
📛জানতে হবে📛
🛑 ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সনদের মান কি এইচ.এস.সি সমমান?
এস.এস.সি শেষ করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি হতে হয়। যা কিনা বাংলাদেশের প্রেক্ষিতে ৪ বছর মেয়াদি কোর্স। আর HSC হলো একটি সার্টিফিকেট কোর্স পাশ যা কিনা একটি শিক্ষাগত যোগ্যতা। কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হলো একটি ডিগ্রী। সার্টিফিকেট কোর্স পাশ যেমন: PSC, JSC, SSC, HSC - এগুলো আপনি ভিজিটিং কার্ড বা প্যাডে লিখে উপস্থাপন করতে পারবেন না। কিন্তু আপনি ডিগ্রী করে যেমনঃ Diploma, Bsc, Msc, Honours - ইত্যাদি করে ভিজিটিং কার্ড বা প্যাডে লিখে উপস্থাপন করতে পারবেন।
⛔ HSC এবং Diploma তুলনাঃ
HSC সাথে Diploma তুলনা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। HSC এর গ্রেড ১২ যা শেষ করতে বয়স প্রায় ১৭ + বেশি লাগে। Diploma In Engineering এর ক্ষেত্রে গ্রেড ১৪ যা শেষ করতে বয়স প্রায় ১৯+ বেশি লাগে।
যেখানে HSC শুধুমাত্র একটি সার্টিফিকেট এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং একটি ডিগ্রী সেখানে কি HSC এর সাথে তুলনা যুক্তিযুক্ত ?
⛔ চাকুরীর বাজারে Diploma বনাম HSC:
বেশিরভাগ ডিপ্লোমা ডিগ্রীধারীরা চাকুরীর ক্ষেত্রে শুরুতে সরাসরি ১০ম গ্রেডে যোগদান করেন ও বেতন পান। অনেকে জেনারেল এডুকেশন থেকে স্নাতক স্নাতকোত্তর করেও চাকরিতে ১০ম গ্রেডের নিচে যোগদান করেন। প্রায় সকল ডিপ্লোমা ডিগ্রিধারীরা চাকরিতে এন্ট্রি পদে ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তা। HSC করে কেউ ১০ম গ্রেডে চাকুরীতে যোগদান করতে পারবেন তা কল্পনাও করা যায় না। আবার হয়তো অনেকেই বলতে পারেন ডিপ্লোমা ডিগ্রী পাশ করে অনেকেই বেকার বসে আছেন মজার ব্যাপার হলো মাস্টার্স বা বি.এস.সি ডিগ্রী পাশ করেও তো অনেক বেকার রয়েছে। বেকার কেউ প্রতিষ্ঠানের দোষে হয় না নিজের কর্ম দোষে হয়। কোন কিছু বলার আগে অবশ্যই বিচার বিশ্লেষণ করে বলা উচিৎ। HSC এর সাথে Diploma তুলনা করার কোন যৌক্তিকতাই নেই।
Chapainawabganj Polytechnic Institute
Chapainawabgonj Polytechnic Institute Information Center
Chapainawabganj Polytechnic Institute Rover Scout Group
সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থা