Congratulations to IADS team ❤️❤️
IADS পরিবারের হয়ে, IADS সদস্যদের একটা আনন্দের সংবাদ জানাই।
গত ২৮ই ফেব্রুয়ারী থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয় - University Innovation Hub Program এর 1st Cohort এবং এখানে ইউনিভার্সিটির অন্যান্য টীমের মতোই IADS থেকে একটা আইডিয়া জেনারেটিং টীম হয়ে জয়েন করি আমরা ক'জন। দীর্ঘ চারমাসের জার্নির পর গতকাল ৩রা জুন এটির ফাইনাল অনুষ্ঠানে,ফাইনাল প্রেজেন্টেশনের পর বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং সেখানে বিজয়ীদের মাঝে একটা টীমের নাম ঘোষনা করা হয় যেটি IADS থেকে যাওয়া একমাত্র টীম "Convenience System"।
আমরা টীম মেম্বাররা এতোখানি প্রত্যাশাও করিনি যা এই UIHP গিয়ে পেয়েছি এবং শিখেছি অনেক নতুন নতুন বিষয়।
সবচেয়ে মজার বিষয় হলো,এখানে আমরা MBA তে যা পড়ি,ওখানে গিয়ে সেসব আক্ষরিক অর্থে রিলেট করতে পেরেছি।
এই টীমে শেষ অব্দি মেম্বার হিসেবে যুক্ত ছিলাম আমি মেহের আফরোজ আঁখি,আরেকজন টীম মেম্বার পার্থ মজুমদার আর এই টীমের উদ্যোক্তা,আইডিয়াদাতা ও সফল টীম লিডার আল ফাত্তাহ বিন মমতাজ।যিনি প্রায় প্রতিটি বিষয়ে নিজেই তার টীমকে টেনে নিয়ে গেছেন প্রতিটি আপার স্টেপে।এবং শেষ পর্যন্ত একটা বিজয়ী টীম হয়েই আমরা ফিরেছি।
হয়তো এই প্রাপ্তি খুব বড় কিছু না,তারপরও IADS এ ভর্তি হবার পর,BAU এর অন্যতম একটা টীম হয়ে BAU এই কোনো কম্পিটিশনে বিজয়ী হওয়াটা আসলেই আনন্দের।সবার দোয়া চাই আমরা।এবং সবাইকে এই উদ্যোগ বাস্তবায়নে পাশে চাই আমাদের টীমের।😊