Shohag's English Care

We are here to help people with the basic English Grammar and usage in the sentences...

Operating as usual

18/06/2024

#

18/06/2024

He is George McLaurin the first Blàck man admitted to Oklahoma University in 1948, he was fòrced to sit in a còrner away from his fèllow w.hite men.

But his name remains on the honor list as one of the top three students in college.

These are his words:

''Some colleagues looked at me like I was an animal, no one spoke to me, for tèachers I didn't eveñ exiśt, they ràrely answered my questions. I dedicated so much to myself, that after my teammates started looking for me and teachers started taking me into consideration. I stòpped being invisiblè to them."

Edùcation has more pòwer than weapòns.

(YT: Historical Africa)

17/06/2024
11/06/2024

The tiger was hunting ______deer.
( for; to)

Photos from Shohag's English Care's post 24/05/2024
Photos from Shohag's English Care's post 29/04/2024

#

29/04/2024

(পোস্টটি বেশি করে শেয়ার করে সকলকে সঠিক তথ্য জানার সুযোগ করে দিন)

# #একটি_ভুল_প্রচারের_নিরসনঃ-

গিরিশ চন্দ্র সেন বাংলা ভাষায় কোরআন শরীফের অনুবাদক নয়।
_______________
সর্বপ্রথম ১৮০৮ সালে বাংলা ভাষায় কুরআন শরীফের আংশিক অনুবাদ করেন মাওলানা আমীরুদ্দীন বসুনিয়া।

এরপর বাংলা ভাষায় কুরআন শরীফের পূর্ণাঙ্গ অনুবাদ করেন মৌলভী নাঈমুদ্দীন ১৮৩৬ সালে।

গিরিশ চন্দ্র সেন শুধু উক্ত অনুবাদকে পুস্তক আকারে সন্নিবেশ করেছেন, গিরিশ চন্দ্র হচ্ছেন প্রকাশক। তাও অনেক পরে, ১৮৮৬ সালে।

সুতরাং কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক গিরিশ চন্দ্র নন, বরং মৌলভী নাঈমুদ্দীনই পূর্ণাঙ্গ কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক।

আর মাওলানা আমীরুদ্দীন বসুনিয়া হলেন বাংলা ভাষায় প্রথম কুরআন মাজীদের আংশিক অনুবাদক।

গিরিশ চন্দ্র সেনের জন্ম ১৮৩৫ সালে এবং মৃত্যু ১৯১০ সালে। গিরিশ চন্দ্রের জন্মেরও আগে অর্থাৎ ১৮০৮ সালে কুরআন মাজীদের বাংলায় অনুবাদের কাজ শুরু করেন মাওলানা আমীর উদ্দীন বসুনিয়া।

এরপর গিরিশ চন্দ্র সেনের জন্মের একবছর পরই অর্থাৎ ১৮৩৬ সনে মৌলভী নাঈমুদ্দীন পূর্ণাঙ্গ কুরআন মাজীদের বাংলা অনুবাদ সম্পন্ন করেন।

আরবি জানেন না, আরবি ব্যাকরণ জানেন না-
এমন ব্যাক্তি কুরআন অনুবাদ করেছে এমন প্রচার মুর্খতা।

বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত আছে যে, ভাই গিরীশ চন্দ্র সেন আল কুরআনের প্রথম বাংলা অনুবাদক। এ প্রচারণার কিছু কারণ ছিল। বৃটিশ আমলে এদেশে ব্রাহ্মধর্মের একটা জোয়ার এসেছিল।

গোঁড়া হিন্দু গিরীশ চন্দ্র সেন এক সময় হিন্দু ধর্ম ত্যাগ করে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। ব্রাহ্মধর্ম এ দেশে ছিল একটি নতুন ধর্মমত।

তাই এ ধর্মমত আপামর জনসাধারণের মধ্যে প্রচারের জন্য গিরীশ চন্দ্র নিজে উদ্যোগী হলেন।

কিন্তু অর্থকড়ির তো প্রয়োজন। সেটা আসবে কোথা থেকে! তিনি ফারসী ভাষায় পন্ডিত ছিলেন।

মুসলমানদের পকেট থেকে টাকা বের করার জন্য বেশকিছু ইসলামী বই রচনা করলেন এবং সেই সাথে পবিত্র আল কুরআনের প্রকাশ করলেন প্রকাশক হয়ে। মুসলমানরা এ বই কিনলোও প্রচুর। ফলে বাংলা ভাষাভাষী যারাই কুরআন মাজীদের বঙ্গানুবাদ হাতে পেতে চাইলো তাদের হাতে পৌঁছে গেল তার প্রকাশিত কুরআন মাজীদ।

এ ব্যাপারে তাঁকে ব্রাহ্মসমাজ হিন্দু ব্যক্তিবর্গ এমন কি বৃটিশরাও যথেষ্ট সহযোগিতা করেছে। ফলে মানুষ মনে করেছে পবিত্র কুরআন মাজীদের প্রথম বঙ্গানুবাদকারী হচ্ছেন গিরীশ চন্দ্র সেন।

আসলে পবিত্র কুরআনের প্রথম বঙ্গানুবাদকারী যে মৌলভী মোহাম্মদ নঈমউদ্দীন সে কথা অল্প কিছু লোক জানলেও ব্যাপকভাবে প্রচার করার সুযোগ আসেনি।

গিরীশ চন্দ্র কুরআনের অনুবাদ বিক্রি করে যে অর্থ লাভ করতেন তা ব্যয় করতেন ব্রাহ্মধর্ম প্রচার কাজে। ফলে ব্রাহ্মধর্ম প্রচারের মিশনের সাথে কুরআন বিক্রয়ের একটা গভীর সম্পর্ক ছিল।

মৌলভী মোহাম্মদ নঈমউদ্দীন ছিলেন একজন মুসলমান। তিনি স্বত:প্রণোদিত হয়ে আল কুরআনের বঙ্গানুবাদ করেছিলেন। তা প্রচারের জন্য গিরীশ চন্দ্র সেনের মতো কোনো মিশন ছিল না। যার কারণে তার প্রচার প্রসার ছিল সীমিত।

এমনি করেই আল কুরআনের প্রথম বঙ্গানুবাদকারী হয়েও মৌলভী মোহাম্মদ নঈমউদ্দীন গিরীশ চন্দ্র সেনের মতো প্রচার পেতে পারেন নি॥

[যত পরিমানে সম্ভব পোস্টটি শেয়ার করুন অনেকেই ভুলের মধ্যে ডুবে আছে তাদের কে জানার সুযোগ করে দিন]

তথ্যসুত্রঃ
ইন্টারনেট ও অনলাইন ভিত্তিক বিভিন্ন মিডিয়া।

#দৈনিক_সংগ্রামঃ ২১ শে জুলাই,২০১৮.

#দৈনিক_ঢাকা পোস্টঃ ৭ই সেপ্টেম্বর,২০১৮.

#জিব্রাইলের_ডানাঃ ১লা মার্চ,২০০৯.

#বিডি_আল_কোরআনঃ ৪ঠা এপ্রিল,২০১৩.
#সাইবার_মোজাহিদঃ জানুয়ারি,২০১৮.

#মাসিক_মদিনাঃ আগস্ট,২০০৪.
প্রশ্নোত্তর পর্ব,পৃষ্ঠাঃ ৪৭.

#কপিড_পোস্ট

26/04/2024

আজকে অনুষ্ঠিত ৪৬ তম বিসিএস পরীক্ষার MCQ প্রশ্নের সম্পূর্ণ সমাধান

পরীক্ষার তারিখঃ ২৬-০৪-২০২৪ তারিখ

সমাধান দেখুন নিচেঃ ~

১। Which of the following words can be used as a verb?

(ক) mobile (খ) sugar (গ) media (ঘ) sand

উত্তরঃ (খ) sugar ও (ঘ) sand উভয়ই

২। In which sentence 'like' is used as a preposition?

(ক) He likes to eat fish (খ) He laughs like his father does
(গ) He climed the tree like a cat. (ঘ) Like minded people are necessary to start a business

উত্তরঃ (গ) He climed the tree like a cat.

৩। He died following the incident. The underlined word is a/an-

(ক) adjective (খ) adverb (গ) noun (ঘ) preposition

উত্তরঃ (ঘ) preposition

8। Writing a diary is a very good practice to develop the writing skill. The underlined part is a/an-

(ক) noun phrase (খ) verbal phrase (গ) adjective phrase (ঘ) adverbial phrase

উত্তরঃ (ক) noun phrase

৫ । Fill in the blank with the correct word. he lay on the ground groaning.

(ক) Injured (খ) Injuring (গ) Having injured (ঘ) Be injured

উত্তরঃ (ক) Injured

৬। Find out the meaning of the following phrase: By and large.

(ক) very large (খ) on the whole (গ) far away (ঘ) the largest one

উত্তরঃ (খ) on the whole

৭। Choose the best alternative for the underlined. He went back on his promise of voting for me.

(ক) withdrew (খ) forgot (গ) reinforced (ঘ) support

উত্তরঃ (খ) forgot

৮। 'Let the cat out of the bag' means-

(ক) bring out a cat from a bag (খ) let a cat move at large,

(গ) reveal a secret carelessly (ঘ) take a pre-caucious steps

উত্তরঃ (গ) reveal a secret carelessly

৯। He is a man to depend on. The underlined part is-

(ক) a noun phrase (খ) an adjective phrase (গ) an adverbial phrase (ঘ) a prepositional phrase

উত্তরঃ (খ) an adjective phrase

১০। His dream that he will be a B.C.S cadre finally came true. The underlined part is-

(ক) a noun clause (খ) an adjective clause (গ) an independent clause (ঘ) a co-ordinate clause

উত্তরঃ (ক) a noun clause

১১। Which of the following is a correct simple sentence?

(ক) All that glitters is not gold (খ) All's well that ends well

(গ) Do or die (ঘ) I saw an old man walking past me

উত্তরঃ (ঘ) I saw an old man walking past me

১২। Which is the correct complex form of the sentence? A corrupt man cannot win the respect of others.'

(ক) A man who is corrupt cannot respect others.

(খ) A man does not respect others who are corrupt.

(গ) A man who is corrupt cannot win the respect of others.

(ঘ) A man who can win the respect of others cannot be corrupt.

উত্তরঃ (ক) A man who is corrupt cannot respect others.

১৩। Find out the correct positive form of the sentence: 'Who else is the better player than Zaman in the team'?

(ক) Is there any other player in this team who is as good as Zaman?

(খ) Who is the best player than Zaman in this team?

(গ) Is there any other players in this team who is as good as Zaman?

(ঘ) Are there any other player in this team who are as good as Zaman?

উত্তরঃ (ক) Is there any other player in this team who is as good as Zaman?

১৪। Fill in the blank with the correct word: The submarine dipped to avoid--------- by the enemy plane.

(ক) see (খ) seeing (গ) being seen (ঘ) seen

উত্তরঃ (গ) being seen

১৫। In fear of ---------he escaped elsewhere.

(ক) arresting (খ) arrested (গ) being arrested (ঘ) having arrested

উত্তরঃ (গ) being arrested

১৬। I didn't follow who passed by me. It--------Shajib.

(ক) were (খ) must be (গ) might be (ঘ) was

উত্তরঃ (গ) might be

১৭। Samin is my colleague. I ---------him for ten years.

(ক) know (খ) knew (গ) have known (ঘ) have been known

উত্তরঃ (গ) have known

১৮। The snow swirls--------the valley.

(ক) up (খ) in (গ) down (ঘ) through

উত্তরঃ (গ) down

১৯। There is a coffee shop--------the street.

(ক) at (খ) on (গ) before (ঘ) across

উত্তরঃ (ঘ) across

২০। Identify the correct sentences:

(ক) He has said to me that I will go but you will stay there in Dhaka.

(খ) He has told me that he will go but I will stay here in Dhaka.

(গ) He has told me that I would go but you would stay there in Dhaka.

(ঘ) He has told me that he would go but I would stay here in Dhaka.

উত্তরঃ (খ) He has told me that he will go but I will stay here in Dhaka.

২১। Identify the correct sentences:

(ক) The room was darkened by switching off all the lights.

(খ) The room was darkened switching off all the lights.

(গ) The room was darkened to switch off all the lights.

(ঘ) Switching off all the lights the room was darkened.

উত্তরঃ (ক) The room was darkened by switching off all the lights.

২২। Identify the correct sentences:

(ক) Had you been there on time, you could have had the information.

(খ) If you had been there on time, you could have the information.

(গ) If you had been there on time, you might get the information.

(ঘ) Had been you there, you could have got the information.

উত্তরঃ (ক) Had you been there on time, you could have had the information.

২৩। Identify the correct sentences:

(ক) There are trees on the both sides of the road.

(খ) There are trees on both the sides of the road.

(গ) There are trees, on both side of the road.

(ঘ) There are trees on either sides of the road.

উত্তরঃ There are trees on both sides of the road সঠিক উত্তর হবে। অপশনে ভুল আছে।

২৪। The antonym of 'boisterous' is

(ক) noisy (খ) quit (গ) unruly (ঘ) cheerful

উত্তরঃ (ঘ) cheerful

২৫। 'Plagiarism means-

(ক) the act of using someones else's idea as one's own.

(খ) the act of planning everything beforehand.

(গ) the act of playing a musical instrument.

(ঘ) the art of dealing with forgery.

উত্তরঃ (ক) the act of using someones else's idea as one's own.

২৬। The two cities in A Tale of Two Cities are

(ক) London and Manchester (খ) London and Paris

(গ) Paris and New York (ঘ) Paris and Geneva

উত্তরঃ (খ) London and Paris

২৭। The line 'Frailty, thou name is woman' occurs in Shakespeare's play-

(ক) Hamlet (খ) Macbeth (গ) Othello (ঘ) King Lear

উত্তরঃ (ক) Hamlet

২৮। Who of the following complied an English Dictionary?

(ক) Samuel Johnson (খ) T.S. Eliot (গ) John Dryden (ঘ) William Congreve

উত্তরঃ (ক) Samuel Johnson

২৯। Which is not a poetry form?

(ক) Sonnet (খ) Ballad (গ) Tale (ঘ) Epic

উত্তরঃ (গ) Tale

৩০। 'I am a man more sinned against than sinning'. This is uttered by-

(ক) Horatio (খ) Hamlet (গ) King Lear (ঘ) Macbeth

উত্তরঃ (গ) King Lear

৩১। Which event influenced the literature of the Romantic period?

(ক) French Revolution (খ) Industrial Revolution

(গ) Russian Revolution (ঘ) Hundred Years' War

উত্তরঃ (ক) French Revolution

৩২। The author of A Farewell to Arms is-

(ক) Somerset Maugham (খ) Ernest Hemingway

(গ) D. H. Lawrence (ঘ) Jane Austen

উত্তরঃ (খ) Ernest Hemingway

৩৩। Who is the most famous satirist in English literature?

(ক) Alexander Pope (খ) Jonathan Swift

(গ) John Dryden (ঘ) William Wordsworth

উত্তরঃ (খ) Jonathan Swift

৩৪। Which period is known as "The Golden Age of English Literature"?

(ক) The Victorian Age (খ) The Elizabethan Age

(গ) The Eighteen Century (ঘ) The Restoration period

উত্তরঃ (খ) The Elizabethan Age

৩৫। Which novel is written by an Indian novelist?

(ক) The Ministry of Utmost Happiness (খ) The Return of the Native

(গ) Things Fall Apart (ঘ) Heart of Darkness

উত্তরঃ (ক) The Ministry of Utmost Happiness

সাধারণ গণিত অংশের সমাধানঃ

৩৬। নিচের কোন ভগ্নাংশটি ২/৩ হতে বড়?

(ক) ৩৩/৫০ (খ) ৮/১১ (গ) ৩/৫ (ঘ) ১৩/১৭ উত্তরঃ (খ) ৮/১১

৩৭। বার্ষিক ৫% হার মুনাফায় ৪০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

(ক) ৪৪০ টাকা (খ) ৪৪১ টাকা (গ) ৪৪৫ টাকা (ঘ) ৪৫০ টাকা উত্তরঃ খ) ৪৪১ টাকা

৩৮। ১০০ হতে বড় দুইটি পূর্ণসংখ্যার যোগফল ৩০০ হলে, সংখ্যা দুইটির অনুপাত কত?

(ক) ১ঃ৯ (খ) ২ঃ৫ (গ) ২ঃ৩ (ঘ) ৩ঃ৫ উত্তরঃ (গ) ২ঃ৩

৩৯। x^2 - 7x + 12

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Keep learning..... Learning new things is really enjoyable....

Location

Telephone

Website

Address

Dapunia Bazar, Sadar
Mymensingh
Other Mymensingh schools & colleges (show all)
Veterinary Pathology Veterinary Pathology
Department Of Pathology, Faculty Of Veterinary Science, Bangladesh Agricultural University
Mymensingh, 2202

Its a page for the education, Research and Discussion about the Veterinary Pathology

N.Islamia Academy College N.Islamia Academy College
কেওয়াটখালি বাইপাস (বিশ্বরোড)
Mymensingh, 112182

কেওয়াটখালি, বলাশপুর, বাইপাস (বিশ্বরোড)

Mymensingh-IT Pathshala Mymensingh-IT Pathshala
Mymensingh Sadar
Mymensingh, 2200

Global-IT Pathshala is one of the best (online based) IT Training Institute in Bangladesh.

Basic English Studies Basic English Studies
Mymensingh

Since 2013

Origin Origin
Zilla School Road
Mymensingh, 2250

This is the official page of "Origin Academic and Admission Care"

Bbgc online class h.s.c science Bbgc online class h.s.c science
Tarakanda
Mymensingh, 2200

Md. Anisur Rahman Lecturer of Botany Bangabandhu Gov't College, Tarakanda, Mymensingh

Bbgc online class h.s.c humanaties Bbgc online class h.s.c humanaties
Tarakanda
Mymensingh, 2252

স্বজন

চলুন অল্প কিছু ইংরেজি শিখি চলুন অল্প কিছু ইংরেজি শিখি
Dhaka
Mymensingh

অল্প করে সহজে ইংরেজি শিখি।Learn English little by little.

Quran for Everyone - সকলের জন্য কুরআন Quran for Everyone - সকলের জন্য কুরআন
97/8 Patgudam, Bridge More
Mymensingh, 2200

👉🏻যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে ?

Alamgir Monsur Mintu Memorial College Alamgir Monsur Mintu Memorial College
CK Gosh Road
Mymensingh, 2200

This is the official page for Alamgir Monsur Mintu Memorial College.

Courseelo Career Courseelo Career
Mymensingh

কোর্সএলো🥳 এখনই শিখার সময়🎯

CPSCM SQUAD CPSCM SQUAD
Momenshahi Cantonment
Mymensingh, 2200

Welcome to the official page of CPSCM SQUAD!