Tutor Academia Skills
Comments
বিসিএসসহ সকল চাকুরি প্রস্তুতি, চাকুরি পরামর্শ, সফলদের গল্প জানতে Like দিন।
Operating as usual
Day-14 || প্রাথমিক শিক্ষক নিয়োগ গণিত || অনুপাত-সমানুপাত || পর্ব 0৫
Day-15 || Basic to Advanced Grammar (Free Course) || Topic: Gender (Part 01) ||

নিয়মিত রুটিন অনুযায়ী ক্লাস করুন। গণিত ও ইংলিশে যতবেশি সময় দিবেন, তত এগিয়ে থাকবেন।
আমার নাম্বারটি পাবলিকলি থাকায় অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। টিউটর একাডেমিয়ার এপ, সিলেবাস এবং ক্লাস নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছি। বিনয়ের সাথে বলছি আগামী ২৫ মার্চ পর্যন্ত আমার ফোনটি অফিস ব্যবহার করবে। আমি ব্যক্তিগতভাবে কোন ফোন ব্যবহার করছি না। তাই আপনাদের যেকোন সমস্যা আমার টিমের সাথে কথা বলে সমাধান করুন। ২৫ মার্চের পর থেকে আপনাদের সাথে আবার কথা হবে। আপনাদের সাথে ফোনে কানেক্ট না থাকতে পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
✔️যারা বিসিএস এবং প্রাইমারির জন্য গণিত এবং ইংরেজির ফ্রি কোর্স করতে চান তারা Kabial Noorপেজটিতে নজর রাখুন ।
Day-10 || 45th/46th BCS English || Topic: Verb (Part 10) ||

প্রাথমিক শিক্ষক নিয়োগ গণিত অংশের প্রস্তুতি যেভাবে নিতে হবে
👉 যারা বিসিএস এবং প্রাইমারি জন্য গণিত এবং ইংরেজির ফ্রি কোর্স করতে চান তারা KKabial Noorপেজটিতে নজর রাখুন ।

প্রতিদিন নতুন যারা আমার সাথে যুক্ত হচ্ছেন, তাদের অনেকে পুরাতন ভিডিয়ো খোঁজেন। একসাথে পান না, তাদের জন্য MCQ Power Paly এর ভিডিয়ো প্লেলিস্ট দেয়া হলো। পোস্টটি সংরক্ষণে রাখুন পরে যখন দরকার হবে কাজে দিবে।
কমেন্টে লিংক যুক্ত করা হলো।
👉কবিয়াল নূর স্যারের ফ্রি ৫ টি জব গণিত এবং জব ইংরেজি কোর্সের ক্লাস করতে চাইলে Kabial Noorপেজে নজর রাখুন ।

আজ দুটো ব্যাচের চলমান অধ্যায় দুটি শেষ হবে। আগামী রুটিন থেকে নতুন অধ্যায় শুরু হবে।
আলহামদুলিল্লাহ, কিছু সংখ্যক শিক্ষার্থী ফ্রি কোর্সগুলোতে আছেন, যারা নিয়মিত ক্লাস করছেন। আমি নিশ্চিত তারা অবশ্যই ভালো কিছু করবেন। যারা নিয়মিত ও পরিশ্রমী তারা কখনই ব্যর্থ হয় না। হয়ত কখনও সময় বেশি লাগতে পারে।
গত কালকে শুরু হওয়া Math Tutor রিভিশন চ্যালেঞ্জ অনেকেই ক্লাস শুরু করেছেন। মাত্র বাস্তব সংখ্যা পর্ব ০১- হিসাব করলাম মোট ২৪ জন ক্লাস সম্পন্ন করেছেন এবং কমেন্টে সাইন করেছেন। আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা। আমি সবার মতামত নিজে দেখার চেষ্টা করছি এবং দেখতে চাই শেষ পর্যন্ত কে কে টিকেন।
👉কবিয়াল নূর স্যারের ফ্রি ৫ টি জব গণিত এবং জব ইংরেজি কোর্সের ক্লাস করতে চাইলে Kabial Noorপেজে নজর রাখুন ।
Day 11 || বিসিএস গণিত || বিন্যাস || পর্ব ০১ ||
Day-08|| MCQ Power Play || Topic: Voice (Part 02)
Day-12 || প্রাথমিক শিক্ষক নিয়োগ গণিত || অনুপাত-সমানুপাত || পর্ব ০৩

'মিশন বিদ্রোহী’ কোর্সটি নিয়ে কয়েকটি জরুরি জিজ্ঞাসা। যারা এই প্রশ্ন গুলোর জবাব জানতে চেয়েছেন, তারা দেখে নিন।

যারা পরিশ্রমী এবং বিনয়ী তারা আমার পেইজ থেকে আনলিমিটেড লাভবান হবেন। আর যারা অলস বা নিজেকে অধিক বুদ্ধিমান মনে করেন তারা এই পেইজ থেকে লাভবান হতে পারবেন না। কারণ যারা অলস তাদের এমনিতেই নতুন কিছু শিখতে অনিহা আর যারা নিজেকে জ্ঞানী মনে করেন নতুন কিছু অন্য কারো কাছ থেকে শিখতে তাদের আতে ঘা লাগে, আত্ম অহংকার মাথা চাড়া দিয়ে উঠে। তাই এই দুই শ্রেণি আমার পেইজ থেকে কোন প্রকার উপকৃত হবেন না। তবে আমার বিরুদ্ধে সমালোচনা ও তীর ছুড়ার জন্য হলেও এদেরকে পাশে পাব। যেমনটা অতীতেও পেয়েছি।
আসুন বিনয় ও প্রজ্ঞার সাথে জ্ঞান অর্জন করি। জ্ঞানী হওয়া মানে কেউ দেশ ও জাতির জন্য কল্যাণকর নয়, সাথে বিনয় অবশ্যই থাকতে হবে।
লাইভ ক্লাসগুলো করতে Kabial Noor ফেইসবুক পেইজটি ফলো করুন।
Day-13 || Basic to Advanced Grammar (Free Course) || Topic: Number (Part 03) ||
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর পরীক্ষা পদ্ধতি, নম্বর বন্টন ও টার্গেট নম্বর
Day 10 || বিসিএস গণিত || ধারা || পর্ব ০৫ ||

রেডি হচ্ছে ১২০ দিনের কর্মযজ্ঞ ‘মিশন বিদ্রোহী’। দুর্দান্ত একটি মিশন হবে। ভর্তিকৃত সবার জন্য ‘বুলেট প্ল্যান’ থাকবে, সে অনুযায়ী সবাই পড়াশোনা করবেন। যখন যা করণীয় সবকিছু দেয়া হবে। আপনাদের একটাই কাজ যেভাবে নির্দেশনা দিব, সেভাবে পড়ে যাবেন।
এবার ভাবুন এটি জীবনের শেষ বিনিয়োগ। আর কত খরচ করবেন, এবার উপার্জনের পালা। এই ব্যাচ থেকে আমি সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে সফল করতে চাই। ১২০ দিন সব চিন্তা বাদ দিয়ে লেগে থাকুন, নতুন কিছু হবে, দারুণ কিছু হবে।
আজ থেকে ভর্তি শুরু হবে। সন্ধার পর ভর্তির জন্য ওয়েবসাইটের লিংক উন্মুক্ত করে দেয়া হবে। প্রস্তুতি নিন, বিশেষ করে মানসিকভাবে।

টিউটর সিরিজের ৪ টি বই সরাসরি আমাদের কাছ থেকে কুরিয়ারে সংগ্রহ করতে পারবেন।
✅ কুরিয়ার ফি মাত্র ২০ টাকা। (একসাথে যত সংখ্যক বই নেন না কেন, সব মিলে মাত্র ২০ টাকাই কুরিয়ার ফি দিলেই হবে।)
👉 যেভাবে অর্ডার করবেনঃ-
সরাসরি Tutor Academiaওয়েব সাইট ভিজিট করুন। ওয়েব সাইটে গিয়ে নির্দেশনা অনুযায়ী অর্ডার করুন। বুঝতে সমস্যা হলে ফোন করুন 01726 111 007 নাম্বারে ফোন করুন।
👉 ওয়েবসাইট লিংক কমেন্টে দেখুন।

আজ MCQ Power Play ব্যাচে নতুন অধ্যায় Voice শুরু হবে। অধ্যায়টি BCS এবং Primary পরীক্ষার জন্য ১০০% গুরুত্বপূর্ণ। তাই নতুন অধ্যায়ের কোন ক্লাস মিস করবেন না।
BCS ও Primary পরীক্ষার জন্য যে ৫টি ফ্রি গণিত ও ইংলিশ
ব্যাচ চলছে তার রুটিন কমেন্ট থেকে দেখে নিন।
👉কবিয়াল নূর স্যারের ফ্রি ৫ টি জব গণিত এবং জব ইংরেজি কোর্সের ক্লাস করতে চাইলে Kabial Noor পেজে নজর রাখুন ।

১২০ দিনের চ্যালেঞ্জ নিয়ে শুরু হচ্ছে...
”মিশন বিদ্রোহী”!
👉কোর্স ফি: পরে জানিয়ে দেয়া হবে।
👉 পরীক্ষার মাধ্যম: অ্যাপ ও ওয়েবসাইট।
শীঘ্রই বিস্তারিত আসছে...
👉কবিয়াল নূর স্যারের ফ্রি ৫ টি জব গণিত এবং জব ইংরেজি কোর্সের ক্লাস করতে চাইলে Kabial Noor পেজে নজর রাখুন ।
Day-12 || Basic to Advanced Grammar (Free Course) || Topic: Number (Part 02) ||

নতুন মাসের ১ম রুটিন।
ক্লাস সংখ্যার দিকে তাকান, দ্রুত ক্লাস এগিয়ে চলছে। এভাবে ২০ টা, ৫০ টা, ১০০ টা ছাড়িয়ে যাবে। আপনি যদি থেমে যান, পিছিয়ে যাবেন। পিছিয়ে যাওয়া মানে প্রতিযোগিতায় আটকে যাওয়া। আটকে যাওয়া মানে স্বপ্নভঙ্গ হওয়া...
নিজের
পরিবারের
সমাজের।
স্বপ্নপূরণে শপথ নিন, কষ্ট যতই হোক রুটিন মেনে ক্লাস করুন।
👉কবিয়াল নূর স্যারের ফ্রি ৫ টি জব গণিত এবং জব ইংরেজি কোর্সের ক্লাস করতে চাইলে Kabial Noor পেজে নজর রাখুন ।
Day 09 || বিসিএস গণিত || ধারা || পর্ব ০৪ ||
Day-06|| MCQ Power Play || Topic: Sentence (Part 06) + Phrases & Idioms
৪টি বই শেষ করলে প্রাইমারিতে আর কিছু লাগবে না। এক্সাম ব্যাচে আমি ৪ টি বই পৃষ্ঠা ধরে ধরে পরীক্ষা নিতে চাচ্ছি। যারা অন্ধভাবে চার মাস আমাকে সময় দিবেন, তারা অবশ্যই ভালো ফলাফল করবেন। দীর্ঘ ১১ বছরের অভিজ্ঞতার উপর আপনারা ভরসা রাখতে পারেন। দ্রুতই ৪ মাসের কোর্স প্ল্যান আসবে। বই দাগিয়ে দিব, আপনারা পড়বেন। যেভাবে নির্দেশনা দিব, সেভাবে পড়বেন। কোথাও কোন প্রকার কোচিং করতে হবে না।
যারা চার মাস সময় আমার সঙ্গে সর্বোচ্চ পরিশ্রম করতে চান, তারা রেডি হোন।
আসছে...
মিশন বিদ্রোহী ♥
👉কবিয়াল নূর স্যারের ফ্রি ৫ টি জব গণিত এবং জব ইংরেজি কোর্সের ক্লাস করতে চাইলে Kabial Noor পেজে নজর রাখুন ।
Day-10 || প্রাথমিক শিক্ষক নিয়োগ গণিত || অনুপাত-সমানুপাত || পর্ব 01
রংপুর, বরিশাল ও সিলেটবাসী দিয়ে শুরু, তারপর আপনার পালা। রেডি হচ্ছেন তো? প্রাইমারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমি সবার জন্য গণিত ও ইংলিশের জন্য একটি পরামর্শ দিচ্ছি- এই দুটি বিষয় আমার উপর ছেড়ে দেন। আমার ফ্রি কোর্সগুলো করেন, আর কিচ্ছু লাগবে না। Math Tutor ও English Tutor-এর যা যা পড়াব, সব পড়েন। গণিত, ইংলিশ ভালো করলে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন।
পাশাপাশি শীঘ্রই একটি প্রাথমিক শিক্ষক নিয়োগ এক্সাম ব্যাচ শুরু করব, সেখানে সব বিষয়ের উপর পরীক্ষা নিব। কী কী পড়তে হবে, সব নির্দেশনা দেয়া হবে। প্রাইমারির জন্য আগেই কোন গাইড় ক্রয় কইরেন না, আমি এক্সাম ব্যাচের জন্য বাজারের সেরা বইটি সাজেস্ট করব। আগে ক্রয় করলে আমার সাজেস্ট করা বইয়ের সাথে তাল মেলাতে পারবেন না।
পরীক্ষার মাস খানেক আগে বাজারে একটি সাজেশন আনব, যেখান থেকে মিনিমাম ৬০% প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ। সাজেশনটি হবে গবেষণামূলক।
জাস্ট ওয়েট এন্ড সি।♥
👉কবিয়াল নূর স্যারের ফ্রি ৫ টি জব গণিত এবং জব ইংরেজি কোর্সের ক্লাস করতে চাইলে Kabial Noor পেজে নজর রাখুন ।

ধীরে ধীরে একটা মাস চলে গেল। আলহামদুলিল্লাহ।
এই রুটিনটি ফ্রেব্রুয়ারি মাসের শেষ রুটিন। এই মাসের সব কয়টি ক্লাস করেছেন কে কে?
👉ফ্রি কোর্সের ক্লাস করতে Kabial Noor পেজে নজর রাখুন ।
এই লেখাটি শুধু দুর্বলদের জন্য, বাকিদের জন্য পড়া নিষেধ!
জীবনে যত শিক্ষার্থী পড়িয়েছি তার ৯৫% শিক্ষার্থী দুর্বল ছিল। যত শিক্ষার্থী সফল হয়েছে তার ৯০% শিক্ষার্থী দুর্বল ছিল। যারা দুর্বল শিক্ষার্থী খ্যাতিপ্রাপ্ত তারা কি সত্যি সত্যি দুর্বল? একটি চরম সত্য কথা বলি। অবাক করার মত সত্য। মানবেন নাকি মানবেন না সেটি আপনার ব্যক্তিগত বিষয়।
যাদেরকে আমরা দুর্বল শিক্ষার্থী বলি, তারা বাস্তবে দুর্বল নয়। তাদের প্রত্যেকের মাঝে চরম মেধাবী একটি সত্ত্বা লুকানো থাকে, যারা তারা অনেক সময় নিজেরাই জানে না। যেদিন তারা নিজেকে আবিষ্কার করতে পারে সেদিন থেকেই তারা অনন্য হয়ে উঠে।
কথা হচ্ছে তারা সত্যি সত্যি যদি মেধাবী হয়, তাহলে সব জায়গায় ডাব্বা মারে কেন? আসল সত্য অন্য জায়গায়। খুলে বলছি...
প্রথমত, তাদের মেধা যেভাবে গণিত বা অন্য বিষয় বুঝতে চায় তারা সেভাবে কোন নির্দেশনা পায় না। খোলাখুলি বললে, স্যার সবাইকে গড়পড়তা হিসেবে যেভাবে বুঝায় সেরকম যুক্তি বা পদ্ধতি তাদের চিন্তায় সাপোর্ট করে না। তাদের মেধা মুখস্ত বিদ্যা সাপোর্ট করে না, ফলে অনেক কম মেধাবীরা মুখস্ত করে শীর্ষে গেলেও আসল হিরোরা মুখস্ত বিদ্যার অভাবে হেরে যায়।
দ্বিতীয়ত, প্রথাগত সফলতার বাইরে তাদের এমন সব যোগ্যতা থাকে, যা সমাজ কর্তৃক স্বীকৃত নয়। ফলে তারা মেধাবী তকমা হারায় এবং হতাশায় নিমজ্জিত হয়। একদিন তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
আমি শুরুতে তাদের মাঝের শক্তিকে আবিষ্কার করার চেষ্টা করি। তারপর সুবিধামত ঘুমিয়ে থাকা বারুদে একটু ঘষা দেই, আর তাতেই মূহুর্তেই সে দাউ দাউ করে জ্বলে উঠে। শুরু হয় সফলতার যাত্রা। এভাবে দুর্বল নামে স্বীকৃতরাও এক সময় মূল স্রোতে ফিরে আসে। তথাকথিত সফলতার গর্বিত অংশীদার হয়।
👉কবিয়াল নূর স্যারের ফ্রি ৫ টি জব গণিত এবং জব ইংরেজি কোর্সের ক্লাস করতে চাইলে Kabial Noorপেজে নজর রাখুন ।
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
2200
Mymensingh
সিভিল ডিপার্টমেন্ট এর অনলাইন ক্লাস এর বিশ্বস্ত প্লাটফর্ম।
Mymensingh, 2200
Premier Ideal Online School will be run to conduct online teaching activities among the students. It
Mymensingh, 2203
English With Imran helps English learners to speak English fluently, naturally, and confidently. To
Opposite Of Zilla School Gate
Mymensingh, 2200
To help others means to help urself.
College Road
Mymensingh, 2200
Muslim Girls' College online classes