মালিখালী মাধ্যমিক বিদ্যালয়

মালিখালী মাধ্যমিক বিদ্যালয়

Comments

প্রিয় পরীক্ষার্থীরা সকল,
শুভেচ্ছা নিও। আগামী ১৯-০৬-২০২২ ইং তারিখ হতে তোমাদের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে।তোমরা হয়তো পরীক্ষা নিয়ে অনেক উদ্বিগ্ন হয়ে আছো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, এটাই কামনা করি। 🥰তোমাদের জন্য অনেক দোয়া ও শুভ কামনা রইল।🥰
মালিখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রীদের এক কপি ছবি,বায়োডাটা,পদবী,কর্মস্থান, মোবাইল নম্বর জরুরি ভিত্তিতে নিম্ন E-mail এ পাঠানোর জন্য অনুরোধ করা হ'ল।

[email protected]

স্মরণিকা তৈরির জন্য

বাবু অসিত কুমার মল্লিক
প্রধান শিক্ষক
০১৭১০৮৭০৩৫৯
মালিখালী মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি ব্যাচের সকল স্টুডেন্টদের ফোন নম্বর ইনবক্স কামনা করছি।
এবং যাদের কাছে অন্যদের নাম্বার আছে তারা ও প্লিজ নাম্বারগুলো ইনবক্স করো/ সমস্যা না থাকলে কমেন্ট বক্সে দাও

কারণঃ বিদ্যালয়ের পক্ষ থেকে রিইউনিয়ন এর আয়োজন করা হবে।
আমি যদিও মালিখালি পড়িনি।তথাপি সুদীর্ঘকাল থেকে এই স্কুলের সুনাম শুনে আসছি।ইতিপূর্বে আমাদের এলাকা থেকে বহু শিক্ষার্থীর কথা শুনেছি যারা ভাল পড়াশোনার জন্য অনেক কষ্ট করে ওই স্কুলে গিয়েছ।আজ তারা অনেকেই অনেক বেশি সাফল্য অর্জন করেছে।এই স্কুলের সুনাম দীর্ঘকাল বহাল থাকুক এই কামনায় আমি....S.B
প্রধান শিক্ষক অসিত স্যারের মোবাইল নাম্বার কেউ দিতে পারবেন?
-Union Fact #

আমরা একটা রি-ইউনিয়ন করলে কেমন হয়?

মুরব্বীদের কি মতামত????
-Union Fact #

আমরা একটা রি-ইউনিয়ন করলে কেমন হয়?

মুরব্বীদের কি মতামত????
University of Dhakaর কে কে আছেন মালিখালী স্কুলের? একটু দরকার।

Malikhali Secondary School Situated in Barisal - Zone,Pirojpur - District, Nazirpur - Thana And The That enlightened person was the founding Headmaster.

পিরোজপুর জেলার সর্ব উত্তরের জনপদ নাজিরপুর উপজেলার সাবেক স্বরূপকাঠী (বর্তমান নেছারাবাদ) অর্ন্তভুক্ত ছিল । নাজিরপুর উপজেলার ২নং মালিখালী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের অর্ন্তগত মালিখালী গ্রামে মধুমতি, বলেশ্বর ও তালতলা নদীর ত্রিমোহনায় মনোরম চির সবুজ প্রকৃতির কোলে মালিখালী মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত । নাজিরপুর সে কালে মাটিভাঙ্গা পঞ্চায়েতে বর্তমানে ১নং মাটিভাঙ্গা ও ২নং মালিখালী ইউনিয়ন পরিষদ এ দু’টি স্থানীয়

Operating as usual

28/11/2022

মালিখালী মাধ্যমিক বিদ্যালয়
এস এস সি পরীক্ষার ফলাফল ২০২২

17/06/2022

সিলেট, সুনামগঞ্জ এলাকার বন্যা পরিস্থিতির অবনতির কারনে ২০২২ সালের এসএসসি পরীক্ষা স্থগিত - শিক্ষা মন্ত্রণালয়।

30/12/2021
15/12/2021

মালিখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রীদের এক কপি ছবি,বায়োডাটা,পদবী,কর্মস্থান, মোবাইল নম্বর জরুরি ভিত্তিতে নিম্ন E-mail এ পাঠানোর জন্য অনুরোধ করা হ'ল।
[email protected]
স্মরণিকা তৈরির জন্য
প্রধান শিক্ষক
০১৭১০৮৭০৩৫৯

30/11/2021
24/11/2021
01/06/2020

SSC batch 2020

31/12/2019

জেএসসি রেজাল্ট ২০১৯।
ছবি- প্রাক্তন ছাত্র প্রলয় মালাকর (খুলনা বিশ্ববিদ্যালয়)।

10/12/2019

মালিখালী মাধ্যমিক বিদ্যালয়

31/07/2019

মালিখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন কৃতী শিক্ষার্থী ইসমাত জাহান পিয়া দিদির অকাল মৃত্যুতে আমরা মালিখালী মাধ্যমিক বিদ্যালয় পরিবার শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। স্রষ্টা যেন পিয়া দিদিকে স্বর্গবাসী করেন। ছবি- সংগৃহীত।

09/06/2019

দিব্যান লোকান স গচ্ছতু।
কিছু স্মৃতি অম্লান আর কিছু মানুষ চির ভাস্মর হয়ে থাকেন স্মৃতিতে। এমনই একজন মানুষ মালিখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক বাবু মনোরঞ্জন শিকদার স্যার। শিক্ষা জীবনের সবচেয়ে মূল্যবান সময়টিতে আপনার অবদান অনস্বীকার্য। ভালো থাকবেন ওপারে।
আপনার মৃত্যুতে মালিখালী মাধ্যমিক বিদ্যালয় পরিবার গভীর ভাবে শোকাহত। কার্টেসি - প্রাক্তন ছাত্র মিলন তালুকদার ( MT Milon)।

06/05/2019

শতভাগ পাস ও জিপিএ ৫ - ১৫।

12/07/2018

মালিখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নিউটন সাহা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে নিযুক্ত হয়েছেন। তিনি সকলের আশির্বাদ প্রার্থী।

06/05/2018

BOARD OF INTERMEDIATE & SECONDARY EDUCATION, BARISAL
RESULT OF SSC EXAMINATION, 2018

Institution: MALIKHALI SECONDARY SCHOOL (EIIN: 102825)
Centre: MATIBHANGA, Thana/Upazilla: NAJIRPUR, Zilla: PEROJPUR
No. of Students: { Appeared: 80, Passed: 78, Percentage of Pass: 97.50, GPA 5: 13 }

INST: 102825 - MALIKHALI SECONDARY SCHOOL
BUSINESS STUDIES: PASSED=24;
HUMANITIES: PASSED=13; NOT PASSED=2;
SCIENCE: PASSED=41; GPA5=13

16/04/2018

২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৬ মে প্রকাশ করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ কথা জানান।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ তপন কুমার সরকার বলেন, তাঁরা ৩ থেকে ৭ মের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন। এখন সরকার প্রধান যেদিন সম্মতি দেবেন, সেদিন ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ৪ ও ৫ মে ছুটির দিন । এ কারণে ৬ মে ফল প্রকাশের জন্য তাঁদের বলা হয়েছে। ৬ মে ফল প্রকাশ হবে, এটা ধরেই তাঁরা প্রস্তুতি শুরু করেছেন।

উল্লেখ্য. এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮,৫৫১ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০,৩১,৮৯৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার্থীদের মধ্যে ১০,২৩,২১২ জন ছাত্র ও ১০,০৮,৬৮৭ জন ছাত্রী। সারাদেশে ৩,৪১২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও দেশের বাইরে আটটি পরীক্ষাকেন্দ্রে ৪৫৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে আটটি সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে ১৬,২৭,৩৭৮ জন এসএসসি, মাদরাসা বোর্ডের অধীনে ২,৮৯,৭৫২ জন দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১,১৪,৭৬৯ জন শিক্ষার্থী পলীক্ষায় অংশগ্রহণ করে ।

১ ফেব্রুয়ারি শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ২৫ ফেব্রুয়ারি । আর ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪ মার্চ পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা।
-------------------------------------------------------------------------------
SOURCE: educationbangla.com

20/02/2018

➧➧ অনেক দেশ, অনেক ভাষা ☆ মায়ের ভাষায় মিটবে আশা..............
➧➧ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের সকল ভাষাশহীদ ও বিশ্বের সকল ভাষার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।

30/12/2017

JSC Result 2017

16/12/2017

ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥
ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।
তোমার ‘পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥
ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা–
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে–
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥

------------------------------------------------------------------------------------------সবাইকে বিজয়ের শুভেচ্ছাl

04/05/2017

মালিখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয় -BOARD OF INTERMEDIATE & SECONDARY EDUCATION, BARISAL
RESULT OF SSC EXAMINATION, 2017

Institute: MALIKHALI SECONDARY GIRLS' SCHOOL (EIIN: 102838)
Thana/Upazilla: NAJIRPUR, Centre: MATIBHANGA, Zilla: PEROJPUR
No. of Students Appeared: 40
No. of Students Passed: 30
Percentage of Pass: 75.00

BUSINESS STUDIES
424803[3.68] 424804[3.23] 424805[3.82] 424806[2.95] 424808[3.27] 820411[3.17] =6
424807[F2 ] 424809[F1 ] =2

HUMANITIES
230472[4.00] 230473[3.68] 230474[3.64] 230475[3.14] 230476[3.23] 230477[3.27] 230479[3.50] 230480[2.91] 820410[3.06] =9
230478[F1 ] 230481[F2 ] =2

SCIENCE
125914[3.95] 125915[4.68] 125916[4.50] 125917[3.73] 125919[4.23] 125920[4.09] 125921[4.00] 125922[3.55] 125923[3.64] 125924[3.18] 125925[3.86] 125926[3.73] 125929[3.91] 125931[3.59] 820409[3.67] =15
125913[F2 ] 125918[F1 ] 125927[F3 ] 125928[F1 ] 125930[F2 ] 125932[F3 ] =6

04/05/2017

BOARD OF INTERMEDIATE & SECONDARY EDUCATION, BARISAL
RESULT OF SSC EXAMINATION, 2017

Institute: MALIKHALI SECONDARY SCHOOL (EIIN: 102825)
Thana/Upazilla: NAJIRPUR, Centre: MATIBHANGA, Zilla: PEROJPUR
No. of Students Appeared: 86
No. of Students Passed: 54
Percentage of Pass: 62.79

BUSINESS STUDIES
424747[3.45] 424749[2.95] 424752[3.05] 424757[3.45] 424759[3.05] 424763[3.09] 424765[3.23] 424766[3.36] 424768[2.77] 820372[2.89] 820373[2.83] 820374[3.11] 820375[2.28] 820376[3.06] 820377[3.89] 820378[2.50] 820379[2.00] =17
424748[F1 ] 424750[F2 ] 424751[F1 ] 424753[F1 ] 424754[F1 ] 424755[F1 ] 424756[F1 ] 424758[F1 ] 424760[F2 ] 424761[F2 ] 424762[F2 ] 424764[F1 ] 424767[F1 ] 424769[F1 ] =14

HUMANITIES
230439[3.41] 230440[4.05] 230441[3.41] 230442[3.00] 230443[3.14] 230444[2.95] 820364[2.72] 820367[3.33] 820368[2.33] 820369[2.89] 820371[3.28] =11
820365[F2 ] 820366[F1 ] 820370[F1 ] =3

SCIENCE
125859[4.41] 125860[4.32] 125861[4.50] 125862[4.36] 125863[4.27] 125866[3.73] 125872[4.82] 125873[4.50] 125874[4.14] 125875[3.91] 125876[3.91] 125877[4.09] 125878[3.77] 125879[4.09] 125880[3.77] 125882[3.55] 125883[3.50] 125884[3.41] 125885[3.50] 125887[3.59] 125893[3.73] 125894[4.27] 125896[3.89] 820361[3.83] 820362[3.78] 820363[3.78] =26
125864[F1 ] 125865[F1 ] 125867[F1 ] 125868[F3 ] 125869[F2 ] 125870[F4 ] 125871[F2 ] 125881[F1 ] 125886[F2 ] 125888[F2 ] 125889[F2 ] 125890[F1 ] 125891[F3 ] 125892[F3 ] 125895[F2 ] =15

26/03/2017

অগ্নিঝরা মার্চের ২৬, অগনিত শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলার স্বাধীনতার এই ৪৬ তম উদযাপনে দেশবাসীকে মালিখালী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ হতে নিরন্তর শুভেচ্ছা।

26/01/2017

S.S.C EXAM ROUTINE 2017

12/01/2017

>>>চেয়ারম্যান-মেম্বারদের মাসিক সম্মানী কত?
-------------------------------------------------------------------------------
সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি করেছে সরকার। এর মধ্যে সিটি কর্পোরেশনের মেয়র মাসিক সম্মানী পাবেন ৮৫,০০০ টাকা ও কাউন্সিলর ৩৫,০০০ টাকা। তবে অন্যান্য ভাতাদি পূর্বের ন্যায় বহাল থাকবে। জেলা পরিষদের চেয়ারম্যান মাসিক সম্মানী ৫৪,০০০ টাকা ও আপ্যায়ন ৫,০০০ টাকা, সদস্য মাসিক সম্মানী পাবেন ৩৫,০০০ টাকা।

ক শ্রেণী পৌরসভার মেয়র ৩৮,০০০ টাকা ও কাউন্সিলর ৮,০০০ টাকা, খ শ্রেণী মেয়র ২৮,০০০ টাকা ও কাউন্সিলর ৭,০০০ টাকা, গ শ্রেণী মেয়র ২৪,০০০ টাকা ও কাউন্সিলর ৬,০০০ টাকা মাসিক সম্মানী পাবেন।
এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের মাসিক সম্মানী ৪০,০০০ টাকা ও ভাইস চেয়ারম্যানের ২৭,০০০ টাকা। তবে অন্যান্য ভাতাদি পূর্বের ন্যায় বহাল থাকবে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরকারি অংশ ৩,৬০০ টাকা ও ইউপি অংশ ৪,৪০০ টাকাসহ মোট ৮,০০০ টাকা, সদস্য সরকারি অংশ ২,৩৭৫ টাকা ও ইউপি অংশ ২,৬২৫ টাকা সহ মোট ৫,০০০ টাকা মাসিক সম্মানী পাবেন।

11/01/2017

১০০ ভাগ পেনশনের টাকা তুললে ডুবেছেন: অর্থমন্ত্রী:--
--------------------------------------------------------------------------------
যেসব পেনশনভোগী ১০০ ভাগ পেনশনের টাকা তুলে নিয়েছেন, তাঁরা আর কোনো সুবিধা পাবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘যেসব পেনশনভোগী ১০০ ভাগ পেনশনের টাকা তুলে নিয়ে গেছেন, তাঁরা ডুবেছেন। এখন তাঁরা কোনো বেনিফিট পাবেন না।’

তিনি আরও বলেন, ভবিষ্যতে পেনশনভোগীদের যেন কোনো সমস্যা না হয়, সে জন্যই নতুন বিধান করা হয়েছে। এখন ৫০ শতাংশ তাঁরা উঠিয়ে নিয়ে যেতে পারবেন এবং ৫০ শতাংশ মাসিক ভিত্তিতে তুলতে পারবেন।

এ সময় বেসরকারি খাতে অবসরে যাওয়া চাকরিজীবীদের জন্য কিছু করবেন কি না,‍‍ জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, সেটাও করব কিন্তু সময় লাগবে। অবসর ভাতাভোগীদের জন্য কোম্পানিগুলোরও দায়বদ্ধতা আছে। এটা নিয়ে আমরা সব পক্ষের সঙ্গে পরে বসব।’

নতুন নিয়ম অনুযায়ী, সরকারি কর্মচারীরা পেনশনের পুরো টাকা আর একবারে তুলে নিতে পারবেন না। তবে অর্ধেক তুলে নিতে পারবেন। বাকি অর্ধেক নিতে হবে তাঁদের মাসে মাসে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বেসামরিক ও সামরিক সরকারি কর্মচারীদের জন্য নতুন এ বিধান চালু করেছে। গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। পেনশনধারীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার স্বার্থে বিধানটি চালু করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আগামী ১ জুলাই থেকে নতুন বিধান কার্যকর হবে। অর্থাৎ এ বছরের ৩০ জুন বা তারপর যাঁদের অবসর-উত্তর ছুটি শেষ হবে, তাঁরাই নতুন নিয়মের আওতায় আসবেন। তবে পেনশনার বা পারিবারিক পেনশনাররা মাসিক পেনশনের ওপর ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন। এটাও কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

---------------------------------------------------------------------------------
SOURCE: www.prothom-alo.com

09/01/2017

☀☀☀☀☀☀ : মালিখালী মাধ্যমিক বিদ্যালয় : ☀☀☀☀☀☀
-------------------------------------------------------------------------

28/12/2016

☀☀☀☀☀☀ : মালিখালী মাধ্যমিক বিদ্যালয় : ☀☀☀☀☀☀
-------------------------------------------------------------------------

16/12/2016

মালিখালী মাধ্যমিক বিদ্যালয়

✌✌✌ সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

14/12/2016

শহীদ বুদ্ধিজীবি দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

28/11/2016

শিক্ষা ব্যবস্থায় আবার আসছে বড় সংস্কার:
---------------------------------------------------------------------------------
শিক্ষা ব্যবস্থায় আবারও বড় ধরনের সংস্কার আসছে। পাঠ্যক্রম থেকে শুরু করে পাঠ্যবই, পাঠ্যসূচি, পাঠদান, প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষা নেয়া, খাতা দেখা সবক্ষেত্রেই আসছে সংস্কার। শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে গতানুগতিক শিক্ষা ব্যস্থাকে ঢেলে সাজাতেই এ উদ্যোগ। তিন দিন ধরে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করে সংস্কারের এ রোডম্যাপ তৈরি করা হয়েছে। আজ দুপুরে সংবাদ সম্মেলনে রোডম্যাপ প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নতুন সংস্কার পরিকল্পনা অনুযায়ী এসএসসিতে সর্বোচ্চ ৯ বিষয়ে পরীক্ষা নেয়া হবে। আগামী ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এসএসসি পরীক্ষায়ও ১৩টি বিষয় থাকছে। মূল পরীক্ষা নেয়ার দীর্ঘসূত্রতা এবং শিক্ষার্থীদের ওপর চাপ দূর করতে এমন পদক্ষেপ নেয়া হবে। আপাতত শারীরিক শিক্ষা, জীবন ও কর্মমুখী শিক্ষাসহ ৪ থেকে ৫টি বিষয় থাকবে না কেন্দ্রীয় পরীক্ষায়। তবে এসব বিষয় রেখে স্কুলপর্যায়ে পরীক্ষা নেয়া হবে, না অন্য বিষয়ের সঙ্গে একীভূত করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিশেষজ্ঞ কমিটি বিস্তারিত পর্যালোচনা শেষে এ ব্যাপারে সুপারিশ করবে। আর সে অনুযায়ী সিদ্ধান্ত আসবে। নতুন সংস্কার অনুযায়ী আগামী ১ জানুয়ারি যেসব শিক্ষার্থী নবম শ্রেণীতে উঠছে তারা ২০১৯ সালে এসএসসি ও সমানের পরীক্ষায় ৮-৯টি বিষয়ে পরীক্ষা দেবে।
সূত্র জানায়, মাধ্যমিক স্তরের পাঠ্যবই সহজ ও প্রাঞ্জল ভাষায় রচনা করার বিষয়েও একমত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী ইংরেজি ও বিজ্ঞানের সব বিষয়ের পাঠ্যক্রম ও পাঠ্যসূচি পর্যালোচনা শেষে পরিমার্জন করে সহজ ভাষায় বই ও ছোট আকারে দেয়া হবে। মানবিকে এখন পর্যন্ত অর্থনীতি বিষয় সংস্কারের তালিকায় আছে। বাকিগুলো সংস্কার করা হবে কিনা, তা কমিটি সুপারিশ করবে। এছাড়া যুগোপযোগী বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। ২০১৮ সালের শিক্ষাবর্ষেই নতুন সংস্করণের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে।
সূত্র আরও জানায়, সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন করতে পারেন না অনেক শিক্ষক। চলতি জেএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের বাংলা প্রথম পত্রের প্রশ্ন গাইডবই থেকে হুবহু তুলে দেয়া হয়। এ ধরনের অসংখ্য ঘটনায় শিক্ষকদের প্রশ্নপত্র প্রণয়নের দক্ষতা প্রশ্নবিদ্ধ। ফলে গাইড বইর প্রতি শিক্ষার্থীদের আসক্তি বাড়ছে। কাজে আসছে না সৃজনশীল পদ্ধতি। যে কারণে প্রশ্নপত্র প্রণয়নে সরকার শিক্ষকদের দিয়ে একটি প্রশ্নভাণ্ডার তৈরি করবে। এটি থাকবে শিক্ষকদের জন্য সংরক্ষিত। এখান থেকে শিক্ষকরা প্রশ্ন তৈরি করবেন।
বর্তমান পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি গ্রেডিং পয়েন্ট (জিপিএ) নিয়েও কর্মশালা হয়েছে। এতে ইরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি অর্থাৎ এডেক্সেল ও ক্যামব্রিজের লেখাপড়া নিয়েও মূল্যায়নের সুপারিশ করেন শিক্ষাবিদরা। সৃজনশীল পদ্ধতির জন্য একটি কেন্দ্রীয় প্রশ্ন ব্যাংক তৈরি করার কথা বলেন তারা। এ প্রশ্নব্যাংকে দুটি অংশ থাকবে। একটি হচ্ছে গোপনীয়। এটি বোর্ড ব্যবহার করবে। আরেকটি উন্মুক্ত। সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা সেখান থেকে প্রশ্ন ও উত্তর লেখার ধারণা নিতে পারবে।
পাবলিক পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নের ভুলে ভালো শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে। দক্ষ শিক্ষকরা উত্তরপত্র দেখায় আগ্রহী নন। তারা কোচিং ও প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকেন। অপেক্ষাকৃত কম দক্ষ শিক্ষক উত্তরপত্র মূল্যায়ন করেন। ফলে একই প্রশ্নের উত্তরে শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন নম্বর পাচ্ছে। যে কারণে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট (বেডু) গবেষণার মাধ্যমে সমতার ভিত্তিতে উত্তরপত্র মূল্যায়নের জন্য সুপারিশ তুলে ধরে। এর আলোকে প্রত্যেক শিক্ষা বোর্ডে শিক্ষকদের ডাটাবেজ তৈরি করা হবে। এসএসসি-এইচএসসিসহ পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন বাধ্যতামূলক হবে। শিক্ষা বোর্ড যাকে চাইবে, তাকেই পরীক্ষক হতে হবে।
উল্লেখ্য, এসব সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে এর আগে ১২ নভেম্বর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) শিক্ষকদের সঙ্গে মতামত সভা হয়। পাঠ্যক্রম, পাঠ্যবই পরিবর্তন করার জন্য বইয়ের লেখক, সম্পাদকদের মতামত নেয়া হয় ২১ নভেম্বর। তাদের মতামতের আলোকে গত শুক্র ও শনিবার কক্সবাজারে আবাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যায়ের প্রোভিসি অধ্যাপক আখতারুজ্জামান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীসহ বেশ কয়েকজন শিক্ষাবিদ, মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বোর্ড চেয়ারম্যানরা অংশ নেন। কর্মশালায় কারিকুলাম পর্যালোচনা, নির্বাচিত পাঠ্যপুস্তকের মান উন্নয়ন ও ভাষা প্রাঞ্জলকরণ, প্রশ্নভাণ্ডার ও পরীক্ষা সংক্রান্ত মোট চারটি সাবকমিটি করার সিদ্ধান্ত হয়েছে। এসব কমিটির পরামর্শ ও মতামতের আলোকে শিক্ষা মন্ত্রণালয় ঢেলে সাজাবে পুরো শিক্ষা পদ্ধতি। এর আগে গত সেপ্টেম্বরেও পাবলিক পরীক্ষা সংস্কার বিষয়ে কক্সবাজারে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কমিটির মতমাতের আলোকে আগামী এসএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্নের বিষয়ে সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
----------------------------------------------------------------------------------
SOURCE: www.jugantor.com

06/08/2016

এসএসসি ও এইচএসসির ফলে নম্বরও দেওয়া হবে:
---------------------------------------------------------------------------------
এখন থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-এর পাশাপাশি প্রাপ্ত নম্বরও দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান।

আজ শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এক কর্মশালায় অধ্যাপক মাহবুবুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ্য, ১৮ আগস্ট এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। গ্রেড পদ্ধতিতে ফল দেওয়া শুরুর পর থেকেই নম্বর দেওয়া বন্ধ করা হয়েছিল। শুধু জিপিএ কত পেল, তা দেওয়া হতো। এখন শিক্ষার্থীরা জিপিএ-এর পাশাপাশি প্রাপ্ত মোট নম্বরও জানতে পারবে।

পরে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, নম্বরপত্রে শুধু বিষয়ভিত্তিক নম্বর দেওয়া থাকলেও অনলাইনে একজন শিক্ষার্থী সৃজনশীল, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে কত নম্বর পেল, তাও আলাদাভাবে দেওয়া হবে। অনলাইনে শুধু সংশ্লিষ্ট শিক্ষার্থীই আলাদা নম্বর জানতে পারবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শেখ মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি পদ্ধতির ওপর আয়োজিত আজকের এই কর্মশালায় আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষাসচিব সোহরাব হোসাইন। কর্মশালায় ঢাকার সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
_________________________________________________
SOURCE: prothom-alo.com

06/08/2016

Timeline Photos

06/08/2016

প্রিয় শিক্ষক কালীপদ বিশ্বাস স্যারের লেখা কবিতা।

27/07/2016

জেএসসি পরীক্ষাকে পাবলিক পরীক্ষা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট......
.........................................................................................................
SOURCE: http://www.ntvbd.com/breaking-news

26/05/2016

মালিখালী মাধ্যমিক বিদ্যালয়ে J.S.C (Junior School Certificate) বৃত্তি পেয়েছে ১০জন ।

★★Talent Pool Scholarship পেয়েছে ০৪ জন :

(1) 160253 ROCKY BISWAS
(2) 160254 NAYAN HALDER
(3) 160256 ATHUN MANDAL
(4) 160237 ARPITA DHALI

General Scholarship পেয়েছে ০৬ জন :

(1) 160255 SHUVOJIT TIKADER
(2) 160265 SHIHAB SARAR
(3) 160240 DRISTI AHMED
(4) 160238 TANDRA BAKCHI
(5) 160239 BULBULI BISWAS
(6) 160241 SAMIA AKTER

-----------------------------------------------------------------------------------
SOURCE : barisalboard.gov.bd
SOURCE FILE :http://www.barisalboard.gov.bd/webroot/newscorner/abir-5017832573141.pdf

21/05/2016

শিক্ষকদের ভোগান্তি কমাতে বরাদ্দ বাড়বে: শিক্ষামন্ত্রী
----------------------------------------------------------------------------------
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসরকালীন ও কল্যাণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি কমাতে সরকার এ খাতে সাড়ে ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে অবসরকালীন সুবিধার জন্য ৫০০ কোটি টাকা ‘সিডমানি’ ও ১০০ কোটি টাকা থোক হিসেবে দেওয়া হচ্ছে। আর কল্যাণ সুবিধার জন্য থোক বরাদ্দ দেওয়া হচ্ছে ৫০ কোটি টাকা। এ ছাড়া এই খাতে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে কেটে নেওয়া মাসিক টাকার পরিমাণও বাড়ানো হচ্ছে।

শনিবার রাজধানীর ঢাকা শিক্ষক প্রশিক্ষণ কলেজে (টিটিসি) হজে যেতে ইচ্ছুক অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অবসরে যাওয়া এক হাজার ৩৭ জনকে অবসর ও কল্যাণ সুবিধার জন্য ৪৯ কোটি ৪১ লাখ ৪৮ হাজার টাকার চেক দেওয়া হয়।

নাহিদ বলেন, অবসরগ্রহণকারী বেসরকারি শিক্ষকদের আর্থিক পাওনা যথাসময়ে পরিশোধ করতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর অর্থ সহায়তা নিয়ে একটি তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষকদের মাসিক বেতন থেকে চাঁদার হারও বৃদ্ধি করা হচ্ছে। বর্তমানে একজন শিক্ষক প্রতি মাসে বেতনের চার ভাগ অবসর সুবিধা বোর্ডে এবং দুই ভাগ কল্যাণ ট্রাস্টে চাঁদা হিসেবে দিয়ে থাকেন। এ হার যথাক্রমে ছয় ভাগ ও চার ভাগ করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারের এসব পদক্ষেপ নেওয়ার ফলে বর্তমানে জমে থাকা ৪৪ হাজার অবসর গ্রহণকারী শিক্ষকের অবসর সুবিধার চেক এবং ৩০ হাজার অবসর গ্রহণকারী শিক্ষকের কল্যাণ ট্রাস্টের চেক দেওয়ার পথ সুগম হবে।

শিক্ষা সচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ওয়াহিদুজ্জামান, কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী প্রমুখ উপস্থিত ছিলেন।
---------------------------------------------------------------------------------
SOURCE: bangla.samakal.net

18/05/2016

প্রাথমিক শিক্ষা এখন অষ্টম শ্রেণি পর্যন্ত :
----------------------------------------------------------------------------------
দেশের প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হলো আজ বুধবার। এ জন্য দেশের সব ধরনের প্রাথমিক শিক্ষার কার্যক্রম এখন থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হলো।
আজ সচিবালয়ে শিক্ষানীতি বাস্তবায়ন সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ কথা জানান। তাঁরা বলেন, এটা দেশের শিক্ষাক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষানীতির আলোকে আজ সিদ্ধান্ত নেওয়া হলো যে অষ্টম শ্রেণি পর্যন্ত সব ধরনের শিক্ষা এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে। আপাতত যেখানে যেভাবে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা আছে, সেটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে গেল। এখন ওই মন্ত্রণালয় ঠিক করবে, কীভাবে তারা এই কাজগুলো বাস্তবায়ন করবে।
শিক্ষামন্ত্রী বলেন, সিদ্ধান্ত হয়ে গেলেও এখন কিছু আনুষ্ঠানিকতা বাকি। প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠিয়ে অনুমোদন নেওয়া হবে। প্রয়োজনে মন্ত্রিসভারও অনুমোদন নেওয়া হবে। তবে আজকের থেকে এই দিনটি ধরা হবে। শিক্ষার ক্ষেত্রে এত বড় মৌলিক পরিবর্তন আগে হয়নি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজকের তারিখে কার্যক্রম শুরু করে দিলাম। নতুন অর্থবছরের আগেই আনুষঙ্গিক সব ঠিক করে ফেলা হবে।’

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও বেশ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল উপস্থিত না থাকলেও একটি লিখিত বক্তব্য পাঠান। তা পড়ে শোনান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ। ড. মুহম্মদ জাফর ইকবাল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সমালোচনা করে বলেন, এই পরীক্ষা বিপর্যয় ডেকে এনেছে।
-----------------------------------------------------------------------------------
SOURCE: prothom-alo.com

17/05/2016

দুই শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে আজীবন বহিস্কার:
--------------------------------------------------------------------------------
এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে হিন্দু ধর্ম বিষয়ে সহস্রাধিক পরীক্ষার্থীর ফল বিপর্যয়ের ঘটনায় দুই শিক্ষককে বোর্ডের পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে আজীবন বিরত রাখার নির্দেশ দেয়া হয়েছে। দুই শিক্ষক হলেন, জুরান চন্দ্র চক্রবর্তী ও বিরেন চক্রবর্তী।

বোর্ডের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। এই দুই শিক্ষককে চলতি বছরের এস এস সি পরীক্ষার পারিশ্রমিক দেয়াও বন্ধ করা হয়েছে । তাদের এমপিও বন্ধ রাখার সুপারিশও করা হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় হিন্দু ধর্ম বিষয়ের এমসিকিউ এর উত্তরপত্র কম্পিউটারে মেমোরিভুক্ত করার সময় তাদের গাফেলতিতে ৪ সেটের প্রশ্নের উত্তরপত্রে মোট ৩৯টি উত্তর ভুল হয় বলে তদন্তে প্রমাণ হয়েছে। এ কারণে প্রায় এক হাজার দুইশ পরীক্ষার্থী ফেল করে। আর এই খবর শুনে এক শিক্ষার্থীর আত্মহত্যা করে। পরে ফল পুনর্মূল্যায়নে বেশিরভাগ শিক্ষার্থী পাস করে।
-------------------------------------------------------------------------------
SOURCE: independent24.tv

Want your school to be the top-listed School/college in Nazirpur?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

মালিখালী মাধ্যমিক বিদ্যালয়
মালিখালী মাধ্যমিক বিদ্যালয়
আজ জাতীয় শোক দিবস।
রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান থেকে কারণ ছাড়াই সারা রাস্তায় উদ্দেশ্যহীন ঘোরাঘুরি – স্বাধীনতার অনেক মানে।

Location

Category

Address


Nazirpur, Pirojpur, Barisal
Nazirpur
8540

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00
Other High Schools in Nazirpur (show all)
Kulaitoly Hamidul Islam High School Kulaitoly Hamidul Islam High School
KULAITOLY, KALADOYANIA, NAZIRPUR, PIROJPUR
Nazirpur, 8541

It's a reputed school.

Gaokhali school & college Gaokhali school & college
Gaokhali High School & College Dirgha Batiakatha Road, Daulbari Dobra Union
Nazirpur, 8541

এটি দির্ঘা বৈঠাকাটা রোড সংল্গনো গাওখালি বাজারে উত্তর পাসে অবস্থিত