Ananda Mohan College, Mymensingh, Accounting

Ananda Mohan College, Mymensingh, Accounting

Share

It is a department of Accounting of Ananda Mohan College.

Operating as usual

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং: শীর্ষে রাজশাহী কলেজ, দ্বিতীয় এডওয়ার্ড 06/09/2022

জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা ৫টি কলেজ হলো-
রাজশাহী কলেজ,
সরকারি এডওয়ার্ড কলেজ,
সরকারি আজিজুল হক কলেজ,
আনন্দমোহন কলেজ এবং
কারমাইকেল কলেজ।

https://bangla.thedailystar.net/youth/education/news-390611?fbclid=IwAR3lk78Fdfv8PCiGUI1LBrWVgPv4FCgJesUKa4jMNgMBgvdey9yF4zWUpLA

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং: শীর্ষে রাজশাহী কলেজ, দ্বিতীয় এডওয়ার্ড জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর মধ্যে ২০১৮ সালের সেরা ৭৬টি কলেজের র‌্যাংকিং ঘোষণা করা হয়েছে। ফলাফলে ৮টি...

23/03/2020

Stay Home
Stay Safe
Save Bangladesh
Disease (COVID-19)

19/08/2018
18/03/2017

National University

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ টা সাইট হলো
১. http://nubd.info/
২. http://nu.edu.bd/

nubd.info ২০১৭ সালের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা প্রথম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ এ্যাপ্লিকেশন।

04/07/2016

ACCA in Bangladesh (কিছু না বলা কথা)

(আমার এই পোস্ট টি শুধু মাত্র তাদের জন্য যারা ACCAতে পড়তে ইচ্ছুক HSC, Degree/ hons. complete করেছেন/ যাদের background science এবং যাদের study gap আছে| আশাকরি Parent রাও উপকৃত হবেন |)
Professional accountants এর জন্য ACCA (Association of Chartered Certified Accountats) হচ্ছে global body | ১৯০৪ সালে London এ ৮ জন accountants ACCA গঠন করেন | ACCA যেসব course গুলো provide করে আসছে তা হলো ACCA, CAT (Certified Accounting Trainee), FIA (Foundation in Accountancy ) & আরও অনেক accounting related course | আমাদের দেশে যেমন education board আছে ঠিক তেমনি accountants এর জন্য ACCA governing body | প্রশ্ন তৈরী, খাতা দেখা, result দেওয়া সব কিছুই ACCA একান্তভাবে করে থাকে | British Council তাদের হয়ে শুধুমাত্র exam নিয়ে থাকে|
ACCA তে EXAM ২ ধরনের হয়ে থাকে | CBE (Computer based exam) এবং Paper based exam | ACCA / FIA এর প্রথম দিকের paper গুলো CBE দেয়া যায় | CB exam আপনার ইচ্ছা মত date fixed করে দিতে পারবেন | আর paper based exam বছরের June session ও December session এ হয় থাকে | এজন্য জুন ও ডিসেম্বর এ CB exam অনুষ্ঠিত হয় না | LCBS ও British council এ দুটি আমাদের দেশের CB exam centre |
ACCA তে মোট ১৪ টা subjects | এর মধ্যে ৯ টা subjects পাস করলে Oxford Brooks University BSc (Hons) Degree প্রদান করে| এর জন্য আপনাকে thesis paper জমা দিতে হবে | Thesis paper approved হলেই আপনি ডিগ্রী পাবেন |
আপনার যদি Degree বা hons. থাকে তাহলে ACCA এর প্রথম ৩ টা paper exemption পাবেন আর মাস্টার্স করা থাকলে প্রথম ৬ টা paper এ exemptions পেতে পারেন | আসলে Exemption দেওয়াটা নির্ভর করে ACCA এর উপর | যে কয়টি paper এ exemption পাবেন সে কয়টি paper আপনার exam দিতে হবে না কিন্তু সে কয়টি paper এর জন্য fees pay করতে হবে|
আমাদের দেশে অনেক student ACCA পড়তে আগ্রহী যার অন্যতম কারণ এর flexible entry route | আর একটি কারণ সেটা হচ্ছে open secret, ACCA শেসে মোটা অঙ্কের salary সহ high post এর job পাওয়া যায় | যদিও ACCA পড়ার উদ্দেস্স কেবলমাত্র জ্বান অর্জনই হওয়া উচিত, জানার জন্য পড়া উচিত | সে যাই হোক proper guidance না থাকায় ঝরে পড়ার সংখ্যাও কম নয়|
বর্তমানে আমাদের দেশে অনেক tuition provider আছে যারা ACCA এর course সমূহের tuition দিয়ে থাকে| বঙ্গের ছাতার মত গজিয়ে উঠা এসব tuition provider এর মাঝে confusion / ধোকায় পরাটাই স্বাভাবিক | যদিও এদের মধে হাতে গুনা কয়েকটি প্রতিষ্ঠান ACCA এর অনুমোদিত tuition provider | এরা প্রত্যেকেই newspaper এ মনমুকদ্ধ্কর add দিয়ে থাকে | বেশির ভাগ add এ দেখা যাই ACCA ২.৫-৩ বছরে শেষ করা যাই | কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন, যদি ACCA কে হালকা ভাবে নেই | যেমন ACCA IELTS এর মত বা university degree এর মত | University তে ভর্তি হলে একটা guarantee থাকে যে ৪ বছর পর certificate হাতে আসবে কিন্তু ACCA তে পড়লে নিশ্চিতভাবে বলা যায় না কত সময় লাগবে| বলা বাহুল্য ACCA একটি professional Degree |conceptual এবং scenario based question হয়, ফলে বই থেকে কখনই হুবহু question common পরে না | fail হতেই পারে but never quit | আসলে পড়া লেখাটা সম্পূর্ণ নিজের কাছে | এমন অনেককে দেখা গেছে তাদের previous result মোটেও ভালো ছিল না কিন্তু ACCA তে খুব ভালো করছেন |

Registration/Admission নেওয়ার আগের কিছু বিসয়: আমাদের HSC / any exam এর পর একটা লম্বা ছুটি থাকে, ছুটি তে আপনি IELTS / business course করে রাখতে পারেন| এর সাথে সাথে ACCA / FIA এর বই গুলো collect করে পড়তে পারেন | আপনি যদি British council library এর member হন তাহলে easily বই পাবেন | member না হলেও problem নাই, চলে যান ACCA বাংলাদেশ office এ অথবা নীলক্ষেত থেকে বই কিনে নিতে পারেন | University Book House ও Book Village সারা নীলক্ষেতে ACCA এর বই supply দিয়ে থাকে | এদের কাছ থেকে ১৫০-৩০০ টাকায় বই পাবেন | আর যদি Original বই চান তাহলে contact করুন Zamzam Books Ltd. Flat No: 44/F/8/A West Panthapath, 2nd Floor, Dhaka. PH: 01676518945, 01759400127.
এ কথা বলছি কারণ ACCA তে টাকা দিলেই ভর্তি হওয়া যাই কোনো প্রকার admission টেস্ট দিতে হই না| exam এর সময় বই এর every chapter মাথায় রাখতে হয়, concept clear রাখতে হয় তবেই exam এ ভালো করা যাই| এজন্য নিজেকে judge করুন |

২.৫-৩ বছরের long term planning না করে short term planning করে অর্থাৎ Subject by Subject আরো specific ভাবে বলা যাই day to day planning করে অর্থাৎ chapter by chapter পড়ে এগিয়ে যাওয়াটা better |

ACCA তে admission / Registration নেওয়ার আগে tuition provider এর নিকট পড়া উচিত | কারণ Registration এর পরপরই CB exam দেওয়া যাই | সুতরাং আগে থেকে পড়ে syllabus শেষ করেই Registration করেই CB exam দিলে ACCA শেষ করতে কম সময় লাগবে|

একই tuition provider এ সব Subject এর teacher ভালো পাওয়াটা ভাগ্যের বাপার | সুতরাং Subject wise best teacher খুঁজে নিন |

ACCA পরার ক্ষেত্রে আপনার financial দিকটাও নজরে আনতে হবে | every semister এ ACCA তার exam এবং annual fees বাড়াচ্ছে | এছাড়া এক একটি tuition provider এক এক রকম course fees নিয়ে থাকেন | Tuition Provider কে আপনি package অর্ত্থাত FIA এর ৭ subjects /ACCA এর ৯ subjects এর টাকা এক সাথে payment করতে পারেন সেক্ষেত্রে Tuition Provider concession করে | তবে package option এ না যাওয়াই ভালো | কারণ মাঝ পথে কোনো কারণে ACCA ছেড়ে দিতে চাইলে সেক্ষত্রে course fees এর টাকা non refundable এবং non transferable |

আর একটি কথা ACCA তে প্রতি বছর বছরের শুরুতে Annual fees দিতে হয়| বছরের শুরুতে অর্থাৎ January February তে Registration / admission নেয়াটা ভালো | যদি আপনি বছরের মাঝামাঝিতে অর্থাৎ June - December এ মধ্যে ভর্তি হন তাহলে আপনাকে সামনে বছর আবার Annual fees pay করতে হবে |

সুতরাং সব দিক লক্ষ রেখে নিজেকে ACCA এর প্রতি ১০০% dedicated করে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করেন |

এবার আসি acca তে admission এর বাপার এ| admission হতে হলে আপনাকে ACCA এর বাংলাদেশের অফিস থেকে আপনি ACCA এর যে কোর্স(ACCA /FIA) ভর্তি হতে চান তার admission/ registration form কালেক্ট করুন |

পূরণকৃত form ও এর photocopy, admission/registration fees এর সমপরিমাণ টাকা, passport / national ID card ও এর photocopy এবং ২ copy passport size recent photo নিয়ে জনতা ব্যাঙ্ক / সোনালী ব্যাঙ্ক এর মতিজীল branch চলে যান| সন্ভবত আপনাকে Bank এ account খুলতে হতে পারে|

ACCA UK এর address এ acca registration fees জনতা bank / সোনালী bank এর মাধ্যমে ড্রাফট করতে হবে|

পূরণকৃত acca registration form ও ড্রাফট DHL এর মাধ্যমে UK পাঠাতে হবে | ১৫ -১৬ কর্ম দিবসের মধ্যে acca আপনাকে confirmation mail পাঠাবে | এরপর আপনার registration number ও passward দিয়ে MYACCA log in করতে পারবেন |

এছাড়া আপনি visa / master card এর মাধ্যমে net এ বসেই online registration করতে পারেন | visa ও master card এর জন্য আপনি Estern bank অথবা Dutch Bangla bank এর help নিতে পারেন |

বিস্তারিত জানতে visit করুন www.accaglobal.com এ| এখানে ACCA এর entry requirement, course সমূহ, course fees, syllabus, subjects সম্পর্কে জানতে পারবেন |

04/07/2016

ACCA এবং CAT কি?

The Association of Chartered Certified Accountants (ACCA) এবং Certified Accounting Technician (CAT) দুটি কোর্সই প্রফেশনাল কোর্স। ACCA কোর্সটি CA, CMA, CPA-এর মত সমমানের কোর্স। ACCA জাতিসংঘ স্বীকৃত এবং IFAC (The International Federation of Accountants) এর member, যে কারনে বিশ্বব্যাপী এর চাহিদা অনেক বেশী। বর্তমানে ১ লক্ষ ৪০ হাজার মেম্বার ও ৪ লক্ষ ৪ হাজার ছাত্র-ছাত্রীদেরকে ৮৩টি ACCA-এর নেটওয়ার্ক অফিসের মাধ্যমে ১৭৩টি দেশে Finance এবং Accounting এর উপর সম্মানজনক ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে ACCA সহযোগিতা করে যাচ্ছে। ACCA হচ্ছে দ্রুত অগ্রসরমান Global Accountancy Body।



FIA কি?

FIA হচ্ছে Foundations in Accountancy যা ACCA-এর Entry Level-এর Suite of qualifications যেগুলো থেকে Student বা তাদের পূর্বের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে Suitable কোর্স বেছে নিতে পারেন। যারা একেবারেই Entry Level থেকে শুরু করতে চান তাদের FIA-এর Introductory Certificate Level থেকে শুরু করতে হবে, যাদের কিছুটা Accounting Background আছে তারা FIA-এর Intermediate Certificate Level থেকে শুরু করতে পারেন। যাদের Accounting-এর Basic Strong কিন্তু Graduation নেই তারা FIA-এর Diploma Level থেকে শুরু করতে পারেন, তবে উল্লেখ্য যে Diploma Level এবং ACCA-এর Knowledge Level-এর Subject ৩টি একই, ফলে কোন Student Diploma Level শেষ করে সরাসরি ACCA-এর Skills Module-এ Study করতে পারেন তবে সেক্ষেত্রে CAT Qualification পাবেন না। যে সকল Student CAT Qualification dনতে চান তাদের পূর্বের ৯টি Subject Complete করতে হবে যার মধ্যে FIA-এর Introductory Certificate, Intermediate Certificate, Diploma এবং আরো ২টি Subject included আছে।



SSC/HSC পাশ ছাত্র-ছাত্রীরা কি ACCA, CAT কোর্সে ভর্তি হতে পারবে?

CAT হচ্ছে Accounting qualification যাতে Accounting-এর বেসিক থেকে শেখানো হয়। CAT কোর্স করে খুব দ্রুত ACCA-এ কোর্সে enrolled হওয়া যায়। সুতারাং যেকোন বিভাগ থেকে SSC/HSC পাশ শিক্ষার্থীরা CAT কোর্সে ভর্তি হতে পারবেন।



CAT, ACCA পড়া ভাল কেন? নাকি BBA, MBA ভাল?

প্রফেশনালদের চাহিদা সবসময়ই বেশি। BBA, MBA পড়তে হলে SSC পাশের পর HSC পাশের জন্য ২ বছরের অধিক সময় লাগবে তারপর BBA করতে তার আরও ৪ বছর সময় লাগবে- তারপর MBA করতে আরও ১ থেকে ২ বছর লাগবে। সুতরাং একজন শিক্ষার্থীকে Academic এই শিক্ষার জন্য ৭/৮ বছর সময় দিতে হচ্ছে সাথে খরচতো রয়েছেই। অন্যদিকে SSC/HSC এরপর একজন শিক্ষার্থী মাত্র ৪ থেকে ৪.৫ বছরে World Class Chartered Accountant হতে পারবে সাথে পাবে Oxford Brookes University, UK থেকে Applied Accounting-এ অনার্স ডিগ্রী।



CAT, ACCA পড়া কি খুব কঠিন?

মোটেই না কারণ একজন ছাত্র SSC/HSC/O Level করে মাত্র ৩ থেকে ৪ বছরে ACCA করতে পারে। যা অন্য কোন প্রফেশনাল ডিগ্রীর ক্ষেত্রে বেশি সময় লাগে। আবার একই সাথে মাত্র ৩ বছরে B.Sc (Hons) in Applied Accounting সার্টিফিকেট অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি, UK থেকে প্রদান করা হয় যা বাংলাদেশে Bachelor Degree-এর সমান।



ACCA পরীক্ষা পদ্ধতি কি?

পরীক্ষা পদ্ধতি খুবই সহজ। ACCA-তে এক সাথে একটি থেকে চারটি বিষয়ের উপর পরীক্ষা দেওয়া যায়। আবার যদি কেউ ৪টি পরীক্ষা দেয় যদি কোন বিষয়ে ফেল করে শুধু উক্ত বিষয় পরীক্ষা দিতে হবে। ACCA-তে ১০০ নম্বর এর মধ্যে ৫০ নম্বর পেলেই পাস।



FIA, CAT এবং ACCA করতে খরচ কেমন?

CAT/FIA করতে আনুমানিক খরচ ২ থেকে ২.৫ লক্ষ টাকা এবং FIA/CAT+ACCA করতে আনুমানিক খরচ ৪.৫ লক্ষ টাকা (UK-এর Registration ও Exam fee সহ।



ACCA করলে কি ধরনের Career Opprtunity আছে?

Accounting এর চাকরির ক্ষেত্রে High Remuneration এবং Top Ranking job পেতে পারে। যেমন- Chief Finance Officer (CFO), Auditor, Director or Partner of Accounting farm worldwide, Finance Director, Senior Internal Auditor, Business Advisor in a multinational company etc.



CUC-এ টিচার কারা আছেন এবং শিক্ষার মান ও পড়াশোনার পরিবেশ কেমন?

আমাদের Lecturing Team এর সকলেই CAT এবং ACCA qualified যে কারনে পড়াশোনার মান সবচেয়ে ভাল। আমাদের প্রতিষ্ঠানের Full time শিক্ষক অন্য কোন প্রতিষ্ঠানের ক্লাস নেন না এবং নিবেন না করণ শিক্ষকদের সাথে চুক্তি অনুযায়ী অন্য কোন প্রতিষ্ঠানের ক্লাস নেন না এবং নিবেন না কারণ শিক্ষকদের সাথে চুক্তি অনুযায়ী অন্য কোন প্রতিষ্ঠানে জড়িত হতে পারবেন না। আর ক্লাস নেয়ারতো প্রশ্নই আসে না। নিশ্চিত হওয়ার জন্য আমাদের অফিসে এসে Faculty মেম্বারদের সাথে কথা বলতে পারেন।



পরীক্ষা কখন এবং কোথায় হয়?

Paper Based পরীক্ষা বছরে দুইবার প্রতি জুন এবং ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়। তবে Computer Based Exam বছরে যে কোন সময় অনুষ্ঠিত হয় এবং সবগুলো পরীক্ষাই British Council-এ দেওয়া যায়।



বিদেশে কি Credit Transfer করা যায়?

UK সহ ১৭৩ টি দেশে যে কোন পর্যায়ে Credit Transfer করা যায়। যেহেতু ACCA এর Main Organization একটাই।ACCA একমাত্র কোর্স যেখানে ১০০% Credit Transfer করা যায়।



ভর্তির প্রয়োজনীয়?

৩ কপি পাসপোর্ট সাইজ ছবি। সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং প্রয়োজনীয় ফি।



কোন প্রতিষ্ঠানে ভর্তির সময় শিক্ষার্থী এবং অভিভাবককে কি কি বিবেচনা করতে হবে?

Chartered University College প্রতিষ্ঠিত-২০০১-এ এবং ভর্তি শুরু হয় ২০০৩ এর শেষের দিকে।

CAT এবং ACCA একটি বিশ্বমানের প্রফেশনাল কোর্স যা HSC বা SSC করে মাত্র চার বছর সময় লাগে ACCA ডিগ্রী অর্জন করতে এবং তিন বছরে Accounting (Hons) সার্টিফিকেট পাওয়া যায়। কোর্সটি পড়ানোর জন্য বাংলাদেশে অসংখ্য কোচিং প্রাইভেট সেন্টার সেন্টার, ইনষ্টিটিউট ও ইউনিভার্সিটি কলেজ থাকলেও এর বেশীর ভাগ প্রতিষ্ঠানই ছাত্রছাত্রীর পড়াশোনার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ হচ্ছে। ফলে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পরে এক ধরনের প্রতারণার শিকার হচ্ছে বৈকি। তাই ভর্তি হওয়ার সময় একজন শিক্ষার্থী এবং অভিভাবককে যে গুরুত্বপূর্ন বিষয়গুলি বিশেষ বিবেচনায় আনতে হবে-

প্রতিষ্ঠানটি ACCA কর্তৃক অনুমোদিত কিনা? যেমন Gold Status আছে কিনা?
কোর্সটি পড়ানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা কত দিনের?
প্রতিষ্ঠানের কাঠামোগত অবস্থান, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কেমন?
শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় ক্লাসরুম আছে কি না?
কম্পিউটার ল্যাব+ইন্টারনেট সুবিধা আছে কিনা?
লাইব্রেরী আছে কিনা, থাকলে কতগুলো বই ACCA, CAT এর জন্য আছে এবং সেগুলো পর্যাপ্ত কিনা, এছাড়া লাইব্রেরীতে গ্রুপ স্ট্যাডি করার মত জায়গা আছে কিনা?
ACCA এবং CAT এর বইগুলো প্রতিনিয়ত পরিবর্তন হয় সে অনুযায়ী Updated এবং Latest বই গুলো আছে কিনা?

13/05/2015

চার বছরের রেজাল্ট (টেবুলেশন শীট) একসাথে পেতে নিচের মত করে লিংকটি ব্রাউজারের এড্রেস বারে লিখে এন্টার দিন -
Year এর যায়গার পাসের বছর (eg:2012) , roll এর যায়গার আপনার রোল লিখুন তারপর এন্টার চাপুন-

http://www.nubd.info/204/year/5201/roll

এখানে ৫২০১ হলো আনন্দমোহন কলেজের কলেজ কোড। অন্য কলেজের হলে এটিও বদলে লিখতে হবে।

21/10/2014

www.nu.edu.bd

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২
শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত)
ভর্তির মেধাভিত্তিক ফলাফল ২২/১০/১৪
তারিখে প্রকাশ করা হবে। উক্ত ফলাফল বিকাল
৪:০০ টা থেকে যে কোন মোবাইল মেসেজ
অপসনে গিয়ে (NUAT< space >Roll
No) টাইপ করে ১৬২২২ নম্বরে send করে জানা
যাবে এবং রাত ৯:০০ টা থেকে জাতীয়
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
(www.nu.edu.bd/admissions) পাওয়া যাবে।
মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের
অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ
করে সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার শেষ তারিখ
৩/১১/২০১৪ ।

nu.edu.bd

05/10/2014

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক

23/08/2014

www.nu.edu.bd

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-২০১২ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে ভর্তি শুরু হয়েছে।
২১ আগস্ট থেকে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে ।
www.nu.edu.bd/admissions

nu.edu.bd

03/08/2014

Happy Friendship Day

28/07/2014

ঈদ মোবারক

24/07/2014

সম্প্রতি আপনি মোবাইল অপারেটর
কোম্পানীর নামে একটি ফোন পেতে পারেন। ফোনে বলা হবে আমাদের নেটওয়ার্ক উন্নয়নের কাজ চলছে। ২০-৩০ মিনিটের জন্য আপনি আপনার মোবাইলটি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হবে।
আপনি অত্যন্ত ভদ্রভাবেই আপনার মোবাইল ফোনটি বন্ধ রাখবেন। কিন্তু এই ২০-৩০ মিনিটের মধ্যেই আপনার নিকট আত্মীয়- স্বজনদে র পকেট থেকে খসে যাবে হাজার টাকা অথবা লাখ লাখ টাকা।
কারন আপনার মোবাইল ফোনটি বন্ধ
হয়ে যাওয়ার সাথে সাথেই আপনার ভাই-বোন, মা- বাবা কিংবা বন্ধু- বান্ধবদের কাছে অত্যন্ত জরুরী ভিত্তিতে একটি কল যাবে। তাতে বলা হবে আপনি সড়ক
দূর্ঘটনা কিংবা এধরনের মারাত্মক
কোনো দূর্ঘটনায় মৃতপ্রায় অবস্থায় হাসাপাতালে জরূরী অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। এই মূহূর্তে অনেক টাকার দরকার। আর টাকা পাঠানোর জন্য সহজ
উপায়তো আছেই। বিকাশ করুন।
আপনার আত্মীয়রা আপনার মোবাইল ফোন বন্ধ থাকার ফলে কথাগুলি বিশ্বাস করবেন এবং স্বাভাবিকভাবেই বিকাশের
মাধ্যমে টাকা পাঠাবেন।
সেটা হতে পারে হাজার কিংবা লাখ।

আত্মীয়-স্বজনকে আগেই জানিয়ে সতর্ক করে দিন .

18/06/2014

২০১২ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। | National University

২০১২ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
www.nu.edu.bd/?p=2250

nu.edu.bd

16/06/2014

300 + like , thanks to all

18/05/2014

National University | Bangladesh

অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল আজ রাত ৮ টার পর প্রকাশিত হবে। ফলাফল জানতে ভিজিট করুন -
http://www.nubd.info/ অথবা http://www.nu.edu.bd/results/ ওয়েবসাইটে।

nubd.info National University-Bangladesh

18/03/2014

T20 World Cup Flash mob - Anandamohan College

T20 World Cup Flash mob (আনন্দমোহন কলেজের)
চিত্রায়িত হয়েছে কক্সবাজারে এবং কলেজ মাঠে।

22/11/2013

Welcome to ICAB

ফোরাম থেকে পাওয়া (বিষয়- সিএ)-

২০১১ সালের শুরুতে বিবিএ কোর্সের ইন্টার্নশীপ প্রোগ্রামের জন্য একটা অডিট ফার্মে জয়েন করি। এই ফার্মে জয়েন করার মূল লক্ষ্য ছিল যে পরে সিএ পড়বো। আজকে সেই সিএ পড়ার জন্য নিয়ম কানুন নিয়েই লেখছি যাতে ভবিষ্যতে কেউ যদি এই কোর্সে আসতে চায় সে একটা গাইডলাইন পাবে।

১) ভর্তি হওয়ার যোগ্যতাঃ

২০০৭ সালের আগে গ্রাজুয়েশন করার আগে এই কোর্সে আসা যেতো না। কিন্তু ২০০৭ সালে কাউন্সিল এর সদস্যদের অনুমতিক্রমে এইচএসসি বা এ লেভেল পাশ করার পরও এই কোর্সে আসা যায়। বর্তমানে এই কোর্সে আসার জন্য নিয়ম হলঃ
ক. এইচএসসি এর স্টুডেন্ট-দের জন্যঃ
এসএসসি আর এইচএসসি মিলিয়ে ১০ এর মধ্যে ৯ পয়েন্ট থাকা লাগবে। সাধারনত বিজ্ঞান বিভাগ আর বানিজ্য বিভাগের স্টুডেন্টদেরই নেয়া হয়।
খ. এ-লেভেল এর স্টুডেন্টদের জন্যঃ
এ-লেভেল এ ২টা বি আর ১টা সি থাকতে হবে কমপক্ষে।

২) কোর্সের সময়ঃ

গ্রাজুয়েশন করে আসলে ৩ বছর এর কোর্স, রেজিস্ট্রেশন এর দিন থেকে ৩ বছর গননা করা হয়। আর যারা গ্রাজুয়েশন করে নাই তাদের জন্যঃ
ক। এইচএসসি পাশ করা স্টুডেন্টদের ক্ষেত্রে ৪ বছর
খ। এ-লেভেল এর স্টুডেন্টদের যদি ৩ টা বিষয়ে এ থাকে তাহলে তাদের জন্য ৩.৫ বছরের কোর্স। কিন্তু ৩টা না থাকলে তখন আবার ৪ বছর এর কোর্স করতে হবে।

৩) ভর্তি হওয়ার নিয়মঃ

ভর্তি হওয়ার জন্য সাধারনত কোনো অডিট ফার্মের সাথে জড়িত হতে হয়। এজন্য অবশ্য আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হতে পারে। যেমন, বর্তমানে বাংলাদেশ ব্যাঙ্কের র্যা ঙ্কিং অনুযায়ী ১ নং অডিট ফার্ম একাউন্টিং, ইংরেজী, আইএফআরএস এর প্রশ্ন করে থাকে তাদের পরীক্ষায়। আবার বাংলাদেশ এর সবচেয়ে আলোচিত ফার্ম আরআরএইচ ও তাদের পরীক্ষায় এধরনের প্রশ্নই করে থাকে। এছাড়া অন্যান্য ফার্মে প্রশ্ন হিসাবে সাধারনত ইংরেজী নিয়েই বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে। এই ভর্তি পরীক্ষায় পাশ করলে আপনাকে আবার ভাইভা দিতে হয় যেখানে মূলত আপনার সিএ পড়ার কারনই জিজ্ঞাসা করে থাকে। ভাইভায় পাশ করলেই আপনাকে অডিট ফার্মে নিয়োগ দিবে।

৪) রেজিস্ট্রেশন পাওয়ার নিয়মঃ

আপনি যখন একটি ফার্মে অংশ নিবেন তখন সাধারনত আপনাকে ট্রেইনি স্টুডেন্ট হিসাবে নিয়োগ দিয়ে থাকে। এরপর স্থান খালি হলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয় একজন চার্টার্ড একাউন্টেন্ট এর সাথে কাজ করার জন্য। এই রেজিস্ট্রেষন এর গুরুত্ব হল আপনার যেদিন রেজিস্ট্রেশন হবে তার ১১ মাস এর মধ্যে আপনি কোনো পরীক্ষা দিতে পারবেন না। তাই যদি দেখা যায় যে ১০-১৫ দিনের জন্য আপনি পরীক্ষা দিতে পারছেন না, তখন উচিত হবে ম্যানেজমেন্টের সাথে কথা বলে রেজিস্ট্রেশন এগিয়ে নেয়া।

৫) পরীক্ষা পদ্ধতিঃ

বছরে দুবার পরীক্ষা হয়ঃ জুন এবং ডিসেম্বর মাসে। এই দুই মাস এ পরীক্ষা হওয়ার কারণ হল এই সময় অডিট এর কোনো কাজই থাকে না। জুন মাসের পরীক্ষা দেয়ার জন্য আপনাকে অবশ্যই আগের বছরের জুলাই মাসের আগেই রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। আর যদি ডিসেম্বর এর পরীক্ষা দিতে হয় তাহলে আগের বছরের ডিসেম্বর মাসের মধ্যেই রেজিস্ট্রেশন করতে হবে। একবার পরীক্ষা দেয়ার পর পরের পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না।

৬) পরীক্ষার ধাপঃ

সিএ তে এখন মোট তিনটা লেভেল আছে, একটি লেভেল সম্পূর্ন পাশ করে পরবর্তী লেভেল এ যেতে হয়। তবে একবার পরীক্ষা দিয়ে যদি কোনো বিষয়ে পাশ করে থাকেন তাহলে পরের বার আর সেই পরীক্ষা দিতে হয় নাঃ
ক) নলেজ লেভেলঃ
নলেজ লেভেল এ আছে মোট সাতটি বিষয়ঃ এসুরেন্স (অডিট), একাউন্টিং, বিজনেস ফাইনান্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন, ট্যাক্স, বিজনেস এন্ড কমার্সিয়াল ল আর আইটি। এই লেভেল এর পরীক্ষায় সাধারন আপনার প্রাথমিক জ্ঞান এর পরীক্ষাই হয়। ট্যাক্স বাদে সব কয়টা পরীক্ষা মাত্র ১.৫ ঘন্টা এবং পরীক্ষার মান পূর্ন ১০০ মার্ক। প্রশ্ন এমন ভাবে আসে যেন পুরো সময়টাই লিখে যেতে হয়। ট্যাক্স পরীক্ষার সময় হল ৩ ঘন্টা। এই পরীক্ষায় কিছুটা সময় পাওয়া যায়, তবে এটাই চ্যালেঞ্জিং বিষয় কারন প্রতি বছরের ফিনান্স এক্টের সাথেই পাঠ্যসূচিতে পরিবর্তন আসে। এছাড়া বিভিন্ন সময়ের এসআরও গুলোও মনে রাখতে হয়। দুঃখের বিষয় হচ্ছে, আইটি সাব্জেক্টটা আসলেই খুব বাজে কারন এর সাথে আপনার আসল আইটির কোনোই সম্পর্ক নেই। আরেকটি দুঃখের কথা হচ্ছে, বিজনেস ফাইনাস হল অডিট, ম্যানেজমেন্ট ইনফরমেশন, আইটি একাউন্টিং এর সংমিশ্রন। তবে আপনি যদি মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারেন তাহলে খুব একটা কঠিন হবে না।
খ) এ্যাপ্লিকেশন লেভেলঃ
এ্যাপ্লিকেশন লেভেল এও আছে সাতটি বিষয়ঃ অডিট এন্ড এসুরেন্স, ফিনান্সিয়াল একাউন্টিং, বিজনেস স্টাডিজ, ম্যানেজমেন্ট একাউন্টিং, ট্যাক্স-২, করপোরেট ল আর আইটি এ্যাপ্লিকেশন। এই লেভেল এর পরীক্ষায় একটু জটিল প্রশ্ন আসে এবং মূলত তা আপনার একটি বিষয়ে আপনি আপনার জ্ঞান কিভাবে ব্যবহার করবেন তা দেখা হয়। এই লেভেল এর পরীক্ষায় ২.৫০ ঘন্টা সময় থাকে এবং ১০০ মার্ক উত্তর দিতে হয়। তবে মাঝে মাঝেই দেখা যায় ৪-৫ টা প্রশ্নই ১০০ মার্ক এর। অর্থাৎ প্রচুর লিখতে হয়।
গ) এডভান্স লেভেলঃ
এডভান্স লেভেল এ মোট চারটি বিষয় থাকে যার মধ্যে একটি হল কেস স্টাডিজ। কেস স্টাডিজ এর পরীক্ষা ৪ ঘন্টা হয়ে থাকে এবং প্রশ্ন হয় প্রায় ১০-২০ পাতার মত।

৭) কোচিং ক্লাসঃ

আপনি যখন প্রথমবার কোনো লেভেল এর পরীক্ষা দিবেন তার আগে আপনাকে অবশ্যই কোচিং ক্লাস করতে হয়। এই কোচিং ক্লাস প্রায় ৩ মাস ধরে চলে। বিরক্তের বিষয় হচ্ছে, এই কোচিং ক্লাস হয় অফিসের পর অর্থাৎ ৬-৯ টা এবং শুক্র শনিবারও ক্লাস হয়ে থাকে।

৮) অডিট কর্মঃ

আপনি যখন ফার্মের সাথে যোগ দিলেন তখন আপনাকে বিভিন্ন কোম্পানির কাজ নিরীক্ষা করতে পাঠানো হবে। এই নিরীক্ষা কর্মে আপনাকে সাহায্য করার জন্য অনেক সিনিয়র স্টুডেন্ট তো থাকবেই সাথে পাশ করে যাওয়া চার্টার্ড একাউন্টেন্টরাও থাকবে। তাই এই কাজ আসলে তেমন কঠিন না। বেশির ভাগ ক্ষেত্রেই আপনাকে বলে দেয়া হবে কি করতে হবে।

৯) কোর্সের ফিঃ

আপনাকে রেজিস্ট্রেশন করার সময় ৩০,০০০ টাকা দিতে হবে। এই ফি এর মধ্যে আপনার প্রথম লেভেল এর বই আছে এবং কোচিং ক্লাস এর ফিও আছে। এরপর যখন পরীক্ষা দিবেন তখন পরীক্ষার ফি হিসাবে প্রতি বিষয়ের জন্য ১,৩০০ টাকা দেয়া লাগে। কিন্তু আপনি যদি ৭টা বিষয়ই দেন তাহলে ৮,৫০০ টাকা হয় মোট ফি। এরপর যখন নলেজ লেভেল পাশ করে এ্যাপ্লিকেশন লেভেল এ যাবেন তখন ১৫,০০০ টাকা দিয়ে কোচিং ক্লাস এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে, আর বই কিনতে হবে ৪,৫০০ টাকা দিয়ে। আবার পরীক্ষা দেয়ার জন্য প্রতি বিষয়ে ৩,০০০ টাকা ফি দিতে হবে। আবারও আপনি যদি এক সাথে সব বিষয়ের পরীক্ষা দেন তাহলে ১৮,০০০ টাকা দিলেই হবে। এডভান্স লেভেল এর জন্যও ক্লাশ ফি ১৮,০০০ টাকা আর প্রতি বিষয়ের জন্য পরীক্ষা ফি ৫,০০০ টাকা। তবে সর্বমোট ১০,০০০ টাকা।

১০) পারিতোষিকঃ

সাধারনত আপনি যে ফার্মে কাজ করে থাকেন তারা আপনাকে হাত খরচ হিসাবে সামান্য পারিতোষিক দেয়া হয়ে থাকে। আইসিএবির নিয়ম অনুযায়ীঃ
ক) রেজিস্ট্রেশনের পর থেকে ১ বছর পর্যন্ত ৩,০০০ টাকা/প্রতি মাস
খ) রেজিস্ট্রেশনের ১ বছর পর থেকে ২ বছর পর্যন্ত ৩,৫০০ টাকা/প্রতি মাস
গ) রেজিস্ট্রেশনের ২ বছর পর থেকে ৩ বছর পর্যন্ত ৪,০০০ টাকা/প্রতি মাস
ঘ) রেজিস্ট্রেশনের ৩ বছর পর থেকে ৪,৫০০ টাকা/প্রতি মাস

১১) সামান্য হিসাবঃ

আপনি আপনার পুরো কোর্সের মধ্যে পাবেনঃ ৩,০০০*১২+৩,৫০০*১২+৪,০০০*১২= ১২৬,০০০ টাকা
আর আপনি যদি প্রতি দুবার পরীক্ষা দিয়ে দুটি লেভেল পাশ করেন তাহলে খরচ হবেঃ
৩০,০০০+৮,৫০০+৮,৫০০+১৫,০০০+১৮,০০০+১৮,০০০= ৯৮,০০০ টাকা
অর্থাৎ আপনার ২৮,০০০ টাকা সঞ্চয় হবে। আর ২টা লেভেল পাশ করার পরই এখন বেশ ভালো চাকুরি পাওয়া যায়।

১২) বোনাসঃ

আপনি অডিট করার জন্য অনেক জায়গায় ঘুরতে যেতে পারবেন, যেমন সিলেট, চিটাগাং, কক্সবাজার, রাঙামাটি এবং অন্যান্য এবং তাও আবার অফিসের খরচে।

মন্তব্যঃ-
>> পাশ করা অনেক কঠিন বলে অনেকেই করতে চায় না। যেমন গতবার প্রথম লেভেল পাশ করেছিল ৪০২ জন, কিন্তু এদের মধ্যে ২ জন বোধহয় দ্বিতীয় লেভেল একেবারে পাশ করতে পেরেছে। এবার আর গত বার মিলে প্রথম লেভেল পাশ করেছে প্রায় ৬৫০ কিন্তু দ্বিতীয় লেভেল পাশ করেছে ৬০ জনও না। এথেকেই বোঝা যায় যে দ্বিতীয় লেভেলটা অনেক কঠিন।
বেতনের কথা বললে আমি বলবো যে, অবশ্যই এই ক্ষেত্রে অনেক বেশি বেতন পাবেন আপনি যদি পাশ করতে পারেন এবং এই পাশের ফল আপনার কর্মে প্রতিফলিত হয়। একজন কোয়ালিফাইড চার্টার্ড একাউন্টেন্ট এর প্রাথমিক বেতন কম করে হলেও ১ থেকে ১.২০ লাখ এর মধ্যে।
মোদ্দা কথা, ধৈর্য এই ক্ষেত্রে সবচেয়ে বড় ক্ষমতা। এটা না থাকলে আসলে পড়ে লাভ নেই। কারন পাশ করা না করা খুব কম সময়ই আপনার ভালো পরীক্ষার উপর নির্ভর করে।

>> আচ্ছা ভাই আমার একটি তথ্য দরকার সেটি হলো সিএ এর পাশাপাশি মাষ্টার্স পড়তে কি কোন নিষেধাজ্ঞা আছে নাকি?
- নিষেধাজ্ঞা যা আছে তা শুধু কাগজে কলমে। তাছাড়া তা আপনি কোন ফার্মে আছেন তার উপরও নির্ভর করে। ফার্ম যদি আপনাকে অনুমতি দেয় পরীক্ষা দেয়ার জন্য তাহলেই আপনি পরীক্ষা দিতে পারবেন (এটা আবার লিখিত পাওয়া যাবে না কারন এটা যে নিয়ম বহির্ভূত)।

>> সিএ করা নাকি অনেক ধৈর্যের ও পরিশ্রমের।
- হ, আমি দুই বছর করে খ্যান্ত দিসি

>> আমি ঠিক করতে পারছি না CA, CFA, ACCA কোনটা কে বেছে নিবো ।
- গ্লোবাল রেকগনাইজড ডিগ্রি হচ্ছে সিএফএ আর এসিসিএ। এর মধ্যে সিএফএ কে ধরা হয় পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি হিসাবে আর এসিসিএ কে ধরা হয় ডিপ্লোমা ডিগ্রি হিসাবে। অর্থাৎ সিএফএ এর মান এসিসিএ এর মান এর তুলনায় অনেক বেশি। এজন্য পরীক্ষাও সিএফএর টা কঠিন হয়ে থাকে।
লোকাল চিন্তা করলে সিএ সবচেয়ে বেশি রেকগনাইজড। একজন সিএ পাশ করা মানুষের স্টার্টিং বেতন কম করে হলে ৩০-৪০ হাজার টাকা বেশি হবে সিএফএ বা এসিসিএ এর তুলনায় বাংলাদেশ এ (যদি তাদের ভাইভা একই রকম হয়ে থাকে তাহলে)। আরেকটা কথা হচ্ছে সিএ পড়তে আপনার খরচ সবচেয়ে কম হবে। ওদের একটা লাইব্রেরি আছে কাওরান বাজার এ, যেখানে আপনি সমমনা অনেক মানুষ পাবেন। কিন্তু অন্যদের ক্ষেত্রে এমন কোনো লাইব্রেরি নাই বললেই চলে।
পরীক্ষার দিক থেকে সিএ এর প্রশ্ন সিএফএর থেকে কঠিন না হলেও, খাতা দেখা অনেক কঠিন করে করা হয়। ফলে পাশ সিএফএর চেয়ে কম করে
সিএর নেগেটিভ সাইড বলতে গেলে বলতে হয় ৩ বছর একটা ফার্মের সাথে হাতখরচ এ থাকাটা। মাত্র মাসিক ৩,০০০ দিয়ে কি কিছু হয়?? অন্য দুটির ক্ষেত্রে আপনি পরীক্ষা পাস করার পর চাকুরী করতে পারবেন এবং সেক্ষেত্রে মাইনেও বেশি হবে।
- চাকুরী করার তাড়া না থাকলে সিএ করতে পারেন।

- শেষ কথা, আপনার যদি চাকুরিতে যাওয়ার জন্য তাড়াহুড়া থাকে (যেমন, গার্লফ্রেন্ড বিয়ের জন্য চাপ দিবে) তাহলে বলবো এসিসিএ করুন। ওটার পাশের হার বেশি। বিদেশ যাওয়ার ইচ্ছা থাকলে করুন সিএফএ। আর দেশ এ থাকতে চাইলে এবং বেশি টাকা কামাতে চাইলে করুন সিএ।
>> আর একটা কথা পরিষ্কার করে এখনই বলা দরকার। আপনার যদি অপরিসীম ধৈর্য্য এবং রোবটের মত পরিশ্রম করার মত মানসিকতা না থাকে তবে এই কোর্স আপনার জন্য নয়। সেনাবাহিনীতে যেমন দুই দল সেনা থাকে, সাধারণ সৈনিক আর বিশেষ কমান্ডো দল, এই কোর্স হচ্ছে অ্যাকাউন্টিংয়ের কমান্ডো কোর্স। ( একটু অপ্রাসঙ্গিকভাবে বলে রাখি প্রতিরক্ষা বাহিনীতে একটা প্রচলিত প্রবাদ "গায়ে ব্যাঙের ছাতা না গজানো পর্যন্ত কমান্ডো হওয়া যায় না।" ) এইখানে যদি আপনি জানকয়লা করা পরিশ্রম না করেন তাহলে ভর্তি হয়ে শুধু শুধু সময় আর পয়সা নষ্ট করাই সার হবে। কাজের কাজ কিছুই হবে না।
এই হাড়ভাঙা পরিশ্রমের কথাটা সাধারণত টিউশন প্রোভাইডাররা একটু চেপে যায় কারণ এতে তারা নতুন স্টুডেন্ট ভর্তি না হয়ে ভেগে যাবার আশংকা করে। কিন্তু পরে দেখা যায় একটু আরামপ্রিয় স্টুডেন্টদের মাথায় বাজ পড়ে। তারও উপর তারা দেখে একই সাথে প্রাইভেট ইউনিভার্সিটির বন্ধুরা কত আনন্দ করে আর তাকে কি গাধার মত খাটতে হয়! এটা মানসিক অস্থিরতা সৃষ্টি করে, তার কাছে এই কোর্স জেলখানার মত মনে হতে থাকে। ফলশ্রুতিতে এক-দেড় বছর সময় এবং পয়সা নষ্ট করার পর তারা ঝরে পড়ে। অতএব, সিদ্ধান্ত নেয়ার আগে ভাল করে ভেবে দেখুন এত কষ্ট আপনার দ্বারা সহ্য হবে কিনা।

>> এইযে পত্রিকাতে মাঝে মাঝে বড় বড় কোম্পানীর এ্যানুয়াল ব্যালেন্স শিট ছাপা হয়, হয়তো খেয়াল করেছেন। শুধু মাত্র CA-রাই এইটির খসড়া ব্যালেন্স শিটকে চেক করে 'মোটামুটি ঠিক আছে' বলে এপ্রুভ করতে পারবে বাংলাদেশে। ACCA রা খুব সম্ভবত শুধু চাকরী করতে পারবে বাংলাদেশে!!
বাংলাদেশে বর্তমানে ফলাফলের উপর ভিত্তি করে CA পড়ুয়াদের জন্য ১৫-২০ টি স্কলারশিপের ব্যবস্হা আছে এবং মেয়েদের জন্য সবচেয়ে সুবিধার কথা হল তাদেরকে সাধারনত ঢাকার বাইরে পাঠানো হয় না

>> বাংলাদেশের ICAB - Institute of Charted Accountant Bangladesh যে সার্টিফিকেট দিয়ে থাকে সেটা বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং সেই সাথে অল্প কিছু দেশে স্বীকৃত। আর ACCA যে সার্টিফিকেট দেয় সেটা ৬টি মহাদেশের বড় বড় সব কয়টা দেশে স্বীকৃত।

>> বাংলাদেশে চার্টার্ড একাউন্টেন্টের দাম ACCA পাস করাদের থেকে অনেক বেশি।
আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে CA আর ACCA একটা পার্থক্য জানেন?
- CA রা এক্সটার্নাল অডিট করতে পারে কিন্তু ACCA, Cost Accountant রা তা করতে পারে না।

বিস্তারিত এখানে- http://www.icab.org.bd/
------------ 0 ------------

icab.org.bd The Institute of Chartered Accountants of Bangladesh

03/11/2013

হরতালের কারনে 5 তারিখের - 1st year এর পরীক্ষা 9 তারিখ আর 4th year এর পরীক্ষা 7 তারিখ হবে ৷

13/09/2013

স্নাতক (সম্মান) শ্রেণিতে গ্রেডিং পদ্ধতিতে প্রমোশন ও অন্যান্য বিষয় প্রবর্তিত নতুন
রেগুলেশন সার্বিক শিক্ষার পরিবেশ ও
শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জাতীয়
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে গ্রেডিং পদ্ধতিতে প্রমোশন সহ অন্যান্য বিষয়ে নিয়ম- নীতি যুগোপযোগী ও আধুনিকীকরণ করার লক্ষে বিদ্যমান রেগুলেশন সংশোধন করে নিম্নবর্ণিত রেগুলেশন করেছে-

BA, BSS এবং BBS এর ক্ষেত্রে ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টি তত্ত্বীয় কোর্সে ন্যূনতম D grade, ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে ৫০% কোর্সে অর্থাৎ
ন্যূনতম ৩টি তত্ত্বীয় কোর্সে D grade, ৩য় বর্ষ থেকে ৪র্থ বর্ষে প্রমোশনের জন্য ৫০%
কোর্সে অর্থাৎ ন্যূনতম ৪টি তত্ত্বীয় কোর্সে D grade পেতে হবে।

B.Sc এর ক্ষেত্রে ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টি তত্ত্বীয়
কোর্সে ন্যূনতম D grade, ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টি তত্ত্বীয় কোর্সে ন্যূনতম D grade, ৩য় বর্ষ
থেকে ৪র্থ বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৪টি তত্ত্বীয় কোর্সে ন্যূনতম D grade পেতে হবে।

অন্যান্য বিধান ১ম, ২য়, ৩য় বা ৪র্থ বর্ষে F গ্রেড পাওয়া কোর্সগুলো ভর্তির ছয়
শিক্ষাবর্ষের মধ্যে অবশ্যই D বা উচ্চতর গ্রেডে উন্নীত করতে হবে। তবে F গ্রেড প্রাপ্ত কোর্স পরীক্ষার মাধ্যমে উন্নীত করার
ক্ষেত্রে ফলাফল যাই হোক না কেন,
একজন পরীক্ষার্থী সর্বোচ্চ B+ গ্রেড এর বেশী প্রাপ্য হবে না। উল্লেখ্য যে, কোন কোর্সে F গ্রেড থাকলে পরীক্ষার্থী অনার্স
ডিগ্রী পাবে না। তবে রেজিস্ট্রেশন মেয়াদ শেষে কোন পরীক্ষার্থী একাধিক F গ্রেডসহ ন্যূনতম ১০০ credit অর্জন করলে তাকে পাস ডিগ্রী প্রদান করা হবে।

২০১২-২০১৩ শিক্ষাবর্ষের পর থেকে স্নাতক (সম্মান) শ্রেণীর ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের প্রত্যেক তত্ত্বীয় কোর্সের ১০০ নম্বরের মধ্যে ইন-কোর্স পরীক্ষা ২০% নম্বর
এবং তত্ত্বীয় ফাইনাল পরীক্ষা ৮০% নম্বর এবং ২০০৯-১০ শিক্ষাবর্ষের জন্য ৩য় ও ৪র্থ বর্ষে, ২০১০-১১ ও ২০১১-১২ শিক্ষাবর্ষে ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের তত্ত্বীয় কোর্সে প্রতি ১০০ নম্বরের মধ্যে ইন-কোর্স
পরীক্ষা ২০% নম্বর এবং তত্ত্বীয় ফাইনাল পরীক্ষা ৮০% নম্বরে অনুষ্ঠিত হবে। প্রত্যেক
বর্ষের ক্লাস শুরু থেকে ১৫ সপ্তাহের মধ্যে প্রতিটি কোর্সের অর্ধেক পাঠ্যসূচী শেষ করে পঠিত অংশের উপর কোর্স শিক্ষককে একটি ইন- কোর্স পরীক্ষা গ্রহণ করতে হবে।
একইভাবে পরবর্তী ১৫ সপ্তাহের মধ্যে পাঠ্যসূচীর বাকী অর্ধেক শেষ করে এ অংশের উপর আর একটিসহ মোট ২টি ইন-কোর্স পরীক্ষা গ্রহণ করতে হবে।
অভ্যন্তরীণভাবে উত্তরপত্র মূল্যায়ন করে ইন-কোর্স পরীক্ষার প্রাপ্ত নম্বরের এক কপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট উপ-
পরীক্ষা নিয়ন্ত্রক এর নিকট প্রেরণ করতে হবে এবং এক কপি সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের অফিসে সংরক্ষন করতে হবে।

-প্রেস রিলিজ

31/08/2013

আনন্দ মোহন কলেজের পাঁচটি ছাত্রাবাসের শতাধিক শিক্ষার্থী গত পাঁচ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

লিংক প্রথম কমেন্টে -

08/08/2013

সবাইকে ঈদ মোবারক

08/07/2013

পবিত্র রমজান উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

১১ জুলাই থেকে সকাল নয়টার বদলে সাড়ে নয়টায় পরীক্ষা শুরু "হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, ৩ জুলাই ওই পরীক্ষা শুরু হয়েছে।
আগে নয়টায় পরীক্ষা শুরু হতো। রমজান মাস উপলক্ষে সাড়ে নয়টা থেকে পরীক্ষা হবে। পরীক্ষার অন্যান্য তারিখ ও শর্ত অপরিবর্তিত থাকবে।

09/06/2013

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের
পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১০
সালের স্নাতক চতুর্থ বর্ষ পরীক্ষার ২২টি বিষয়ের
ফলাফল রোববার সকালে প্রকাশিত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-
www. nubd. info ও www. nuadmission. info
থেকে ফলাফল জানা যাচ্ছে।
২০১০ সালের চতুর্থ বর্ষ অনার্স তত্ত্বীয়
পরীক্ষা ২০১২ সালের ১২ নভেম্বর শুরু হয়ে একই
বছরের ২৯ ডিসেম্বর শেষ হয়। ব্যবহারিক ও মৌখিক
পরীক্ষা চলতি বছরের ২০ জানুয়ারি থেকে শুরু
হয়ে ৩১ মার্চ শেষ হয়।
২৮টি বিষয়ে অনার্সে সারাদেশে মোট
১৮৪টি কলেজের এক লাখ তিন হাজার ৬শ ১৮ জন
পরীক্ষার্থী ১২৮টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ
করে।
তবে রোববার বাংলা, আরবি, ইসলামের ইতিহাস,
দর্শন, ইসলামী শিক্ষা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম,
অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং,
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, পদার্থবিদ্যা,
প্রাণিবিদ্যা, ভূগোল, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান,
পরিসংখ্যান, গণিত, লাইব্রেরি সায়েন্স, নৃ-বিজ্ঞান,
গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের ফল প্রকাশিত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ
দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম
জানান, তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পাঁচ মাসের
মধ্যে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। এর আগে এত
কম সময়ে ফলাফল প্রকাশ সম্ভব হয়নি। অনেক
প্রতিকূলতার মধ্যেও এই ফলাফল প্রকাশ করা সম্ভব
হলো।
অবশিষ্ট ৬টি বিষয়ের ফলাফল এ সপ্তাহের মধ্যেই
প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


College Road, Dhaka
Mymensingh
2200

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 17:00
Other Community Colleges in Mymensingh (show all)
BAU Faculty of Fisheries BAU Faculty of Fisheries
Faculty Of Fisheries, Bangladesh Agricultural University
Mymensingh, 2202

Faculty of Fisheries of the Bangladesh Agricultural University, Mymensingh was established in 1967 as the first full-fledged institution for fisheries education in this sub-continent. It offers BSc, MS and PhD degree in different disciplines of fisheries.

Department Of Economics, jkkniu Department Of Economics, jkkniu
Trishal
Mymensingh, 2200

we are all economist person

Department of Bangla, Ananda Mohan College, Mymensingh Department of Bangla, Ananda Mohan College, Mymensingh
Ananda Mohan College
Mymensingh

বাংলা বিভাগ, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।

Sahabuddin degree college assim ,fulbaria,mymensingh Sahabuddin degree college assim ,fulbaria,mymensingh
Mymensingh

Shahabuddin Degree College,Assim,Fulbaria,Mymensingh.

Department of MARKETING,Nasirabad University College,Mymensingh Department of MARKETING,Nasirabad University College,Mymensingh
Sankipara
Mymensingh, 2200

This is the page about Marketing department of Nasirabad University College, Mymensingh. Every kind of information & update is published here.

College of Business, Science & Technology -  CBST College of Business, Science & Technology - CBST
17/2, Pandit Para
Mymensingh, 2200

Ensuring a glorious carrier. █║▌│█│║▌║│█║▌║█║▌ © Official page ® 2014

Jamia Islamia Sahora, Momenshahi Jamia Islamia Sahora, Momenshahi
Chorpara
Mymensingh, 2200

A leading Islamic Education Institute in Bangladesh... Which is widely known for it's successfull ac

Govt. Nazrul College Trishal সরকারি নজরুল কলেজ ত্রিশাল Govt. Nazrul College Trishal সরকারি নজরুল কলেজ ত্রিশাল
Govt. Nazrul College Trishal
Mymensingh, 2220

It is a most Popular Educational Institute

Endeavour Medical Guidebook Series Endeavour Medical Guidebook Series
Mymensingh

This is the most up-to-date and best seller medical guidebook series in Bangladesh.

Agricultural University College , Mymensingh. Agricultural University College , Mymensingh.
BAU Campus
Mymensingh, 2202

Agricultural University College (Bengali: কৃষি বিশ্ববিদ্যালয় ?

Faculty of Agricultural Engineering &Technology Faculty of Agricultural Engineering &Technology
Bangladesh Agricultural University
Mymensingh, 2202

Faculty of Agricultural Engineering and Technology is a dominant faculty of Bangladesh Agricultural University, Mymensingh and working with glorious past to develop and improve technologies in the field of agriculture.

Notre Dame College Mymensingh - NDCM Notre Dame College Mymensingh - NDCM
Barera Bypass, Maskanda
Mymensingh, 2200

√→Deligite Lumen Sapientiae�• √→Love The Light Of Wisdom�• College EIIN: 137031