Syed Aziz Habib High school-সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়

Syed Aziz Habib High school-সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়

Share

Syed Aziz Habib High School is an academic institute located at Anatabad Nabiganj Habiganj. Its institute code (EIIN) is 129507.

It was established in 01 Jan, 1995. Its co-education type is Combined. Syed aziz habib school was established in 1995 by sir AZIZ (konor miah) & sir HABIB (raza miah) in near at bangla bazar,is one of the prominent school in nabiganj upazilla.........

It is very famous school in nabiganj........

It's result are developing day by day...........

Which will full-fill student promising carrier...........

Operating as usual

27/09/2024

SSC Batch 2012

বন্ধু তারেক এর শুভ বিবাহ উপলক্ষে অভিনন্দন ও লাল গোলাফের শুভেচ্ছা।

24/09/2024

বাসায় পড়ানোর সময় অভিভাবক খেয়াল করলেন যে, তাদের সন্তান
'ন্যাচার'কে 'নাটুরে' (Nature) বলে উচ্চারণ করছে!

কার কাছ থেকে উচ্চারণটি শিখেছে জানতে চাইলে সন্তান জানালো -
স্কুলের ইংরেজির শিক্ষকের কাছ থেকে।

ইংরেজি শিক্ষকের কাছে যেয়ে অভিভাবক বিষয়টি নিয়ে জানতে চাইলেন।

তিনি দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে জানালেন, "চিন্তার কোন কারণ নাই,
ছাত্ররা একটু 'মাটুরে' (Mature) হলেই সমস্যার সমাধান হয়ে যাবে।"

বিষম খেয়ে অভিভাবক প্রধান শিক্ষকের কাছে নালিশ করলেন - "কী ধরণের বিদ্যাপীঠ এটা, স্যার!
ছাত্র বলে 'নাটুরে', শিক্ষক বলেন 'মাটুরে'!"

শুনে প্রধান শিক্ষক উদাস হয়ে বললেন, "সবাই শুধু বড় বড় কথা বলে। একজনও ভাল 'লেকটুরে' (Lecture) দিতে পারে না।"

ক্ষিপ্ত অভিভাবক এবার উত্তেজিত হয়ে দেখা করলেন স্কুলের গভর্নিং বডির সভাপতির সংগে।

সভাপতি একটু হতাশ কণ্ঠে বললেন, "আমিও বুঝি। কিন্তু কী করবেন বলুন? এটাই যে এই অঞ্চলের 'কালটুরে' (Culture)।"

অভিভাবকের মাথায় চক্কর দিলো। তিনি কোনমতে লোকাল সাংসদের সাথে দেখা করলেন।

তিনি সব কিছু শুনে প্রবল চিৎকার, চেঁচামেচি করতে করতে বললেন, "আমি জানতাম,
আমি আগেই জানতাম, এই স্কুলটার নাই কোনো 'ফুটুরে' (Future)!"

অভিভাবক কাঁপতে কাঁপতে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেললেন। জ্ঞান হারাতে হারাতে শুনতে পেলেন,
কে যেন বলছে, "ফেসবুকে দিবো... একটা ‘পিকটুরে’ (Picture) তুলে দে!"

ঐ স্কুলের মাঠে এখন 'এগ্রিকালটুরে' (agriculture) চর্চা হচ্ছে।
- Collected.

12/05/2024

সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ে ২০২৪ খ্রি: এসএসসি পরীক্ষার ফলাফল। ৬ টি A+ সহ পাশের হার ৮৬.৯৫%

26/02/2024

আমাদের প্রিয় মাওলানা স্যারকে (মুক্তার) খুব মিস করতেছি।আল্লাহ যেনো স্যারকে জান্নাতের সর্বোচ্চ স্তর দান করেন।
(আমিন)

Kamrul Hasan Topu

Photos from Syed Aziz Habib High school-সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়'s post 26/12/2023

SSC examination will start from 15 February 2024.

26/12/2023

মহান বিজয় দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে টানা তৃতীয় বারের মত সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় কুচকাওয়াজে ১ম স্থান অধিকার করলো এবং ডিসপ্লেতে ৩য় স্থান।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সৈয়দ খালেদুর রহমান সাহেবকে, সভাপতি অত্র বিদ্যালয় পরিচালনা কমিটি।

28/07/2023

সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা ২০২৩ এর ফলাফল ৭৫%।
জেনারেল ও ভোকেশনাল শাখায় জিপিএ -৫ পেয়েছে ১২ জন।

Photos from Syed Aziz Habib High school-সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়'s post 06/07/2023

Kamrul Hasan Topu
নবীগঞ্জ থেকে:
#নবীগঞ্জ সদর ও #বাংলাবাজারসহ বিভিন্ন হাটবাজারে #রূপচাঁদা মাছ হিসেবেই প্রতিদিন ক্রয়-বিক্রয় হয় নিষিদ্ধ ও বিষাক্ত #পিরানহা মাছ।

এ মাছ প্রতি কেজি অনেক কম মূল্য এবং স্বাদ একটু বেশি থাকার কারণে সাধারণ মানুষের কাছে অনেকটা গ্রহণযোগ্যতা পেয়েছে। অনেকের পছন্দের তালিকায় আছে এ মাছ। স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা পিরানহা মাছকে সামুদ্রিক রূপচাঁদা মাছ হিসেবেই বিক্রয় করে থাকেন।

এ পিরানহা মাছ সাধারণত দুই প্রকার। ব্ল্যাক বেলি পিরানহা (কালো পেটওয়ালা) ও রেড বেলি পিরানহা (লাল পেটওয়ালা)। এ মাছের প্রধান আবাসস্থল দক্ষিণ আমেরিকা, ব্রাজিলসহ কয়েকটা দেশের নদীতে।

এ মাছ একটি হিংস্র এবং রাক্ষুসে মাছ। সারা বিশ্বে মানুষখেকো মাছ হিসেবে পরিচিত পিরানহা মাছের মানুষের প্রথম আঘাতের স্থান পায়ের আঙ্গুল। তিন ধরনের শব্দ উৎপন্ন করার মাধ্যমে এদের নিজস্ব একটা ভাষা আছে। জলাশয় বা নদীর অন্যান্য মাছ সমূলে ধ্বংস করে। ক্ষুধার্ত থাকার সময় এক পিরানহা আরেক পিরানহা মাছকেও খেয়ে থাকে। ধারালো দাঁত আর প্রায় মানুষের মতো জিহ্বা থাকার কারণে সে তার লক্ষ্যবস্তুতে শরীরের ১০ গুণ বেশি শক্তিতে কামড় দিতে সক্ষম।
শুক্রবার দুপুরে চরফ্যাশন মেডিকেল অফিসার ডা. শাহাদাৎ হোসেন জুয়েল বলেন, ৩০টি মাছ একটি হরিণকে খেতে সময় নেয় মাত্র ১ ঘণ্টা। এ মাছের এমন কিছু বিষক্রিয়া আছে যা আমাদের পাকস্থলি বিনষ্ট করার প্রধান হাতিয়ার। এক বোতল অ্যালকোহলের চাইতেও এ মাছের ৫০ গ্রাম ওজনের একটি অংশ বেশি ক্ষতিকর।

পিরানহা মাছের চর্বি আমাদের শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। এ মাছে থাকা ফসফেট আমাদের মূত্র প্রদাহ সৃষ্টি করে, নববিবাহিত নারীর বন্ধ্যত্ব সৃষ্টির অন্যতম কারণ। প্রস্রাবের সঙ্গে শরীর থেকে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম ও রক্ত বের করে দেয়। পিরানহা মাছ খেলে মানসিক সমস্যাসহ মানুষের দেহে নানান রোগের সৃষ্টি করে।
একটি অসাধু চক্র এই মাছ আমাদের এলাকায় আনার পেছনে দায়ী। বাংলাদেশ সরকার এ মাছকে ২০০৮ সালে নিষিদ্ধ ঘোষণা করেছে।

28/06/2023

দেশ বিদেশে অবস্থানরত সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ♥️

Photos from Syed Aziz Habib High school-সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়'s post 27/02/2023


ওপারে ভালো থাকবেন দিদি😮‍💨😌😔

27/02/2023

শোক সংবাদ-
সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা শুকলা দেবনাথ, আজ সকালে স্ট্রোক করে ইন্তেকাল করিয়াছেন।

Photos from Syed Aziz Habib High school-সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়'s post 26/01/2023
16/10/2022

জন্মের পূর্বে যদি দেশ বেছে নেওয়া যেতো, তবে বাংলাদেশ হতো জনমানবহীন একটি বিচ্ছিন্ন দ্বীপ।

পুনশ্চঃ বাস ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে চলন্ত বাস থেকে যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে হেল্পার।

05/10/2022

আজ বিশ্ব শিক্ষক দিবস। মানুষ গড়ার কারিগর সকল শিক্ষকদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।

31/08/2022

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে তুই বসে আছিস!

অথচ ৫/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হত।

সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।

বোর্ড পরীক্ষার আগে আল-ফাতাহ,পাঞ্জেরী, শিওর সাকসেস, টপ ব্রিলিয়ান্ট সাজেশন্সেরও খুব কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো।

মাত্র ৫/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রূপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস,পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষককের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা.......

লিখা→ আমি তপু ツ

29/07/2022

মিস ইউ রায়হান ভাই❤️❤️❤️
🌷🌷🌷🌷🌷🌷🌷
তুমি অমর হয়ে থাকবে।

প্রিয় রায়হান ভাই আর আমাদের মাঝে নেই....
জানাযার নামাজ কাগাপাশা সন্ধ্যা ৬ টায়।

রায়হান ভাই এই স্কুলের ২০১১ ব্যাচের মেধাবী ছাত্র ছিলেন।
রায়হান ভাইয়ের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

30/06/2022

প্রিয় রায়হান ভাই আর আমাদের মাঝে নেই....
জানাযার নামাজ কাগাপাশা সন্ধ্যা ৬ টায়।

রায়হান ভাই এই স্কুলের ২০১১ ব্যাচের মেধাবী ছাত্র ছিলেন।
রায়হান ভাইয়ের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

27/06/2022

নোটিশঃ
এতদ্বারা সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের জানানো যাচ্ছে যে, বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় আগামী ২৮ জুন রোজ মঙ্গলবার থেকে যথারীতি ক্লাস চলবে।

প্রধান শিক্ষক
সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়।

27/06/2022

আমাদের স্কুলের ছাত্র অভিজিৎ দাস ও সমির কৃষ্ণ দাশ স্যার এর বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (খ) ইউনিটে মেধা তালিকায় চান্স পেয়েছে। অভিনন্দন অভিজিৎ কে।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

24/06/2022
Want your school to be the top-listed School/college in Nabiganj?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Location

Category

Telephone

Website

Address

Banglabazar
Nabiganj
3370

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 14:00
Saturday 10:00 - 16:00
Sunday 09:00 - 17:00
Other High Schools in Nabiganj (show all)
Hira Miah Girls High School Hira Miah Girls High School
Osmani Road
Nabiganj, 3370

Nabiganj J. K. High School Nabiganj J. K. High School
Nabiganj, 3370

Nabiganj JK High School was established in 1916.

Homeland Ideal School Homeland Ideal School
Dattagram Road, Nabigonj, Habigonj
Nabiganj, 3370

Official Page

Aushkandi R.P. High School & College Aushkandi R.P. High School & College
Aushkandi Hiraganj
Nabiganj, 3203

Bonkadipur Amzad Ali High School Bonkadipur Amzad Ali High School
Bonkadipur, Kamargow, Nobiganj, Hobiganj
Nabiganj, 3203

Bonkadipur Amzad Ali High School. Vill :-Bonkadipur. P,O :-Kamargow. P,S:- Nobiganj. Dist:-Hobiganj. Bangladesh....