কুমিল্লা বোর্ডে এসএসসিতে বোর্ডস্ট্যান্ড করা ছাত্রকে এইচএসসিতে সেকেন্ড ডিভিশন পেয়ে জীবন ছিন্নভিন্ন হয়ে যেতে দেখেছি। সুতরাং যারা বলে যে ১৮ বছর বয়সে তোমাকে পচ্চুর মুভিটুভি দেখে জীবন উপভোগ করতে হবে, এদের খপ্পরে না পড়লেই তোমরা ভালো করবা।
তুমি যদি খুব প্রিভিলেজড পরিবারের কেউ হয়ে থাকো, তোমার বাপ যদি আকবর সোবহান হয়, তাহলে তোমার লেখাপড়া না করলেও চলবে। তুমি খাঁচায় মুনিয়া পুষতে পারবা, গলাটিপে মারতেও পারবা- তোমার জন্য অনেক চিল, অনেক কুউল লাইফ। তোমার বাপ যদি নাসিম ওসমান হয় কি হাজী সেলিম হয়, তাহলে তোমার লেখাপড়া বাদ দিয়ে জীবন উপভোগ করারই কথা। আল্লাহ তোমারে বানাইয়া দিছে, এনজয় করো।
আর তুমি যদি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কেউ হও, তাহলে ভগিচকিতে পড়বা না। তোমার চেয়ে বড় প্রতিভাবান, তোমার চাইতে বড় শহর কুতুবরা তোমার আগের জেনারেশনে এরকম অনেকেই করেছে। এখন বেসরিকারি কোম্পানির কেরানি হয়েছে, না আছে আর্থিক নিরাপত্তা, না আছে চাকুরির নিশ্চয়তা।
কেউ যদি বলে, এই পোলার জীবনের লক্ষ্য হচ্ছে বড় চাকুরে হওয়া- তাহলে মোটেও লজ্জিত হবা না। অফকোর্স মধ্যবিত্তের সন্তানের লক্ষ্য হবে বড় চাকুরিজীবি হওয়া। জীবন তোমার জন্য ফুলসজ্জা না। তুমি ভোররাতে লাইব্রেরির সামনে ব্যাগ রেখে লাইন দিবা, দিনরাত একাকার করে বিসিএস দিবা-এতে লজ্জার কিছু নাই।
তুমি খাইবা, ঘুমাবা, নামাজ পড়বা আর বুয়েটের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত হবা। এটাই তোমার করার কথা। সামনে ভর্তি পরীক্ষা রেখে মুভি দেখে, গান শোনে ঘুরে বেড়ানোর কথা না।
আগে ভালো জায়গায় ভর্তি হও, বড় চাকুরে হও- মুভি দেখার, গান শোনার, চিল করার অনেক সময় পাবা।
একুশ বছর বয়েসে বেশি মুভি দেখতে গিয়ে একত্রিশ বছর বয়সে ধুকেধুকে বেঁচে থাকার চেয়ে একুশ বছর বয়েসে নাকমুখ খিচে লেখাপড়া করে, পয়ত্রিশ বছর বয়েসে এসি রুমে বসে দার্জিলিং টি চুমুক দিয়ে ৮৫ ইঞ্চি টিভিতে ডলবি সাউন্ডে মুভি দেখাটাই বরং বেটার অপশন।
ফোকাস হও। জীবনে যে পরীক্ষাই আসবে জানপ্রান দিয়ে সেই পরীক্ষা দিবা। সেটি ভর্তি পরীক্ষা হোক কি চাকুরির পরীক্ষাই হোক।
বড় চাকুরে হতে চাওয়া লজ্জার কিছু না। লাইফ ইজ এ ফাইট, ডু ইট ম্যান।
© Arif Jebtik
SSNIC-ian
Students/Ex-Students Community of Shahid Syed Nazrul Islam College.
Operating as usual
এইচএসসিতে আজকে যারা ভালো রেজাল্ট করছো তারা এখন মেডিকেল/ইঞ্জিনিয়ারিং/ইউনিভার্সিটিতে চান্স পাইতে চেষ্টা করো।
যারা ভালো করো নাই তারা পড়াশোনা খ্যামা দিয়া বিদেশ যায়া কাম কাজ করার ট্রাই করো। বা দেশে যেকোনো ব্যাবসা করো। পাঁচ বছর পর উপরের ক্যাটাগরিকে চাকরি দিতে তোমারে লাগবে।
যারা মাঝামাঝি রেজাল্ট করছো তোমাদের জ্ঞান দেয়ার সামর্থ্য নাই। কারণ তোমরা বেশিরভাগ যায়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হইবা। ঐটা একটা স্ক্যাম। বেকার বানানোর কারখানা। যে ছেলেটা ইন্টারের পর টেকনিকাল কোনো কাজ শিখে আয় রোজগার করতে পারতো সেই ছেলেটাও নামের লগে অনার্স ডিগ্রি লাগানোর লোভে ন্যাশনাল ইউনিভার্সিটি নামে স্ক্যামিং মেশিনে ঢুকে পড়বে।
যদি ভালো বুদ্ধি চাও তাইলে কর্মসংস্থান নাই পাবলিক ইউনিভার্সিটির এমন সাবজেক্টে চান্স পাইলেও পইড়ো না।
ন্যাশনাল ইউনিভার্সিটিতে না পইড়া টেকনিকাল কোনো স্কিল ডেভেলপ করো।
সবসময় ন্যাশনাল জিনিস থেইকা দূরে থাকবা। ন্যাশনাল ক্রিকেট টিম, ন্যাশনাল ব্যাংক ইত্যাদি।
আমরা গরীব দেশ। আমাগো লাখ লাখ রাষ্ট্রবিজ্ঞানী, ইতিহাসবিদ, যুক্তিবিদ, দার্শনিক এসবের প্রয়োজন নাই। কয়েকজন হইলেই চলে। আর ঘরে ঘরে অনার্স পাশ আনস্কিলড বেকার থাকারও দরকার নাই।
কোনো সাবজেক্টের ডিমান্ড ক্যামনে বুঝবা?
আগে দেখো, ঐ সাবজেক্ট ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায় কিনা। মানে মানুষ টাকা খরচ কইরা ঐ সাবজেক্টে পড়তে রাজি থাকে কিনা।
যে সাবজেক্ট লোকে টাকা খরচ করে পড়বেনা সে সাবজেক্টের ব্যাবসা প্রাইভেট ওলারা করে না।
আর যে সাবজেক্টের ব্যাবসা প্রাইভেটওলারা করেনা সেইটার ডিমান্ড মার্কেটে নাই।
-ডা.শামসুল আরেফিন

In the symphony of education, teachers compose wisdom, and students play the notes of success. 🎓🎶 Celebrating the harmony of achievement!

Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Mymensingh
Bangladesh Agricultural University
Mymensingh, 2202
BAU was established in 1961.The campus, with an area of 4.85 km².There is 6 faculty having seat 120
Rahmatpur, Khagdahar
Mymensingh, 2208
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি শিক্ষা অধিদপ্তর
BAU Mymensingh
Mymensingh, 2202
Welcome to the evergreen campus of Bangladesh Agricultural University (BAU). Green is the symbol of life,a radiant and vibrant life that forms the core of human existence and civilization; and exactly that is what we all are here involved in with BAU
Mymensingh
মানুষ হচ্ছে মেঘের মত। তারা আসবে, তারা যাবে নিজেকে থাকতে হবে আকাশের মতো স্থীর🖤