
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ শিক্ষকদের অনলাইন প্রশিক্ষণের সময়সীমা আগামী ২০/১১/২০২২ বর্ধিতকরণ করা হয়েছে। অনলাইন প্রশিক্ষণের সনদপত্র ছাড়া কোন শিক্ষক উপজেলা পর্যায়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন না।
"বিষয়টি অতীব জরুরী"।
for the students home learning.
Operating as usual
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ শিক্ষকদের অনলাইন প্রশিক্ষণের সময়সীমা আগামী ২০/১১/২০২২ বর্ধিতকরণ করা হয়েছে। অনলাইন প্রশিক্ষণের সনদপত্র ছাড়া কোন শিক্ষক উপজেলা পর্যায়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন না।
"বিষয়টি অতীব জরুরী"।
Photos from সৌমেন বিশ্বাস ছন্দ's post
অনুষ্ঠানে শিক্ষকদের চেয়ার কোথায় থাকে?
নতুন একটি হাই স্কুল নির্মাণের জন্য কদমপুরের গ্রামবাসি ঈদগাহ ময়দানে মিটিংয়ে বসেছিলেন৷ গ্রামের সকল লোকের সাথে পার্শ্ববর্তি হাই স্কুলের প্রধান শিক্ষক হাশেম সাহেবও সে মিটিংয়ের উপস্থিত ছিলেন৷ সাধারণত তিনি কখনো গ্রামের কোনো মেল-মিটিংয়ে যান না৷ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মিটিং বলে সবাই কদর করে তাকে উপস্থিত থাকতে বললেন৷
সে মিটিংয়ের সভাপতিত্ব করলেন গ্রামের বয়োজৈষ্ঠ এক মুরব্বি আ. খালেক৷ সভাপতির এক পাশের চেয়ারটি ছিল এই গ্রামের রাজনৈতিক নেতা আরমান আলীর জন্য, অন্য পাশের চেয়ারটি ছিল এই গ্রামেরই ধনকুবের রমজান আলীর জন্য৷ প্রধান শিক্ষক সাহেব বসলেন বামদিকের সর্ব দক্ষিণের চেয়ারে৷ তার পরে আর কোনো চেয়ার ছিল না৷ থাকলে হয়ত সে চেয়ারটিই তার জন্য হতো!
প্রধান শিক্ষক আক্ষেপ করে মনে মনে ভাবলেন, ''রমজান আলী ও আমি এক সাথে প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি৷
সে কখনো পাশ করতে পারতো না৷ অবশেষে পড়াশোনা ছেড়ে দিয়ে ডানবামে কামিয়ে গ্রামের ধনকুবের হয়েছে৷ এখন তার চেযারটি থাকে সভাপতির পাশে৷ আর বিশ্ববিদ্যালয়ে থেকে পাশ করে শিক্ষক হওয়াতে আমার স্থান সর্বশেষে!''
গ্রামে একটি স্কুল স্থাপনের গুরুত্ব দিয়ে তুখর বক্তব্য চলছিল৷ এবার সর্বশেষ সভাপতির বক্তব্যের পালা৷ মাইক হাতে নিয়ে তিনি আক্ষেপ করে বক্তব্য দিচ্ছেন-
''এ গ্রামে কোনো স্কুল স্থাপনের দরকার নাই৷ শিক্ষিত হইলে মানুষের কদর কইম্মা যাইবে৷ মানুষ শিক্ষিত হইলে কদর থাকে না!''
সবাই হৈ হুল্লা শুরু করে দিল৷ তিনি এসব কি বলছেন!
গ্রামের ইউপি মেম্বার দাঁড়িয়ে বললেন- সভাপতি সাব, আপনি এসব কী বলছেন?''
হ্যাঁ ঠিকই কইছি৷ তোমরা চোখে দেখ না? রমজান কই বইছে আর হেডমাস্টাররে তোমরা কই বওয়াছো? সে উচ্চ শিক্ষিত হইয়া হেডমাস্টার হওয়ায় তার দাম কি বাড়ছে? তার চেয়ে প্রাইমারি পাশ রমজানের দামই তোমাদের সমাজে বেশি৷ গেরামে রমজান তৈরি হোক; স্কুল হইয়া হাশেম হওয়ার দরকার নাই! হাশেমদের সমাজে ভালো জায়গায় হয় না!''
এক পর্যায়ে জব্বর আলী দাঁড়িয়ে গেলেন৷
তিনি সভাপতিকে থামিয়ে দিয়ে বলছেন-
''সভাপতি সাব, হের মত হেডমাস্টারকে আমরাই চাকরি দেই৷ আমি সে স্কুলের সভাপতি৷ আমি চাইলে এরকম হেডমাস্টার স্কুলে রাখতে পারি আবার লরাইতেও পারি৷ তাকে কি আমরা আপনার সাথে বসার চেয়ার দিবো?
গ্রামে স্কুল হইলে তো এ রকম হেডমাস্টার আমরাই বানামু৷ হেড মাস্টার হওয়ার জন্য যে কতজন বাড়িতে আইসা বইসা থাকবো আপনি দেইখেন!''
এ জন্য কি তোমরা তাকে সম্মান করবা না?
সম্মান করলাম না কই? পরামর্শ নিতেই তো তাকে আজকে এখানে রাখছি৷ পরামর্শ দেয়া কি সম্মানের না?
বাবারা, তোমরা আমারে আর বুঝাইয়ো না৷ আমি ছোট বেলায় দেখছি গ্রামের আকবর মাস্টারে দরবারে আইলে কেউ চেয়ারে বইত না৷ সবাই তাকে মানতো! আর তোমরা গতমাসে ইউনিয়ন অফিস উদ্ভোধনের অনুষ্ঠান করছো৷ সেখানে দেখলাম এলাকার মেট্রিক পাশ নামধারী সাংবাদিক; তাদের জন্য আলাদা চেয়ার রাখছো৷ কত কদর করলা৷ কত খাওয়াইলা! সকল ওয়ার্ডের মেম্বারেরা সামনের চেয়ারে বসলা৷ আর হাই স্কুল ও প্রাইমারি স্কুলের সকল শিক্ষকদেরকে উপস্থিত থাকার কথা বইল্লা তাদের জন্য নির্দিষ্ট চেয়ার রাখলা না৷ তারা বইলে পেছনে প্লাস্টিকের ময়লা চেয়ারে৷ তোমরা তাদেরকে দাওয়াত দিয়া দর্শক বাড়াও৷
ঠিক আছে! আমার বয়স হইছে! সময় শেষ! তোমরাই স্কুল বানাও, হেড মাস্টার বানাও!''
বি. দ্র : এটি একটা গল্প মাত্র৷ এর সাথে বাস্তবতার মিল খুজা নিত্যান্তই সময়ের অপচয়৷
লেখক
মোঃ মহসিন।
Be Careful everyone 👮♂️
আটা নব্বই টাকা দরে দুই কেজির দাম কত?
২০২২ সালে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে ( eSIF পূরণের মাধ্যমে ) রেজিস্ট্রেশন : (ময়মনসিংহ শিক্ষা বোর্ড)
আজ আশুরার দিন। শিক্ষাবার্তা ডট কম পত্রিকায় প্রকাশিত আমার একটি লেখা :
ত্যাগ চাই, মর্সিয়া-ক্রন্দন চাহি না – শিক্ষাবার্তা ডট কম আরবি হিজরি বর্ষের প্রথম মাস মহররম। ইসলামি পরিভাষায় মহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়। সৃষ্টির শুরু থেকে মহররমের ...
আজ, ৮ আগস্ট খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গফরগাঁও, ময়মনসিংহ এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফেরদৌসী বেগম ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ নূরুজ্জামান।
জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা- ২০২২ এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে গফরগাঁও উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ( বিদ্যালয় ) নির্বাচিত হয়েছেন শ্রদ্ধেয় স্যার জনাব মোঃ নূরুজ্জামান স্যার ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে দশম শ্রেণির মেধাবী ছাত্রী এলি এনাম। প্রধান অতিথি জনাব মোঃ আশরাফ উদ্দিন বাদল, চেয়ারম্যান- উপজেলা পরিষদ, গফরগাঁও; বিশেষ অতিথি জনাব রেশমা আক্তার ভাইস চেয়ারম্যান ও জনাব কাজী ফারুক আহমেদ অধ্যক্ষ গফরগাঁও সরকারি কলেজ মহোদয়ের কাছ থেকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরষ্কার গ্রহণ করেন। তাছাড়াও বিভিন্ন বিষয়ে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে পুরস্কার গ্রহণ করে।
স্থান : উপজেলা পরিষদ হল রুম , গফরগাঁও , ময়মনসিংহ।
22.06.2022
Revised marks distribution English 1st and 2nd paper for SSC Examination 2023 Revised syllabus for SSC examination 2023 due to COVID-19 pandemic
খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক,কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বন্যা পরিস্থিতির কারণে এসএসসি পরীক্ষা ২০২২ স্থগিত হওয়ায় আগামীকাল ১৯/০৬/২০২২ খ্রি. হতে পরবর্তি নির্দেশ না পাওয়া পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম সকাল ১০টা থেকে চলবে। তাই ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসার জন্য নির্দেশ দেয়া গেল।
-প্রধান শিক্ষক
খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
গফরগাঁও, ময়মনসিংহ
বিদ্যালয় বন্ধের নোটিশ
----------------------------------
এসএসসি পরীক্ষা, পবিত্র ইদুল আযহা, গ্রীষ্মকালীন অবকাল উপলক্ষে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আগামি ১৮ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। আগামি ২০ জুলাই শ্রেণি কার্যক্রম যথারীতি চলবে।
অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!!
====“মোছা. জুতি আক্তার”===
জাতীয় শিশু পুরস্কার-২০২১ এ আয়োজিত কেরাত প্রতিযোগিতায় গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ময়মনসিংহ বিভাগে কেরাত প্রতিযোগিতায় গ বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। অসংখ্য ধন্যবাদ ও শুভ কামানা রইল জুতি আক্তারের জন্য।
*উল্লেখ্য, জুতি আক্তার খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা মো. জসিম উদ্দিন ও মাতা-মোছা. ছালমা খাতুন।
আলহামদুলিল্লাহ।।
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ এ ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছি। এটা ৫ম বার জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া।
উল্লেখ্য, ২০১৭,২০১৮ ও ২০১৯ সালে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়) হিসেবে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করেছিলাম।
আলহামদুলিল্লাহ।
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ এ গফরগাঁও উপজেলার (ময়মনসিংহ) শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছি।
উল্লেখ্য, ২০১৭,২০১৮ ও ২০১৯ সালে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়) হিসেবে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করেছিলাম।
শুভ নববর্ষ, বিদায় ১৪২৮-স্বাগত ১৪২৯ বাংলা নববর্ষ।
পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
বাঙালি জাতির ঐতিহ্যের ধারক-বাহক পহেলা বৈশাখ।
দেশ ও জাতির গ্রামীণ কৃষ্টি কালচার এর লালন-পালন সমৃদ্ধ কামনায় সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা ভালবাসা রইল।সবার সুস্থতা,সুখ সমৃদ্ধি কামনা করচ্ছি
নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত!
আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত।
বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,
ক্ষমা করো আজিকার মতো
পুরাতন বরর্ষের সাথে
পুরাতন অপরাধ যত।
২০২৩ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাসঃ
বাংলা ১ম পত্র
গদ্য: সুভা, বইপড়া, আম আটি ভেপুঁ, মানুষ মুহাম্মদ (সা.), নিমগাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, একাত্তরের দিনগুলি, সাহিত্যের রূপ ও রীতি।
কবিতা: বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জীবনসঙ্গীত, মানুষ, সেই দিন এই মাঠ, পল্লিজননী, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, রানার, আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো।
সহপাঠ: কাকতাড়ুয়া, বহিপীর।
∎ বাংলা ২য় পত্র
অধ্যায় ২: পরিচ্ছেদ–১, ২, ৪।
অধ্যায় ৩: পরিচ্ছেদ–২, ৩, ৫, ৬ ৭, ৯, ১০, ১১।
অধ্যায় ৪: পরিচ্ছেদ–১, ২, ৭, ৮।
অধ্যায় ৫: পরিচ্ছেদ–১, ২, ৩, ৪, ৬।
নির্মিত অংশ: সারমর্ম ও সারাংশ লিখন, ভাবসম্প্রসারণ, পত্রলিখন, অনুচ্ছেদ, প্রতিবেদন, প্রবন্ধ রচনা।
∎ ইংরেজি ১ম পত্র
Unit: 3,4,5,7,10,11, 12.
Unseen Passage: 1. Information transfer 2. Summarizing 3. Matching.
Writing: 1. Writing a paragraph answering questions 2. Completing a story 3. Emails 4. Writing dialogue.
∎ ইংরেজি ২য় পত্র
Grammar:
1. Gap filling activities without clues (to test prepositions, articles, zero articles)
2. Gap filling (cloze test *) with clues (to test vocabulary in general )
(* A cloze test is also a gap filling activity with recurring gap at regular intervals at the 5th or 6th or 7th or 8th or 9th word)
3. Substitution table
4. Right forms of verbs
5. Changing sentences (change of voice, change of degrees, affirmative to negative, assertive to exclamatory, exclamatory to assertive, assertive to imperative)
6. Completing sentences (Using conditionals, gerund, infinitive, participle)
7. Use of suffix and prefix
8. Tag questions
9. Punctuations.
Writing Part:
1. Writing CV with cover letter
2. Formal letters (complaint letter, notice, purchase order, responses to an order/requests etc.)
3. Writing paragraph.
∎ গণিত:
অধ্যায়–২, ৩, ৪, ৭, ৮, ৯, ১৩, ১৬, ১৭।
∎ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি:
অধ্যায়– ১, ২, ৩, ৪, ৫।
∎ পদার্থবিজ্ঞান:
অধ্যায়–১, ২, ৩, ৪, ৫, ৭, ৮, ১১।
∎ রসায়ন:
অধ্যায়–১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১১।
∎ জীববিজ্ঞান:
অধ্যায়–১, ২, ৪, ৫, ৬, ৮, ১১, ১২।
∎ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা:
অধ্যায়–১, ২, ৩, ৪, ১০, ১১, ১২, ১৪।
∎ পৌরনীতি ও নাগরিকত্ব:
অধ্যায়–১, ২, ৪, ৫, ৬, ১০, ১১।
∎ অর্থনীতি:
অধ্যায়–১, ২, ৩, ৪, ৬, ৯।
∎ হিসাববিজ্ঞান:
অধ্যায়–২, ৩, ৪, ৫, ৬, ৭, ৯, ১০।
∎ ব্যবসায় উদ্যোগ:
অধ্যায়–১, ২, ৩, ৪, ৫, ৮, ৯, ১১।
∎ ফিন্যান্স ও ব্যাংকিং:
অধ্যায়–১, ৩, ৪, ৫, ৯, ১০, ১১ ।
∎ বাংলাদেশের ও বিশ্বপরিচয়:
অধ্যায়–১, ২, ৪, ৫, ৬, ৯, ১০, ১১, ১৬।
∎ বিজ্ঞান:
অধ্যায়–১, ২,৩, ৫, ৬, ৯, ১২।
∎ কৃষিশিক্ষা:
অধ্যায়–১, ২, ৪ ।
∎ গার্হস্থ্য অর্থনীতি:
ক বিভাগ: অধ্যায়– ১, ২, ৩, ৪, ৫। খ বিভাগ: অধ্যায়–৬, ৭, ৮ । গ বিভাগ: অধ্যায়–১০, ১৩। ঘ বিভাগ: অধ্যায়–১৫, ১৮।
∎ ভূগোল ও পরিবেশ:
অধ্যায়–১, ২, ৩, ৪, ৫, ৬, ১০।
∎ উচ্চতর গণিত:
অধ্যায়–২, ৩, ৭, ৮, ৯, ১০, ১১, ১৪।
∎ ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা:
অধ্যায়–১: পাঠ–১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১৩, ১৪, ১৫।
অধ্যায়–২: পাঠ–১, ২, ৩, ৪, ৮, ৯,১০,১১, ১২, ১৩, ১৫, ১৭, ২১, ২৪।
অধ্যায়–৩: পাঠ–১,২,৩,৪, ৫, ৬, ৭।
অধ্যায়–৪: পাঠ–১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১২, ১৬, ১৭,১৮, ১৯, ২০,২২।
অধ্যায়–৫: পাঠ–১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১৩।
∎ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা:
অধ্যায়–২, ৩, ৪, ৫, ৬, ৯।
∎ বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা:
অধ্যায়–১, ২, ৩, ৪, ৭, ৯, ১১।
∎ খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা:
অধ্যায়–১, ২, ৩, ৯, ১০, ১১, ১২, ১৫।
চারু ও কারুকলা:
অধ্যায়–১, ৪, ৫, ৬, ৭।
∎ ক্যারিয়ার শিক্ষা:
অধ্যায়–১,২,৩।
∎ শারীরিক শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা:
অধ্যায়–৭, ৮, ১০।
শবে বরাতের ফজিলত: করণীয়-বর্জনীয় – শিক্ষাবার্তা ডট কম শবে বরাত বা মধ্য-শা’বান (আরবি: নিসফে শাবান) বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরী শা’বান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রা....
আগামী ১৭ ই মার্চ ২০২২ সকাল ৮ ঘটিকা থেকে দিন ব্যাপী বইয়ের মেলা প্রানের মেলা "আসুন সেতু গড়ি আলোর পথে"এই স্লোগানকে ধারণ করে ব্রহ্মপুত্রের তীরবর্তী আলোকিত গ্রাম শাঁখচূড়ায়, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজন হতে যাচ্ছে "বঙ্গবন্ধু বইমেলা ২০২২"
স্থানঃ শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন।
দেশ বরেণ্য লেখক, কবি, সাহিত্যিকদের বই পাবেন ৫০% -৬০% ছাড়ে। এছাড়াও বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আবৃত্তি, অংকন, একক অভিনয় সহ বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠিত হবে জনপ্রিয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত আয়োজনে আপনাদের সকলের সবান্ধব উপস্থিতি কামনা করি।
Blanded Learning বিষয়ে শিঘ্রই ওয়েবিনার হতে যাচ্ছে আগ্রহীগণ https://forms.gle/X27hg565zaqV3STj7 লিঙ্কে ক্লিক করে ০৪-০৩-২০২২খ্রিঃ মধ্যে রেজিষ্ট্রেশন করুন।
Blanded Learning বিষয়ে ওয়েবিনারে জন্য রেজিষ্ট্রেশন ফরম। a. সকল তথ্য ইংরেজীতে টাইপ/এন্ট্রি করার পর নিশ্চিত হয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। b. যে কেউ রেজিষ্ট্রেশন করতে পারবে এবং...
সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ২২/০২/২০২২ খ্রি. থেকে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু হবে অর্থাৎ সশরীরে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালিত হবে।
খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গফরগাঁও, ময়মনসিংহ এর শ্রেণি কার্যক্রমের সিডিউল নিম্নরুপঃ
#শনিবার- ষষ্ঠ শ্রেণি
#রবিবার- সপ্তম শ্রেণি
#সোমবার ও বুধবার- অষ্টম শ্রেণি
#মঙ্গলবার ও বৃহস্পতিবার -নবম শ্রেণী
#দশম এবং পরীক্ষার্থীদের- শনি থেকে বৃহস্পতিবার। অর্থাৎ প্রতিদিনই অনুষ্ঠিত হবে।
#সব শ্রেণির কার্যক্রম শুরু সকাল ১০ টা থেকে।
২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট (একাদশ সপ্তাহ) বিতরণ।
খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট গ্রহনের নির্ধারিত সময় সকাল ১১-১২ ঘটিকায় :
-----------------------------------
৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট গ্রহণ শনিবার, ৭ম শ্রেণির সোমবার,৮ম শ্রেণির রবিবার, ৯ম শ্রেণির সোমবার,১০ম শ্রেণির (নতুন) রবিবার, পরীক্ষার্থীদের শনিবার গ্রহণ করা হবে।।।
কোভিড 19 এর ২য় ডোজ টিকা গ্রহণের ভেন্যু নির্ধারণ ও ভেন্যু ভূক্ত প্রতিষ্ঠানের তালিকাঃ
নোটিশঃ
খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের
সকল শ্রেণির ছাত্রীদের যারা বার্ষিক চাদা দেয়নি তাদের বার্ষিক চাদা অবশ্যই আগামি ১৫ ফেব্রুয়ারীর মধ্যে দেয়ার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে। অন্যথায় তাদের আইডি কার্ড দেয়া হবে না।
খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামীকাল শনিবার তাদের অবশিষ্ট পাঠ্যবই সকাল ১১ টায় বিদ্যালয় থেকে বিতরণ করা হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বই সংগ্রহ করতে বলা হল।
Class: 09
English 2nd Paper
Topic:Marks Distribution
গফরগাঁও উপজেলার গর্ব:
লুৎফুন্নেছা বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক, আইসিটি অ্যাম্বাসেডর, আইসিটি মাস্টার ট্রেইনার শাহ মোহাম্মদ লুৎফুল হায়দার স্যার শিক্ষক বাতায়নের এ পাক্ষিকের সেরা কন্টেন্ট নির্মাতা হওয়ায় আইসিটি শিক্ষক ফোরাম, গফরগাঁও এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
শতভাগ টিকা নিশ্চিত করণে শেষবারের মতো সুযোগঃ
====================
খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছরের ছাত্রীবৃন্দ, যারা এখনো কোভিড-১৯ এর টিকা গ্রহণ করোনি তাদের আগামীকাল ২৩ জানুয়ারি সকাল ১০ টা থেকে গফরগাঁও ডাকবাংলোয় টিকা দেয়া হবে। মনে রেখো এটাই তোমাদের শেষ সুযোগ। পরবর্তীতে আর কোনো সুযোগ থাকবে না এবং টিকা ছাড়া কেউ স্কুল খোলার পর স্কুলে যেতেও পারবে না।
স্কুল-কলেজ-মাদ্রাসা ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা।
২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারী ২০২২ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা।
ইউনিক আইডির ডেটা এন্ট্রি সংক্রান্তঃ
প্রতিষ্ঠান প্রধানগণকে ডেটা এন্ট্রি শুরু করার ব্যবস্থা গ্রহনের নির্দেশনা :
খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যেসকল ছাত্রীরা কোভিড-১৯ এর টিকা নিতে পারেনি তাদের আজ সকাল দশটা থেকে ডাকবাংলো অডিটোরিয়ামে টিকা দেওয়া হবে।
It’s the biggest online School in Gafargaon Upzilla, Organized by Ict Teachers’ Forum Gafargaon Upzilla.
Community based medical college Bangladesh was established as an academic enterprise of Community H
All classes of English grammar will be discussed on this page . H.S.C/S.S.C Spoken English .
এই মাদরাসাটি ১৯৮৩ সালে ময়মনসিংহ জেলা?
আধুনিক ও মানসম্মত শিক্ষার প্রয়াসে, ফয়েজ শিক্ষা পরিবার হয়ে উঠুক আপনার প্রথম পছন্দ।
We are ready to guide you properly and try to give you best.