Sajol's Math Magic

Sajol's Math Magic

Share

গণিত মানুষকে মিথ্যা বলা শিখায় না।
চিন্তা যদি হয় সূক্ষ্ম, গণিত নিয়ে নেই দুঃখ।

08/10/2024

পদার্থ বিজ্ঞানে ২০২৪ সালে যৌথভাবে নোবেল বিজয়ী কারা দেখে নিন,,

10/09/2024

আলহামদুলিল্লাহ অনেক দিন পর পেজটা ফিরে পেলাম,, ভালো কিছু নিয়ে আসব ইনশাআল্লাহ।

30/03/2024

এমন তিনটি সংখ্যা বলুন যাদের যোগফল এবং গুণফল একই।

06/03/2024

চলুন একটি মজার খেলা খেলি,,!

□ খাতায় আপনার পছন্দমতো একটি সংখ্যা লেখেন। সংখ্যাটি পূর্ণসংখ্যা বা ভগ্নাংশ বা যেকোনো কিছুই
হতে পারে।
□ এবার খাতায় লেখা আপনার পছন্দের সংখ্যাটিকে ৫ দ্বারা গুণ করেন।
□ গুণফলের সাথে ৫০ যোগ করেন।
□ যোগফলকে ৫ দ্বারা ভাগ করেন।
□ প্রাপ্ত ভাগফল থেকে আপনার পছন্দ করা সংখ্যাটি বিয়োগ করেন।

#আপনার_উত্তর_হবে=১০।

19/02/2024

"0" কে "0" দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

17/02/2024

জাতীয় দল হিসেবে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম ম্যাচ খেলে কত সালে?

(ক)১৯৭৩
(খ)১৯৮৩
(গ)১৯৭৭
(ঘ)১৯৭৯

16/02/2024

[২৩+{৬×২(৪৫÷৯-২+৭)-৬৫÷৫}]÷১৩=কত?

16/02/2024

একঝাঁক পাখি উড়ে যাচ্ছিল। হঠাৎ একটি পাখি পাশের একটি পাখিকে জিজ্ঞেস করল আমরা কতজন?
তখন পাশের পাখিটি উত্তর করল - সামনে যত পিছনে তত,তার অর্ধেক তার পাই,তোমারে নিয়ে ১০০ জন মিলাই।

*** বলুনতো এখানে পাখির সংখ্যা কত?

15/02/2024

প্রথম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড কোথায় শুরু হয়?

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Mymensingh Sadar
Mymensingh