
আইডি কার্ড সংক্রান্ত বিজ্ঞপ্তি।
Dr. Syed Md. Mozaharul Islam
Mobile: 01783879106
Vice-Principal's Name: Pro Dr. Md.
আম বাগান ঘেরা এক মনোরম পরিবেশে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারী কলেজ।
১৯৪৭-এ দেশ বিভক্তির পর এ জনপদের কতিপয় বিদ্যাৎসাহী ব্যাক্তি ও শিক্ষানুরাগী ব্যাক্তির অক্লান্ত ও নিঃসার্থ পরিশ্রমের ফসল এ মহাবিদ্যালয়। যা ১৯৫৫ সালে শহরের কেন্দ্রস্থলে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৯ সালে এটি জাতীয়করণ করা হয় এবং তখন থেকে এই অঞ্চলের মানবসম্পদকে দক্ষ করে তোলার জন্য এটি কাজ করে চলেছে। এরই মধ্যে সুবর্ণ জয়ন্তী বা ৫০ বৎসর প
Operating as usual
আইডি কার্ড সংক্রান্ত বিজ্ঞপ্তি।
২০২৩ সালের এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা সংক্রান্ত
২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সময়সূচি
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ১ম রিলিজ স্লিপে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় নির্বাচিত ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, নিম্নবর্ণিত পদ্ধতিতে তারা স্ব স্ব বিভাগে ৩০/০৭/২০২৩ হতে ০৬/০৮/২০১৩ ইং তারিখের মধ্যে (সরকারি ছুটির দিন ব্যতীত) ভর্তি হতে পারবে।
ভর্তি ফরম ডাউনলোডের সময়সীমা ৩০/০৭/২০২৩ হতে ০৬/০৮/২০২৩ ইং তারিখ পর্যন্ত। বিষয়ভিত্তিক ১ম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থান প্রাপ্ত প্রার্থীদের ভর্তি পরীক্ষার রোল নম্বর ও পিন কোড ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের
নির্দিষ্ট ওয়েবসাইটে (www.app1.nu.edu.bd) এ গিয়ে Applicant's Login করলে শিক্ষার্থীর নাম, বরাদ্দকৃত বিষয়, সংশিষ্ট কলেজের নাম ও অন্যান্য বিষয়সহ একটি ভর্তির আবেদন ফরম প্রদর্শিত হবে। সঠিক তথ্যসহকারে ভর্তির আবেদন ফরমটি অনলাইনে submit করলে একটি চূড়ান্ত ভর্তির আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। উষ্ণ আবেদন
সদামটি A4 সাইজের অফসেট কাগজে রঙিন কপিতে প্রিন্ট নিতে হবে।
প্রিন্টকৃত ২টি ( কলেজ কপি ও স্টুডেন্ট কপি) আবেদন ফরমের নির্ধারিত স্থানে স্বাক্ষর করাতে হবে।
নিম্নবর্ণিত কাগজপত্র ক্রমানুসারে সাজিয়ে জমা দিতে হবে।
1. আবেদন ফরমের কলেজের অংশ রঙিন ১ (এক) কপি।
ii. ব্যাংকে টাকা জমা রশিদের বিভাগের অংশ-১ (এক) কপি।
ii. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি ১ (এক) কপি করে।
iv. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রের ফটোকপি ১ (এক) কপি করে।
ভর্তির জন্য প্রাথমিক আবেদন ফরমের নিচের অংশ (শিক্ষার্থীর অংশ) এর ১ (এক) ফটোকপি।
vi. এইচ. এস. সি / সমমান পরীক্ষার মূল নম্বরপত্র । vii. আবেদন করে কাজের অংশ এর ফটোকপি।
vi. প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানের স্বপক্ষে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সচিব মহোদয় কর্তৃক স্বাক্ষরিত সনদের সত্যায়িত ১ (এক) কপি ফটোকপি অথবা ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত মূল সনদপত্রের সত্যায়িত ১ (এক) কপি ফটোকপি এবং আদিবাসি/পোষ্যকোটা/প্রতিবন্ধীদের ক্ষেত্রে জেলা প্রশাসক / উপজেলা নির্বাহী কর্মকর্তা/ উপজেলা সমাজ সেবা অফিসার / সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত মূল সম্পরোর ১ (এক) কপি সত্যায়িত ফটোকপি ।
viii. ছবির পেছনে নাম ও শ্রেণি রোল নম্বরসহ স্ট্যাম্প সাইজ ৪ কপি ও পাসপোর্ট সাইজ ৪ কপি ছবি খামে করে। ব্যাংকে টাকা জমাদানের তথ্য :
ক) টাকা জমা দেওয়ার সময় ৩০/০৭/২০২৩ হতে ০৯/০৮/২০১৩ ইং তারিখ পর্যন্ত।
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
Medical Technologist
Love of NGC Campus পেজ নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ এর আন-অফিসিয়াল পেজ।