Alamgir's HSC ICT Solutions

HSC ICT প্রাইভেট প্রোগ্রাম।

Operating as usual

30/11/2022

HSC ICT Advance Complete ব্যাচ শুরু করব। আগ্রহীরা যোগাযোগ করো।

01967857564

26/11/2022

মেধাবীদের কমেন্ট বক্সে উত্তর চাই

5+3=10 প্রমাণ করো।

05/10/2022

শিক্ষক দিবসে আপনার প্রিয় শিক্ষককে
Mantion করুন...

03/10/2022

এক আকাশের তারা তুই একা গুনিস নে... একটু গুনতে দিস তুই মোরে.....

18/09/2022

পড়ন্ত বিকেলে মুক্ত বাতাসে কোন এক বিকেলে...

Photos from Alamgir's HSC ICT Solutions's post 12/09/2022

এইচ এস সি পরিক্ষা -২০২২ রুটিন

08/09/2022

ব্রেকিং নিউজঃ-
২০২৩ সালের এইচএসসি পরীক্ষা আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে, প্রতিটি বিষয় ১০০ মার্কের সময় ৩ ঘন্টা

04/09/2022

খাবে?

31/08/2022

গিফট দিলে কে কি নিতে চাও?

22/08/2022

অধ্যায়-৫ম
গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নাবলীঃ-

প্রোগ্রাম কী?

কম্পিউটার বা যন্ত্রের সাহায্যে কোন সমস্যা সমাধানের জন্য প্রোগ্রামিং ভাষায় লেখা প্রয়োজনীয় নিদের্শমালার সমষ্টিকে প্রোগ্রাম (program) বলা হয়।

প্রোগ্রামিং কী?

প্রোগ্রাম রচনার পদ্ধতি বা কৌশলকে প্রোগ্রামিং (programming) বা কোডিং বলা হয়।

প্রোগ্রামার কী?

যে বা যিনি কম্পিউটার বা যন্ত্রের সাহায্যে কোন সমস্যা সমাধানের জন্য প্রোগ্রামিং ভাষায় প্রয়োজনীয় নিদের্শমালা বা প্রোগ্রাম লিখে তাকে প্রোগ্রামার বলা হয়।

প্রোগ্রামিং ভাষা কী?

কম্পিউটারের মাধ্যমে কোন সমস্যা সমাধান তথা প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অংক, চিহ্ন প্রভৃতির সমন্বয়ে গঠিত রীতিনীতিকে প্রোগ্রামিং ভাষা (Programming Language) বলা হয়।

4GL কী?

4GL বলতে 4th Generation Language বা চতুর্থ প্রজন্মের ভাষা বুঝায়। 4GL এর সাহায্যে সহজেই অ্যাপ্লিকেশন তৈরি করা যায় বলে একে Rapid Application Development (RAD) টুলও বলা হয়।

উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা কী?

যে প্রোগ্রামিং ভাষার প্রতীক এবং শব্দ সমূহ সাধারণত গাণিতিক ও ইংরেজি ভাষার মত এবং যা মানুষের জন্য সহজে বোধগম্য, সে প্রোগ্রামিং ভাষাকে উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা বলে। এটি মেশিন নির্ভর নয়।

মেশিন ভাষা কী?

কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা। এটি কম্পিউটারের মৌলিক ভাষা। এই ভাষায় শুধু মাত্র ০ এবং ১ ব্যবহার করা হয় বলে এই ভাষায় দেওয়া কোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এর সাহায্যে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়।

অ্যাসেম্বলি ভাষা কী?

যে প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লেখার জন্য বিভিন্ন নেমোনিক বা সংকেত ব্যবহার করা হয়, সে প্রোগ্রামিং ভাষাকে অ্যাসেম্বলি ভাষা বলা হয়। এটি দ্বিতীয় প্রজন্মের এবং নিম্নস্তরের প্রোগ্রামিং ভাষা।

নেমোনিক কী?

অ্যাসেম্বলি ভাষায় ব্যবহৃত বিভিন্ন সংকেতকে নিমোনিক বলে। যেমনঃADD, SUB, MUL ও DIV ইত্যাদি।

অনুবাদক প্রোগ্রাম কী?

যে প্রোগ্রামের সাহায্যে উৎস (Source) প্রোগ্রামকে বস্তু (Object) প্রোগ্রামে পরিণত করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় বস্তু প্রোগ্রাম (Object Program) এবং অন্য যেকোনো ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় উৎস প্রোগ্রাম (Source program)।

আরো পড়ুন :: পঞ্চম অধ্যায় পাঠ-১২ 'সি' প্রোগ্রামিং ভাষায় ইনপুট এবং আউটপুট ফাংশন সমূহ।
আসেম্বলার কী?

আসেম্বলার একটি অনুবাদক প্রোগ্রাম যা অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য ব্যবহার করা হয়। এটি অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করে অর্থাৎ, নেমোনিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করে।

কম্পাইলার কী?

কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা হাইলেভেল ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে।

ইন্টারপ্রেটার কী?

ইন্টারপ্রেটার হলো এক ধরণের অনুবাদক প্রোগ্রাম যা কম্পাইলারের মতো হাইলেভেল ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। তবে ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে।

ডিবাগিং কী?

প্রোগ্রামে যে কোনো ভুল চিহ্নিত করতে পারলে ভুলকে বলা হয় বাগ (Bug)। উক্ত বাগকে সমাধান করার প্রক্রিয়াকে বলা হয় ডিবাগ (Debug) বা ডিবাগিং।

প্রোগ্রাম টেস্টিং?

প্রোগ্রাম টেস্টিং হচ্ছে কোনো প্রোগ্রাম কোডিং সম্পন্ন করার পর প্রোগ্রামটির বিভিন্ন ইনপুটের জন্য যে ধরনের আউটপুট বা ফলাফল হওয়া উচিৎ তা ঠিকমতো আসছে কিনা বা রান করছে কিনা তা যাচাই করা।

সিনট্যাক্স ভুল/ব্যাকরণগত ভুল?

প্রোগ্রামে প্রোগ্রামিং ভাষার সিনট্যাক্স বা ব্যাকরণগত যেসব ভুল থাকে তাকে বলা হয় সিনট্যাক্স ভুল। যেমন- বানান ভুল,কমা, ব্র্যাকেট ঠিকমতো না দেয়া, কোনো চলকের মান না জানানো প্রভৃতি। এসব ভুল সংশোধন করা খুবই সহজ, কারণ সিনট্যাক্স ভুলের বেলায় অনুবাদক প্রোগ্রাম ভুলের বার্তা ছাপায়।

লজিক্যাল ভুল কী?

প্রোগ্রামে যুক্তির ভুল থাকলে তাকে বলে লজিক্যাল ভুল।সাধারণত সমস্যা ঠিকমতো না বোঝার জন্যই এ ভুল হয়। যেমন- a>b এর স্থলে a

18/08/2022

তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দিবো না..........

16/08/2022

যেতে হবে বহুদূর অনেক পথ বাকি...

12/08/2022

⛔‼️অর্থের কি অর্থ---------⁉️⛔

এক পর্যটক একদিন এমন একটি শহরে বেড়াতে এলেন, যেখানে পুরো শহরটি ধার-দেনায় ডুবে ছিল। তো পর্যটক ভদ্রলোক ৫০০ টাকার একটি নোট হোটেলের কাউন্টারে দিয়ে বললেনঃ আমি আপনার হোটেলের ভেতরে যাচ্ছি। দেখি কামরা পছন্দ হয় কি না।

হোটেল মালিক সঙ্গে সঙ্গে ঘিওয়ালার নিকট দৌড়োলেন। তাকে ৫০০ টাকা দিয়ে পুরোনো হিসাব মিটিয়ে দিলেন।

ঘিওয়ালা টাকা হাতে পেয়ে দৌড়ালেন দুধওয়ালার কাছে। আর পৌঁছে ৫০০ টাকা দিয়ে তার হিসাব চুকিয়ে দিলেন।

দুধওয়ালা গেলেন গাইওয়ালার নিকট। তাকে ৫০০ টাকা দিয়ে তার ধার শোধ করে দিলেন।

গাইওয়ালা দৌড়ে গেলেন ঘাসওয়ালার কাছে। ৫০০ টাকা দিয়ে তার হিসাব মিটিয়ে দিলেন।

ঘাসওয়ালা টাকা হাতে আসতেই ওই হোটেলে দৌড়ে এলেন। ওখানে তিনি মাঝে মাঝে ধারে খাবার খেতেন। হোটেলের মালিককে সেই ৫০০ টাকা দিয়ে তিনি হাঁফ ছাড়লেন।

কিছুক্ষণ পরে পর্যটক ভদ্রলোক ফেরত এলেন। তিনি ৫০০ টাকার নোটটি ফিরিয়ে নিয়ে বললেনঃ সরি, কোনো রুম পছন্দ হল না !

না কেউ কিছু নিল, না কেউ কিছু দিল। অথচ সবারই হিসাব চুকে গেল!

গোলমালটা কোথায় ?

আসলে কোথাও কোনো গোলমাল নেই। সবারই ভুল ধারণা হল “টাকা আমার”। কিন্তু বাস্তবতা হচ্ছে, পৃথিবীতে খালি হাতে এসেছেন; খালি হাতেই ফিরে যেতে হবে।
@

04/08/2022

যদি তোর ডাক শুনে কেউ না আসে........

পরের লাইন টা কি?

02/08/2022

মন মাতানো অসাধারণ একটি গান

দেখুন কমেন্ট বক্সে

31/07/2022

দীর্ঘ ১১ মা‌সের সুসম্পর্ক থে‌কে ২২ বছর বয়সী ছাত্র মামুনকে বি‌য়ে কর‌লেন ৪০ বছর বয়সী শি‌ক্ষিকা খাইরুন নাহার,
.
খাইরুন নাহার ম্যাডাম নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপিকা, তা‌হাদের জন্য শুভ কামনা।
.

31/07/2022

DNS এর পূর্নরুপ কী?

29/07/2022

http এর পূর্নরুপ কি?

28/07/2022

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী শনিবার (৩০ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে। ওই দিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। এরপর ১৩ অগাস্ট ‘খ’ ইউনিট ও ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

পরীক্ষা শুরুর ন্যূনতম এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর পর কাউকে কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

নির্দেশনায় শিক্ষার্থীদের আরও বলা হয়েছে, অনলাইনে প্রদত্ত প্রবেশপত্র রঙিন প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রে প্রার্থীর রঙিন ছবি এবং তথ্য স্পষ্টভাবে মুদ্রিত থাকতে হবে। পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্রে উল্লেখিত নির্দিষ্ট কক্ষের নির্ধারিত আসনে পরীক্ষা দিতে হবে। প্রবেশপত্র, উপস্থিতি তালিকা, উত্তরপত্রে অভিন্ন সই থাকতে হবে। উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পেনসিলের ব্যবহার সম্পূর্ণ নিষেধ।

নির্দেশনায় আরও বলা হয়, ভর্তি পরীক্ষার সময় প্রার্থীকে প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক উত্তরপত্র ও প্রবেশপত্রে সই করবেন। প্রবেশপত্রটি পরবর্তী সময় ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। ক্যালকুলেটরসহ অন্য যেকোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

গুচ্ছ ভর্তি পরীক্ষা27/07/2022
26/07/2022

৩য় অধ্যায় ১ম অংশ

21/07/2022

ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্ক
দ্বিতীয় অধ্যায় (HSC BATCH )
1. ডেটা কমিউনিকেশন কী ?
উত্তর : ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে।
2. ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি ও কি কি?
উত্তর: পাঁচটি ।
a. Source ( উৎস)
b. Transmitter/Sender (প্রেরক)
c. Medium (মাধ্যম)
d. Receiver (গ্রাহক বা প্রাপক)
e. Destination (গন্তব্য)
3. ব্যান্ডউইথ কাকে বলে কত প্রকার কি কি?
উত্তর: ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে।
তিন প্রকার।
a. ন্যারো ব্যান্ড (Narrow Band)
b. ভয়েস ব্যান্ড (Voice Band)
c. ব্রডব্যান্ড (Broad Band)
4. ন্যারোব্যান্ড কাকে বলে ?
উত্তর: ধীর গতি ডেটা স্থানান্তরের ক্ষেত্রে যে ব্যান্ড ব্যবহার করা হয় তাকে ন্যারোব্যান্ড বলে ।(45-300)bps
5. ভয়েস ব্যান্ড কাকে বলে?
উত্তর: মধ্যম পর্যায়ের ডেটা স্থানান্তরের ক্ষেত্রে যে মাধ্যমটি ব্যবহার করা হয় তাকে ভয়েস ব্যান্ড বলে।(200-3600)bps
6. ব্রডব্যান্ড কাকে বলে?
উত্তর: উচ্চগতি সম্পন্ন ডেটা স্থানান্তরের যে মাধ্যম ব্যবহার করা হয় তাকে ব্রডব্যান্ড বলে।(1mbps-Gbps পর্যন্ত হয়ে থাকে)
[Note.( প্রতি সেকেন্ডে বিট ডেটা স্থানান্তরিত হওয়ার হারকে bps বলে। Bit কে তথ্যের ক্ষুদ্রতম একক বলা হয়। Bit এর পূর্ণরূপ Bynary Digit । ৮ বিটে এক বাইট।)
a. bps = bit per second (1 বিট =1 বা 0)
b. kbps = Kilobits per second (1024 বিট = 1 কিলোবিট)
c. Mbps = Megabits per second (1024 কিলোবিট= 1 মেগাবিট)
d. Gbps = Gigabits per second (1024 মেগাবিট = 1 গিগাবিট)
e. Tbps = Terabits per second (1024 গিগাবিট = 1 টেরাবিট)]
7. ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে?
উত্তর: যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তর করা হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়।
8. ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর: দুই ।
a. সমান্তরাল বা প্যারালাল
b. অনুক্রম বা সিরিয়াল
9. প্যারালাল বা সমান্তরাল ডেটা ট্রান্সমিশন কি?
উত্তর: প্রেরক প্রাপকের মধ্যে সমান্তরালভাবে ডেটা চলাচল করলে তাকে প্যারালাল বা সমান্তরাল ডেটা ট্রান্সমিশন বলে।
10. অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কাকে বলে?
উত্তর: প্রেরক ও প্রাপক এর মধ্যে ধারাবাহিকভাবে ডেটা স্থানান্তর হলে তাকে অনুক্রম বা সিরিয়াল ট্রান্সমিশন বলে।
11. বিট সিনক্রোনাইজেশন উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন কে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর: তিন।
a. অ্যাসিনক্রোনাস (Asynchronous Transmission)
b. সিনক্রোনাস (Synchronous Transmission)
c. আইসোক্রোনাস ( Isochronous Transmission)
12. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কাকে বলে?
উত্তর: যে পদ্ধতিতে ডেটাকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার স্থানান্তর করা হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে।
13. সিনক্রোনাস ট্রান্সমিশন কাকে বলে?
উত্তর: যে পদ্ধতিতে ডেটাকে স্টোরেজের সংরক্ষণ করার পর একটি একটি ব্লক আকারে স্থানান্তর করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে।
14. আইসোক্রোনাস ট্রান্সমিশন কাকে বলে?
উত্তর: যে পদ্ধতিতে ডেটাকে পরপর দুইটি ব্লক আকারে দ্রুত স্থানান্তর করা হয় থাকে আইসোক্রোনাস ট্রান্সমিশন বলে।
15. ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে?
উত্তর: উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে প্রবাহের দিককে( অর্থাৎ গ্রাহক ও প্রাপক একসাথে ডেটা আদান-প্রদান করতে পারে কি না) ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়।
16. ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার কি কি?
উত্তর: তিন প্রকার।
a. সিমম্প্লেক্স (Simplex)
b. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex)
c. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)
17. সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে?
উত্তর: যে পদ্ধতিতে ডেটাকে কেবলমাত্র একদিকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড বলে।
18. হাফ-ডুপ্লেক্স কাকে বলে?
উত্তর: যে পদ্ধতিতে উভয় দিক থেকে ডেটা প্রেরণ করার ব্যবস্থা থাকে কিন্তু একই সময়ে সম্ভব হয় না ,তাকে হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড বলে।
19. ফুল-ডুপ্লেক্স কাকে বলে?
উত্তর: যে পদ্ধতিতে উভয় দিক থেকে ডেটা একই সময় আদান-প্রদান করা যায় ,তাকে ফুল্ল প্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড বলে।
20. সিমম্প্লেক্স ,হাফ-ডুপ্লেক্স ,ফুল-ডুপ্লেক্স মোটকে কোন মোড বলা যায়?
উত্তর: ইউনিকাস্ট।
21. ডেটা বিতরণ বা ডেলিভারি মোড কত প্রকার ও কি কি?
উত্তর: চার প্রকার।
a. ইউনিকাস্ট (Unicast)
b. অ্যানিকাস্ট (Anycast)
c. ব্রডকাস্ট (Broadcast)
d. মাল্টিকাস্ট(Multicast)
22. ইউনিকাস্ট কাকে বলে?
উত্তর: যে পদ্ধতিতে প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে তাকে ইউনিকাস্ট বলে।
23. অ্যানিকাস্ট কাকে বলে?
উত্তর: যে পদ্ধতিতে একটি প্রেরক থেকে সম্ভাব্য প্রাপকদের মধ্য থেকে টপোলজিক্যালভাবে নিকটতম একটিমাত্র প্রাপকের ডেটা গ্রহণ করতে পারে।
24. ব্রডকাস্ট কাকে বলে?
উত্তর: যে পদ্ধতিতে কোন প্রেরক ডেটা প্রেরণ করলে উক্ত প্রেরকের নেটওয়ার্কের আওতাধীন সকল প্রাপক সেই ডেটা গ্রহণ করতে পারে তাকে ব্রডকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড বলে।
25. মাল্টিকাস্ট কাকে বলে?
উত্তর: যে পদ্ধতিতে কোন প্রেরণ ডেট প্রেরন করলে উক্ত প্রেরকের নেটওয়ার্কের আওতাধীন সকল প্রাপকের সেই ডেটা গ্রহণ করতে পারে না নির্দিষ্ট একটি গ্রুপ সেটা গ্রহণ করতে পারে তাকে মাল্টিকাস্ট বলে।
26. ডেটা কমিউনিকেশনের মাধ্যম কাকে বলে?
উত্তর: যার মধ্য দিয়ে উৎস থেকে গন্তব্যে ডেটা স্থানান্তর হয় তাকে ডেটা কমিউনিকেশনের মাধ্যম বলা হয়।
27. ডেটা কমিউনিকেশনের মাধ্যম কয়টি ও কি কি?
উত্তর: দুইটি।
a. Wire/Cable/Guided ( তার মাধ্যম)
b. Wireless/Unguided (তারবিহীন মাধ্যম)
28. কয়েকটি Wire (তার) মাধ্যম উদাহরণ দাও?
উত্তর:
1.টেলিফোন ক্যাবল।
2. কো-এক্সিয়াল ক্যাবল,
3. টুইস্টেড পেয়ার ক্যাবল ,
4. ফাইবার অপটিক ক্যাবল।
29. তারবিহীন মাধ্যম কোনগুলো ?
উত্তর:
a. রেডিও তরঙ্গ (3Hz- 300GHz)
b. মাইক্রোওয়েভ তরঙ্গ (300MHz- 300GHz)
c. ইনফ্রারেড (1- 100THz)
d. ব্লুটুথ (2.4- 2.45GHz) WPANতৈরিতে ব্যবহৃত হয়।
e. ওয়াইফাই (2.4- 5GHz)WLAN তৈরিতে ব্যবহৃত হয়।
f. ওয়াইম্যাক্স (2- 66GHz)WMAN তৈরিতে ব্যবহৃত হয়।
30. ভৌগলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ক কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
উত্তর: চার ভাগে।
a. PAN (Personal Area Network)
b.LAN (Local Area Network)
c. MAN (Metropoliton Area Network)
d.WAN (Wide Area Network)
31.পার্সোনাল নেটওয়ার্ক এরিয়া কি?
উত্তর: এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক যেটি পার্সোনাল কম্পিউটার ডিভাইস সমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
32.লোকাল এরিয়া নেটওয়ার্ক কি?
উত্তর: একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বেশকিছু কম্পিউটার বা অন্য কোন ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে।
33.মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কি?
উত্তর: যখন একটি বড় শহরের বিভিন্ন এলাকার মধ্যে বিস্তৃত কম্পিউটার সমূহের মধ্যে নেটওয়ার্ক গঠিত হয়, তখন তাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে।
34ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি?
উত্তর: যখন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ও লোকাল এরিয়া নেটওয়ার্ক একত্রিত হয়ে একটি বৃহৎ নেটওয়ার্ক সিস্টেম তৈরি করে তখন থাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে।
35.কো এক্সিয়াল ক্যাবল কাকে বলে ?
উত্তর: এমন এক ধরনের ক্যাবল যার কেন্দ্রে দিয়ে থাকে একটি সলিট কপার তার এবং তার কে ঘিরে জড়ানো থাকে অপরিবাহী প্লাস্টিক ইনসুলেশন, ইনসুলেশন এর ওপর দিয়ে জালের মতো একটি আস্তরণ থাকে আর বাইরে প্লাস্টিকের জ্যাকেট দিয়ে ঢাকা থাকে।
36.টুইস্টেড পেয়ার ক্যাবল কাকে বলে?
উত্তর: দুইটি পরিবাহি তারকে পরস্পর সমান ভাবে পেঁচিয়ে যে কেবল তৈরি করা হয় তাকে টুইস্টেড পেয়ার ক্যাবল বলে।
37.ফাইবার অপটিক ক্যাবল কাকে বলে?
উত্তর: অপটিক্যাল ফাইবার হলো অত্যান্ত শুরু এক ধরনের কাচের তন্তু, আলো পরিবাহী তার যা ডাই-ইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি, এই ফাইবার বা আঁশ আলোর গতিতে ডেটা আদান প্রদান করতে পারে তাই একে ফাইবার অপটিক ক্যাবল বলে।
38.ফাইবার অপটিক ক্যাবল এর কয়টি অংশ ও কি কি?
উত্তর তিনটি।
a. কোর
b.ক্লাডিং
c. জ্যাকেট
39. হটস্পট কি?
উত্তর: এক ধরনের ওয়ারলেস নেটওয়ার্ক যা মোবাইল, কম্পিউটার ও ডিভাইস যেমন- স্মার্টফোন, নোটবুক, ট্যাব, ল্যাপটপ ইত্যাদিতে ইন্টারনেট সংযোগ সরবরাহ করে।
40.বর্তমানের জনপ্রিয় তিনটি হটস্পট প্রযুক্তির নাম লেখ?
উত্তর:
a. ব্লুটুথ
b. ওয়াইফাই
c. ওয়াইম্যাক্স
41.ব্লুটুথ কি?
উত্তর: স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য বহুল প্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি। (10 মিটার এর কাছাকাছি)
42.ওয়াইফাই কি?
উত্তর: ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি, যেটা তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গের ব্যবহার করে ডেটা আদান প্রদানে সহায়তা করে।(Wi-Fi -Wireless Fidelity)
43.ওয়াইম্যাক্স কি?
উত্তর: বর্তমান সময়ে সর্বাধুনিক উচ্চগতির ইন্টারনেট প্রটোকল সার্ভিস একটি যোগাযোগ প্রযুক্তি বা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলের দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে।(WiMax- Worldwide Interoperability for Microwave Access)
44.এনএফসি কি?
উত্তর: রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বে দুইটি ডিভাইসের মধ্যে তারবিহীন ডেটা যোগাযোগ করার একটি প্রটোকল।(NFC – Near Field Communications)
45.জিগবি কি?
উত্তর: জিগবি হলো একটি তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক।
46.কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে?
উত্তর: দুই বা ততোধিক কম্পিউটার পরস্পর ডেটা আদান প্রদানের লক্ষ্যে এক সঙ্গে যুক্ত থাকলে তখন তাকে কম্পিউটার বলে।
47.মালিকানার ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কি কি?
উত্তর দুই প্রকার ।
a. প্রাইভেট নেটওয়ার্ক
b. পাবলিক নেটওয়ার্ক
48. প্রাইভেট নেটওয়ার্ক কাকে বলে?
উত্তর: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক মালিকানাধীন নেটওয়ার্কে প্রাইভেট নেটওয়ার্ক বলে।
49.পাবলিক নেটওয়ার্ক কাকে বলে?
উত্তর :যে নেটওয়ার্ক কোন প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন থাকেনা তবে প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা পরিচালিত হয় ,যে কেউ ইচ্ছা করলে এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে।
50.নেটওয়ার্ক কার্ড কাকে বলে?
উত্তর: কম্পিউটার বা অন্য কোন ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক কার্ড বলে।
51. মডেম কি?
উত্তর: মডেম একটি ইলেকট্রনিক ডিভাইস যা ইনপুট ও আউটপুট হিসেবে ব্যবহৃত হয়।
52. মডেম কয় প্রকার ও কি কি?
উত্তর: 2 প্রকার
a. ইন্টার্নাল মডেল।
b.এক্সটার্নাল মডেম।
53. হাব কি?
উত্তর: এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস যা এর আওতাধীন ডিভাইসগুলোকে একত্রে সংযুক্ত করে।
54. সুইচ কি?
উত্তর: এক ধরনের নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা এর আওতাধীন ডিভাইসগুলোকে একত্রে সংযুক্ত করে।
55. রাউটার কি?
উত্তর: একটি নেটওয়ার্কিং ডিভাইস যা নেটওয়ার্কে অন্তর্গত উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডাটা প্যাকেজ পৌঁছে দেয়।
56. গেটওয়ে কি ?
উত্তর: একটি ডিভাইস যা একটি নেটওয়ার্কে আরেকটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে।
57. রিপিটার কি?
উত্তর: ডেটা সিগন্যালকে আরও শক্তিশালী ও দ্রুততার সাথে প্রেরণের জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে রিপটার বলে।
58. ব্রিজ কি?
উত্তর: একটি নেটওয়ার্কিং ডিভাইস যা একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করার কাজ করে।
59. টপোলজি কাকে বলে?
উত্তর: ডিজিটাল ডিভাইস গুলো একটি আরেকটির সাথে ফিজিক্যালি যেভাবে সংযুক্ত থাকে তাকে টপোলজি বলে।
60. কয়েকটি টপোলজির নাম লেখ?
উত্তর:
a. বাস টপোলজি
b. রিং টপোলজি
c. স্টার টপোলজি
d. ট্রি টোপোলজি
e. হাইব্রিড টপোলজি
f. মিস টপোলজি
61. বাস টপোলজি কাকে বলে?উত্তর:যেটা টপোলজিতে একটি মূল তারের সাথে সব কয়টি কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে।
62. রিং টপোলজি কাকে বলে?
উত্তর যে টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার বৃত্তাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে রিং টপোলজি বলে।
63. স্টার টপোলজি কাকে বলে?
উত্তর: যে টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার একটি হাব বা সুইট এর সাথে সংযুক্ত থাকে তাকে স্টার টপোলজি বলে।
64. ট্রি টপোলজি কাকে বলে?
উত্তর যে টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার একটি আরেকটির সাথে গাছের শাখা প্রশাখা যুক্ত থাকে তাকে কি বলে।
65. হাইব্রিড টপোলজি কাকে বলে?
উত্তর: বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত টোপোলজি কে হাইব্রিড টপোলজি বলে।
66. মেশ টপোলজি কাকে বলে?
উত্তর: যদি কোন নেটওয়ার্কের ডিভাইস বা পিসিসমূহের মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে তখন তাকে মেশ টপোলজি বলে।
67. ক্লাউড কম্পিউটিং কি?
উত্তর: একটি ইন্টারনেট সেবা যা কম্পিউটার ব্যবহারকারীদের কম্পিউটিং এর চাহিদা পূরণ করে।

15/06/2022
12/06/2022

*Parts of Speech বুঝার সহজ উপায়*

Noun আর তার ভাইয়েরা মোট ৮ জন । তাদের বাড়ির নাম হল Sentence ভিলা । সমাজের মানুষ তাদের Parts of speech বলে ডাকে । এক বাড়িতেই (Sentence) তারা ৮ ভাই থাকে । তবে তাদের কাজকর্ম এক না ।

🔹১ম ভাইয়ের নাম হল Noun । তার কাজ হল সব কিছুর নাম বলা । বাড়িতে যা যা দরকার শাকসবজি, গোশত, মাছ সবকিছুর নাম বলা ।

🔹২য় ভাইয়ের নাম হল Pronoun । Noun বাড়িতে না থাকলে সে noun এর কাজ করে দেয় । Noun এর অনুপস্থিতিতে Noun এর সব কাজ Pronoun ই করে ।

🔹৩য় ভাইয়ের নাম হল Adjective । Noun ও Pronoun এর পিছনে গোয়েন্দাগিরি করা । তাদের দোষ-গুণ লিখে রাখাই হল Adjective এর কাজ ।

🔹৪র্থ ভাইয়ের নাম হল Verb । তার কাজ হল সবার কাজ বলে দেওয়া । খাওয়া-দাওয়া, ঘুম, গোসল সব কাজ বলে দেওয়া ।

🔹৫ম ভাইয়ের নাম হলো Adverb । তার কাজ হল ৩য় ও ৪র্থ ভাই (Verb, Adjective) এর নজরদারি করা । তাদের অবস্থা পর্যবেক্ষণ করা । মাঝেমধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে ।

🔹৬ষ্ঠ ভাইয়ের নাম হল Preposition । ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই তার কাজ ।
(Noun ➕ Verb➕Pronoun, Noun➕ Noun)

🔹৭ম ভাইয়ের নাম হল Conjunction । তার কাজ Preposition এর কাজের চেয়ে বড় । সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায় ।
(Sentence ➕ Sentence)

🔹৮ম ভাইয়ের কাজটা খুবই দারুণ ! তার নাম Interjection । সে আনন্দে-দুঃখে সব সময় সবার পাশে থাকে । সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ।

(সংগৃহীত)

05/06/2022

ব্রেকিং...
গুচ্ছ ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ১৫ জুন

31/05/2022

গুচ্ছে থাকছে না আইসিটি; কোন ইউনিটে কোন কোন বিষয়ে ভর্তি পরীক্ষা আসো জেনে নিই-
👉 বিজ্ঞান বিভাগঃ
বিজ্ঞানের শিক্ষার্থীদের পদার্থ এবং রসায়ন বিষয়ের বাধ্যতামূলক উত্তর দিতে হবে। গণিত এবং জীববিজ্ঞানের যেকোন একটি বিষয়ের উত্তর করতে হবে। তবে কেউ চাইলে গণিত এবং জীববিজ্ঞান দটো বিষয়েরই উত্তর করতে পারবে। জীববিজ্ঞান ও গণিতের মধ্যে যেকোন একটি বিষয়ের উত্তর করলে তাকে বাংলা অথবা ইংরেজি বিষয়ের উত্তর করতে হবে।
👉 ব্যবসায় শিক্ষা বিভাগঃ
ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বাংলা এবং ইংরেজি বিষয়ের উত্তর করতে হবে।

👉 মানবিক বিভাগঃ
মানবিকের পরীক্ষা হবে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ের ওপর।

বিঃদ্রঃ- পরীক্ষায় কৃতকার্য হতে হলে ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৩০ পেতে হবে। এবার পরীক্ষায় চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা হবে।

28/05/2022

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে কিছু সুখবর-
👉 এবার মেডিকেলের মতোই কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দেবে গুচ্ছ কমিটি।

👉 এর জন্য আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফি দেয়া লাগবে না। গেল বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মত কর্তৃপক্ষের।

👉 মেডিকেলে ভর্তি পরীক্ষার মতো ফলাফলের ভিত্তিতে এ পদ্ধতি অনুসরণ করা হবে।

👉 মেডিকেলে যেভাবে কলেজ নির্ধারণ হয়
প্রত্যেকটি মেডিকেল কলেজের নির্দিষ্ট একটি চয়েস কোড দেয়া থাকে। মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদনের সময় ভর্তিচ্ছু কোন মেডিকেলে ভর্তি হতে চায় নির্দিষ্ট মেডিকেল কলেজ চয়েস দিতে হয়। এরপর সফটওয়্যারের মাধ্যমে ভর্তিচ্ছুদের মার্কস অনুযায়ী অটোমেটিক কলেজ নির্ধারণ করা হয়। তবে কোন ভর্তিচ্ছু যদি কর্তৃপক্ষের দেয়া নির্দিষ্ট মেডিকেলে ভর্তি হতে আগ্রহী না হয় সেক্ষেত্রে কলেজ মাইগ্রেশনেরও সুযোগ রয়েছে।

23/05/2022

২০২১-২২ শিক্ষাবর্ষের প্রকৌশল গুচ্ছের ভর্তি সংক্রান্ত আপডেট-

ভর্তি আবেদন শুরু ৬ জুন হতে, চলবে ১৯ জুন বিকাল ৫ টা পর্যন্ত। এবার ইংরেজির ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছে। PCME তে ২০ এ ১৯ থাকলেই আবেদন করতে পারবে।

আবেদন ফি
ক গ্রুপ - ১২০০ টাকা, খ গ্রুপ - ১৩০০ টাকা

প্রকৌশল গুচ্ছে এবার ৩৩ হাজার জন পরীক্ষা দিতে পারবে, যা গত বছরের চেয়ে ৩ হাজার বেশি। সিলেকশনের ক্ষেত্রে PCM এর নম্বর দেখা হবে।

আরো বিস্তারিত আসছে...

09/05/2022

▒▒▒ ব্রেকিং নিউজ ▒▒▒█
.
🔳 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশিত হয়েছে।

🔳 পরীক্ষা হবে শর্ট সিলেবাসে।

✅ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ ভর্তি পরীক্ষার সর্বশেষ দেখে নাও ✅

🔳 আবেদনের যোগ্যতা :
☑️ বিজ্ঞান :8.00
☑️ মানবিক বিভাগ : 7.00
☑️ বাণিজ্য : 7.50

☑️ প্রাথমিক আবেদন শুরু ২৫ মে- ৯ জুন।
☑️ প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা।

☑️ প্রাথমিক আবেদন শেষে সিলেকশন রেজাল্টের পর চুড়ান্ত আবেদন ১৫ জুন -২৮ জুন।
☑️ চুড়ান্ত আবেদন ফি ১১০০ টাকা।
☑️ প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পাবে ৭২,০০০ জন। পরীক্ষা হবে চার শিফটে। প্রতি শিফটে ১৮,০০০ জন পরীক্ষা দিতে পাবে।

🔳 পরীক্ষার তারিখ :-
☑️ C- ইউনিট ( বিজ্ঞান বিভাগ)=২৫ জুলাই,
☑️ A- ইউনিট ( মানবিক বিভাগ)=২৬ জুলাই
☑️ B- ইউনিট (বাণিজ‍্য বিভাগ ) =২৭ জুলাই

১ম শিফট = সকাল ৯ -১০ টা
২য় শিফট = সকাল ১১-১২ টা
৩য় শিফট=দুপুর ১-২ টা
৪র্থ শিফট = দুপুর ৩-৪ টা।

প্রশ্ন ভিন্ন হবে এবং মেধাতালিকা আলাদাভাবে প্রকাশ করা হবে।

🔳 পরীক্ষা হবে ১০০ নম্বরের। MCQ থাকবে ৮০ টি। কোন রিটেন নাই। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। নেগেটিভ মার্ক ০.২০। পাস মার্ক ৪০

🔳 A- ইউনিট (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর প্রশ্নপত্রে ক, খ, গ ৩টি অংশ থাকবে। যেখানে-
ক. বাংলা- ৩০ নম্বর
খ. ইংরেজি- ৩০ নম্বর
গ. সাধারণ জ্ঞান- ৪০ নম্বর
মোট ১০০ নম্বর।

🔳 A- ইউনিট (মানবিক + বিভাগ পরিবর্তন)

১. বাংলা- ৩০ নাম্বার
২. ইংরেজি- ৩০ নাম্বার
৩. সাধারণ জ্ঞান- ৪০ নাম্বার।
মোট ১০০ নম্বর।

প্রাথমিক আবেদন থেকে ‘এ’ ইউনিটে ৪৫ হাজার (১৫,০০০ + ১৫,০০০ + ১৫,০০০) শিক্ষার্থী বাছাইয়ের পর মানবিক থেকে ৬০% এবং অন্য বিভাগ থেকে ৪০% শিক্ষার্থীর নির্ধারণ করা হবে।

🔳 B- ইউনিট ( এ ইউনিটে বাণিজ্য শাখা এবং অবাণিজ্য শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন)

🔳 শুধু বাণিজ্য শাখা থেকে পরীক্ষার্থীদের নম্বর বণ্টন-

১. ইংরেজি- ২৫ নাম্বার
২. আইসিটি- ১৫ নাম্বার।
৩. হিসাববিজ্ঞান- ২৫ নাম্বার
৪. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২৫ নাম্বার
৫. বাংলা- ১০ নাম্বার
মোট ১০০ নম্বর।

🔳 B- ইউনিট- অবাণিজ্য শাখার শিক্ষার্থীদের নম্বর বণ্টন

১. ইংরেজি- ৩০ নাম্বার
২. বাংলা- ২০ নাম্বার।
৩. সাধারণ জ্ঞান- ২০

09/05/2022

২০২৩ সালে সকল বিষয়ে এইচ এস সি পরিক্ষা হবে...

09/05/2022

*** জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে কত পয়েন্ট লাগবে ?
সাইন্স- SSC 3.00 & HSC 2.50
ব্যবসায় - SSC 3.00 & HSC 2.50
মানবিক- SSC 2.50 & HSC 2.50 পয়েন্ট থাকতে হবে...
(গত বছরের আলোকে)

২০২১-২২ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে ভর্তির আবেদন শুরু হবে মে মাসে ২২ তারিখ থেকে...
গত বছরের আলোকে অনার্সে ভর্তির যোগ্যতা ও আবেদন নিয়ে আরো কিছু ধারনা দিলাম...

*** আবেদন করতে যা যা লাগবে SSC & HSC এডমিড কার্ডের রোল নং, রেজিস্ট্রেশন নং, পাসের সাল, ১ কপি ছবি ও ২৫০ টাকা...

*** কত সালের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে SSC ২০১৮ বা ২০১৯ HSC ২০২০ অথবা ২০২১ সালে পাশ থাকতে হবে...

***কোথায় আবেদন করতে হবে? কলেজে গিয়ে আবেদন করা যাবে? না।
যেকোন কম্পিউটার দোকান থেকে আবেদন করতে হবে। নিজেও করতে পারবেন ঘরে বসে মোবাইলের মাধ্যমে। তবে অভিজ্ঞ কাউকে দিয়ে আবেদন করা উচিত...

*** আবেদন করার পর আবেদন ফরম টি প্রিন্ট করে যে কলেজে আবেদন করবেন সেই কলেজে ২৫০ টাকা সহ জমা দিতে হবে...

এবার এইচএসসি পরীক্ষা ২ ঘণ্টায়, নম্বর ৪৫ থেকে ৫৫ 08/05/2022

এবার এইচএসসি পরীক্ষা ২ ঘণ্টায়, নম্বর ৪৫ থেকে ৫৫

এবার এইচএসসি পরীক্ষা ২ ঘণ্টায়, নম্বর ৪৫ থেকে ৫৫ চলতি বছরের এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। এবার পরীক্ষা হবে ২ ঘণ্টা। পুনর্বি...

Location

Category

Telephone

Website

Address


Narsingdi

Other Education in Narsingdi (show all)
Learn & Earn - শিখি এবং আয় করি। Learn & Earn - শিখি এবং আয় করি।
Madhabdi
Narsingdi, 1604

শিখি ও আয়করি ।

Majlishpurmlhs online class.com Majlishpurmlhs online class.com
Majlishpur
Narsingdi, 1620

সু শিক্ষাই জাতির মেরুদণ্ড

Shohag's English Teaching Shohag's English Teaching
74/1A, West Kanda Para, Mohila College Road
Narsingdi, 1600

A creative medium of English learning.

Bhatpara  Nagesh. Chandra  Gupta  High  School Bhatpara Nagesh. Chandra Gupta High School
Pachdona To Gorashal Road, Bhatpara, Narsingdi Sadar, Narsingdi
Narsingdi

to know about our school activities

Islamic Knowledge Islamic Knowledge
Narsingdi, 1652

an Islamic page

NPI Civil Department NPI Civil Department
Police Line
Narsingdi

Its an educational ptalform for Diploma Engineering students. We share all information and video cla

Alor Poth Alor Poth
Monohordi
Narsingdi

Assalamu Alaikum, I hope everyone is well. From now on, regular Islamic education videos will be post

Let's Learn English NPC Let's Learn English NPC
Narsingdi

We want to improve your basic knowledge of English in easier and faster way.

Tuition media,Narsingdi Tuition media,Narsingdi
Narsingdi

নরসিংদীতে প্রতিষ্ঠিত সর্বপ্রথম টিউশ?

Rojak Academic Coaching, Narsingdi Rojak Academic Coaching, Narsingdi
152/13, BILASHDI
Narsingdi

Bdjobscircular24.com Bdjobscircular24.com
Dhaka
Narsingdi, 1630

BD Jobs Circular 24 is an Online Best Jobs Circular Website in Bangladesh Providing Recent Governmen