👉শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে পিতৃপরিচয়হীন সন্তানের অভিভাবক “মা” হতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট (২৪ জানুয়ারি, ২০২৩)।
প্রফেসর'স জব এইড
Nearby schools & colleges
Mymensingh
Mymensingh
Boundary Road
Mohammad Ali Road
Fulbaria Road
House 25/1 Kali Shangkar Goha Road
3033
Muktagacha
Girish Chakrabarti Road
Aqua Bypass Mour
Mymensingh City Corporation
সকল প্রকার চাকুরির প্রস্তুতি কোচিং
Operating as usual
✴️✴️সমাস নির্ণয়ের শর্টকাট_টেকনিক✴️✴️
#দ্বন্দ্ব_সমাস : এবং,ও,আর (৩টি অব্যয়) থাকলে দ্বন্দ্ব সমাস।
#অলুক_দ্বন্দ্ব :ব্যাসবাক্যে ে ও ো থাকলে অলুক দ্বন্দ্ব।
#দ্বিগু_সমাস : ব্যসবাক্যে "সমাহার" থাকলে দ্বিগু সমাস।
ুষ : শুরুতে ন থাকলে নঞ তৎপুষ।
ুষ : শেষে " যা" থাকলে উপপদ তৎপুরুষ সমাস।
#অলুক_তৎপুরুষ : পরিবর্তন না হলে অলুক তৎপুষ।
#কর্মধারায়_সমাস :ব্যসবাক্যের মাঝে "যে" থাকলে কর্মধারায় সমাস।
#মধ্যপদলোপী__কর্মধারায় : মাঝে বিভক্তি লোপ পেলে মধ্যপদলোপী কর্মধারায় সমাস।
#উপমান_কর্মধারায় : মাঝে "ন্যায়" থাকলে উপমান কর্মধারায় সমাস।
#উপমিত_কর্মধারায় : শেষে ন্যায়" থাকলে উপমিত কর্মধারায় সমাস।
#রুপক_কর্মধারায় : মাঝে "রুপ" থাকলে রুপক কর্মধারায়
#বহুব্রীহি_সমাস : শেষে "যার" থাকলে বহুব্রীহি সমাস।
#ব্যতিহার_বহুব্রীহি : হাতাহাতি, কানাকানি ইত্যাদি ব্যতিহার বহুব্রীহি।
#অব্যয়ীভাব_সমাস : পর্যন্ত, অভাব, সমীপে, অতিক্রম, গমন,সদৃশ ইত্যাদি অব্যয়ীভাব সমাস।
#প্রাদি_সামাস : প্র, পরা, প্রতি, অনু থাকলে প্রাদি সমাস।
#নিত্য_সমাস : "অন্য" দিয়ে সমাস হলে নিত্য সমাস।
📎📎কবিতা📎📎
এবং,ও,আর মিলে যদি হয় দ্বন্দ্ব,
সমাহারে দ্বিগু হলে নয় সেটা মন্দ।
যে যা তা যিনি তিনি কর্মধারায়,
যে যার শেষে থাকলে বহুব্রীহি কয়।
অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে "অব্যয়ী" মেলে,
বিভক্তি লোপ পেলে তাকে তৎপুরুষ বলে।
Professors Job Aid
Collected
বাংলাদেশের প্রথম যুদ্ধশিশু হিসেবে স্বীকৃতি পাচ্ছেন সিরাজগঞ্জের 'মেরিনা খাতুন'।






Nagad is Hiring | Freshers
Position Name: Territory Officer
.
Job Responsibilities:
Ø Strategy, Business plan & Target:
· Responsible for achieving all the sales hygiene parameters, distribution coverage extension, and transaction targets of the respective territory.
· Assist Area Manager along with the Regional Sales Manager to prepare a business plan and target allocation.
· Help the decision-making process for monthly/quarterly performance reviews and market analysis.
Ø Operation & Team Management:
· Monitoring stock flow, market movement, and sales promotions to ensure successful ex*****on.
· Active involvement in business sessions with various channel partners, distribution owners, and key stakeholders.
· Responsible for training of distributor’s employees.
· Responsible to monitor the right Distribution House Field force pool development and evaluation of their performance.
· Morning meeting with team members to discuss important issues and give guidelines for smooth operations.
· Regular market visits to ensure teams are maintaining their market visit as per the plan/KPI.
· Maintaining good relationship and follow up with trade marketing
· Ensuring required market visibility as per Nagad guideline.
Ø Business development & coordination:
· Look for new opportunities to expand Nagad business in the respective area/territory.
·Coordination within the organization, outside organization, and project management as per delegation by RSM as and when required.
·Liaison with sales operations, marketing, business development, and trade marketing team for all sorts of business-related issues.
·Market insight capture and regular or ad-hoc reporting as per business need.
.
Required Qualifications:
Ø Academic:
· Graduate of any discipline from a reputed university.
· MBA will be an added advantage.
Ø Experience:
· Fresh Graduates are encouraged to apply.
· 1-2 Years experienced resources in the field of Sales & Distribution will also be considered.
Ø Special Attributes:
· Mobility across the country.
· Positive mindset to work & live in remote areas.
· Ability to adapt & take up challenges in a fast-paced working environment.
· Excellent written and oral communication skills.
· Strong presentation & facilitation skills.
· Strong influencing skills.
· Strong planning, prioritizing, and organizing capabilities.
· Good interpersonal and networking skills.
Closing Date: 29- January- 2023
Number of Vacancies: Multiple
📌 How to Apply:
· Send your updated CV to “[email protected]”.
· Mention in the subject line “Application for the position “Territory Officer.”



ময়মনসিংহের জন্য আনন্দের সংবাদ।
বাংলা একাডেমি পুরষ্কার পেলেন Farid Ahmed Dulal
উনি একাধারে কবি, প্রাবন্ধিক, গবেষক ও নাট্যকার। উনি নাটকে এ বছর বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।
"ময়মনসিংহ হেল্পলাইন"-পরিবারের পক্ষ থেকে অভিনন্দন আপনাকে ❤️
শুরু হচ্ছে ব্যাংক জব ম্যাথের এক্সপার্ট কোর্স।
প্রথম ক্লাস ফ্রিতে আপলোড করা হল। বাকি পর্বগুলোও আপলোড করা হবে।
প্রথম 50 জনকে ফ্রিতে এই কোর্স করার সুযোগ দেয়া হবে।
শর্তাবলীঃ
১/ এই পোস্টের কমেন্টে ১৫ জন বন্ধুকে ইনভাইট করলে প্রথম 50 জনকে ফ্রিতে জয়েন করতে দেয়া হবে।
এরপর কেউ জয়েন করতে চাইলে তাকে ১০০০ টাকা ফি প্রদান করতে হবে।
৩/ যেকোন প্রকার রাজনৈতিক-ধর্মীয় আলোচনা-সমালোচনা ও স্প্যামিং করলে বিনা বাক্যে রিমুভ করা হবে।
কোর্স টিচারঃ ব্যাংক জব ম্যাথের জন্য বিখ্যাত আরাফাত স্যার।
বিকাশ/নগদঃ 01670044880
ভালোবাসা ও শুভেচ্ছা সবাইকে।
- প্রফেসর'স জব এইড।
চলুন কিছু তথ্য জেনে আশা যাকঃ-
★জানেন কি?
Miscall শব্দের অর্থ "গালি দেওয়া।
★জানেন কি?
Education শব্দটিতে সবগুলো vowel আছে।
★জানেন কি?
A quick brown fox jumps over the lazy dog শব্দটিতে সবগুলো ইংরেজি letter আছে।
★জানেন কি?
মৃত সাগরে লবণের পরিমাণ বেশি থাকায় কোনো মানুষ ডোবে না।
★জানেন কি?
ইংল্যান্ডের রাণী কোনো রকম পাসপোর্ট ছাড়াই সব দেশে যেতে পারেন।
★জানেন কি?
আমাজান বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়।
★জানেন কি?
Facebook ব্যবহারে ঢাকা বিশ্বের ২য় বৃহত্তম শহর।
★জানেন কি?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতুর
স্বল্পতার কারনে, ঐ সময়ের
অস্কারের খেতাব স্বরূপ
মূর্তিটি কাঠের তৈরি ছিল!!
★জানেন কি?
শিকাগো কে পৃথিবীর কসাইখানা বলা হয়।
★জানেন কি?
Floccinaucinihilipilification সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে
তুচ্ছ জ্ঞান করা।
★জানেন কি?
ক্যাঙ্গারু রাটের কখনো পানি পানের প্রয়োজন পড়ে না।
★জানেন কি?
হার্মিং বার্ড একমাত্র পাখি, যে পিছনের দিকে উড়তে পারে।
★জানেন কি?
পিউমিস (Pumice) পৃথিবীর এক মাত্র
পাথর যা পানির উপরে ভাসে!!
★জানেন কি?
পোল্যান্ডে কোনো দম্পতি যদি
বিবাহিত জীবন একসাথে ৫০ বছর অতিক্রম
করতে পারে তবে সে দম্পতিকে
প্রেসিডেন্ট পদক দেওয়া হয়।
★জানেন কি?
৯৯% লোকই যখন তাদের
পাসোয়ার্ডের একটি অক্ষর ভুল
করে, তখুনি সে পুরো পাসোয়ার্ড
ব্যাকস্পেস দিয়ে ডিলিট
করে ফেলে এবং পুনরায় টাইপ করে।
★জানেন কি?
অধিকাংশ লিপস্টিক
তৈরিতে মাছের আঁশ ব্যাবহার করা হয়।
★জানেন কি?
ইংরেজি বর্ণমালায় সর্বাধিক
ব্যাবহার করা বর্ণ হলো "E"
এবং সবচেয়ে কম ব্যাবহার করা বর্ণ
হলো "Q"
★জানেন কি?
একজন মানব শিশু হাঁটা শেখার
পূর্বে গড়ে ১৫০ কিলোমিটারের
মতো হামাগুড়ি দেয়!
★জানেন কি?
কলা এবং সবুজ আপেল ওজন
কমাতে সাহায্য করে!!
★জানেন কি?
ঘোড়ার লেজ
কাটা পড়লে সেটা মারা যায়!!
প্রিয় নবি মুহাম্মদ (সাঃ) এর এমন কিছু সুন্নাহ যা আমরা ভুলেই গেছি!!
১। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা।♥
সহীহ মুসলিম- ৮৯৮
২। বৃষ্টি আসলে দোয়া করা।♥
সহীহ বুখারী- ১০৩২
৩। রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটা।♥
বুখারী- ৫২১১
৪। স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা।
খেতে মন না চাইলে চুপ থাকা।♥
মুসলিম- ২০৬৪।
৫। কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে, আমি জানি না।♥
বায়হাকী- ১৭৫৯৫।
৬। মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা।
আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা।♥
মুসলিম- ২৫৩১।
৭। খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া।♥
মুখতাসার যাদুল মা' আদ- ১/২৭
৮। ধোঁয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া।♥
বায়হাকি-৪২৮।
৯। নফল ও সুন্নাহ সালাতগুলো নিজের ঘরে পড়া।♥
বুখারী- ৭৩১
১০। বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসা ফিরে দুই রাকাআত সালাত আদায় করা। ♥
মুসনাদে বাযযার- ৮৫৬৭।
১১। দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো না পরা।
বিশেষ করে শো জুতা।♥
আবু দাউদ- ৪১৩৫।
১২। যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া।♥
তিরমিযী- ২৪৭৮।
১৩। ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তসবি পড়া।
অতঃপর সূর্য উঠার পর দুই রাকাআত সালাত আদায় করা।♥
আরশিফু মুলতাকা- ৪৫৬৯।
১৪। দ্বীনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শিখা।♥
মুসনাদে আহমাদ- ২১৬১৮।
১৫। বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাতপা মুছে মসজিদে জামায়াতে যাওয়া।♥
তাবরানী- ৬১৩৯।
১৬। মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেয়া।♥
মুসনাদে আহমাদ- ২৭৫০৮।
১৭। রাতে অজু অবস্থায় ঘুমানো।♥
ফাতহুল বারি- ১১/১১০।
১৮। মাঝে মাঝে খালি পায়ে হাঁটা।♥
আবু দাউদ- ৪১৬০।
প্রিয় নবী (সাঃ) এর পুরো জীবন আমাদের জন্য অনুসরণীয়।
আমাদের ইহকাল ও পরকালের মুক্তির সিঁড়িগুলো হলো রাসূল (সাঃ) এর প্রতিটি সুন্নাহ।
আল্লাহ আমাদেরকে প্রিয় নবিজীর একনিষ্ঠ অনুসারী হিসেবে কবুল করুন।♥
আমিন
সকলের দৃষ্টি আকর্ষণ করছিঃ 😢😢
সূর্য সরাসরি বিষুবরেখার উপর অবস্থান করার ফলে আগামী কয়েকদিন এশিয়ার বেশীরভাগ জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পাবে।
- দুপুর ১২টা থেকে ৩ টা পর্যন্ত বাসায় অথবা অফিসের কক্ষে থাকার চেষ্টা করুন।এই সময় তাপমাত্রা ৩৫ - ৪০ ডিগ্রী পর্যন্ত উঠানামা করবে।
এর ফলে ডি-হাইড্রেশন ও সান স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল। একারণে নিজে সহ পরিবারের সবাইকে পরিমান মতো পানি পান করান।
️- প্রত্যেকে দৈনিক কমপক্ষে ৩ লিটার করে পানি পান করুন। ব্লাড প্রেসার চেক করুন যতবার সম্ভব। অনেকের হিট স্ট্রোক ও হতে পারে।যতবার সম্ভব ঠান্ডা গোসল দিন। ফল ও শাকসবজি বেশি করে খান এবং খাবার ম্যানু থেকে #মাংস_বাদ_দিন। হিট ওয়েভ কোন ছেলেখেলা নয়।
- নিজের ঠোট ও চোখের মনি স্বাভাবিক আছে কিনা চেক করুন।
ধন্যবাদ..
কিছু গুরুত্বপূর্ণ ইংরেজির বাংলা অর্থঃ
Stomach - পাকস্হলি,
Liver - যকৃত,
Fur - লোম,
Soul - আত্মা,
Sweat - ঘাম,
Urine - প্রস্রাব,
Skin - চামড়া,
Toe - পায়ের আঙুল,
Brain - মস্তিস্ক,
Mind - মন,
Spittle - থুথু,
Stool - মল,
Tear - চোখের জল,
Shoulder - কাঁধ,
Breast - স্তন,
Backbone - মেরুদণ্ড,
Chest - বুক,
Thigh - উরু,
Waist - কোমর,
Navel - নাভি,
Elbow - কনুই,
Nail - নখ,
Heel - গোড়ালি।
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়ঃ
মোট আমানত ৮ হাজার ২৭৫ কোটি টাকা।
গত ১২ মাসে জমা ২ হাজার ৯২৮ কোটি।
সূত্র - বাংলাদেশ প্রতিদিন/ যমুনা টিভি।

এক বানিয়া বাজারে পাঁচ টাকা দামে রুটি বিক্রি করতো।
সে তার রুটির দাম বাড়াতে চাইতো, কিন্তু রাজার অনুমতি ছাড়া তখন কোনও দ্রব্যের মূল্যবৃদ্ধি দণ্ডণীয় অপরাধ ছিলো।
একদিন, সেই বানিয়া রাজার সঙ্গে দেখা করে বললো - মহারাজ, আমি এই আয় দিয়ে পরিবার প্রতিপালনে অক্ষম, আমি তাই আমার রুটির দাম বাড়িয়ে ১০ টাকা করতে চাই।
রাজা বললেন - তুমি তোমার রুটির দাম ১০ টাকা নয়, ৩০ টাকা করে দাও।
বানিয়া বললো - মহারাজ, এতে তো রাজ্যে হাহাকার শুরু হয়ে যাবে ?
রাজা বললেন - এই চিন্তা তোমাকে করতে হবে না, তুমি তোমার ফায়দার চিন্তা করো, তুমি এখন থেকে ৩০ টাকা করে রুটি বেচবে।
রাজার কথায় বানিয়া পরদিন থেকেই তার রুটির দাম বাড়িয়ে ৩০ টাকা করে দিলো।
সারা শহরে হাহাকার দেখা দিলো। সবাই রাজার কাছে অভিযোগ জানাতে ছুটে এলো - মহারাজ, এই বানিয়া তো রাজ্যবাসীর উপর অত্যাচার শুরু করেছে, পাঁচ টাকার রুটি ত্রিশ টাকায় বিক্রি করছে।
রাজা সিপাহীকে আদেশ দিলেন - এই দুষ্কৃতী বানিয়াকে রাজ দরবারে ধরে নিয়ে এসো।
বানিয়া যেই এসে রাজ দরবারে উপস্থিত হলো, রাজা হুংকার দিয়ে উঠলেন - শালা হারামখোর, তোর এত্ত বড় সাহস, আমার বিনা অনুমতিতে তুই দ্রব্যের মূল্য বৃদ্ধি করিস। এরা আমার প্রজা, তুই কি এদেরকে উপোস করিয়ে মেরে ফেলতে চাস ?
রাজা তখনই বানিয়াকে আদেশ দিলেন - কাল থেকে তুই রুটি আধা দামে বিক্রি করবি, নইলে আমি তোকে শূঁলে চড়াবো।
রাজার আদেশ শুনেই প্রজারা "জয় মহারাজের জয়" ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুললো।
এখন প্রতিক্রিয়া দেখুন, রাজার আদেশে পাঁচ টাকার রুটি ১৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রজারা খুশি আর বানিয়াতো মহাখুশি।
এখানেই শেষ নয়। পরদিন রাজা বানিয়াকে চুপিচুপি ডেকে পাঠালেন। বানিয়া আসতে রাজা বললেন, "তোমাকে কাল সর্বসমক্ষে গালাগালি, তুইতোকারি করেছি, কিছু মনে করোনা। আর হ্যাঁ, তোমারতো রুটির দাম দশ টাকা পেলেই চলবে বলেছো, তাই ওই অতিরিক্ত পাঁচ টাকাগুলো রোজ তুমি আমাকে দিয়ে যাবে।
..সংগৃহিত..
কলেজে থাকতে এক বন্ধুর কাছ থেকে ১০ টাকা নিয়েছিলেন। পরে আর শোধ করেননি, সে বন্ধুও ক্ষমা করেনি।
.
আজ একযুগ পেরিয়ে গেলো।কারও কিছু মনেই নেই। কিন্তু
একদিন সে আপনার সামনে ক্ষমাহীন দাবী নিয়ে আসবে। আপনি বড্ড রকমের অবাক হয়ে যাবেন।
.
দশজনে মিলে টাকা তুলে পার্টি দিলেন। আপনি ক্যাশিয়ার। খরচাদি শেষে দু'টাকা রয়ে গেল পকেটে। তখনই ক্লিয়ার করুন।
নাহলে ভাগের বিশ পয়সা একদিন ওরা চাইবে।
.
আর ধন-সম্পদ, জমি-জমা, জনগণের রিলিফের চাল-আটা, রাস্তার টাকা, বয়স্কভাতা, জাতীর টাকা মেরে দেওয়ার বিষয়তো অনেক অনেক উপরে।
.
পথে একটা মেয়ের দিকে নজর পড়লো। মুহূর্তেই আল্লাহর ভয়ে চোখ নামিয়ে নিলেন। কিন্তু শয়তান আপনাকে আবার তাকাতে বাধ্য করলো। ভালো লাগলো।
আবার কয়েক সেকেন্ড দেখলেন।
.
পরেরবার আপনার পক্ষে নয়।
এই কয়েক সেকেন্ডও পাপের খাতায় লিখা হবে।
.
পরের কয়েক সেকেন্ড কে গুনাহ্ মনে করে ক্ষমা চেয়েছেন কখনো রব্বে কারীমের কাছে?
.
পথে হাটঁছেন। হঠাৎ একটা কুত্তা দেখে হুদ্দাই একটা ইট নিয়ে মেরে দিলেন। কুত্তা ব্যথা পেল, এতে কার কি?
ডাজন্ট ম্যাটার।
.
এটারও পরিপূর্ণ বদলা নেয়া হবে।
.
অপেক্ষায় থাকা কাউকে ফোন কলে বললেন এইতো বেরিয়েছি, অথচ আপনি বেরুননি। এটা মিথ্যা।
পাপ লিখা হবে। লঘু নয়, গুরুতর।
.
এইতো কাঁচা আমের সিজন।
মন চাইলো আর ঢিল মেরে নিয়ে গেলেন। মালিকের অনুমতি ছিলোনা। এর মূল্য চুকাতে হবে। চড়া মূল্য।
.
গ্রামের বাড়িতে আম-জাম, কাঁঠাল চুরি, শসা ক্ষীরা, তরমুজ এগুলো চুরি করে খেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিন। একেবারেই মালিককে পাওয়া সম্ভব না হলে তার নামে সদাকা করুন, তার জন্য দোয়া করুন আল্লাহর কাছে এবং এর গুনাহ্ থেকে ক্ষমা চান।
.
একজন নেতা টাইপ লোককে দেখে সালাম দিলাম।
তারপর রিক্সাওয়ালা গেলেন।সালাম দিলাম না। মনে ভাব হয়েছিল,
'আরে একে কি সালাম দিব!'
.
অথবা বাচ্চা, দারোয়ান, কুলি টাইপ কেউ সালাম দিলো, সালামটা নেওয়ার প্রয়োজন বোধ করলাম না।
.
বিচারের ময়দানে এগুলো মোটাদাগে জিজ্ঞেস করা হবে।
.
টালী খাতা আছে।
সদা সর্বদা প্রস্তুত লেখকদ্বয় আছেন।
লিখে রাখছেন সব।
.
একদিন পেশ করা হবে।
আমরা প্রচুর অবাক হবো বলবো,
.
مَالِ هَٰذَا ٱلْكِتَٰبِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّآ أَحْصَىٰهَا
.
এ কেমন হিসাব নামা?
ছোট থেকে বড় কিছুই যে ছাড়া হলোনা![সূরা কাহফ: ৪৯]
.
তাই হিসাব সহজের জন্য দোয়া করা আমাদের দায়িত্ব, কারন হিসাব মিলানো আমাদের দারা অসম্ভব !
"اللهم حاسبني حسابا يسيرا"
হে মালিক!
আমার হিসাবকে সহজ করে নিয়েন।
নিজের জ্ঞাত এবং অজ্ঞাতসরে এমন পাপ কতযে করছি তা হিসাব করাও আমার পক্ষে অসম্ভব।
সকলের নিকট ক্ষমাপ্রার্থী।
হে আমার প্রতিপালক, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা আমাকে সকল প্রকার কবীরা এবং সগীরা গুনাহ হতে রক্ষা করুন-আমীন.
✍️✍️ Abdul Hi Muhammad Saifullah
কিঞ্চিৎ পরিমার্জিত।
যেমন ছিলেন প্রিয় নবী মুহাম্মাদ (সা.)
১/ তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন।
২/ তিনি কম হাসতেন।
৩/ তিনি মুচকি হাসতেন, হাসি ওনার ঠোঁটে লেগে থাকতো।
৪/ তিনি অট্টহাসি হাসতেন না।
৫/ তিনি তাহাজ্জুদ নামাজ ত্যাগ করতেন না।
৬/ তিনি দৈনিক শতবার ক্ষমা প্রার্থনা করতেন।
৭/ তিনি কখনোই প্রতিশোধ নিতেন না।
৮/ তিনি যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকেই আঘাত করেননি।
৯/ তিনি বিপদে পড়লে তাৎক্ষনিক নামাজে দাঁড়িয়ে পড়তেন।
১০/ তিনি অসুস্থ হলে বসে নামাজ পড়তেন।
১১/ তিনি শিশুদের সালাম দিতেন।
১২/ তিনি সমাবেত মহিলাদের সালাম দিতেন।
১৩/ তিনি শিশুদের পরম স্নেহ করতেন।
১৪/ তিনি পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন।
১৫/ তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন।
১৬/ তিনি ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন।
১৭/ তিনি মিথ্যাকে সার্বাধিক ঘৃণা করতেন।
১৮/ তিনি উপহার গ্রহণ করতেন।
১৯/ তিনি সাদকাহ (দান) করতেন।
২০/ তিনি সব সময় আল্লাহকে স্মরণ করতেন।
২১/ তিনি আল্লাহকে সব সময় ভয় করতেন
২২/ হাতে যা আসতো তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন।
২৩/ কেউ কথা বলতে বসলে সে ব্যক্তি উঠা না পর্যন্ত তিনি উঠতেন না।
২৪/ বিনা প্রয়োজনে কথা বলতেন না।
২৫/ কথা বলার সময় সুস্পষ্টভাবে বলতেন যাতে শ্রবণকারী সহজেই বুঝে নিতে পারে।
২৬/ কথা, কাজ ও লেন-দেনে কঠোরতা অবলম্বন করতেন না।
২৭/ নম্রতাকে পছন্দ করতেন।
২৮/ তাঁর নিকট আগত ব্যক্তিদের অবহেলা করতেন না।
২৯/ কারো সাথে বিঘ্নতা সৃষ্টি করতেন না।
৩০/ শরীয়তবিরোধী কথা হলে তা থেকে বিরত থাকতেন বা সেখান থেকে উঠে যেতেন।
৩১/ আল্লাহ তায়ালার প্রতিটি নিয়ামতকে কদর করতেন।
৩২/ খাদ্যদ্রব্যের দোষ ধরতেন না। মন চাইলে খেতেন না হয় বাদ দিতেন।
৩৩/ ক্ষমাকে পছন্দ করতেন।
৩৪/ সর্বদা ধৈর্য্য ধারণ করতেন।
রাসুল (সা.) এর গুণাবলি বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তায়ালা আমাদেরকে নবী (সা.) এর চরিত্রে চরিত্রবান হওয়ার তাওফীক দান করুন--আমিন।
সংগৃহীত

সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ ২য় ধাপের পরীক্ষার প্রশ্ন ও সমাধান
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
'হাজী আব্দুস সাত্তার স্কুল অ্যান্ড কলেজ' এ ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক আবশ্যক।
বেতনভাতাঃ
মাসিক ১৫০০০ টাকা
জবপ্যাটার্নঃ ফুল টাইম
যোগ্যতাঃ
ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর
আগ্রহী প্রার্থী [email protected] ঠিকানায় সিভি পাঠাবেন এবং প্রয়োজনে ০১৫৫৮০৩৯৫৮৫ নম্বরে যোগাযোগ করবেন।
ঠিকানাঃ শ্রীপুর সদর,
শ্রীপুর, গাজীপুর।
একজন বৃদ্ধ ইকনোমিক্সের প্রফেসর তাঁর মেধাবী ছাত্রকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন। রাস্তায় কিছুদূর গিয়ে তাঁরা একটা মরা ইঁদুর পড়ে থাকতে দেখলেন। প্রফেসর বললেন - শোনো, তুমি যদি এই মরা ইঁদুরটা খেয়ে ফেলতে পারো তাহলে তোমায় ৫০,০০০ টাকা দেব। ছাত্রটি দ্রুতই কস্ট বেনিফিট এনালিসিস করে ইঁদুরটা গপ করে খেয়ে ফেলল।
মরা ইঁদুরের বিকট গন্ধে তার অবস্থা খারাপ। পেটে যেতেই ছাত্র তার ভুল বুঝতে পারে এবং ছাত্রের মনে প্রতিশোধ নেবার ইচ্ছে জাগে। কিছুদূর গিয়ে আরেকটা মরা ব্যাঙ দেখতে পেয়ে ছাত্র প্রফেসরকে বলল, স্যার আপনি যদি এই ব্যাঙটা খেয়ে ফেলতে পারেন, তাহলে আমিও আপনায় ৫০,০০০ টাকা দেব। প্রফেসরও মনে মনে ভাবতে ছিল, বললাম আর পচা ইঁদুরটা খেয়ে ফেলল !!!
সদ্য ৫০,০০০ টাকার ক্ষতি পূরণের আশায় ব্যাঙ টা তুলে পেটে চালান করে দিলেন তক্ষুণি।
এরপর খানিকক্ষণ দুজনেই নিঃশব্দে পথ হাঁটছিলেন। নীরবতা ভেঙে ছাত্র প্রশ্ন করল - আচ্ছা স্যার, আপনার কি মনে হয়না, আমরা দুজন শুধু শুধু ফ্রিতে ইঁদুর আর ব্যাঙ খেয়ে ফেললাম?
স্মিতহাস্যে প্রফেসর উত্তর দিলেন- কিন্তু জিডিপিতে একলক্ষ টাকা বাড়ল, তাই না!?
(সংগৃহীত ও ঈষৎ পরিমার্জিত)

২২/০৪/২০২২ শুক্রবার, ১ম ধাপের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সলভ।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষা এপ্রিল মাসে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষার তারিখ প্রায় চূড়ান্ত। আগামী এপ্রিল মাসের মধ্যে এ পরীক্ষা নেওয়া হবে।
সোর্সঃ প্রথম আলো-১০ মার্চ ২০২২

প্রফেসর'স জব এইড updated their business hours.

সন্তানের হাতে ফোন নয়,
ক্যালকুলেটর দিন।
Life lesson
সকালে বিবিসি রেডিওতে একটা নিউজ ফলো করছিলাম। প্রেজেন্টার একজন জাপানিজ আমেরিকানকে বলতেছে, আচ্ছা একটা সময় তো জাপানিজ ইলেকট্রনিক্স ব্র্যান্ড যেমন টোশিবা, সনি পুরা বিশ্বে রুল করত। মানুষ যে কোন ইলেকট্রনিক্স পণ্য কেনার আগে এই ব্রান্ডগুলার কথাই ভাবতো। তো হঠাৎ করে কি হল যে জাপানিজ ব্র্যান্ডগুলো আমেরিকান প্রোডাক্টগুলোর কাছে মার খেয়ে গেল?
ঐ জাপানিজ খুব চমৎকার এবং খুব দামী কিছু কথা বলেছেন। তিনি বললেন, জাপানিজ ব্র্যান্ডগুলোর প্রোডাক্ট ডেভেলপমেন্টের একটা নিজস্ব চিন্তাধারা এবং মেথড ছিল। নিজেদের টেকনোলজি আর মডেলের প্রতি তাদের বেশ আস্থা ছিল। তাদের আত্মবিশ্বাসটা মোটামুটি অহংকার পর্যায়ে চলে গিয়েছিল।
২০০৮-০৯ থেকে টেকনোলজি ওয়ার্ল্ডে ব্যাপক পরিবর্তন আসা শুরু হয়। মানুষের চাহিদা, চিন্তা ধারা খুব দ্রুত বদলাতে থাকে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে পুরো বিশ্বের ইন্টারকানেক্টিভিটি অবিশ্বাস্য রকমের বেড়ে যায়।
মানুষের রুচি চাহিদা এবং রিকোয়ারমেন্ট দ্রুত বদলাতে থাকে। সলিড টেকনোলজি আর সাস্টেনিবিলিটি একটা প্রোডাক্ট বিক্রির জন্য তখন কিংবা এখন আর যথেষ্ঠ না।
ওদিকে প্রোডাক্ট ডিজাইন, ফিনিশিং, মাল্টি ফাংশনালিটি এবং ইনোভেশনের দিক দিয়ে অ্যাপল সবাইকে ছাড়িয়ে যেতে থাকে। আপনি বলতে পারেন অ্যাপল মানুষের এক্সপেক্টেশন নিয়ন্ত্রণ করা শুরু করে। মানে অ্যাপল সেট করে দেওয়া শুরু করলো তোমার আসলে ইলেকট্রনিক গ্যাজেটের কাছ থেকে আর কি কি এক্সপেক্ট করা উচিত।
এই পুরো ব্যাপারটা পুরো বিশ্বের কাছে একেবারে নতুন ছিল। জাপানিজ ব্র্যান্ডগুলো বিশ্বের মানুষের রুচির এবং চাহিদার পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারেনি। আমরা ভালো এই অহংকারবোধ এবং যথেষ্ট পরিমাণ নিজেদেরকে বদলানো আর ইনোভেট করতে না পারা তাদেরকে বেশ পিছনে ফেলে দিয়েছে।
অহংকার জিনিসটা মানুষ বা প্রতিষ্ঠানের মধ্যে একটা পতনের সূচনা করে দেয়। অহমবোধ মানুষকে এই আত্মতুষ্টি এনে দেয় যে তুমি ভালো এবং তুমি যথেষ্ট।
অথচ পৃথিবীতে যথেষ্ট বলে কিছুই নেই। আপনি যতই ভালো হন না কেন আপনি সবসময় রিপ্লেসেবল, যদি না নিজেকে প্রতিনিয়ত সময়ের সাথে সাথে বদলাতে থাকেন এবং আরও উন্নত করতে থাকেন।
Collected

Congratulations to Youngest World Rapid Chess Champion 2021 ..!!
At the Age of 17 Nodirbek Adbusattaorov from Uzbekistan..!!

#বুক কেঁপে উঠলো লেখাটা পড়ে।💔💔💔 সবার পড়া উচিতঃ
**সকাল ৮:৩০,
বাবা বাথরুমে গোসল করছে, একটুপর অফিসে যাবে। এদিকে এক নাগাড়ে বাবার ফোনে রিং বাজছে। আম্মু রান্নাঘর থেকে আমাকে বলছে, জুলি তোমার বাবার ফোন বাজে, দেখো তো কে কল করেছে..??
.
আমি বাবার টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে দেখলাম মিজান চাচা কল করেছে। ফোনটা নিয়ে এক দৌঁড়ে রান্নাঘরে গিয়ে আম্মুকে বললাম, তাড়াতাড়ি রিসিভ করো, বাড়ি থেকে মিজান চাচা ফোন করেছে।
আম্মু ফোন রিসিভ করতেই মিজান চাচা বলে ওঠলো, ম্যামসাহেব, ইলি মামণির কবরটা আবার ভেঙ্গে গেছে, পানিও ওঠেছে কবরে। ঝড় নাই, বৃষ্টি নাই তবুও এই কবরটা খালি ভেঙ্গে যায়।
.
আমি আম্মুর পাশে দাঁড়িয়ে ছিলাম তাই ফোনের ঐপাশ থেকে মিজান চাচার কথা অস্পষ্ট হয়ে আমার কানে এলো। ইলি আপুর নাম শুনে আমি আঁতকে ওঠলাম। নিজের অজান্তেই গলা দিয়ে শব্দ বেরিয়ে এলো, ইলিপু..!!! হাত পা কাঁপতে লাগলো আমার। চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। তারপর আর কিছুই বলতে পারবো না।
.
জ্ঞান ফিরার পর নিজেকে আবিষ্কার করলাম আম্মুর বিছানায়। বাবা অনলাইনে ট্রেনের টিকিট টাকার জন্য চেষ্টা করতেছে। এদিকে বিছানায় শুয়ে আমার ধ্যান খেয়াল সব ফিরে গেলো নয় বছর পিছনে। যেখানে আমার রব ছিলো অপরিচিত।
.
৩১ জুলাই,২০১১
.
সন্ধ্যায় মাগরিবের আজান ভেসে আসলো বাসার পাশে থাকা তিন চারটা মসজিদ থেকে। ইলি আপুর গানের টিচার চলে এসেছেন। মাগরিবের আজান শেষ হওয়ার সাথে সাথেই রেওয়াজ শুরু হয়ে গেলো। আপু বিভিন্ন প্রোগ্রামেও গান গায়। গানের বিষয় হচ্ছে লোকসঙ্গীত।
রেওয়াজের শুরুতে তানপুরা বাজতে থাকে। আপু এক ধান্দায় মাথা দুলাতে থাকে, সাথে থাকে আমাদের উৎসাহমূলক করতালি।
.
গান করতে করতে এশার আজানের শব্দও পেলাম। বাসার পাশে তিন চারটা মসজিদ থাকায় অনেকক্ষণ পর্যন্ত আমরা আজানের শব্দ শুনতে পাই। কিন্তু সেদিকে কোনদিনও কোন খেয়াল ছিলো না আমাদের।
.
আম্মু এসে বললেন, ইলি মা আমার এবার একটু রেস্ট করো। ইলি আপু বললো, আম্মু পরশু থেকে তো রমজান মাস শুরু। এবার কিন্তু রমজানের প্রথম সপ্তাহেই আমাকে সব শপিং করে দিবে প্লিজ। ঈদের তৃতীয় দিন একটা কনসার্টে পার্টিসিপেট করতে হবে। আগে থেকেই সব ড্রেস বানিয়ে রাখবো, পরে এত ঝামেলা করতে ভালো লাগে না। আম্মু বললেন, তুমি কোন চিন্তা করো না, রমজানের প্রথম সপ্তাহেই তোমার যা যা লাগে সব কিনে ফেলবো। আমার মেয়েকে টিভিতে দেখাবে এরচেয়ে গর্বের বিষয় আমার জন্য আর কি হতে পারে..!!
.
রাত ১২:৩০, সবাই ছাদে বসে চা খাচ্ছিলাম আর ইলি আপুর গান শুনছিলাম,
.
"কারে করিছো সন্ধান
সন্ধানে কি ফল..??
সন্ধানে মিলে না কিছুই,
জনম বিফল.."
.
চা,গান,আড্ডা এসব করতে করতে অনেক রাত হয়ে গেলো। সবাই নিচে নেমে এলাম। ঘড়িতে তখন পৌঁনে তিনটার কাছাকাছি। ইলি আপু আমাকে বললো, জুলি কাল রাতে এই টাইমে আমরা সাহরী করবো। জানিস জুলি, রমজান মাসটা আমার কাছে ইমাজিং লাগে। সারারাত জেগে থাকা যায়, বিকাল পর্যন্ত ঘুমানো যায়। আহ্,শান্তি আর শান্তি...
.
আমি আর ইলি আপু একই বিছানায় থাকতাম। সেদিন কাঁচা ঘুমের মধ্যে বুঝতে পারলাম ইলি আপু আমাকে জোরে একটা লাথি দিয়েছে। প্রচন্ড মেজাজ খারাপ হয়ে গেলো আমার। কাঁচা ঘুমটা ভেঙ্গে গেলো, শুনতে পেলাম ফজরের আজান হচ্ছে। ফজরের আজানের সাথে ভয়ঙ্কর গোঙানির শব্দ মিশ্রিত হয়ে এক আচানক শব্দ কানে এলো। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে, চোখ খুলতে পারলাম না। গা শিউরে ওঠতে লাগলো আমার।
.
খানিকপরে টের পেলাম আমার জামার একপাশ থেকে ইলি আপু খামচেঁ ধরেছে। জামা ছিঁড়ে চিড়চিড় শব্দ হচ্ছে এটাও স্পষ্ট কানে এলো। আস্তে আস্তে চোখ খুললাম, আমার পাশে শুয়ে থাকা ইলি আপুকে কেমন বিভষ্যৎ লাগছে। আমি চিৎকার করতে পারলাম না।
বিছিনা অনবরত কাঁপছে। মনেহলো আমার ভিতর থেকে শুকনো কলিজাটা কেউ হিচকা টানে বের করে এনেছে।
.
ইলি আপুর গোঙানি শব্দে বাবা ছুটে এলেন আমাদের ঘরে,পিছনে পিছনে আম্মুও এসে দাঁড়ালেন। ইলি আপুর মুখ দিয়ে পিচ্ছিল লালা বের হয়ে আমার শরীর ভিজে যাচ্ছে। গরম ফুটন্ত পানির মতো যন্ত্রনা অনুভব করলাম আমি। আম্মু ভয়ে আমাদের কাছে আসলেন না। মা ভয়ে সন্তানের কাছে আসছে না, পৃথিবীতে এরচেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর কি হতে পারে..??
.
বাবা রুমের দরজা খোলে মসজিদের দিকে ছুটে গেলেন। একটুপর একজন হুজুরকে সাথে নিয়ে বাসায় ফিরলেন। সকাল তখন একদম পরিষ্কার। সকালের ঠান্ডা মৃদু বাতাস আর ইলি আপুর গরম নিঃশ্বাসে রুমের ভিতর এক বিষাক্ত পরিবেশ তৈরী হলো।
এদিকে ইলি আপুর চোখ অস্বাভাবিক রকমের বড় হয়ে গেছে। হুজুর ইলি আপুর কানের কাছে বললেন, মা কালিমা পড়ো "লা~ ইলা-হা ইল্লাল্লাহ্" পড়ো মা, পড়ো।
ইলি আপু পড়তে লাগলো, "িফল.."
.
হুজুর আবার বললেন, বলো মা "লা~ ইলা-হা ইল্লাল্লাহ্"
ইলি আপু বলতে লাগলো, "িফল"
.
ইলি আপুর চোখ বড় থেকে আরো বড় হতে লাগলো। মনেহলো চোখের মণি এখনি ছিটকে বেরিয়ে আসবে। খামচেঁ বিছানার চাদর ছিঁড়ে ফেললো। দুই পায়ের সবগুলো আঙ্গুল বেঁকে কুঁকড়ে গেলো। আস্তে আস্তে ইলি আপুর পা কাঁপা বন্ধ হয়ে গেলো।
.
আমি পলকহীন চোখে খেয়াল করলাম ইলি আপুর পেট অনবরত লাফাচ্ছে, নাড়ি ভুড়ি সব বের হয়ে আসবে এমন অবস্থা। আস্তে আস্তে পেট শান্ত হয়ে এলো। মুখ দিয়ে বারবার উচ্চারণ করতে লাগলো, "িফল.."
.
নিমিষের মধ্যেই চোখ ফ্যাকাসে রং ধারন করে স্তব্ধ হয়ে গেলো। সকালের রোদ তখন উঁকি দিচ্ছে। হুজুর বাবাকে বললেন, চোখ দুটো বন্ধ করে দিতে। বাবা ভয়ে ইলি আপুর কাছে আসলেন না। হুজুর নিজেই চোখ বন্ধ করে দিলেন। আমি কাঁদতেও পারছিলাম না, অসহায় মনেহলো নিজেকে নিজের কাছে।
.
ইলি আপুকে কবর দেওয়া হলো আমাদের গ্রামের বাড়িতে। অনেক কষ্টে ইলি আপুকে কবরে রাখা হয়েছে। তিনটা কবর খুঁড়া হয়েছিলো, কিন্তু তিনটা কবরেই পানি ওঠছিলো বারবার। তারপর কোনরকম বাঁশের ফালিগুলো পানির উপর রেখে সেভাবেই আপুকে কবরে রাখা হয়।
.
মাঝেমাঝে ঘুম ভেঙ্গে গেলে দেখতাম ইলি আপু আমার পাশে শুয়ে আছে। আমি চোখ খোলা মাত্রই আমার বুকের উপর ওঠে বসতো আর আমার গলা তার দুই হাত দিয়ে চেপে ধরে বলতো, তোরা কেনো তখন আমার গানের সাথে করতালি দিতি..?? তোদের জন্য আমি তো আমার রব কে চিনতে পারি নি। তুই কেনো আমার দুনিয়ার সাথী হয়েও কবরের সাথী হলি না..??
আমি চিৎকার করতে চেয়েও চিৎকার করতে পারতাম না তখন। নিঃশ্বাস আটকে যেতো আমার।
.
গত নয় বছরে বেশ কয়েকবার কবর ভেঙ্গে গিয়ে পানি ওঠেছে আবার সেই কবর মেরামত করা হয়েছে। আবার ভেঙ্গে গিয়েছে। ইলি আপুর কথা মনে হলে আমার কানে এখনো তার গোঙানির শব্দ সুস্পষ্টভাবে বাজতে থাকে, চোখের সামনে ভাসতে থাকে মৃত্যুর পূর্ব মুহূর্তে তার ঠোঁট নাড়িয়ে বলতে থাকা, "িফল"
.
।।পহেলা আগস্ট,দুই হাজার এগারো।।
জান্নাতুল ফেরদৌস জ্যোতি
_______________
নিছক একটি গল্প নয় এটি।
বহুবার বহুবার প্রমাণিত হয়েছে।
যে যেই জীবন যাপন করবে,
তার সেই হালতেই মরণ চলে আসবে।
আল্লাহর কাছেও সে সেই হালতেই উপস্থিত হবে।
__
কানে ইয়ারফোন গুজে গান শুনার অভ্যাস থাকলে হয়ত সেই হালতেই মরণ আসবে।
.
নাটক-সিরিয়াল মুভির নেশা থাকলে সেই হালতে থাকাকালীনই হয়ত মরণ আসবে।
.
আল্লাহর কোন অবাধ্যতা নিজের জন্য পছন্দনীয় করলে সেই হালতেই হয়ত মরণ আসবে।
.
মালাকুল মাওত মিসকল দিয়ে আসেনা।।
আপনাকে রেডি হবার সুযোগ দিয়ে আসেনা।
টাইম লিমিট দিয়ে দেয়না যে,
'৬০-৭০ বছরের আগে আসব না' কিংবা 'আগামী ১দিন বা ১ঘন্টা পর আসব'
'এরমধ্যে তুই তাওবা টাওবা করে নিস, নামাযের হালতে থাকিস, ঈমান আমল ঠিক করে নিস- সব ঠিকঠাক হয়ে গেলে আস্তে করে এসে নিয়ে চলে যাব।'
.
না!!!
.
সে হুট করেই আসে, হুট করেই জানটা কেড়ে নিয়ে যায়।
আল্লাহর অনুমতিতে।
এক মুহূর্তও লেট করেনা।
কোন মুহূর্তে সে আসবে, কেউ জানিনা।
___
তাই প্রতি মুহূর্তেই প্রস্তুতি রাখতে হবে।
এমন কিছুতে যুক্ত থাকা যাবেনা, যা নিয়ে মারা গেলে ঐ অবস্থায় আল্লাহর সামনে পুনরায় দাঁড়াতে লজ্জা পেতে হয়।
বরং
___
কাজে প্রমাণ রাখার মাধ্যমে একটি সুন্দর মৃত্যুর কামনায় যে জীবন অতিবাহিত হয়...
আশা করা যায় আল্লাহ্ তাঁকে কখনোই ন্যাক্কারজনক মৃত্যু দেবেন না।
____
from Nishat Sobnom Apu


Photos from প্রফেসর'স জব এইড's post



🔴 ৭৮৬ মানে কি বিসমিল্লাহ নাকি হরে কৃষ্ণ জানুন 🔴
আমাদের দেশে আমরা অনেকেই বিভিন্ন চিঠি-পত্র, নিমন্ত্রন পত্র, অফিসের প্যাড, লিফলেট, পোস্টার, ব্যানার, নেইমপ্লেট, ঘরের দরজা ইত্যাদি স্থানে "বিসমিল্লাহির রাহমানির রাহীম" না লিখে সংক্ষেপে ৭৮৬ লিখে থাকি। এটা কতটুকু যৌক্তিক এবং ইসলামসম্মত তা নিম্মে তুলে ধরা হলো।
♦প্রথমেই আসুন দেখে নেই বিসমিল্লাকে কিভাবে ৭৮৬ তে রুপান্তরিত করা হলোঃ
রোমান সংখ্যায় যেমন V=5, X=10, L=50, C=100, D=500, M=1000 বুঝানো হয়, তেমনি ভাবে আরবি ভাষার প্রতিটি বর্ণেরও একটি নির্দিষ্ট মান আছে।
আরবি ২৮টি বর্ণের মান নিম্নরূপঃ
ا= ১, ب=২, ج=৩, د=৪, هـ=৫, و=৬,ز= ৭, ح=৮, ط=৯
ي=১০, ك= ২০, ل=৩০, م=৪০,ن=৫০, س=৬০, ع=৭০,ف=৮০, ص=৯০
ق=১০০, ر=২০০, ش=৩০০, ت=৪০০, ث=৫০০, خ=৬০০, ذ=৭০০, ض=৮০০, ظ=৯০০
غ=১০০০
♦বিসমিল্লাহর বর্ণগুলোর মানঃ
আরবিতে বিসমিল্লহির রাহমানির রাহীম লিখতে যে বর্ণগুলো ব্যবহৃত হয়েছে তা হলো- (ب، س، م، ا، ل، ل، ه، ا، ل، ر، ح، م، ا، ن، ا، ل، ر، ح، ي، م)
বর্ণগুলোর মান বসায়ে যোগ করলে আমরা পাই- (২+৬০+৪০+১+৩০+৩০+৫+১+৩০+২০০+৮+৪০+১+৫০+১+৩০+২০০+৮+১০+৪০)= ৭৮৭ এখানে দেখা গেল বিসমিল্লহির রাহমানির রাহীম লিখতে ব্যবহৃত বর্ণগুলোর মান= ৭৮৭। এখন প্রশ্ন হলো তাহলে আমরা ৭৮৬ কিভাবে পেলাম? তার জওয়াব হল যে সকল পন্ডিত বিসমিল্লার এই সংখ্যা বের করেছেন তারা ভুল বশতঃ আররাহমান লিখতে মীমের উপড়ে যে আলিফ আছে (খাড়া যবর) যার মান হলো-১, তা বাদ দিয়ে হিসেব করে ৭৮৬ বানিয়েছেন।
♦হতবাক হওয়ার মত বিষয় হলো- এই ৭৮৬ হিন্দুদের একটা চক্রান্ত। তারা এর মাধ্যমে মুসলিমদের দৈনন্দিন জীবনে আল্লাহর নামের পরিবর্তে তাদের দেবতা "কৃষ্ণ" এর নাম নেয়ার ব্যবস্থা করেছে!! বিশ্বাস না হলে চলুন দেখে নেই "হরে কৃষ্ণ" শব্দটির আরবি মান বসিয়ে কত হয়।
-
"হরে কৃষ্ণ" শব্দটি আরবিতে লিখতে ৮টি বর্ণ লাগে (هري كرشنا) এদের মান বসায়ে যোগ করলে আমরা পাই- (৫+২০০+১০ +২০+২০০+৩০০+৫০+১)= ৭৮৬।
♦তাছাড়া কোন কাজের শুরুতে বিসমিল্লাহ লিখলে বা পড়লে প্রতিটির বর্ণের জন্য দশটি করে সাওয়াব পাওয়া যাবে। কাজের মধ্যে আল্লাহ তায়ালা বরকত দিবেন। পক্ষান্তরে ৭৮৬ আমৃত্যু জপলেও একটি সাওয়াবও পাওয়া যাবে না।
♦আমাদের দেশে এই শব্দের ব্যাপক প্রচলন শুরু করেছিল বামপন্থী বুদ্ধিজীবী এবং তাদের চেলা-পেলারা। ছাত্র ইউনিয়ন কিংবা জাসদের কোন ডকুমেন্ট দেখলে দেখতে পাবেন সেখানে বিসমিল্লাহ্র পরিবর্তে ৭৮৬ লেখা আছে। এটা ছিল তাদের একটা ধোঁকা। সাধারণ মানুষদেরকে বুঝাত, কে বলেছে আমরা নাস্তিক? দেখেন, আমরা আমাদের সব কাজ বিসমিল্লাহ্ দিয়ে শুরু করি। অন্যদিকে নিজেদের কাছে নিজেরা বলত এটা তো ৭৮৬ একটা সংখ্যা। এটা বিসমিল্লাহ্ নয়।
বেশী করে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে তার নির্দেশিত পথে চলার তৌফিক দান করুন।
Collected
Post-Md Nazmul Hasan
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Mymensingh
2200
Opening Hours
Monday | 09:00 - 19:00 |
Tuesday | 09:00 - 19:00 |
Wednesday | 09:00 - 19:00 |
Thursday | 09:00 - 19:00 |
Friday | 09:00 - 19:00 |
Saturday | 09:00 - 19:00 |
Sunday | 09:00 - 19:00 |
At Winnerpar On A Panoramic 23 Acres Land 10 Km From Mymensingh Town Towards Dha
Mymensingh, 2200
Community based medical college Bangladesh was established as an academic enterprise of Community H
আকুয়া, নাসিরাবাদ কলেজ রোড সংল
Mymensingh, 2200
All classes of English grammar will be discussed on this page . H.S.C/S.S.C Spoken English .
Luxmipur, Fulbaria
Mymensingh, 2200
এই মাদরাসাটি ১৯৮৩ সালে ময়মনসিংহ জেলা?
17 Saheb Ali Road, Notun Bazar
Mymensingh, 2200
আধুনিক ও মানসম্মত শিক্ষার প্রয়াসে, ফয়েজ শিক্ষা পরিবার হয়ে উঠুক আপনার প্রথম পছন্দ।