26/07/2022
আমাদের চির গৌরবের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছাত্র জীবনের স্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর স্কুলে তারই শ্রেণিকক্ষের সামনে মঞ্চ নির্মাণ করে ধারণ করা হয় এবারের ইত্যাদি। ধারণ হয় গত ১৭ জুলাই। আমরা সীমিত সংখ্যক দর্শককে আমন্ত্রণ জানালেও দর্শকদের বাঁধভাঙা জোয়ারে পুরো মাঠই ছিলো দর্শকপূর্ণ। শুধু তাই নয়, মাঠের চারিদিকের ভবনের ছাদ, আশেপাশের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের ছাদ, গাছপালা সবকিছুতেই ছিলো দশর্কে পরিপূর্ণ। স্থানীয়রা জানান, ইতিপূর্বে ত্রিশালে কখনও কোন অনুষ্ঠানে এত দর্শক সমাগম হয়নি। প্রচণ্ড তাপদাহ থাকা সত্ত্বেও দর্শকরা ছিলেন স্বতঃস্ফূর্ত। ইত্যাদির ধারণ উপলক্ষে সেদিন বর্ণিল আলো এবং জাতীয় কবির বিভিন্ন অমর কবিতা ও তাঁর প্রতিকৃতি দিয়ে সাজানো দৃষ্টি নন্দন মঞ্চে ইত্যাদির ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত। এই দীর্ঘ সময়ে দর্শকরা মন্ত্রমুগ্ধের মত ধারণ অনুষ্ঠান উপভোগ করার পাশাপাশি অবাক বিস্ময়ে দেখেছেন একটি ভালো অনুষ্ঠান করতে হলে কতটা শ্রম দিতে হয়। কিছুক্ষণ পরপরই চলছিলো লক্ষাধিক দর্শকের উচ্ছ্বাসপূর্ণ চিৎকার আর তালি বৃষ্টি।
আপনাদের ভালোবাসায় আমরা ধন্য।
Collected - Hanif Sanket Page.
17/07/2022
ত্রিশালের সরকারি নজরুল একাডেমি মাঠে অনুষ্ঠিত হচ্ছে হানিফ সংকেত এর উপস্থাপনায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ইতিহাস ও ত্রিশালের ঐতিহ্য ধারণ করায় মূল লক্ষ্য আজকেই এই অনুষ্ঠানের। একাডেমির আনাচে কানাচে মিলিয়ে ৫০ হাজারেরও বেশি দর্শক আজকে এই ইত্যাদি অনুষ্ঠানটি উপভোগ করছেন।
#ইত্যাদি
#হানিফ_সংকেত
📷 ArOnno MeHedi'S PhotoGraphy.
17/07/2022
Trishal Govt. Nazrul Academy. updated their website address.
Trishal Govt. Nazrul Academy. updated their website address.
16/07/2022
# ইত্যাদি সর্বশেষ আপডেট 🙂 যারা আমন্ত্রিত টিকিট পেয়েছে তারা সরাসরি চেয়ার বসে অর্থাৎ বেরিকেড এরিয়ায় বসে ইত্যাদি দেখবে এছাড়া সবার জন্য উন্মুক্ত পিছন থেকে সবাই দাড়িয়ে দেখতে পারবে আগামীকাল সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে ঐতিহাসিক সরকারি নজরুল একাডেমির মাঠে হানিফ সংকেত পরিচালিত " ইত্যাদি " অনুষ্ঠানটি হতে যাচ্ছে সবাই আমন্ত্রিত 😍 তথ্যসূত্রঃ ইত্যাদি আয়োজক কর্তৃপক্ষ 🥰
15/07/2022
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্যাপিঠ ত্রিশাল নজরুল একাডেমী মাঠে আগামী ১৭/০৭/২২ ইং রবিবার আয়োজিত হতে যাচ্ছে এবারের ইত্যাদির প্রোগ্রাম.....
বিস্তারিত পরবর্তী পোস্টে জানিয়ে দেওয়া হবে।
20/06/2022
এতদ্বারা ত্রিশাল সরকারি নজরুল একাডেমির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় আগামী ১৯/০৬/২০২২খ্রি: তারিখ হইতে একযোগে অনুষ্ঠিতব্য এস.এস.সি পরীক্ষা- ২০২২ এর সকল পরীক্ষা স্থগিত করায় গত ১৬/০৬/২০২২খ্রি: বিদ্যালয় বন্ধের পূর্ব ঘোষিত নোটিশ বাতিল করা হইল।
আগামী ২০/০৬/২০২২খ্রি: তারিখ সকাল ৯:০০ ঘটিকা হইতে পূর্বের রুটিন অনুযায়ী যথারিতী ক্লাস চলবে ইনশাআল্লাহ। সকল শিক্ষার্থীর প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কোন কারণ ছাড়া বিদ্যালয়ে একটানা ০৩ (তিন) দিন অনুপস্থিত থাকলে প্রতিদিন ১০/- (দশ) টাকা হারে জরিমানা দিতে হবে।
উল্লেখ্য যে, যদি কেউ বিদ্যালয়ের অনুমতি ছাড়া ০৭ (সাত) দিন একাধারে অনুপস্থিত থাকে তাহলে তার ভর্তি বাতিল করা হবে।
আদেশক্রমে-
মোঃ মেজবাহ উদ্দিন
প্রধান শিক্ষক
ত্রিশাল সরকারি নজরুল একাডেমী
ত্রিশাল, ময়মনসিংহ।
17/06/2022
কবি নজরুল স্মৃতিকেন্দ্র
স্থান:কাজীর শিমলা,ত্রিশাল,ময়মনসিংহ।
26/05/2022
নজরুল জন্ম জয়ন্তীতে আগত শিল্পগোষ্ঠী।
23/05/2022
ত্রিশালে নজরুল একাডেমী মাঠে নজরুল মেলা,
শুরু হওয়ার আগ মূহুর্তের অবস্থা ❤️❤️😍
19/05/2022
#নজরুল_জন্মজয়ন্তীর_প্যান্ডেলের_কাজ_শুরু______হয়েছে_আজ😍
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৩ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজ সারাদিন পুরো দমে এগিয়ে চলেছে প্যান্ডেলের কাজ।এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা প্রশাসনের সুযোগ্য Uno Trishal স্যার❤️
14/10/2020
Photos from Trishal Govt. Nazrul Academy.'s post
14/11/2018
আমাদের নজরুল একাডেমীর সর্বশেষ নির্মিত ভবন।ভবনটিতে আধুনিক তথা ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সকল উপাদান রয়েছে।
03/05/2015
Timeline photos
সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জয়ন্তী আসছে ১১ জ্যৈষ্ঠ। জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করবে তাঁকে। ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির অন্তিম শয্যা ভরে উঠবে অগণিত মানুষের নিবেদন করা ফুলে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ,আর আমাদের সাম্যের কবির ত্রিশালে পদচারণ করেছিলেন ১৯১৪ সালে । যুগ যুগ ধরে চলে আসা ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী বন্ধ। এর প্রতিবাদে ও অবিলম্বে তা ত্রিশালে ফিরিয়ে আনার দাবিতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনসাধারণ।
আজ শনিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে ঘন্টাব্যাপি এ অবরোধ করে স্থানীয়রা। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে চলে আসা ত্রিশালে জাতীয় পর্যায়ে ঐতিহ্যবাসী নজরুল জয়ন্তী পালন করে আসছে ত্রিশালবাসী। অনুষ্ঠানটি ত্রিশালের পরিবর্তে কুমিল্লায় স্থানান্তর করার সিদ্ধান্তে ক্ষুব্ধ আজ ত্রিশালবাসী। আন্দোলনের অংশ হিসাবে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে।
আন্দোলনকারীরা জানান, রোববার সকালের মধ্যে আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত না এলে পুনরায় মহাসড়ক অবরোধসহ বৃহৎ আন্দোলনে নামবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুব হাসান শাহীন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম এর কাছ থেকে ,উর্ধ্বতন মহলকে এ ব্যাপারে জানানোর আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
সুত্রঃঅপরাধসংবাদ
13/04/2015
জীবন ভূমে হিল্লোল বয়ে যাক
নব তরঙ্গে দুলে দুলে আজি এসো হে বৈশাখ ।
শ্যওলা দামে রুদ্ধ স্রোতের বাঁধন ছিন্ন হোক,
হিংসা দ্বেষ ভুলিয়া লোকে বুকেতে মিলাক বুক,
জীবনের এক কঠিন বাঁক-------
নতুনের টানে করো একাকার হে নতুন বৈশাখ ।
ধুয়ে নাও আজি নিরাশ মলিন ছাপ,
কালবৈশাখীর ছোবলে নাও চৈত্রের খরতাপ ।
আকাশে উড়ায়ে শান্তি কপোতের ঝাঁক---
নতুন খামের বার্তা নিয়ে এসো এসো বৈশাখ ।
পাখ-পাখালি মুখরিত হয়ে আগমনী গান গায়,
মরা নদে দেখো উর্মি মালা কুলে কুলে উছলায় ।
দুর হোক সব অসুন্দর , দুর হোক সব পাঁক
হাজার নতুন তরঙ্গে চির নতুন বৈশাখ
এসো এসো বৈশাখ--------------- ।
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
28/03/2015
নজরুলের স্মৃতি বিজড়িত ত্রিশাল
(#মোঃমোমিনতালুকদার #মুস্তাক)
ঢাকা থেকে ময়মনসিংহ জেলার ত্রিশাল ১১০
কিলোমিটারের পথ। ত্রিশালে রয়েছে জাতীয়
কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত
দরিরামপুর উচ্চ বিদ্যালয় যা বর্তমানে ‘নজরুল
একাডেমি’ নামে খ্যাত। নজরুল এ স্কুলে সপ্তম
ও অষ্টম শ্রেণীতে পড়াশোনা করেছেন। নজরুল
যে দুটি শ্রেণীকক্ষে পড়তে বসতেন, তার
একটির সামনে মর্মর পাথরে খোদাই করে রাখা
হয়েছে কবির নিজ হাতে লেখা- ‘আমি এক
পাড়াগেঁয়ে স্কুল পালান ছেলে, তার ওপর
পেটেডুবুরি নামিয়ে দিলেও ‘ক’ অক্ষর খুঁজে
পাওয়া যাবে না। স্কুলের হেড মাস্টারের চেহারা
মনে করতেই আমার আজও জলতেষ্টা পেয়ে
যায়’। অল্প কিছু এগিয়ে গেলে সামনে নজরুল
ডাকবাংলো। এর সঙ্গেই নজরুল মঞ্চ, যেখানে
কবি নজরুলের জন্মজয়ন্তি ১৯৬৪ সাল থেকে
প্রতিবছর পালিত হয়ে আসছে। মঞ্চের পশ্চিম
দিকে পাথরে খোদাই করা আছে কবি নজরুলের
সংক্ষিপ্ত জীবনী। তা পড়ে নজরুলপ্রেমীরা
নজরুল সম্পর্কে অনেক অজানা তথ্য পাবেন।
তারপর অল্প কিছু পথ এগুলো চোখে পড়বে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
বিশ্ববিদ্যালয়ের সামনে নামাপাড়ার বটতলা।
স্কুল পালিয়ে নামাপাড়া এ বটগাছের নিচে কবি
নজরুল আপন মনে বাঁশিতে সুর তুলতেন। এ
বৃক্ষের পাশেই দেশের প্রথম ও একমাত্র
সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়- ত্রিশাল জাতীয়
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
ঘুরতে ঘুরতে অল্প কিছুক্ষণের মধ্যে চলে
যাবেন, বিচুতিয়া বেপারী বাড়ি, অল্প সময়ের
পথ। এ বাড়িতে সংরক্ষণ করে রাখা হয়েছে কিছু
দুর্লভ ছবি- যুদ্ধ ফেরত নজরুলের ছবি, তিন
বন্ধু অধ্যাপক হেমন্ত সরদার, হাবীবুল্লাহ
বাহার ও নজরুলের ছবি। চুরুলিয়ার যে গৃহে
নজরুল জন্মগ্রহণ করেন সে ছবি, কৃষ্ণনগরে-
নজরুল পরিবার, নজরুলের কোলে শিশুপুত্র
বুলবুল, কবিপত্নী-প্রমীলার ছবি, বংশীবাদনরত
নজরুল, ধ্যানমগ্ন কবি, হাবিলদার বেশে নজরুল
২১ বছর বয়সে, সঙ্গীত স্রষ্টা নজরুল, কিশোর
ও মধ্য বয়সে নজরুলের ছবি এখানে রয়েছে।
এছাড়া গ্রামোফোন, বৈদ্যুতিক এলপি
রেকর্ডারসহ আরও অনেক কিছু দেখে এখান
থেকে রওনা হয়ে যাবেন কাজীর শিমলা দারোগা
বাড়ি- ২০ মিনিটের পথ। কাজীর শিমলা দারোগা
বাড়ি যেখানে জাতীয় কবি কাজী নজরুল
ইসলামের এ দেশে প্রথম পদার্পণ ঘটেছিল।
কিশোর নজরুলের সুকুমার চেহারা, নম্র স্বভাব
ও প্রতিভায় মুগ্ধ হয়ে কাজী রফিজউল্লাহ
দারোগা ১৯১৪ সালে আসানসোলের রুটির
দোকান থেকে কিশোর কবি নজরুলকে কাজীর
শিমলায় নিজ গ্রামে নিয়ে আসেন। প্রথমে এই
দারোগা বাড়িতেই অবস্থান করেন কবি। এখানে
রয়েছে দ্বিতলবিশিষ্ট নজরুল পাঠাগার ভবন।
এই পাঠাগারে কবিতা ও গানের বই রয়েছে। এ
বাড়িতে আছে কবির ব্যবহৃত খাট। কবির প্রিয়
পুকুর ঘাঁটটি, যেটি শান দিয়ে বাঁধানো। দেখতে
খুবই সুন্দর। দেখতে দেখতে মনে পড়ে যাবে
কবির প্রতিরোধ চেতনায় লেখা- ‘বল বীর
উন্নত মমশির, যে দিন উৎপীড়িতের ক্রন্দন
রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, আমি সেই
দিন হব শান্ত, বল বীর উন্নত মমশির’ কবিতার
লাইনগুলো। ত্রিশাল ভ্রমণের স্মৃতি আপনার
মনের গহিনে থাকবে চিরকাল
12/02/2015
আজ ১৩ ফেব্রুয়ারি, বসন্তের প্রথম দিন। পলাশ-শিমুল ফোটার ঋতু এই বসন্ত। শীতে ঝিমিয়ে পড়া প্রকৃতিতে নতুন প্রাণ ফিরিয়ে দিতে এই ঋতুর আগমন।
ফুলের সৌরভে মেতে উঠুক সবার জীবন। আবহমান বাংলা প্রতি বছরই বসন্তের এই প্রথম দিনটিকে ঘটা করে পালন করে। এই উৎসবে ভরে উঠুক যৌবনযাত্রা ফোরাম।
সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।
13/01/2015
বাহ ময়মনসিংহকে বিভাগ
ঘোষণা দেওয়া হচ্ছে শুনে আনন্দিত ।
হাজার হোক আমার জেলা শহর বলে কথা ..... :D
অরণ্য
29/12/2014
ঝিলের জলে কে ভাসালো
নীল শালুকের ভেলা
মেঘ্লা সকাল বেলা।
বেণু-বনে কে খেলে রে
পাতা-ঝরার খেলা।
মেঘ্লা সকাল বেলা।।
কাজল-বরণ পল্লী মেয়ে
বৃষ্টি ধারায় বেড়ায় নেয়ে,'
ব'সে দীঘির ধারে মেঘের পানে
রয় চেয়ে একেলা।
মেঘ্লা সকাল বেলা।।
দুলিয়ে কেয়া ফুলের বেণী
শাপ্লা মালা প'রে
খেল্তে এলো মেঘ পরীরা
ঘুম্তী নদীর চরে।
বিজলীতে কে দূরে বিমানে
সোনার চুড়ির ঝিলিক্ হানে,
বনে বনে কি বসালী
যুঁই-চামেলীর মেলা,
মেঘ্লা সকাল বেলা।।