Nasirabad College, Mymensingh, Bangladesh

Nasirabad College, Mymensingh, Bangladesh

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nasirabad College, Mymensingh, Bangladesh, College & University, Mymensingh.

27/09/2024

Reset button বেশী চাপাচাপি করলে hang হয়ে যাবে নয়তো crash করবে ।তারচেয়ে update করে latest version নিয়ে আসুন। এমনিই বললাম!!

20/09/2024

আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ সহ ৮৫০+ হত্যা, ৩ হাজার+ আহত, তখন যারা চুপ ছিল, তফাজ্জল হত্যার পর তাদের “কুম্ভীরাশ্রু”। পিচাশ মানবতা? সত্যিই সেলুকাস!

19/09/2024

আমি মজলুম এর পক্ষে থাকব।

আপনি মজলুম হলে আপনার পক্ষে থাকব, কিন্তু জালিম হলে আমি মজলুম এর সাথী।

13/09/2024

"বিকল্প নাই!"

আমাদের হোস্টেলের সদস্য সংখ্যা ৩২ । শৃঙ্খলার স্বার্থে একজনকে ম্যানেজার বানানো হলো। বানানো হবে বললে আসলে ভুল হবে। উনি নিজেই ম্যানেজারের পদ সিস্টেমে দখল নিলেন । পদটা তো আর মাগনা না, বেতন আছে, আলাদা রুম আছে, সাথে অন্যান্য সুযোগ সুবিধা।

মাসে মাসে সবাই যে টাকা পয়সা দেয়, সেই অনুপাতে বাজার সদাই করা হয়, ইন্টারনেট বিল , বিদ্যুৎ বিল,বাবুর্চি বিল প্রভৃতি দেয়া হয়। ওমা! কিছু দিন পর দেখি ম্যানেজার বলা শুরু করছে, আমি তোমাদের খাওয়াই, দাওয়াই। বেশি তেরি মেরি করলে খাওন বন্ধ করে দিবো, বিদ্যুৎ, পানি বন্ধ করে দিবো। যাই হোক শেষ মেশ বিক্ষুব্ধ হোস্টেলের সদস্যদের দৌড়ানি খেয়ে ম্যানেজার হোস্টেল ছেড়েই পালালো।

সবাই মিলে শলা-পরামর্শ করে নতুন একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দিলেন। নতুন তত্ত্বাবধায়ক হোস্টেলের সদস্যদের জন্য বাজার করতে গিয়ে জানলেন, দোকানদারের কাছে আগে ম্যানেজারের লাখ লাখ টাকা বাকি। তারা নতুন করে সদাই দিবেন না। পরদিন বিদ্যুৎ বিভাগের লোকজন আসলো হোস্টেলে বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার জন্য। বিদ্যুতের লোকজন জানালো, আগের অনেক বিল বকেয়া। সেসব শোধ না করলে বিদ্যুৎ মিলবে না৷ হোস্টেলের সদস্যরা এখন খেয়ে না খেয়ে আধা পেটে অন্ধকার জীবন যাপন করছেন। ওদিকে ঘুটঘুটে অন্ধকার থেকে সাবেক ম্যানেজারের চ্যালা চামুণ্ডা এই বলে, হুঁক্কা হুয়ো রব তুলছে "আগেই ভালো ছিলাম! বলছিলাম না, উনার কোন বিকল্প নাই!"

- সংগৃহীত

08/09/2024

বিজয়ীদের বিনয়ী হতে হয়। অন্যায় কে ন্যায় দিয়ে প্রতিহত করুন। প্রতিহিংসা শুধু প্রতিহিংসা বাড়ায়। এটা কোন সমাধান নয়। আইন নিজের হাতে তুলে নিবেন না।

29/08/2024

!!! সাবধান !!!
সামনে আসছে মিডিয়া ক্যু।
ধীর কিন্তু পরিকল্পিত, অপ্রতিরোধ্য । বুদ্ধিবৃত্তিক মোকাবিলা করতে না পারলে নাকানিচুবানি খেতে হবে।

23/08/2024

প্রতিবছর বন্যা দিয়ে জীবন / ফসলের ক্ষতি করে। শুস্ক মৌসুমে পানি আটকে দিয়ে ফসলের ক্ষতি করে। এরপর আমাদেরকে বাধ্য করে তাদের খাদ্যশস্য কিনতে।

23/08/2024

এবারের বন্যায় বাংলাদেশের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে / হবে? বাধঁ নির্মাণ করতে কি তার চেয়ে বেশী টাকা লাগবে?
বাধঁ দিন, জীবন বাচান।

22/08/2024

বাঁধ দিয়ে পানি আটকে রেখে, একসঙ্গে ছেড়ে দিয়ে ভয়াবহ কৃত্রিম বন্যা তৈরি করা হয়েছে। এটা অন্যায় ,অপরাধ।"ভারতের খোড়া যুক্তি অগ্রহণযোগ্য।"

22/08/2024

ক্ষোভ এর আগুন পানিতে নিভে না। ভারত কে এর মূল্য দিতে হবে।
ইনশাআল্লাহ।

13/08/2024

UTOPIA
কতদূর?

05/08/2024

আলহামদুলিল্লাহ।

04/08/2024

কোটা সংস্কার আন্দোলন হল,
ছাত্ররা দাবি নিয়ে রাস্তায় নামল, হামলা হল, গুলি হল, ছত্ররা বুক চিতিয়ে নির্ভয়ে দাড়াল। সারা বাংলাদেশ কেঁপে উঠল। বিশ্বমানবতায় আওয়াজ উঠলো , অভিবাবকরা প্রতিবাদে রাস্তায় নামল, শিল্পী , সাহিত্যিক , কবি, বুদ্ধিজীবী , শিক্ষক , শ্রমজীবী সকল পেশার , সকল মতের মানুষজন প্রতিবাদ করল, প্রবাসীরা সারাবিশ্বে আওয়াজ উঠাল, জনমত তৈরী করল। এমনকি প্রবাসী বাংলাদেশীদের সন্তানরা-ও , যারা অনেকেই হয়তো বাংলাদেশকে সেভাবে চিনেও না তারাও বলল “it’s wrong”। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের সুনামী বয়ে গেল।

বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক আসল। ৯ দফা হল, একদফা হল। আবার আক্রমণ হল , আবারও জীবন গেল। বিশ্ববিবেক কেঁপে উঠল। আপনি কিছুই করতে পারলেন না।

দু:খিত, আপনি একটা ঐতিহাসিক ট্রেন মিস্ করলেন।

30/07/2024

আমরা দুটো মেট্রোরেল গড়তে পারব।
একজন পিতার আহাজারি কি মুছে দিতে পারব?
আমরা আধুনিক বাতাবি লেবু বাক্স তৈরি করতে পারব।
একজন মায়ের বুকের মানিক কি ফিরিয়ে দিতে পারব?
আমরা অসংখ্য সেতু ঘর তৈরি করতে পারব।
একজনের ঘর বাধার সপ্ন কি ফিরিয়ে দিতে পারব?
কত সপ্ন কত অমিত সম্ভাবনা আমরা আমিত্থে শেষ করে দিলাম।
আমরা কি পারব সব জীবন ফিরিয়ে দিতে?
যদি না পারি , ভয় করি সেই দিনকে। যে দিন রক্তমাখা শরীর নিয়ে সবাই আমার এবং আমার সহযোগীদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে মহান বিচারকের সামনে। কি জবাব দিব সেই দিন? যে দিন মুখ বন্ধ করে দেওয়া হবে , আমার অঙ্গপ্রত্যঙ্গ আমার কৃতকর্মের সাক্ষী দেবে, আমার সহযোগীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে সব দায় আমাকে দেবে।
আমি কি বিচারককে বলতে পারব? এ রায় আমার পছন্দ নয়, এই বিচার আমি মানি না।পারব না। সে দিন বিচারকদেরও বিচার হবে। তিনি সকল বিচারকের বিচারক। আহকামুল হাকিমিন।তিনি মহা পরাক্রমশালী।

জুলুম সম্পর্কে মহান আল্লাহ বলেন,

আর তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়বে না, জালিমদের সহযোগী হবে না, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরও স্পর্শ করবে’।
সূরা হুদঃ ১১৩

রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

যে ব্যক্তি জালেমদের সঙ্গে চলাফেরা করবে, তাদের অত্যাচারে সহায়তা করবে এবং তাদের মিথ্যাচারকে সমর্থন করবে, সে আমার দলের নয়, আমিও তার সঙ্গে নেই। আর যে লোক অত্যাচারী থেকে দূরে সরে থাকবে, অত্যাচারের সহযোগী হবে না, সে আমার প্রিয়জন, আমিও তার দলের। ' -আহমদ ইবনে হেব্বান।

আমরা সবাই (পক্ষ / বিপক্ষ) হত্যা এবং জুলুম থেকে বিরত থাকি। আমিন

17/07/2024

বুলেট তোমায় মারতে পারেনি
অমর করেছে ভাই।
আঁধার রাতের মশাল তুমি
ক্ষয় নাই, ক্ষয় নাই।

17/06/2024

আস-সালামু আলাইকুম। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে ঈদের শুভেচছা।

10/04/2024
27/10/2023

সামনে নভেম্বর--ডিসেম্বর। তারপর? ২৪,২৫,২৬...চলবে।
প্রশ্ন :- ন্যায় এর সঙ্গে কি ছিলেন?
ইতিহাসে সেভাবেই আপনার বিচার "ইতিহাস কাউকে ক্ষমা করে না"

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Mymensingh
2200

Opening Hours

Monday 08:00 - 19:00
Tuesday 08:00 - 19:00
Wednesday 08:00 - 19:00
Thursday 08:00 - 19:00
Saturday 08:00 - 19:00
Sunday 08:00 - 19:00