
আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে শেষ হলো আমাদের অভিভাবক সমাবেশ।
পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন (আল কুরআন)
Operating as usual
আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে শেষ হলো আমাদের অভিভাবক সমাবেশ।
আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত।
আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে আমাদের অভিভাবক সমাবেশ। রব যেন সফলভাবে শেষ করার তাওফিক দান করেন। আমিন।
উম্মুল কুরা পরিবার।
আমাদের ০৮-০১-২০২৫ ইং তারিখের ইসলাহি মাহফিলে সম্মাননা আদান প্রদান।
শীতের সকালে কুরআনের ক্লাস গুলো।
এক মহতী কাজের সূচনা!
আমাদের ইসলাহি মাহফিলের প্রধান মেহমান মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া দাঃ বাঃ আলোচনার একপর্যায়ে হঠাৎ করে নিজে থেকেই উপস্থিত মেহমানদের কাছে মাদরাসার নিজস্ব জায়গার জন্য প্রস্তাবনা পেশ করেন, আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ উপস্থিত সর্বস্তরের মেহমানগণ বিষয়টাকে খুব গভীরভাবে নেন এবং সাথে সাথে বেশ মোটা অংকের একটি ফান্ড কালেকশন হয়ে যায়।
এখন থেকে নিয়মতান্ত্রিকভাবে মাদরাসার নিজস্ব জায়গার জন্য ফান্ড কালেকশন করা হবে। খুব দ্রুতই ব্যাংক একাউন্ট সহ সহযোগিতা পাঠানোর সকল মাধ্যম প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।
আল্লাহপাক আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত দ্বীনি সকল কাজ এখলাসের সহিত করার তৌফিক দান করেন। আমিন।
আলহামদুলিল্লাহ মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
রাত পোহালেই বুধবার সকলের কাঙ্খিত ইসলাহি মাহফিল। প্রধান মেহমান হিসেবে থাকবেন জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার সম্মানিত মুহতামিম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
দাওয়াত নামা!
আগামী ০৮ জানুয়ারি ২০২৫ ইং বুধবার আমাদের নতুন হিফয ছাত্রদের সবক প্রদান ও ফারেগীনদের বিদায় উপলক্ষে ইসলাহি মাহফিল।
প্রধান মেহমানঃ-
মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া
মুহতামিম, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ, ঢাকা।
প্রধান আলোচকঃ-
মুফতি আবু ইউসুফ
মুহতামিম, দারুল আরকাম মাদরাসা পাবনা।
মাহফিলে সভাপতিত্ব করবেনঃ-
মাওলানা হারুনুর রশিদ মাদানী
শাইখুল হাদিস, জামিয়া আশরাফিয়া পাবনা।
এছাড়াও বরেণ্য উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন।
আপনারা সবান্ধব আমন্ত্রিত।
স্থানঃ সুইট কনভেনশন সেন্টার
সিংগা বাইপাস, পাবনা সদর, পাবনা।
সার্বিক যোগাযোগঃ 01742772314
বিস্তারিত পোষ্টারে!
তালিবুল ইলমদের খেলাধুলা।
আমাদের ওয়ালপেপার গুলো মাফতুন গ্রাফিক • Maftun Graphic থেকে করা।
আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস রুমের অংশবিশেষ।
যেকোনো প্রয়োজনেঃ 01742772314
একেবারে O সাইজের একজন তালিবুল ইলম আমাদের প্রতিষ্ঠানে এসেছে। বেশ কয়েকদিন যাবত যোগাযোগ করে আসছিলো কিন্তু একেবারেই ছোট হওয়ার কারণে আমরা তার দায়িত্ব নিতে সাহস পাচ্ছিলামনা। এদিকে পরিবারের অধির আগ্রহ, তারা চায় যেকোনো মূল্যে এখন থেকেই ছেলে মাদরাসা শিক্ষায় শিক্ষিত হোক। শেষমেষ তাদের আগ্রহ দেখে আমরাও হিম্মত করে ছেলেটিকে রেখে দিলাম। আলহামদুলিল্লাহ এখন সে পরিপূর্ণ আবাসিক থেকে মাদরাসায় লেখাপড়া করছে।
দোয়া করি আল্লাহপাক যুগ শ্রেষ্ঠ হক্কানী হাফেজ আলেম হিসেবে কবুল করুক। আমিন।
শীত বাড়ার কারণে অবশেষে তালিবুল ইলমদের গোসলের জন্য এই গিজারটা লাগানো হলো। দেখা যাক কেমন সার্ভিস দেয়।
বাচ্চারা হাতের লেখা প্র্যাকটিস করছে।
আমাদের সকল বিভাগে ভর্তি চলছে।
যোগাযোগঃ 01742772314