মেয়র
= মো. হানিফ
৩। সংবিধান লেখার দায়িত্ব
= এ কে এম আব্দুর রউফ
৪। নারী পুরুষের সমতা
= ২৮(২)
৫। কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনের জন্য চীনের সাথে চুক্তি
=ইনসেপ্টা
৬। ওআইসিতে বাংলাদেশের সদস্য পদ
=১৯৭৪
৭। ভোটার হওয়ার সর্বনিম্ম বয়স
= ১৮ বছর
৮। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা
= এ্যাটরনি জেনারেল
৯। নির্বান কোন ধর্মের সাথে
= বৌদ্ধ
১০। একনেকের প্রধান
= প্রধানমন্ত্রী
১১। বলাক কোন সংকর জাত
= গম
১২। তথ্য অধিকার আইন
= ২০০৯
১৩। মুজিবনগরের সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিষয়ক বিভাগের
= তাজউদ্দিন আহমেদ
১৪। রেহেনা মরিয়ম নূর চলচিত্রের পরিচালক
= আব্দুল্লাহ মোহাম্মদ সাদ
১৫। প্রাচীন বাংলার জনপদ
=পুণ্ড্র নগর
১৬। সংবিধানে বাজেট আর্থিক বিবৃতি
= ৮৭
১৭। নিপোর্ট কী ধরণের প্রতি
= জনসংখ্যা গবেষণা
১৮। আর্যদের ধর্মগ্রন্থ
= বেদ
১৯।সমতট
= কুমিল্লা নোয়াখালী
২০। বাংলাদেশের ব্যাংক নোট নয় কোনটি
= ২টাকা
২১। বয়স্কভাতা
= ১৯৯৮
২২। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের সেক্টর
= ৮নং
২৩। Untranquil Recollections: The Years of Fulfilment গ্রন্থটির লেখক
=Rehman Sobhan
২৪। কৃষিশুমারি হয়নি
=২০১৫
২৫। সাংবিধানিক পদ নয়
= মানবাধিকার কমিশন
২৬। ম্যানিলা কোন ফসলের
= তামাক
২৭। ওরাও জনগোষ্ঠী
= রাজশাহী দিনাজপুর
২৯। সেকেন্ডারি মার্কেট
= স্টক মার্কেট
৩০। ৬দফায় অর্থনৈতিক দফা
=৩টি
দফা ৩: প্রতিটি প্রদেশের জন্য পৃথক, তবে অবাধে রূপান্তরযোগ্য মুদ্রা থাকবে। অথবা, যদি একক মুদ্রা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে মুদ্রা হস্তান্তর রোধ করার উপায় থাকতে হবে।
দফা ৪: রাজস্বের দায়িত্ব প্রদেশের হাতে থাকবে।
দফা ৫: প্রতিটি প্রদেশের বৈদেশিক মুদ্রা আয়ের জন্য পৃথক অ্যাকাউন্ট থাকতে হবে।
৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার বিজ্ঞান অংশের সমাধান
১। গ্রাফিন কার বহুরুপী ?
= কার্বন
২। আইনস্টাইন নোবেল পুরস্কার পান
= আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখার করার জন্য
৩। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে ?
= সাগরের পানিতে
৪। হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী
= arteries
৫। প্রোটিন তৈরি হয
= অ্যামিনো এসিড থেকে
৬। কোনটি পানিতে দ্রবীভূত হয় না ্
= ক্যালসিয়াম কার্বনেট
৭। মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?
= উপরের কোনোটিই নয় । সঠিক উত্তর ১২০ দিন
৮। নদীর পানির ক্ষেত্রে কোনটি সঠিক
COD> BOD ( একই পানিতে BOD অপেক্ষা COD বেশি হয়। )
৯। পাথ ফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল
= ১৯৯৭ সালের ৪জুলাই
১০। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
= স্ট্রাটোস্ফিয়ারে
১১। কাঁদুনে গ্যাসের অপর নাম
= ক্লোরোপিক্রিন
১২। আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয় ?
= দূরত্ব
১৩। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম
প্রক্সিমা সেন্টরাই
১৪। ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট দ্বারা তৈরি
= টাংস্টেন
১৫। ১০০ ওয়াট –এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হবে?
= ৩৬০০০০ জুল ।
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশের সমাধান
১। মার্বেল কোন ধরনের শিলা
= রুপান্তরিত
২। মধ্যম উচ্চতার মেঘ কোনটি ?
= স্ট্রেটাস
৩। ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বষিয়
= জলবায়ু পরিবর্তন হ্রাস
৪। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?
= সুন্দরবনের দক্ষিণে
৫। বেঙ্গল ফ্যান ভূমিরুপটি কোথায় অবস্থিত?
= বঙ্গোপসাগরে
৬। একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম
= আইসোহাইট
৭। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি
= পুন্ড্রবর্ধন
৮। নিচের কোনটি সত্য নয়
= গোবী মরুভূমি ভারতে অবস্থিত
৯। দক্ষিণ গোলার্ধে উষ্ণমাস কোনটি ?
= জানুয়ারি
১০। UDMC
= Union Disaster Management Committee
আন্তর্জাতিক অংশের সমাধান
১। টি আই যে দেশের সংস্থা
= জার্মানি
২। Weapon of Mass Destruction (WMD)
৩। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডাব্লিউজেপি) গতকাল বুধবার ‘আইনের শাসন সূচক-২০২০’ শীর্ষক প্রতিবেদনে শীর্ষ দেশ
= ডেনমার্ক
৪। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা ?
= জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড
৫। রোহিঙ্গা গণহত্যার মামলা করে
= গাম্বিয়া
৬। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে
= সিয়েরা লিওন
৭। জাতিসংঘ নামকরণ করে
= রুজভেল্টে
৮। কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য
= তুরস্ক
৯। ন্যাটো কবে প্রতিষ্ঠতি হয়
= ১৯৪৯
১০। জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর
= এঞ্জেলা মারকেল
১১। শান্তিতে নোবেল -২০১৯ যে কারণে
= ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সীমান্ত চুক্তি
১২। রোহিঙ্গা গণহ্যার রায়ে
= চারটি নির্দেশনা
১৩। ইনকা সভ্যতা
= দক্ষিণ আমেরিকা
১৪। রাশিয়ার সামরিক ঘাঁটি বিদ্যমান
= উজবেকিস্তান
১৫। মুদ্রা তহবিল
= ১৯৪৫
১৬। ফিনল্যান্ড কলোনী ছিল
= রাশিয়া
১৭। এশিয়া – আফ্রিকাকে পৃথককারী প্রণালি
– বাব এল মানদেব
১৮। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী
= ১৯১২
১৯। করোনাকে প্যানডেমিক ঘোষণা
= বিশ্ব স্বাস্থ্য সংস্থা
২০। ডেমোক্রাটিক দলের মনোয়ন পেতে ডেলিগেট প্রয়োগন
= ১৯৯১
বাংলাদেশ বিষয়াবলী অংশের সমাধান
১ । সংবিধানের কত অনুচ্ছেদে বৈদেশিক নীতি
= ২৫
২। বাংলাদেশের সর্ব দক্ষিণে
= সেন্টমার্টিন
৩। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য
= ৫টি
৪। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় ?
= বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
৫। কে বীরশ্রেষ্ঠ নয়
= মুন্সি আব্দুর রহিম
৬। বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন করে হয়
= ৭ মার্চ ১৯৭৩
৭। প্রান্তিক হৃদ কোথায়
= বান্দরবান
৮। লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করে
= ২২-২৪ ফেব্রুয়ারি
৯। বঙ্গবন্ধুক জুলিও কুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয়
– ২৩মে ১৯৭৩
১০। ঐতিহাসিক ছয় দফায় যে দাবিটি ছিল না
= বিচার ব্যবস্থা
১১। মাৎসনায় বাংলার কোন সময়কাল
= ৭ম-৮ম
১২। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়
=আলাউদ্দিন হোসেন শাহ
১৩। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করে
= নবাব স্যার সলিমুল্লাহ
১৪। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী
= খাজা নাজিমউদ্দিন
১৫। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায়
= খাগড়াছড়ি
১৬। বাংলার সেন বংশের শেষ শাসন কর্তা
= লক্ষণ সেন
১৭। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম
= পুণ্ড্র
১৮। কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়
= সন্তোসে
১৯। মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮ , থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়
= ১১ এপ্রিল, ১৯৭১
২০ । কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য ন
= ৭ (খ)
২১। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বিষয়
= তত্তাবধায়ক সরকার
২২। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়
= ৪র্থ
২৩। কোন উপজাতিটির আবাস্থল ‘ বিরিশি; নেত্রকোনায়
= গারো
২৪। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ভারসাম্য রক্ষা হয়
= IMF –এর বেইল আউট প্যাকেজ
২৫। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়
=শশাঙ্ক
২৬। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন
= সম্রাট পঞ্চম জর্জ
২৭। ঢাকা শহরের গোড়াপত্তন হয়
=মুঘল আমলে
২৮। স্টিভ চেন ও চাডলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করে
= জাবেদ করিম
২৯। পাকিস্তান কবে বাংলাদেশেক একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে
= ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
৩০ । বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ?
= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান



43rd BCS Question Solution pdf Download

BCS English Literature Question and Answer (10– 41 BCS)

#৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলীর উত্তরঃ

১. জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
উঃ ১৯৪৮ সালে(৬ নং ক্লাসে পড়ানো হয়েছিল)
২. OIC-এর কততম সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
উঃ ২য় শীর্ষ সম্মেলনে
৩. পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারতসম্প্রতি(ফেব্রুয়ারি,২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
উঃ বালাকোট(২০১৯ সালে কাশ্মীর ঘটনার পর ১ নং ক্লাসে পানো হয়েছিল)
৪.নিচের কোন দেশে ২০২২ সালে G-২০ বাৎসরিক সম্মেলন হবে?
উঃ ভারত
৫. দ্যা আইডিয়া অব জাস্টিস – গ্রন্থের রচয়িতা কে?
উঃ অমর্ত্য সেন
৬. শ্রীলঙ্কার কোন সমূদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লিচ দেওয়া হয়েছে?
উঃ হাম্বানটোটা(২ং ক্লাসে চীনের One Belt One Road পড়ানোর সময় বলেছিলাম)
৭. যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
উঃ কিউবা( ৪ নং ক্লাসে পড়ানো হয়েছিল)
৮. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Tge 2030 Agenda for Sustainable Development) -তে কয়টি লক্ষ্য রয়েছে?
উঃ১৭ টি(৬ নং ক্লাসে পড়ানো হয়েছিল)
৯. ‘V 20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
উঃ জলবায়ু পরিবর্তন (১২ নং ক্লাসে CVF পড়ানো হয়েছিল)
১০.জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়?
উঃ ১৯৮২ সালে(১২ নং ক্লাসে পড়ানো হয়েছিল)
১১.বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন(ডিসেম্বর ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ কাটোউইস, পোল্যান্ড (১২ নং ক্লাসে পানো হয়েছিল)
১২. Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত?
উঃ উত্তর কোরিয়া,দক্ষিণ কোরিয়া
১৩. BRICS কতৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে —
উঃ New Development Bank(NDB)(৭ নং ক্লাসে পড়ানো হয়েছিল)
১৪. চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
উঃ জিবুতি
১৫.নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
উঃ BIMSTEC( ৮ নং ক্লাসে পড়ানো হয়েছিল)
১৬. নীচর কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
উঃ NAM( ৮ নং ক্লাসে পড়ানো হয়েছিল?)
১৭. জাতিসংঘ বিষয়ক আলোচনা পি৫ (P5) বলতে কি বুঝায়?
উঃ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য (২ নং ক্লাসে কিছু
১৮. মিনস্ক কোন দেশের রাজধানী?
উঃ বেলারুশ
১৯. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়?
উঃ ফেব্রুয়ারি, ২০১৯ সালে
২০. কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
উঃ (প্রশ্ন টি ভুল)
১.গির্জা কোন ভাষার শব্দ??
উওর – পর্তুগিজ
২. শরতের শিশির বাগধারার অর্থ কি?
উওর- সুসময়ে বন্ধু
৩. জোসনা কোন শ্রেণীর শব্দ?
উওর-অর্ধতৎসম
৪.Attested শব্দের বাংলা পরিভাষা কি?
উওর-প্রত্যায়িত
৫. চর্যাপদে কোন ধর্ম পদের কথা বলা হয়েছে?
উওর- বৌদ্ধ ধর্ম
৬. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
উওর- একটি কালো মেয়ের কথা
৭. জীবনস্মৃতি কার রচনা?
উওর- রবীন্দ্রনাথ ঠাকুর
৮. ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে ?
উওর-কৃষ্ণচন্দ্র মজুমদার
৯. “সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল ভাবে চলি” চরণ দুটি কোন কবি রচনা?
উওর- মদনমোহন তর্কালঙ্কার
১০. নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন ?
উওর-মাইকেল মধুসূদন দত্ত

Photos from Faruk's English and ICT care's post 30/08/2021

এইচ এস সি ২০২২ নতুন ব্যাচে ভর্তি চলছে
যোগাযোগ ঃ০১৭১৯৯৩৮৬৯৮

20/07/2021

❤️

09/06/2021

Some of my loving younger brothers and sisters. May your future be bright and vibrant❤️❤️

26/05/2021

Admission going on......

29/04/2021

করোনাভাইরাস (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১মবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পুন:নির্ধারণ করা হয়েছে।

পুন:নির্ধারিত তারিখ অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট (শুক্রবার), খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ আগস্ট (শনিবার), গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ আগস্ট (শুক্রবার), ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে।

25/04/2021

করোনার কারণে আটকে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ২০১৯ সালের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ভাইভা (মৌখিক পরীক্ষা) অনলাইনে অনুষ্ঠিত হবে। শিগগির মৌখিক পরীক্ষার তারিখসহ বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) জানিয়ে দেওয়া হবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক মো. মশিউর রহমানের সভাপতিত্বে কলেজ অধ্যক্ষদের সঙ্গে এক অনলাইন মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে বলা হয়, শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভার্চ্যুয়াল সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন কলেজের অধ্যক্ষরা যুক্ত ছিলেন।

আলোচনায় অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উন্নতি হওয়ার বিষয়েও মতামত গ্রহণ করা হয়।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে সংকটাপন্ন না হয় এবং একই বর্ষে যাতে দীর্ঘদিন আটকে থাকতে না হয়, সে বিষয়ে করণীয় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় চিন্তাভাবনা করছে। পর্যায়ক্রমে এসব বিষয়ে আরও সিদ্ধান্ত জানানো হবে।
জানা গেছে, চতুর্থ বর্ষের এই পরীক্ষা গত বছরের মার্চে শুরু হয়ে কয়েকটি পরীক্ষা হওয়ার পর করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যায়। দীর্ঘদিন পর বাকি লিখিত পরীক্ষাগুলো গত জানুয়ারিতে শুরু হয়ে ফেব্রুয়ারিতে শেষ হয়। কিন্তু করোনার কারণে সরকারি সিদ্ধান্তে মৌখিক পরীক্ষা স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

24/04/2021

৭ বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ:-

দ্বিতীয় বারের মতো কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার। ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।

কৃষি গুচ্ছের অধীনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে আগামী ২ মে থেকে এবং শেষ হবে ১০ জুন।

এদিকে, আজ শনিবার (২৪ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আবেদনের যোগ্যতা
২০১৭/২০১৮ সালে এসএসসি/সমমান এবং ২০১৯/২০২০ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছে, কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে।

আবেদনকারীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.০০ থাকতে হবে। জিসিই O এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং সর্বমোট জিপিএ ৮.০০ থাকতে হবে।

মোট আসন সংখ্যার ১০ গুণ প্রার্থীকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সমূহে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংগ্রহণের সুযোগ প্রদান করা হবে।

আবেদন ফি
এক হাজার টাকা দিয়ে নগদ, বিকাশ বা রকেটের মাধ্যমে জমা দিতে হবে। যে সকল প্রার্থী ভর্তি পরীক্ষায় অংগ্রহণের সুযোগ পাবে না তাদের আবেদন সংক্রান্ত প্রসেসিং ফি বাবদ ৩০০ টাকা কেটে রেখে অবশিষ্ট ৭০০ টাকা তাদের প্রদত্ত হিসাব নম্বরে ফেরত দেওয়া হবে ।

লিখিত নির্বাচনী পরীক্ষা
MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৭টি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে । এইচএসসি/সমমান পর্যায়ের ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০. রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

মেধা স্কোর
মোট ১০০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সাথে এসএসসি/সমমানের জন্য ২৫ এবং এইচএসসি/সমমানের জন্য ২৫ নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করতঃ মেধা ও অপেক্ষমান তালিকা তৈরি করা হবে।

সোর্স:-The daily Campus

21/04/2021

গুচ্ছ পদ্ধতিতে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা দেখে নিন।

19/04/2021

একাদশ - দ্বাদশ
বিষয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-০৩(বাইনারী বিয়োগ)
পর্ব- ০৬
চ্যানেলঃhttps://youtu.be/1CGzh-H-lkM

Want your school to be the top-listed School/college in Pabna?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

পর্বঃ৭ অক্টাল যোগ (HSC)/chapter :03
বাইনারী বিয়োগ
বাইনারী যোগ
Conversion of number
Embedded question
Easy to understand
Change of number
সংখ্যা রূপান্তর
Concept of number/ICT.... Chapter -03
Utube :https://youtu.be/wGZXDLWGdeU
Easy technique
Step -01

Location

Category

Telephone

Website

Address


Jugipara Road
Pabna