Madrasa Ummul Qura Pabna • মাদরাসা উম্মুল কুরা পাবনা

Madrasa Ummul Qura Pabna • মাদরাসা উম্মুল কুরা পাবনা

Share

পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন (আল কুরআন)

Operating as usual

Photos from Madrasa Ummul Qura Pabna • মাদরাসা উম্মুল কুরা পাবনা's post 24/01/2025

আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে শেষ হলো আমাদের অভিভাবক সমাবেশ।

24/01/2025

আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত।

23/01/2025

আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে আমাদের অভিভাবক সমাবেশ। রব যেন সফলভাবে শেষ করার তাওফিক দান করেন। আমিন।

22/01/2025

উম্মুল কুরা পরিবার।

Photos from Madrasa Ummul Qura Pabna • মাদরাসা উম্মুল কুরা পাবনা's post 15/01/2025

আমাদের ০৮-০১-২০২৫ ইং তারিখের ইসলাহি মাহফিলে সম্মাননা আদান প্রদান।

Photos from Madrasa Ummul Qura Pabna • মাদরাসা উম্মুল কুরা পাবনা's post 14/01/2025

শীতের সকালে কুরআনের ক্লাস গুলো।

09/01/2025

এক মহতী কাজের সূচনা!

আমাদের ইসলাহি মাহফিলের প্রধান মেহমান মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া দাঃ বাঃ আলোচনার একপর্যায়ে হঠাৎ করে নিজে থেকেই উপস্থিত মেহমানদের কাছে মাদরাসার নিজস্ব জায়গার জন্য প্রস্তাবনা পেশ করেন, আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ উপস্থিত সর্বস্তরের মেহমানগণ বিষয়টাকে খুব গভীরভাবে নেন এবং সাথে সাথে বেশ মোটা অংকের একটি ফান্ড কালেকশন হয়ে যায়।

এখন থেকে নিয়মতান্ত্রিকভাবে মাদরাসার নিজস্ব জায়গার জন্য ফান্ড কালেকশন করা হবে। খুব দ্রুতই ব্যাংক একাউন্ট সহ সহযোগিতা পাঠানোর সকল মাধ্যম প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

আল্লাহপাক আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত দ্বীনি সকল কাজ এখলাসের সহিত করার তৌফিক দান করেন। আমিন।

08/01/2025

আলহামদুলিল্লাহ মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।

07/01/2025

রাত পোহালেই বুধবার সকলের কাঙ্খিত ইসলাহি মাহফিল। প্রধান মেহমান হিসেবে থাকবেন জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার সম্মানিত মুহতামিম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

07/01/2025

দাওয়াত নামা!

05/01/2025

আগামী ০৮ জানুয়ারি ২০২৫ ইং বুধবার আমাদের নতুন হিফয ছাত্রদের সবক প্রদান ও ফারেগীনদের বিদায় উপলক্ষে ইসলাহি মাহফিল।

প্রধান মেহমানঃ-
মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া
মুহতামিম, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ, ঢাকা।

প্রধান আলোচকঃ-
মুফতি আবু ইউসুফ
মুহতামিম, দারুল আরকাম মাদরাসা পাবনা।

মাহফিলে সভাপতিত্ব করবেনঃ-
মাওলানা হারুনুর রশিদ মাদানী
শাইখুল হাদিস, জামিয়া আশরাফিয়া পাবনা।

এছাড়াও বরেণ্য উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন।

আপনারা সবান্ধব আমন্ত্রিত।

স্থানঃ সুইট কনভেনশন সেন্টার
সিংগা বাইপাস, পাবনা সদর, পাবনা।

সার্বিক যোগাযোগঃ 01742772314

বিস্তারিত পোষ্টারে!

29/12/2024

তালিবুল ইলমদের খেলাধুলা।

26/12/2024

আমাদের ওয়ালপেপার গুলো মাফতুন গ্রাফিক • Maftun Graphic থেকে করা।

20/12/2024

আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস রুমের অংশবিশেষ।

যেকোনো প্রয়োজনেঃ 01742772314

18/12/2024

একেবারে O সাইজের একজন তালিবুল ইলম আমাদের প্রতিষ্ঠানে এসেছে। বেশ কয়েকদিন যাবত যোগাযোগ করে আসছিলো কিন্তু একেবারেই ছোট হওয়ার কারণে আমরা তার দায়িত্ব নিতে সাহস পাচ্ছিলামনা। এদিকে পরিবারের অধির আগ্রহ, তারা চায় যেকোনো মূল্যে এখন থেকেই ছেলে মাদরাসা শিক্ষায় শিক্ষিত হোক। শেষমেষ তাদের আগ্রহ দেখে আমরাও হিম্মত করে ছেলেটিকে রেখে দিলাম। আলহামদুলিল্লাহ এখন সে পরিপূর্ণ আবাসিক থেকে মাদরাসায় লেখাপড়া করছে।

দোয়া করি আল্লাহপাক যুগ শ্রেষ্ঠ হক্কানী হাফেজ আলেম হিসেবে কবুল করুক। আমিন।

15/12/2024

শীত বাড়ার কারণে অবশেষে তালিবুল ইলমদের গোসলের জন্য এই গিজারটা লাগানো হলো। দেখা যাক কেমন সার্ভিস দেয়।

14/12/2024

বাচ্চারা হাতের লেখা প্র্যাকটিস করছে।

14/12/2024

আমাদের সকল বিভাগে ভর্তি চলছে।

যোগাযোগঃ 01742772314

Want your school to be the top-listed School/college in Pabna?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

সূরা আন নাছর
ওদের পথ চলা হোক হকের পথে!
নাজেরা ও হিফজের নতুন ছাত্রদের সবক প্রদান উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল।
চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান
আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রস্তুত। আপনি আসছেন তো?
আপনার সন্তানকে মসজিদের মক্তবে পাঠান, প্রত্যেকটা মসজিদে একটা মক্তব প্রতিষ্ঠা করেন।মাওলানা কাজী ফজলুল করিম দাঃ বাঃ।
কুরআনুল কারীম তেলাওয়াতের কত অনন্য উচ্চতায় পৌঁছা যায়, এই উস্তাযার তিলাওয়াত শুনলে আপনিও বুঝবেন। তিনি অন্য নারীদের মাসক...
ঈদ মোবারক
সন্তানকে দ্বীনি শিক্ষা না দিলে, সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে বিচার চাইবে।মুফতি শহিদুল ইসলাম দাঃ বাঃ মহাপ...
আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো আমাদের প্রথম ধাপের দশ দিনের খতমে তারাবি।বিশেষ...
সুন্দর দৃশ্য
আজ আমাদের মাদরাসায় এসেছিলেন, উত্তরবঙ্গের অন্যতম রাহবার, বগুড়া জামিল মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, আল্লামা আব্দুস সবুর দাঃ...

Location

Category

Telephone

Address


Singa Bazar
Pabna
6600