
পদার্থ বিজ্ঞানে ২০২৪ সালে যৌথভাবে নোবেল বিজয়ী কারা দেখে নিন,,
গণিত মানুষকে মিথ্যা বলা শিখায় না।
চিন্তা যদি হয় সূক্ষ্ম, গণিত নিয়ে নেই দুঃখ।
পদার্থ বিজ্ঞানে ২০২৪ সালে যৌথভাবে নোবেল বিজয়ী কারা দেখে নিন,,
আলহামদুলিল্লাহ অনেক দিন পর পেজটা ফিরে পেলাম,, ভালো কিছু নিয়ে আসব ইনশাআল্লাহ।
এমন তিনটি সংখ্যা বলুন যাদের যোগফল এবং গুণফল একই।
চলুন একটি মজার খেলা খেলি,,!
□ খাতায় আপনার পছন্দমতো একটি সংখ্যা লেখেন। সংখ্যাটি পূর্ণসংখ্যা বা ভগ্নাংশ বা যেকোনো কিছুই
হতে পারে।
□ এবার খাতায় লেখা আপনার পছন্দের সংখ্যাটিকে ৫ দ্বারা গুণ করেন।
□ গুণফলের সাথে ৫০ যোগ করেন।
□ যোগফলকে ৫ দ্বারা ভাগ করেন।
□ প্রাপ্ত ভাগফল থেকে আপনার পছন্দ করা সংখ্যাটি বিয়োগ করেন।
#আপনার_উত্তর_হবে=১০।
"0" কে "0" দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
জাতীয় দল হিসেবে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম ম্যাচ খেলে কত সালে?
(ক)১৯৭৩
(খ)১৯৮৩
(গ)১৯৭৭
(ঘ)১৯৭৯
[২৩+{৬×২(৪৫÷৯-২+৭)-৬৫÷৫}]÷১৩=কত?
একঝাঁক পাখি উড়ে যাচ্ছিল। হঠাৎ একটি পাখি পাশের একটি পাখিকে জিজ্ঞেস করল আমরা কতজন?
তখন পাশের পাখিটি উত্তর করল - সামনে যত পিছনে তত,তার অর্ধেক তার পাই,তোমারে নিয়ে ১০০ জন মিলাই।
*** বলুনতো এখানে পাখির সংখ্যা কত?
প্রথম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড কোথায় শুরু হয়?