
'কৃষিগুচ্ছঃ২০২১-২২'
বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা 'শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়'- এ মাইগ্রেট হয়েছো, বিগত বছরের আলোকে তাদের যা যা করা লাগতে পারেঃ
SHUVO_AET_BAU
বাকৃবি ভর্তি যুদ্ধে শুরু থেকে তোমাদের পাশে থেকে সাহায্য করাই আমাদের লক্ষ্য।
Operating as usual
'কৃষিগুচ্ছঃ২০২১-২২'
বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা 'শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়'- এ মাইগ্রেট হয়েছো, বিগত বছরের আলোকে তাদের যা যা করা লাগতে পারেঃ
SHUVO_AET_BAU
BAU♥
'কৃষিগুচ্ছঃ২০২১-২২'
মাইগ্রেটেড শিক্ষার্থীদের করণীয়-
১৮ ডিসেম্বর ২০২২ তারিখে ৫ম অটোমাইগ্রেশন সম্পন্নের পর যাদের বিশ্ববিদ্যালয় পরিবর্তন হয়েছে তাদের ক্ষেত্রে করণীয়ঃ
মাইগ্রেশনের পর অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে যারা বাকৃবি'তে এসেছে তাদেরকে অতিরিক্ত টাকা দিয়ে ভর্তি ফি সমন্বয় করতে হবে না।পরবর্তীতে নোটিশের মাধ্যমে হলের এটাচমেন্ট লিস্ট দিয়ে দিবে।বাকৃবির ভর্তি ফি ৬২১৪৳ হওয়ায় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বাকৃবি'তে মাইগ্রেটেড শিক্ষার্থীরা অবশিষ্ট ভর্তি ফি ফেরত পাবে।এক্ষেত্রে ক্লাস শুরু হওয়ার কিছুদিন পর ব্যাংক একাউন্ট খোলার জন্য নোটিশ দিবে।ভার্সিটি কর্তৃপক্ষ নিজ দায়িত্বে কাগজপত্র আদান-প্রদান করে নিবেন।অর্থাৎ বাকৃবি'তে মাইগ্রেটেড শিক্ষার্থীদের ব্যাংক একাউন্ট খোলা ব্যাতিত কোনো কাজ নেই।
বাকৃবি ব্যাতিত অন্য সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাইগ্রেটেড হলে তাদের ক্ষেত্রে ভর্তি ফি সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে জানিয়ে দিবেন।তবে বাকৃবি ব্যাতিত অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে পবিপ্রবি'তে মাইগ্রেটেড হলে অতিরিক্ত টাকা দিয়ে ভর্তি ফি সমন্বয় করতে হবে না।এক্ষেত্রে পবিপ্রবি কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা ফেরত দিবেন।
বি.দ্র. যেহেতু ফ্যাকাল্টিভেদে ভর্তি ফি'র কিছুটা তারতম্য থাকে,তাই একই বিশ্ববিদ্যালয়ের আন্তঃফ্যাকাল্টির মধ্যে মাইগ্রেশন হলে শুধুমাত্র ভর্তি ফি সমন্বয় করতে হবে,এরপর ক্লাস শুরু হলে মাইগ্রেটেড ফ্যাকাল্টি/বিষয়ে ক্লাস করতে হবে।
Mahmudul Hasan Shuvo
Faculty of Agricultural Engineering & Technology
Bangladesh Agricultural University
'কৃষিগুচ্ছ আপডেটঃ২০২১-২২'
৫ম দফা অটোমাইগ্রেশনের পর ৩১৪ জন অপেক্ষমাণ প্রার্থীর পবিপ্রবি, সিভাসু,সিকৃবি,খুকৃবি & হকৃবি'তে অপেক্ষমাণ পজিশন অনুযায়ী প্রাপ্ত বিষয়ের সারসংক্ষেপঃ
*বিভিন্ন কোটায় মোট ২৭ জন অপেক্ষমাণ প্রার্থী বিষয় মনোনয়ন পেয়েছে।
*১৮ ডিসেম্বর ২০২২ তারিখে অপেক্ষমাণ পজিশন ১০১৩ পর্যন্ত বিষয় মনোনয়ন পেয়েছে।তাদের ভর্তি নিশ্চায়ন ফি জমা দেওয়ার সময় ১৮-২২ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত।এর মধ্যে ১০ হাজার টাকা অনলাইনে জমা না দিলে প্রার্থীতা বাতিল হয়ে যাবে।
৬ষ্ঠ মাইগ্রেশনে কার কেমন সাবজেক্ট আসবে সেটা কতজন ৫ম ধাপে অর্থাৎ ২২ ডিসেম্বরের মধ্যে ১০হাজার টাকা জমা দিবে না,তার ওপর নির্ভরশীল।এই মাইগ্রেশনের পর যতগুলো সিট খালি হবে,ঠিক ততজন অপেক্ষমান প্রার্থী বিষয় মনোনয়ন পাবে।এই প্রক্রিয়া সিট ফিলআপ হওয়ার পূর্ব পর্যন্ত লুপ আকারে চলতে থাকবে।
মাইগ্রেশনে কারো ভার্সিটি পরিবর্তন হলেও পুনরায় ভর্তি হতে হবে না।শুধুমাত্র ভর্তি ফি সমন্বয় করতে হবে।কাগজপত্র ভার্সিটি কর্তৃপক্ষ নিজ দায়িত্বে আদান-প্রদান করে নিবে।
অপেক্ষমাণ প্রার্থীদের সবসময় কৃষিগুচ্ছের ওয়েবসাইটে নজর রাখার জন্য অনুরোধ করা হলো।
©BAU Admission Test Helpline
মাহমুদুল হাসান শুভ
কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
আজ কৃষি গুচ্ছের৫ম মাইগ্রেশন সম্পন্ন হয়েছে। যাদের সাবজেক্ট /বিশ্ববিদ্যালয় পরিবর্তন হয়েছে এবং নতুন করে
বিশ্ববিদ্যালয় পেয়েছো তাদের সকলকে অভিনন্দন।
বাকৃবিতে এটাই সম্ভাব্য শেষ সেন্ট্রাল মাইগ্রেশন। আর সর্বোচ্চ ২-৩ টা সেন্ট্রাল মাইগ্রেশন হতে পারে। জিএসটি এর জন্য ৫ম মাইগ্রেশনে অনেক দেরি হয়েছে। ৬ষ্ঠ মাইগ্রেশন স্যাররা খুব তাড়াতাড়িই দিয়ে দিবেন হয়তো।
সেন্ট্রাল মাইগ্রেশন শেষ হওয়ার পরে ওয়েবসাইটে স্ব স্ব ভাবে বিশ্ববিদ্যালয়গুলো তাদের ওরিয়েন্টেশন, ক্লাশ শুরুর তারিখ প্রকাশ করবে।
আশরাফুল আলম সাকিব
Faculty Of Agriculture (L-1,S-2)
Bangladesh Agricultural University, Mymensingh.
৫ম মাইগ্রেশন সম্পন্ন হয়েছে। বলতে গেলে বাকৃবি সহ ৩ বড় বিশ্ববিদ্যালয় ( বাকৃবি, বশেমুরকৃবি ও শেকৃবি)-এর জন্য এটাই সম্ভাব্য শেষ সেন্ট্রাল মাইগ্রেশন।
পরবর্তী মাইগ্রেশন গুলোতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাবজেক্ট পরিবর্তন হবে। যেই ৩১৪ জনকে সাবজেক্ট মনোনয়ন দেওয়া হয়েছে, তাদের থেকেও কেউ কেউ হয়তো ভর্তি হবে না। তাই ওয়েটিং ১০০০+ চলে যাবে নির্দ্বিধায়।
যাদের মাইগ্রেশনে বিশ্ববিদ্যালয় পরিবর্তন হয়েছে, তাদের কাগজপত্র বিশ্ববিদ্যালয় গুলো নিজেদের মধ্যে আদান-প্রদান করে নিবে। টাকা পয়সা পরবর্তীতে সমন্বয় করা হবে। তোমাদের কোনো কাজ নেই।
যাদের নতুন করে বাকৃবিতে এসেছে, তোমরাও হল পাবে। ক্লাস শুরুর আগেই সেটা আমরা জানিয়ে দেবো।
ক্লাস শুরুর ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি।
© ইস্তেহাদ আলম কুশল
BAU Admission Test Helpline
'কৃষিগুচ্ছ আপডেটঃ২০২১-২২'
৫ম দফা মাইগ্রেশন সম্পন্ন হয়েছে এবং ৩১৪ জন অপেক্ষমাণ প্রার্থীকে নতুন করে বিষয় মনোনয়ন দেওয়া হয়েছে। সবাইকে ওয়েবসাইটে লগইন করে চেক করার জন্য অনুরোধ করা হলো।
বি.দ্র. মাইগ্রেশনে কারো ভার্সিটি/বিষয় পরিবর্তন হলেও পুনরায় ভর্তি হতে হবে না।শুধুমাত্র ভর্তি ফি সমন্বয় করতে হবে।কাগজপত্র ভার্সিটি কর্তৃপক্ষ নিজ দায়িত্বে আদান-প্রদান করে নিবে।
অপেক্ষমাণ প্রার্থীদের সবসময় কৃষিগুচ্ছের ওয়েবসাইটে নজর রাখার জন্য অনুরোধ করা হলো।
©BAU Admission Test Helpline
MAHMUDUL HASAN SHUVO
FACULTY OF AGRICULTURAL ENGINEERING & TECHNOLOGY
BANGLADESH AGRICULTURAL UNIVERSITY
'কৃষিগুচ্ছঃ২০২১-২২'
৫ম মাইগ্রেশনের রেজাল্ট চলতি মাসের শেষের দিকে(নির্ধারিত তারিখ জানায়নি) হবে বলে জানিয়েছেন শেকৃবি'তে ভর্তি সংশ্লিষ্ট কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
©BAU Admission Test Helpline
♦বাকৃবিতে অষ্টম সমাবর্তন♦
বাকৃবিতে অষ্টম সমাবর্তন ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়/তৃতীয় সপ্তাহে হওয়ার বিষয়ে নোটিশ ইতিমধ্যে চলে এসেছে। অনেকে এপ্লিকেশন করার সময় কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই কনভোকেশন নিয়ে কিছু কমন প্রশ্ন ও তার সমাধান নিয়ে লিখলাম......
১. আমার অনার্স ও মাস্টার্স দুটোই কমপ্লিট, সেক্ষেত্রে দুটো এপ্লিকেশন করতে হবে নাকি একটাই?
-কনভোকেশনে অনার্স এর রেজিস্ট্রেশন ফি ১৫১৫ টাকা আর মাস্টার্স এর রেজিস্ট্রেশন ফি ২০২০ টাকা। আপনি দুই যায়গায় রেজিস্ট্রেশন করলে সাধারণত দুই যায়গায় থাকার জন্যে বিবেচিত হবেন, সেক্ষেত্রে একজন স্টুডেন্ট হয়ে দুই যায়গায় থাকার প্রশ্নই থাকে না বিধায় কর্তৃপক্ষ বলছেন একটাতেই রেজিস্ট্রেশন করতে। খোঁজ নিয়ে জেনেছি পরে বাকিটার মূল সার্টিফিকেট ৮০০+(কম বেশী হতে পারে) টাকায় উঠানো যায়৷
২. রেজিস্ট্রেশন এর জন্যে কি কি লাগে?
-রেজিস্ট্রেশন এর জন্যে ডিগ্রী টাইপ(Undergraduate/MS/Ph.D) সিলেক্ট করে আইডি নাম্বার দিলেই অটোমেটিক অনেক তথ্য ফিল আপ হয়ে যাবে। এটা মূলত BAU ERP থেকে তথ্য সিংক করে যা আন্ডারগ্রাজুয়েট এ ERP প্যানেলে নিজেই পূর্ণ করেছিলেন। যদি কোন তথ্য চেঞ্জ/ইডিট এর প্রয়োজন থাকে তো তা এপ্লিকেশন ফর্মে সংশোধন করে সাবমিট দিতে পারবেন। তথ্য গুলোর সাথে লাগবে পাসপোর্ট সাইজ ছবি(৩০০*৩০০) ও সাইন(৩০০*৮০)। পোস্টে সংযুক্ত ছবিতে দেখতে পারেন যা যা লাগবে।
৩. অনলাইনে রেজিস্ট্রেশন নিচ্ছে নাহ। The student Id has already been taken লেখা আসতেছে৷ সেক্ষেত্রে করণীয় কি?
-আপনার রেজিস্ট্রেশন এর সিরিয়াল আইডি ও পাসওয়ার্ড ইতোমধ্যে তৈরী হয়ে গিয়েছে। এপ্লিকেশন সাবমিট করে ফেলেছেন তা ভুলবসত বুঝতে পারেন নাই৷ সেক্ষেত্রে মেইল চেক করলে পেয়ে যাবেন আপনার লগ ইন করার তথ্য।
৪. তথ্য ভুল দিয়েছি সেক্ষেত্রে করণীয় কি?
-সাবধানতার সাথে রেজিস্ট্রেশন করা উচিত তার পরো কোন ভুল হয়ে থাকলে মেইলে যোগাযোগ করতে পারেন। দায়িত্বরত কর্তৃপক্ষ কয়েকদিন লেইট হলেও ঠিক করে দিবেন।
সলভ না হলে যা রেজিস্ট্রেশন করেছেন সেটাতেই নির্দিষ্ট সময়ের পূর্বে টাকা পেমেন্ট করে ফেলুন৷ ক্যাম্পাসে আসলে তথ্য ইডিট করতে পারবেন বাট সময় শেষ হয়ে গেলে আর টাকা পেমেন্ট করতে পারবেন নাহ। সাথে পুনরায় মেইল/ফোন করেও সলভ এর জন্যে যোগাযোগ করতে পারেন।
৫. দুইবার রেজিস্ট্রেশন কি করা যাবে যদি ভুল করে থাকি?
-না আপনি একটা আইডি এর বিপরীতে একটাই রেজিস্ট্রেশন করতে পারবেন৷
৬. পাসিং ইয়ার কি দেয়া উচিৎ? পাস যে সময় করেছি নাকি শেষ সেমিস্টার দিতে হবে?
- দায়িত্বরত কর্মকর্তা থেকে জানতে পেরেছি যে, নিজেদের সাময়িক সার্টিফিকেটে ফাইনাল এক্সাম দেয়ার মাস ও বছর রয়েছে। সেটাই এখানে ব্যাবহার করতে হবে।
৭. কোন পেমেন্ট সিস্টেমে টাকা পেমেন্ট করা যাবে?
-আপনি শুধুমাত্র Rocket/DBBL Nexus Pay এর মাধ্যমে নির্দিষ্ট টাকা পেমেন্ট করতে পারবেন।
৮. লগ ইন করার তথ্য পাচ্ছি না৷ কিভাবে লগ ইন করবো?
-এপ্লিকেশন করে থাকলে মেইলে লগ ইন এর তথ্য ও টাকা পেমেন্ট এর জন্যে মেইল পাবেন৷ সেখান থেকে লগ ইন তথ্য নিয়ে লগ ইন করে পেমেন্ট করে ফেলুন৷
৯. আমি কনভোকেশন এ থাকতে পারছিনা, সেক্ষেত্রে কনভোকেশনে রেজিস্ট্রেশন না করলে কি পরে অরিজিনাল/মূল সার্টিফিকেট তুলতে পারবো??
-হ্যা আপনি অরিজিনাল/মূল সার্টিফিকেট তুলতে পারবেন৷ ক্যাম্পাসে এসে অনার্স/মাস্টার্স এর সার্টিফিকেট ফি ৮০০(+-) টাকা করে দিলেই আপনি মূল সার্টিফিকেট নিতে পারবেন।
উপরের প্রবলেমের সাথে যা যা অনেকেই ফেইস করেছেন ও তার সম্ভাব্য সমাধানঃ
♦যাদের কোন সমস্যা আছে তারা মেইল করে রাখেন। সলভ করে দিবেন ইনশাআল্লাহ। তবে ১৫ তারিখের আগে নিজেই ট্রাই করবেন সলভ এর জন্যে। ১৩/১৪ এর মাঝে না হলে ফ্রেন্ডদের দ্বারা ৫ তলায় যেয়ে ১৫ তারিখেত মাঝেই ঠিক করে নিবেন। নোটিশ এ মেইল দেয়াই আছে। [email protected] তে মেইল করে রাখেন সাথে আপনার ডিটেইলস(রেজিষ্ট্রেশন সিরিয়াল), আইডি, সাল, সেশন, রেজিস্ট্রেশন ও কি সমস্যা+কি সমাধান চাচ্ছেন তা এ্যাড করে। ১৫ তারিখের পর টাকা হয়তো কেউ পাঠাতে পারবেন নাহ৷ তথ্য ইডিট করতে পারবেন পরেও কয়েকদিন বাট টাকা বা রেজিস্ট্রেশন না করলে আর সুযোগ থাকবে নাহ। তাই টাকা না পাঠালে রেজিস্ট্রেশন হবে নাহ।
তবে মেইলে ২/৩ দিনের মাঝে সলভ না হলে নোটিশে দেয়া নাম্বারে যোগাযোগ করলে দ্রুত সলভ হবে বলে মনে হয়৷
♦পাসওয়ার্ড ভুল দেখালে/Log in Faill/Try again আসলে মেইল থেকে পাসওয়ার্ড কপি করে ইউজ করবেন। সলভ হবে। পাসওয়ার্ড টাইপে I/i/L/l/0/o/O এগুলো প্রবলেম হয় অনেকের ফন্ট এর প্রবলেমের কারণে।
♦মেইল ঠিক দেয়ার পরো মেইল না পেলেঃ
আপনি জিমেইল এর সার্চ সেকশন থেকে [email protected] লিখে সার্চ করেন। স্প্যাম অথবা ইনবক্সে মেইল আসলে এখানে শো করবে। আশা করি মেইলটা পেয়ে যাবেন। তা না হলে আপনার রেজিস্ট্রেশন হয় নি অথবা মেইল ভুল দিয়েছেন।
♦মাস্টার্স এর আইডি ফরমেটঃ 18ABGJJ24M
যেখানে, সাল+ডিগ্রীকোড+সেমিস্টার কোড+রোল মিন করে। অলরেডি টেকেন দেখাচ্ছে অনেকের আইডি তারা আইডি ভুল দেয়ায় অন্যের আইডি হওয়ায় হচ্ছে না৷ এভাবে করলে আশা করি সলভ হবে।
♦পাসওয়ার্ড ভুলে গেলে তারা Download Applicant Copy তে ফরগেট পাসওয়ার্ড দিয়ে ইমেইল+সিরিয়াল নাম্বার/রেজিস্ট্রেশন নাম্বার(ভার্সিটির) দিয়ে রিকোভার করতে পারবেন। তাই মেইল না পেলেও এভাবে ট্রাই করতে পারবেন। মেইলে পাসওয়ার্ড পাঠিয়ে দিবে।
বাকি তথ্য গুলো অফিশিয়াল নোটিশ থেকে জানতে পারবেন যা পোস্টে সংযুক্ত করেছি৷ সর্বোপরি কোন সমস্যা থাকলে সমাধানের জন্য নোটিশে দেয়া মেইল/ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
#মেহেদী
'কৃষিগুচ্ছঃ২০২১-২২'
চূড়ান্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রোফাইল আপডেট করা হয়েছে।প্রোফাইলের 'ভর্তি' অপশনে সবুজ টিক চিহ্ন(√) আসছে।প্রোফাইলে লগইন করার পর প্রথমে 'নোটিশ' অপশন পরবর্তীতে 'হোম' অপশনে ক্লিক করলে 'ভর্তি' অপশনে সবুজ টিক চিহ্ন(√) আসবে।
*ওয়েবসাইটের কিছু সমস্যা থাকায় ওয়েবপেজ বার বার 'refresh' করার জন্য বলা হলো।
BAU Admission Test Helpline
কৃষি গুচ্ছ ভর্তি আপডেট 💥💥
আজ থেকে স্যাররা মাইগ্রেশন অন/অফ অপশন তুলে নিছেন। শীঘ্রই হয়তো স্যাররা ৫ম মাইগ্রেশনের তালিকা প্রকাশ করবেন এই সপ্তাহেই হতে পারে কারণ এর পরেও ভর্তি নিতে হবে।
ক্লাশ শুরুর সম্ভাব্য তারিখ জানুয়ারী।
ধন্যবাদ 🖤
আশরাফুল আলম সাকিব
কৃষি অনুষদ( L-1,S-2)
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ।
♦️♦️কেন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়া উচিত? কারণ টেকনিক্যাল ক্যাডার। মানে যারা যেই সাবজেক্ট এ পড়েছেন তারাই শুধু আবেদন করতে পারবেন,অন্য কেউ আবেদন করতে পারবেন না।
🔷🔷বিসিএস মানেই কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ঈদের আমেজ।
♦️♦️৪৫ তম বিসিএস এর সার্কুলার প্রকাশিত হয়েছে ।
এগ্রিকালচার রিলেটেড পোস্ট সংখ্যা ১৭০(+-) ।
ভেটেরিনারি - ২২ টি ৷
মৎস্য- ৩২ টি ৷
হাজবেন্ড্রি- ৮ টি ।
খাদ্য-০৩ টি।
আশরাফুল আলম সাকিব
Faculty of Agriculture (L-1,S-2)
Bangladesh Agricultural University,
Mymensingh.
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮ম সমাবর্তন অনুষ্ঠানের বিজ্ঞপ্তি!
মান কতটুকু কমেছে বা বেড়েছে তা আমরা অনুধাবন করলেই হয়তো বুঝতে পারি। মার্ক্স দেখলাম। এখন ছেলে মেয়েরা ১০০ এ ১০০ পায়৷ হ্যা এখন তারা মেধাবী মানলাম তবে বায়োলজি/বাংলা/সামাজিক বিজ্ঞান বিষয়ে কিভাবে ১০০ এ ১০০ পায়?? ১০ মার্ক্স এর প্রশ্নে ১০ মার্ক্স দেয়া মানে একটা শিক্ষার্থী এক্সামিনার যা এক্সপেক্ট করেছেন তার সর্বোচ্চটুকু লিখে দেয়া। আচ্ছা, কিছুটা কমতি থাকতে পারে না?
খুব বেশীদিন আগেও তো না, স্যাররা বলতো খুব ভালো লিখেছো তাই ৯/১০ দিলাম। আর এখন অবস্থা ১০/১০!! তবুও প্রত্যেকটা প্রশ্নেই এমন মার্ক্স পেয়েছেন বিধায় ১০০ মার্ক্স এসেছে।
তবে যে ট্রেন্ড চলে এসেছে সেখানে সেগুলো ভেবে কোন এক্সামিনার মার্ক্স কম দিলেও বিপদ। কারণ তখন অন্য এক্সামিনার ফুল মার্ক্স দিবে আর এই শিক্ষার্থী অন্যদিকে সাফারার হবে। চলুক এই ট্রেন্ড, তবে এর শেষ কি হবে তাই ভাবছি!
গত বছরে কৃষি ভার্সিটি গুলোতে সিলেকশনে এর ব্যাপক প্রভাব দেখেছিলাম। সংশ্লিষ্ট স্যাররা ভাবলেন শুরুতে জিপিএ অনুসারে সিলেকশন দিবেন৷ পরে সবার ডিসিশনে মার্ক্স অনুসারে সিলেকশন দেয়ার প্ল্যান তারা করেন। স্টুডেন্টস যত গুলো এপ্লাই করেছিল সেখান থেকে ধারণা করা হয়েছিল ১০ গুণ অনুসারে ৯.৬৭+ লাস্ট স্কোর থাকবে। মার্ক্স অনুসারে শর্ট লিস্টেড করলে আশে পাশেই থাকবে হয়তো এর। পরে মার্ক্স অনুসারে শর্ট লিস্টেড করে স্যাররাই অবাক যে অনেক জিপিএ ৫ প্রাপ্ত ই বাদ গেছে আবার কিছু ৯ পয়েন্ট এর কম জিপিএধারী স্টুডেন্টস ১০ গুণে চলে এসেছে। মোস্ট অব স্টুডেন্টস এদের মাঝে ছিল যাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তে ১০০ এ ১০০ মার্ক্স ই!! কতদূর পার্থক্য জিপিএ সিস্টেম আর মার্কিং সিস্টেমের!
আশার কথা হলো ভার্সিটিতে এসে আর এই সুযোগ স্যাররা দেন নাহ। এখানে কোয়ালিটি অর্জন করেই আন্ডারগ্রাজুয়েট/মাস্টার্স শেষ করতে হবে। দেশের প্রথম সারির কিছু বিশ্ববিদ্যালয়ে এটা দেখা যায়। একজন স্টুডেন্টস যে ফ্যাকাল্টি/সাবজেক্ট এর ই হোক বা কেন, তাকে একটা মিনিমাম পরিমাণ জ্ঞান ছাড়া সেই লেভেলেই থাকতেই হয়। নাম্বার বারানোর ট্রেন্ডটা অন্তত ভার্সিটি গুলোতে নেই। এর ব্যাখ্যা বুঝা যায় কত স্টুডেন্টস ভর্তি হয় আর কত স্টুডেন্টস বের হয় সে পরিসংখ্যান দেখলে। যদিও বাইরের স্টুডেন্টস এটা সম্পর্কে জানেন না বললেই চলে৷ তারা ভাবেন ক্লাশ পরিচিত স্যাররা নেন, এক্সামের স্ক্রিপ্ট ও তারাই দেখেন, মার্ক্স এর ছড়াছড়ি হয়। কিন্তু বাস্তবতা তখনই বুঝা যায় যখন কেউ এই যায়গা গুলো থাকে বা পরিচিত কেউ এই যায়গাগুলোতে থাকে তার উপর।
যাইহোক গোল্ডেন এ প্লাস যুগ তো কবেই শেষ। মার্ক্স এর যুগ ও শেষের পথে৷ নতুন কিসের যুগ আসবে?? আমার দৃষ্টিতে কোয়ান্টিটি না কোয়ালিটিফুল স্টুডেন্টস জাতি প্রত্যাশা করে। তার পরো শুভ কামনা নতুন জিপিএ-৫ প্রাপ্তদের!
#মেহেদী
'কৃষিগুচ্ছঃ২০২১-২২'
চূড়ান্ত ভর্তি পরবর্তী অনেকেই সেন্ট্রাল মাইগ্রেশন+অপেক্ষমাণ প্রার্থীরা সাবজেক্টের অপেক্ষায় রয়েছো।তাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে কৃষিগুচ্ছের অন্তর্ভূক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্যান্সেল হচ্ছে(ক্যান্সেলের সংখ্যা সঠিকভাবে জানা যায় নি) এবং কর্তৃপক্ষ ধারণা করছেন যে সামনে আরও ক্যান্সেল হতে পারে। মাইগ্রেশনের ব্যাপারে জানতে চাইলে যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করবেন বলে জানিয়েছেন।
যেহেতু জিএসটির অন্তর্ভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা প্রকাশ ও ভর্তি প্রক্রিয়া চলমান আছে, তাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় কৃষিগুচ্ছের মাইগ্রেশন আরেকটু দেরিতে সম্পন্ন করলেই সবার জন্য ভালো হয়।
BAU Admission Test Helpline
'কৃষিগুচ্ছ আপডেটঃ২০২১-২২'
চূড়ান্ত ভর্তি শেষে শূণ্য আসন সংখ্যাঃ
বাকৃবি-৪৭ টি
বশেমুরকৃবি-৩৫ টি
শেকৃবি-৫৮ টি
সিভাসু-২৩ টি
সিকৃবি-৪৪ টি
খুকৃবি-২৫ টি
হকৃবি-৫৪ টি
পবিপ্রবি-জানা যায় নি
--------------------------------
টোটাল-২৮৬টি
তন্মধ্যে
বশেমুরকৃবি(এগ্রিকালচার-৯টি,ডিভিএম-৪টি,ফিশারিজ-৩টি,কৃষি অর্থনীতি-১৪টি,ফরেস্ট্রি-৫টি)
সিভাসু(ডিভিএম-৪টি,ফুড সাইন্স & টেকনোলজি-১১টি,ফিশারিজ-৮টি) আসন শূণ্য রয়েছে।
*চূড়ান্ত ভর্তির আগ পর্যন্ত সর্বশেষ ওয়েটিং ৭১০ পজিশন পর্যন্ত বিষয় মনোনয়ন পেয়েছিলো।পরবর্তী মাইগ্রেশনের পর শূণ্য আসন সমূহে বিষয় মনোনয়ন দেওয়া হবে।খুব শীঘ্রই মাইগ্রেশন সম্পন্ন হবে।
এখন ধরে নিলাম যদি পবিপ্রবিতে ৫০টি আসন শূণ্য থাকে সেক্ষেত্রে ওয়েটিং থেকে (২৮৬+৫০=৩৩৬)টি আসনে বিষয় মনোনয়ন দেওয়া হবে।সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সবগুলো আসন পূরণ হওয়ার পূর্ব পর্যন্ত এভাবে চলতে থাকবে।তাই অপেক্ষমাণ প্রার্থীদের নিয়মিত খোঁজ খবর রাখার জন্য অনুরোধ করা হলো।
বি.দ্র.শূণ্য আসনের তথ্য আনঅফিশিয়ালি জানা গিয়েছে।তবে অফিসিয়াল তথ্য এর আশেপাশেই হবে।
© BAU Admission Test Helpline
Mahmudul Hasan Shuvo
Faculty of Agricultural Engineering & Technology
Bangladesh Agricultural University
কৃষি গুচ্ছ ভর্তি আপডেট 💥💥
এ পর্যন্ত যে ৪টি মাইগ্রেশন হইছে তাতে অপেক্ষমাণ তালিকা থেকে ৭১০ মেরিট পজিশন পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাব্জেক্ট পেয়েছে। যারা ১৫০০ এর মধ্যে আছো তারা সেইফ জোনে, ২০০০-২৫০০ এর মধ্যে যাদের সিরিয়াল তারা আশা রাখতে পারো। শীঘ্রই স্যাররা ৫ম মাইগ্রেশনের তালিকা প্রকাশ করবেন।
আশরাফুল আলম সাকিব
কৃষি অনুষদ( L-1,S-2)
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ।
তোমাদের কমন কিছু প্রশ্নের উত্তর:
১/ প্রশ্ন: ভর্তির অপশনে টিক মার্ক আসে নি, কোনো সমস্যা হবে কিনা? কবে টিক মার্ক আসবে? ভর্তি সম্পন্ন হয়েছে নাকি বোঝার উপায় কি? পরবর্তী মাইগ্রেশন কবে হবে?
উত্তর: টিক মার্ক না আসা তেমন সমস্যার কিছু না। কারোরই আসে নি। ভর্তি শেষ হয়েছে, এরপরেই ছিল শুক্রবার/ শনিবার, ছুটির দিন।সব বিশ্ববিদ্যালয়ের থেকে কাগজ পত্র প্রাপ্তি সাপেক্ষে সব কিছু আপডেট করতে ২/৩ দিন সময় লাগবেই। এরপর হবে মাইগ্রেশন।
বিগত বছরগুলোতে ভর্তি সম্পন্ন হওয়ার পর বোঝার জন্য তেমন কোনো উপায় ছিল না। কারণ কোনো মেসেজ দেওয়া হয় নি। এবছর যদি নতুন করে কমিটি এরম ব্যবস্থা না করে, তবে বোঝার কোনো সুযোগ নেই। তবে রশিদটা সংরক্ষণ করতে হবে। বাকৃবিতে ক্লাস শুরুর আগে তোমাদের একটা আইডি রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করা হবে।
২/ বাকৃবিতে ক্লাস কবে থেকে শুরু?
উত্তর: কোনো অফিশিয়াল সিদ্ধান্ত আসে নি। তবে যেভাবে সবকিছু যাচ্ছে, তাতে জানুয়ারি প্রথম সপ্তাহে ক্লাস শুরু হতে পারে। এ ব্যাপারে অফিশিয়াল নোটিশ পেলেই জানানো হবে।
৩/ আর কত গুলো মাইগ্রেশন হতে পারে?
উত্তর: বাকৃবিসহ শেকৃবি, বশেমুরকৃবি, সিভাসুতে একটা মাইগ্রেশন হয়ে গেলেই সব আসন পূরণ হয়ে যাবে।
তবে খুকৃবি, পবিপ্রবি এবং হকৃবিতে আরো মাইগ্রেশন প্রয়োজন হবে।
৪/ নতুন মাইগ্রেশনে বিশ্ববিদ্যালয় পরিবর্তন হলে, নতুন করে কাগজপত্র জমা দিতে হবে কিনা?
উত্তর: না। বিশ্ববিদ্যালয় গুলো নিজেদের মধ্যে কাগজপত্র আদান-প্রদান করে নিবে। তোমাদের আর কোনো কাজ নেই।
পরবর্তী পোস্টে বাকৃবির হল সংক্রান্ত সবকিছু জানানোর চেষ্টা করবো। সেই সাথে অন্য কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারো।
© BAU Admission Test Helpline
©ইস্তেহাদ আলম কুশল
শেষ হয়েছে তিন দিনের ভর্তি কার্যক্রম। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ শুন্য আসন সংখ্যাঃ
বাকৃবিতে ৩ দিনে ফাঁকা ৪৭ টি আসন
শেকৃবিতে ৩ দিনে ফাঁকা ৫৮ টি আসন
খুকৃবিতে ৩ দিনে ফাঁকা ২৫ টি আসন
সিকৃবিতে ৩ দিনে ফাঁকা ৪৪ টি আসন
পবিপ্রবি এবং হকৃবি এর তথ্য জানা যায় নি।
বশেমুরকৃবি প্রথম দিন ভর্তি হয়েছেঃ
Agriculture -৭৬ জন
DVm -৪৩ জন
Fisheries -৪৪জন
AERD-৬৩ জন
FES - জানা যাই নি।
এগুলো আনফিসিয়াল তথ্য, ব্লাড গ্রুপিং থেকে প্রাপ্ত তথ্য। তবে অফিসিয়াল ভর্তির কাছাকাছিই থাকবে বলে আশা করা যায়।
# BAUATH
© MD ASHRAFUL ALAM SAKIB
অবশেষে অটোমাইগ্রেশান অপশন কর্তৃপক্ষ লাইভ করে দিলো!! ধন্যবাদ সসংশ্লিষ্ট কতৃপক্ষকে। তোমরা চাইলে সেন্ট্রাল ভর্তির অফিশিয়াল ওয়েবে লগ ইন করে অটো মাইগ্রেশান চালু রাখতে চান কিনা এটায় নিজের ইচ্ছে মতো চয়েস দিতে পারবে। ধন্যবাদ।
#মেহেদী
শেষদিনে আরো ১৯ জন সহ ১১১৬ টি আসনের বিপরীতে বাকৃবিতে ভর্তির জন্য ব্লাড গ্রুপিং করেছে ১০৬৯জন।
ছেলে ৫২৫জন
মেয়ে ৫৪৪জন
দ্বিতীয় দিনে বাকৃবিতে আরো ১৬১ জন ব্লাড গ্রুপিং করেছে।
মোট ১০৫০ জন
ছেলে ৫১৯জন
মেয়ে ৫৩১জন
♦ভর্তিতে ২য় দিন চলছে। অনেকে মাইগ্রেশন অফ নিয়ে বলতেছো। কেন্দ্রিয় ভর্তি কমিটির উচিত মাইগ্রেশান অপশন অনলাইনে বন্ধ/চালু করতে দেয়া৷ এবার বাকৃবিতে সংশ্লিষ্ট কতৃপক্ষ বরাবর মাইগ্রেশন চালু/বন্ধ করার এপ্লিকেশন করে বিন্দুমাত্র লাভ নেই(পোস্ট লেখা অবধি শেষ আপডেট)। তাই সবাই মেইল করতে পারো কেন্দ্রিয় ভর্তি কমিটির মেইলে। ওয়েবে পেয়ে যাবা। যদি তারা মেইল দেখে বুঝেন যে দরকার এটা তো অপশন প্রদান দিয়ে দিবেন। ব্যাপারটা তখন ইজি হবে। নয়তো শেকৃবি গেলে কিছু একটা হতে পারে।
আর গ্রুপে সংশ্লিষ্ট কতৃপক্ষ কেউ থাকলে বলবো এটা এখন খুব প্রয়োজন। অনেক স্টুডেন্ট চাচ্ছে মাইগ্রেশান অপশন বন্ধ/চালু করতে। আমার মনে হয় প্রত্যেক ক্যাম্পাসের ই এই অবস্থা। তাই এটা বিবেচনা করার রিকুয়েষ্ট থাকলো।
♦ভর্তিতে অনেকে পূবালী ব্যাংক এর একাউন্ট ওপেন করো নাই। তাদের ভর্তি বাতিল হবে নাহ। তবে পরে এসে খুলতে একটু সময় লাগতে পারে। প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে পরে খুলে নিও। নয়তো টাকাটা ব্যাক পাবে নাহ।
♦এডমিশন ফর্মে ৪র্থ সাবজেক্ট বাদে জিপিএ ০০/ব্লাংক কোন ফ্যাক্ট ই নাহ। কেন্দ্রিয় ভর্তি কমিটি বাকৃবিকে ৪র্থ ছাড়া তথ্য দেয় নি বিধায় এটা দেয়া। শুরুতে ০০ দেয়া ছিল ফর্মে। লাস্ট এটা ব্লাংক করে দেয়া হয়েছে। মানে ওই যায়গাটায় ফাকা আছে।।
♦প্রেজেন্ট এড্রেস এ তোমার নিজ বাসার ঠিকানা দিবে। অনেকেই কনফিউশান এ পড়ছো এটা নিয়ে। ফ্যাকাল্টির নাম শুধুমাত্র পূবালী ব্যাংক এর ব্যাংক একাউন্ট এর ক্ষেত্রে প্রেজেন্ট এড্রেসে দিতে হবে। এটা ফর্ম হাতে পেলে দেখতে পারবা। আর কেউ ভুল করলে কি আর, ভর্তি বাতিল হবে নাহ। সমস্যা হবে নাহ আশা করি।
♦ভর্তি ফর্ম ডাউনলোডের লগ ইনঃ
https://admission.bau.edu.bd/student_panel/applicant_login.php
অনেকের প্রবলেম হচ্ছে ডাউনলোডে, ডেস্কটপ মোডে করিও কাজ। প্রবলেম হবে নাহ আর তখন। তার পরো কোন সমস্যা হলে আমাদের জানাইয়ো। ধন্যবাদ
আর যদি কারো কোন সমস্যা থাকে জানাইয়ো কমেন্টসে। এই পোস্টে আপডেট করে দিবো তথ্য গুলো। ধন্যবাদ।
#মেহেদী
This is the official page of "Origin Academic and Admission Care"
Welcome to the official page of CPSCM SQUAD! This page is owned by "Anonymous Entertainment"
Help Desk for Department of Film & Media JKKNIU
A reliable tuition media that provides quality private teachers from MMC, BAU and Nazrul University
Chase Your Dream to be a Nurse. 💉🩺
'SLC' is an online educational platform and our main purpose is to make any difficult Lesson easy.
iLearn BD tries to give students assistance in learning lessons. It focuses on Bangladeshi students