Madrasatud Dawah Al-Islamiah

Madrasatud Dawah Al-Islamiah

Share

একটি ব্যতিক্রমধর্মী আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। Preamble

“Read (Iqra)” in the name of Almighty Allah who has created you. – Surah ‘Al Alaq’. Ameen. B. C. D. E.

Madrasatud Dawah Al Islamiah

Introduction

Where Islam and Modern Education is integrated & tuned with the same string. The main indication of success of worldly and eternal goal of human being has been the main reflection in that message. ‘Quran Majid’ the holy and greatest book ever is a solemn message of Almighty Allah. It contains the source of all knowledge. When there reached any part of an

Operating as usual

15/01/2025
Photos from Madrasatud Dawah Al-Islamiah's post 12/01/2025

মাদরাসার দাওয়াহ আল ইসলামিয়ার ২০২৪ সালের শ্রেষ্ঠ শিক্ষকদ্বয়দের অভিনন্দন।

Photos from Madrasatud Dawah Al-Islamiah's post 11/01/2025

আলহামদুলিল্লাহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৫ সম্পন্ন।

Photos from Madrasatud Dawah Al-Islamiah's post 10/01/2025
08/01/2025

প্রস্তুতি চলছে।

07/01/2025

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৫ এর প্রস্তুতি পর্ব।

Photos from Madrasatud Dawah Al-Islamiah's post 04/01/2025

শিক্ষক প্রশিক্ষণ

Photos from Madrasatud Dawah Al-Islamiah's post 03/01/2025

বিদায়, হে শিক্ষক। সুন্দর হউক আপনার আগামীর পথ চলা।সবসময় আপনাকে মাদরাসাতুদ দাওয়াহ আল- ইসলামিয়াহ মনে রাখবে। মাদরাসার প্রতি আপনার আন্তরিকতা একাগ্রতা ছিল প্রশংসনীয়। আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দিক।

Photos from Madrasatud Dawah Al-Islamiah's post 01/01/2025

হে নবীন তোমাদের কে স্বাগতম।

Photos from Madrasatud Dawah Al-Islamiah's post 01/01/2025

নতুন বছরে নতুনদের আগমনে মুখরিত আমাদের এই ক্যাম্পাস-২০২৫

31/12/2024

শোক সংবাদ!
মাদরাসাতুদ দাওয়াহ আল-ইসলামিয়াহ এর আয়া জোসনা আক্তার এর আম্মা আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আমরা তাঁর মাগফিরাতের জন্য দু'আ করি! আল্লাহ তা'আলা যেন তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন!
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
اللَّهُمَّ، اغْفِرْ له وارْحَمْهُ وَعافِهِ واعْفُ عنْه، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، واغْسِلْهُ بالماءِ والثَّلْجِ والْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الخَطايا كما نَقَّيْتَ الثَّوْبَ الأبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دارًا خَيْرًا مِن دارِهِ، وَأَهْلًا خَيْرًا مِن أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِن زَوْجِهِ، وَأَدْخِلْهُ الجَنَّةَ وَأَعِذْهُ مِن عَذابِ القَبْرِ، أَوْ مِن عَذابِ النّارِ.

Photos from Madrasatud Dawah Al-Islamiah's post 31/12/2024

We are prepared for 2025.

Photos from Madrasatud Dawah Al-Islamiah's post 25/12/2024

ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!

মাদরাসাতুদ দাওয়াহ আল-ইসলামিয়াহ’তে ২০২৫ শিক্ষাবর্ষ এ আবাসিক, অনাবাসিক ও ডেকেয়ারে ভর্তি চলছে।

আবাসিক
শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সুন্দর, অত্যাধুনিক রুচিসম্মত ও নিরিবিলি পরিবেশে সিসিটিভি, ডে শিক্ষক ও নাইট শিক্ষক দ্বারা কঠোর নিরাপত্তাসহ আবাসিক ব্যবস্থা চালু রয়েছে। আবাসিক শিক্ষার্থীদের স্পেশাল কোচিং এর মাধ্যমে কাঙ্খিত ফলাফল অর্জনের জন্য প্রস্তুত করা হয়। হোস্টেলে ২৪ঘন্টার একটি ভারসাম্যপূর্ণ রুটিন রয়েছে, যা পরিপূর্ণভাবে অনুসরণ করা হয়। এর পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদন, সু-স্বাস্থ্য ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের প্রশিক্ষণ দেয়া হয় এবং সে মোতাবেক আদর্শ জীবন যাপনে অভ্যস্ত করে তোলা হয়।
আবাসিক নিয়ামলী :
১. হোস্টেলের শিক্ষার্থীদের জন্য ঘোষিত লিখিত ও মৌখিক সকল বিধিবিধান যথাযথভাবে মেনে চলতে হবে।
২. সিডিউল অনুযায়ী পড়ালেখা, কোচিং, বিভিন্ন প্রশিক্ষণ ক্লাস, খেলাধুলা সাংস্কৃতিক ও বিনোদন কার্যক্রমে নিয়মিত উপস্থিত থাকতে হবে।
৩. নিজের ব্যবহার্য জিনিসপত্র ছাড়া অন্য কারো জিনিসপত্র ব্যবহার করতে পারবে না।
৪. বিশ্রামের সময় কাউকে কোন ধরনের ডিস্টার্ব করা যাবে না।
৫. তত্ত¡াবধায়কের অনুমতি ব্যতীত নিজ নিজ আবাসিক রুম ছাড়া কোথাও যেতে পারবে না এবং কাউকেই নিজ রুমে নিতে পারবে না।
৬. প্রত্যেকের জন্য বরাদ্দকৃত হোস্টেলের সরঞ্জাম এর অতিরিক্ত কোন কিছু বিনা অনুমতিতে ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
৭. কোন শিক্ষার্থী নিজের কাছে কোন টাকা রাখতে পারবে না।।
৮. অনুমতি ব্যতীত বাহিরের যে কোন ধরনের খাবার গ্রহণ নিষিদ্ধ।
৯. অসুস্থ বোধ করলে এবং যে কোন ধরনের সমস্যা দেখা দিলে তত্ত¡াবধায়ককে জানাতে হবে।
১০. প্রত্যেক ছাত্রের চাল-চলন, পোশাক-পরিচ্ছদ, দৈনন্দিন ব্যক্তিগত আমল কুরআন-সুন্নাহ অনুসারে হতে হবে।
১১. ব্যক্তিগত আমলের মধ্যে চুল, দাড়ি-গোফ, হাত-পায়ের নখ এবং শোয়া ও শোয়া থেকে ওঠা, মসজিদে প্রবেশ ও বের হওয়ার আদব, বাথরুমে যাওয়া-আসার আদব, সদা সালাম বিনিময় ইত্যাদি বিষয়ে সুন্নতের আমলে অভ্যস্থ হতে হবে এবং এ সব ক্ষেত্রে নির্ধারিত দোয়াগুলো পড়ার অভ্যাস করতে হবে। কোনও দায়েমী সুন্নতকে অনবরত করলে অবজ্ঞা মাদ্রাসা থেকে বহিষ্কার- যোগ্য বলে গণ্য হবে।
১২. কোনও অবস্থাতেই মোবাইল, ট্যাব, এমপি থ্রি, রেডিও, ওয়াকম্যান, পেন ড্রাইভ ইত্যাদি সাথে রাখা যাবে না। ধরা পড়লে বাজেয়াপ্ত করে ভেঙ্গে ফেলা হবে। এতে কারো কোনও প্রকার আপত্তি-আব্দার গ্রহণযােগ্য হবে না।
১৩. মাদ্রাসাতে অধ্যয়নরত অবস্থায় কোনও ধরনের রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থাকতে পারবে না। শিক্ষক, কর্মকর্তা ও মাদ্রাসা কর্তৃপক্ষের সকলের প্রতি আনুগত্য ও শ্রদ্ধাশীল থাকতে হবে।
১৪. মাদ্রসার কোনও কর্মচারীর সাথে অশালীন ব্যবহার করতে পারবে না।
১৫. পাঁচ ওয়াক্ত নামায মসজিদে তকবীরে উলার সাথে আদায় করতে হবে।
১৬. অনুমতি ছাড়া মাদ্রাসা কমপ্লেক্সের সীমানার বাইরে যেতে পারবে না এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কাউকে প্রবেশও করানো যাবে না। নিরাপত্তা বলয়কে ফাঁকি দিয়ে কোনও শিক্ষার্থী বাইরে গিয়ে দুর্ঘটনায় পতিত হলে মাদ্রাসা কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
১৭. সকল ছাত্রের সাথে ভাই ভাই সুলভ মার্জিত আচরণ করতে হবে। কারো সাথে অবাঞ্ছিত বন্ধুত্বের সম্পর্ক স্থাপন কিংবা শত্রæতা পষোণ করা যাবে না। কখনো ঝগড়া-ফাসাদ, মারামারিতে লিপ্ত হওয়া যাবে না। কেউ অন্যায় করলে দায়িত্বশীল শিক্ষকগণকে জানাতে হবে। বিচারের দায়িত্ব নিজের হাতে নেয়া যাবে না।
১৮. কোন ও অবস্থাতেই প্রতিষ্ঠানের কোনও ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। ওস্তাদগণের যথাযথ ইহতিরাম নিজের জন্য সৌভাগ্যের উসিলা এবং তাঁদের আদেশ-নিষেধ মান্য করাকে প্রত্যেক ছাত্রের আবশ্যিক কর্তব্য।
১৯. ওস্তাদের শাসনকে নিজের জীবনের ইসলাহ এবং ইলম ও আমলের উন্নতির সোপান বলে গণ্য করতে হবে। তাদের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবে। কোনও ওস্তাদের শাসনের বিপক্ষে আপত্তি করবে না।
২০. মাদ্রাসা হতে বহিষ্কৃত শিক্ষার্থীদের সাথে কোনও প্রকারের যোগাযোগ রাখা কিংবা লেনদেন করা যাবে না। মাদ্রাসার আদর্শের পরিপন্থী কারো সাথে সম্পর্কও রাখবে না।
২১. সর্বদা পরিষ্কার-পরিচ্ছ থাকতে হবে। জামা-কাপড়, বিছানাপত্র, থাকা, খাওয়া ও পড়ার জায়গাসহ আশ-পাশ পরিচ্ছন্ন রাখতে হবে। ঘুমানোর পূর্বে ও ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ/ মিসওয়াক করবে। অজুর সময় দৈনিক অন্তত এক অবশ্যই মিসওয়াক করতে হবে। ইস্তেঞ্জার সময় অবশ্যই টয়লেট পেপার/ টিস্যু ব্যবহার করতে হবে। সর্বদা অজুর সাথে থাকার চেষ্টা করবে এবং দৈনন্দিন মাসনুন দোয়াগুলাের আমলে অভ্যস্ত হতে হবে।
২২. মাদ্রাসার কোনও সম্পদ নষ্ট করা যাবে না। নিজের মনে করেই মাদ্রাসার সকল আসবাবপত্র হেফাজত করতে হবে কোন অবস্থাতেই পানি এবং বিদ্যুতের অপচয় করা যাবে না। কোনও ছাত্র নিজ হাতে ইস্ত্রি ব্যবহার করতে পারবে না।
২৩. মাদ্রাসা সীমানার কোনও গাছ থেকে ফল, ফুল ইত্যাদি বিনা অনুমতিতে ছিড়তে পারবে না। তদ্রæপ অনুমতি ব্যতীত কোনও গাছ লাগাতে বা ওঠাতে পারবে না।
২৪. নিজ ইচ্ছামত সিটের ব্যবস্থা করতে পারবে না। দায়িত্বশীল কর্তৃক নির্ধারিত সিটে শয়ন করতে হবে। মক্ত থেকে ৫ম শ্রেণির ছাত্রদেরকে শয়নকালে অবশ্যই সেলোয়ার পরিধান করে ঘুমাতে হবে এবং সিটের সামনে কোন পর্দা দিতে পারবে না। কোনও অবস্থাতেই একজনের সিটে আরেক জন ঘুমাতে পারবে না ।
২৫. বড় বা ছোট কেউ একে অপরের জিনিস ব্যবহার করতে পারবে না। একে অপরের কোনও কিছু খাওয়া থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে। মাদরাসার কোনও ছাত্র বা কর্মচারীর সাথে কোনও প্রকারের লেনদেন করা যাবে না।
২৬. ব্যক্তিগত খরচের অর্থ নিজের কাছে না রেখে সংশ্লিষ্ট শিক্ষকের নিকট জমা রাখতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর তাঁর নিজ আসবাবপত্র ও অন্যান্য জিনিস নিজেই হেফাযত করতে হবে। অসতর্কতার জন্য যদি কোনও জিনি হারিয়ে যায় তার দায়-দায়িত্ব নিজেকেই বহন করতে হবে।
২৭. প্রত্যেক শিক্ষার্থীকে মাদ্রাসা কর্তৃক প্রবর্তিত ২৪ (চব্বিশ) ঘণ্টার রুটিন অনুযায়ী লেখাপড়া, খাওয়া-দাওয়া গোসল এবং খেলাধুলাসহ প্রতিটি কাজ সম্পন্ন করতে হবে। রুটিন মাফিক পড়ার সময় অন্য কাজে নিয়োজিত থাকতে পারবে না। মাদ্রাসা কর্তৃক নির্দিষ্ট স্থান ও সময়ের মধ্যে সেলফস্টাডি করতে হবে।
২৮. হিফজ-বিভাগের প্রত্যেহ সবক, সাত সবক, সবকের পারা, আমুখতা ও বার্ষিক শবিনা বাধ্যতামূলক থাকবে। এতে অবহেলা করলে সংশ্লিষ্ট শিক্ষক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রয়োজনে কর্তৃপক্ষকে অবহিত করবেন।
২৯. ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে হবে। ৯৫% উপস্থিতি ছাড়া সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। মাসিক এবং সেমিস্টারসহ সকল পরীক্ষায় সময় মত অংশ গ্রহণ করতে হবে। ২য় সেমিস্টার সমাপনী পরীক্ষয়/টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হলে যথাক্রমে প্রমোশন পাবে না/ কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ থাকবে না।
৩০. জেনারেল ক্লাস চলা অবস্থায় অবশ্যই মাদরাসার নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে। মাথায় এক কালারে সাদা টুপি পরতে হবে। লুঙ্গি, ট্রাউজার, ফতুয়া ইত্যাদি পরে ক্লাসে বসতে পারবে না। ক্লাসরুমে পড়াশুনা ছাড়া অন্য কোনও কাজে ব্যস্ত হওয়া যাবে না এবং পড়া-লেখার আসবাবপত্র ছাড়া অন্য কোন আসবাবপত্র রাখা যাবে না। ক্লাসের সময় ব্যতীত অন্য সময় ইফনিফর্মও পরা যাবে না।
৩১. মাদরাসার শিক্ষাক্রম অনুযায়ী বাৎসরিক ছুটি ব্যতীত অন্য কোনও ছুটি দেয়া হবে না। কারো বিশেষ প্রয়োজন দেখা দিলে উপযুক্ত কারণ দেখিয়ে অভিভাবকের পক্ষ হতে আবেদন করলে বিবেচনা করা যেতে পারে।
৩২. ছুটির শেষ দিন মাগরিবের আগে মাদরাসাতে উপস্থিত হতে হবে । অনুপস্থিত থাকলে নির্ধারিত হারে বিলম্ব মাসুল দিতে বাধ্য থাকবে অথবা মেডিকেল সার্টিফিকেটসহ অভিভাবকের পক্ষ হতে আবেদনপত্র উত্থাপন করতে হবে। উল্লেখ্য, কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে এক সপ্তাহের উর্ধ্বে অনুপস্থিত থাকলে ভর্তি বাতিলযোগ্য বলে গণ্য হবে।
৩৩. ডাইনিং-এ খাবার সময় নিজ নিজ গ্রুপে বসতে হবে এবং খাবার গ্রহণে কোনও ধরনের অনিয়ম করতে পারবে না।
৩৪. বার্ষিক শিক্ষা সফর, সাংস্কৃতিক ও অন্যান্য অনুষ্ঠানে মাদরাসার কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে। তদ্রæপ মাদরাসার পক্ষ হতে অন্য কোথাও মাদরাসার ছাত্র হিসেবে যোগদান করতে হলেও উক্ত ইউনিফর্ম পরিধান করে যেতে হবে।
৩৫. উল্লেখিত বিধি ছাড়াও প্রয়োজন বোধে কর্তৃপক্ষ যে কোনও সময় যে কোনও বিধি-বিধান প্রণয়ণ করলে সকল শিক্ষার্থী তা মেনে চলতে বাধ্য থাকবে ।
৩৬. উপরোল্লেখিত আচরণ-বিধির যে কোনও একটি অমান্য করলে, মাদরাসার পক্ষ থেকে যে ব্যবস্থা নেয়া হবে তা মেনে নিতে বাধ্য থাকবে, যা মাদরাসার থেকে বহিষ্কার পর্যন্ত গড়াতে পারে। এতে শিক্ষার্থী বা অভিভাকের কোন ও আপত্তি গ্রহণ যোগ্য হবে না।

শীতাতপ নিয়ন্ত্রিতি, ডিজিটাল ও সুসজ্জিত ক্লাস রুম।
আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগে ভর্তি চলছে।
আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যৎ বিনির্মানে বদ্ধ পরিকর ”মাদরাসাতুদ দাওয়াহ আল ইসলামিয়াহ।”
যুগোপযোগী আলেম ও বক্তা গঠনে হাফেজে কুরআনের বিকল্প নেই।
হাফেজে কুরআন হতে গিয়ে আপনার সন্তান যেন সাধারণ শিক্ষা ব্যবস্থার ক্লাসে পিছিয়ে না পড়ে, সেজন্য রয়েছে সাধারণ শিক্ষা ব্যবস্থার সমন্বয়।
যে কোন বয়সের শিক্ষার্থীকে সাধারণ ক্লাসের সাথে সমন্বয় করে হিফজুল কোরআন বিভাগে ভর্তি করা হয়।

ক্লাস শুরু: ১ জানুয়ারি, ২০২৫

আমাদের উদ্দেশ্য:

এমন একটি শিক্ষায়তন গড়ে তোলা যেখানে শিক্ষার্থীরা সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠবে এবং এমন ভাবে শিক্ষা লাভ করবে যেন তাঁরা ঐহিক, পারলৌকিক, প্রাকৃতিক এবং সামাজিক জ্ঞান-বিজ্ঞানকে ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখার, বিচার, গ্রহণ এবং বর্জন করার ক্ষমতা অর্জন করে।

এমন ধরনের শিক্ষক তৈরী করা যারা সাহিত্য, শিল্পকলা, সমাজ বিজ্ঞান এবং অন্যান্য সব জ্ঞান বিজ্ঞানকে ইসলামি দৃষ্টিকোণ থেকে আয়ত্ত করার এবং শিক্ষার্থীদের সেই দৃষ্টিকোন থেকে শিক্ষাদান করার পদ্ধতি অর্জন করবেন।
শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীদের এই নতুন জ্ঞান অর্জন পদ্ধতি আয়ত্ত করার জন্য এমন একটি গবেষণা কেন্দ্র স্থাপন করা, যেখানে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের ভিত্তিমূলে চলমান ধর্ম বিরোধী ভাবধারার স্থলে ইসলামি ভাব মর্যাদা প্রতিষ্ঠার কাজ আঞ্জাম দিবে এবং সেই ভাবধারার ভিত্তিতে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক এবং পাঠ্যসংক্রান্ত অন্যান্য যাবতীয় বস্তু তৈরী করার পূর্ণ ব্যবস্থা করবে।

এ সমস্ত জ্ঞান লাভের উদ্দেশ্যে মানুষকে সে পথে পরিচালিত করা যে পথ অনুসরণ করে মানুষ আল্লাহ্ তায়া’লার খলিফা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে।

আধুনিক বিশ্বের সকল প্রযুক্তির উন্নয়ন ও নৈতিক অধ:পতনকে সামনে রেখে জ্ঞানের মূল উৎস আল-কুরআন ও আল হাদিস ভিত্তিক কর্মমুখী আধুনিক কারিকুলাম, সরকারি নীতিমালা অনুসরণ ও নিবিড় তত্ত্বাবধানের সমন্বয়ে দৈহিক, মানসিক, বুদ্বিবৃত্তিক, সামাজিক ও আদর্শিক গুণাবলী সৃষ্টির মাধ্যমে মানবিক ও নৈতিক মূলবোধ সম্পন্ন দক্ষ মানবশক্তি তৈরী।

আমাদের লক্ষ্য:
এই সুশিক্ষিত মানব সম্পদকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের সার্বিক উন্নয়ণ সাধন। বাংলাদেশকে পৃথিবীর বুকে অনুকরণীয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠা। সর্বোপরি মহান রব্বুল আলামীন ও বিশ্বনবী মুহাম্মদ (সঃ) এর সন্তুষ্টি অর্জন।

মাদরাসার বৈশিষ্ট্য:
বিশুদ্ধ নামাজ ও কুরআন শিক্ষার আসর।
নৈতিক ও মানবিক মানোন্নয়নে বিশেষ পদক্ষেপ।
প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য আলাদা আসনে বসার ব্যবস্থা।
অত্যাধুনিক পদ্ধতিতে জেনারেল ক্লাসসহ হিফজ বিভাগ পরিচালনা।
দৈনন্দিন সকল স্তরের আমল চর্চায় সুন্নাহর উপর গুরুত্ব দান।
মানসম্পন্ন শিক্ষাসহ ডেকোরেশন।
উন্নতমানের স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন।
ইসলাম ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে শিক্ষা দান।
সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান ও শিক্ষার্থীদের পড়া ক্লাসে সম্পন্ন।
অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারী।
মনোরম, নিরিবিল ও স্বাস্থ্য সম্মত পরিবেশ।
বাংলা, ইংরেজি ও আরবি হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্বারোপ।
কর্মব্যস্ত ও প্রবাসী অভিভাবকগণের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করা।
আধুনিক প্রযুক্তি তথা কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে শিক্ষাদান।
আবাসিক শিক্ষকদের মাধ্যমে লেখাপড়ার সু-ব্যবস্থা।
শিক্ষার্থীর ব্যক্তি জীবনে ইসলামি আদর্শ, শৃংঙ্খলা ও নিয়মানুবর্তিতার অনুশীলন।
বিশুদ্ধ ইংরেজি ও আরবি ভাষায় কথোপকথনে যোগ্য করে গড়ে তোলা।
সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
প্রতি শ্রেণিতে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী।
প্রয়োজনে নিজস্ব পরিবহনে যাতায়াত।
৪র্থ শ্রেণি থেকে পৃথক বালক-বালিকা শাখা।
শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাস রুম।
প্রতিষ্ঠানটি সম্পূর্ণ কোলাহল মুক্ত।

শিক্ষা ব্যবস্থা:
“মাদরাসাতুদ দাওয়াহ আল-ইসলামিয়াহ” একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মূল দর্শনকে সামনে রেখে ত্রিমুখী শিক্ষা (হিফজ, জেনারেল ও আরবি-ইসলামিয়াত) কে সমন্বিত করার জন্য এর শিক্ষা ব্যবস্থাকে বিন্যস্ত করা হয়েছে এভাবে:-

১. মক্তব শাখা (প্রি-প্রাইমারী) নুরানি তালিমুল কুরআন বিভাগ:
মাত্র ১ বছরে নুরানি কায়দা, বিশুদ্ধভাবে কুরআন শরিফ পড়া, নাযেরা, প্রয়োজনীয় মাসআলাহ, মাসনুন দোয়া, সুরা ও হাদিস শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষার যুগোপযোগী বিশেষ ব্যবস্থা।
পাঠ্যবই- মাদরাসার নিজস্ব পাঠ্য বই সহ আরবি, বাংলা, ইংরেজি, গণিত ও কম্পিউটার।

২. নাজেরা বিভাগ:
মক্তবে সহীহ শুদ্ধভাবে সুরা কিরাত পড়ার পর পরীক্ষার মাধ্যমে নাজেরা বিভাগে উত্তীর্ণ হয়। মাত্র ৬ মাসে বিশুদ্ধভাবে পুরো কুরআন শরীফ নাজেরা, প্রয়োজনীয় মাসআলাহ, মাসনুন দোয়া, সুরা ও হাদিস শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষার যুগোপযোগী বিশেষ ব্যবস্থা।
পাঠ্যবই- মাদরাসার নিজস্ব পাঠ্য বই সহ আরবি, বাংলা, ইংরেজি, গণিত ও কম্পিউটার।

৩. হিফজুল কুরআন বিভাগ/ ইবতেদায়ি ১ম থেকে ৫ম শ্রেণি:
নাজেরা সহীহ শুদ্ধভাবে পড়ার পর পরীক্ষার মাধ্যমে হিফজ শাখায় উত্তীর্ণ হয়। গতানুগতিক ধারায় কুরআন মুখস্থ নয় বরং হিফজের পাশাপাশি একজন উত্তম ক্বারি ও আধুনিক জ্ঞান বিজ্ঞানে পারদর্শী করে গড়ে তোলা আমাদের হিফজুল কুরআন বিভাগের উদ্দেশ্য। হিফজের পাশাপাশি প্রয়োজনীয় মাসআলাহ, মাসনুন দোয়া, সুরা, হাদিস এবং আরবি, বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষার বিশেষ ব্যবস্থা।
১ম থেকে ৩য় শ্রেণির মধ্যে হিফজ সমাপ্ত করে ৪র্থ শ্রেণিতে হিফজের শুনানি হয়।
পাঠ্যবই- মাদরাসার নিজস্ব পাঠ্য বই সহ মাদরাসা শিক্ষা বোর্ডের সকল বই পড়ানো হয়।
মাধ্যমিক বিভাগ (জেনারেল বিভাগ) : হিফজ শুনানির পাশাপাশি মাদরাসার নিজস্ব পাঠ্যবই ও মাদরাসা শিক্ষা বোর্ডের সকল পাঠ্যপুস্তক পড়ানো হয়।

ঠিকানা:
কাশিমপুর (হামদর্দের গলি), কাশিমপুর নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।

যোগাযোগ:
01772 391 389, 01581 416 430

হাফেজে কুরআন হতে গিয়ে আপনার সন্তান যেন সাধারণ শিক্ষা ব্যবস্থার ক্লাসে পিছিয়ে না পড়ে, সেজন্য রয়েছে সাধারণ শিক্ষা ব্যবস্থার সমন্বয়।

17/12/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাদ্রাসার পরিচালক জনাব মোঃ মোস্তফা হোসাইন (সিনিয়র শিক্ষক) নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, স্যারের পিতা গতরাতে ইন্তেকাল করেছেন। আল্লাহ মরহুম কে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুন ও শোক সন্তপ্ত পরিবার কে সবরে জামিল দান করুন।

Want your school to be the top-listed School/college in Nawabganj?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

প্রস্তুতি চলছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৫ এর প্রস্তুতি পর্ব।

Location

Category

Telephone

Address


Madrashatud Dawah Al-Islamiah, Road-2, Block-A, Ward-6, Kashimpur, Dhaka
Nawabganj
1320