Mukul Niketan High School, Mymensingh

Mukul Niketan High School, Mymensingh

Comments

মুকুল নিকেতন হাই স্কুল থেকে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হবে
🎠🎠
:- আমি কি এখন মুকুল নিকেতন ক্রিকেট ক্লাবে যোগ দিতে পারি ?

:- অনুগ্রহ করে উত্তর দিন

:- অগ্রিম ধন্যবাদ
ক্লাস ৫-৭ সকল বিষয়,জে এস সি,এস এস সি পরীক্ষার পদার্থ,রসায়ন, জীববিজ্ঞান, গণিত এর সম্পূর্ণ কোর্স :

বাসায় গিয়ে পড়ানো হবে স্পেশিয়ালি,অগোছালো পড়াকে গোছালোভাবে 🙂।এছাড়াও মেন্টালি প্রিপারেশন করানো হবে,ফলে পরীক্ষার হলের ভীতি ও দূর হবে,যা অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখতে সাহায্য করবে।

স্থান:শুধুমাত্র ময়মনসিংহ এ

আমি মোহাম্মদ ইমন।পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয় এ।অল্প সময়ে নিজেদের প্রস্তুতিকে মজবুত করতে,পড়াশোনাকে আরো নতুন মাত্রায় নিয়ে যেতে আগ্রহী প্রার্থী যোগাযোগ করুন:01708572913।এই নম্বরে। ৩বছর যাবত ছাত্র ছাত্রী দের সফল ভাবে পড়িয়ে আসছি।💓

বিদ্র:কিছু সঙ্গত কারনে ফেক আইডি থেকে পোস্ট টি করা।তবে ফোন দিয়ে কথা বলে পরিচিত হলে বুঝতে পারবেন আপনার উপকার ই হবে।😊 এবং আপনার সফলতায় ১০০% অবদান রাখার দৃঢ় প্রত্যয়ী।ইনশাআল্লাহ।

One Of The Famous Educational Institution in Mymenshingh

Operating as usual

27/10/2022

ব্যবহারিক (practical) জমা দেওয়ার রুটিন! 🙂

27/10/2022

স্টুডেন্টদের মধ্যে একটা ভোট হয়ে যাক!
𝔹𝕣𝕒𝕫𝕚𝕝 ❤️
𝔸𝕣𝕘𝕖𝕟𝕥𝕚𝕟𝕒 👍
𝔾𝕖𝕣𝕞𝕒𝕟𝕪 😯

24/10/2022

ঘূর্ণিঝড় সিত্রাং ক্রমশই আগ্রাসী রূপ ধারণ করছে। সিডরের মতো আঘাত হানার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। উপকূলীয় জেলাগুলো সর্বোচ্চ ঝুঁকির মধ্যে আছে। ইতোমধ্যে কোনো কোনো নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সবাই সতর্ক থাকি এবং দোয়া অব্যাহত রাখি। মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সুস্থ এবং নিরাপদে রাখুন।

22/10/2022

☑️ একটু নিয়মিত লেখার অভ্যাস রাখতে হবে। লেখার অভ্যাস না থাকলে হুট করে পরীক্ষার হলে আড়াই ঘন্টা টানা লিখতে পারবেন না। হাত ব্যথা করবে, লেখা ধীরগতির হবে। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় সৃজনশীল লিখে লিখে অনুশীলন করবেন। এতে প্রথমত যেই অধ্যায়টা পড়লেন সেটা ভালোমতো আয়ত্ত্ব হয়ে যাবে আর একটা সৃজনশীল লিখতে আপনার কতটুকু সময় লাগে (সেটা কি ২০ মিনিটের কম না বেশি) সেটাও জানতে পারলেন। বাংলা, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ধর্ম পরীক্ষায় সাধারণত প্রচুর লিখতে হয়, এজন্য বহুনির্বাচনি(এমসিকিউ) দাগানো শেষেই সৃজনশীল অংশের প্রশ্নটা ভালো করে ২-৩ বার পড়ে নিবেন। যেগুলো একদম ভালো মতো পারেন, ৮-৯ নাম্বার সহজেই তুলতে পারবেন, ঐগুলা আগে লিখবেন। কঠিনগুলা দিয়ে কখনোই শুরু করবেন না। ধরেন, একটা সৃজনশীল আপনি খুব ভালো পারেন, লেখার পর দেখলেন বেশ ভালো লিখসেন ৬-৭ পাতা জুড়ে কিন্তু এই একটা লিখতেই ৩০-৪০ মিনিট পার হয়ে গিয়েছে। এটা কখনোই করবেন না। পরীক্ষার হলে প্রতিটি সেকেন্ডই অত্যন্ত মূল্যবান। সবগুলো সৃজনশীল গড়ে ৪-৫ পৃষ্ঠার লিখলেই যথেষ্ট। ভালোমতো লিখলে বোর্ডে ৪ পৃষ্ঠার সৃজনশীল লিখলেই ৮-৯ করে পাবেন। আর অযথা সময় নষ্ট করবেন না পরীক্ষার হলে। অমুক দোস্ত কয়টা সৃজনশীল লিখলো, তমুক দোস্ত কয়টা লুজ শিট নিলো এগুলা আপনার জানার কোনো দরকার নাই। অনেক জানতে ইচ্ছা করলে পরীক্ষা শেষে জেনে নিয়েন। ওয়াশরুমে গিয়ে সময় নষ্ট করবেন না। ৭টা সৃজনশীল লেখা লাগবে যেই পরীক্ষা গুলায় ঐগুলোর দিন বাসা থেকে বাথরুম সেরে যাবেন। আর পরীক্ষার আগে রাতে পড়ে-লিখে কখনোই দুনিয়া উল্টায় ফেলা সম্ভব না। পরীক্ষার অন্তত ২ সপ্তাহ আগে থেকে প্রস্তুতি শুরু করেন। 🙂

পরীক্ষার জন্য শুভকামনা! 💛

17/10/2022

যদি তোমার বয়স 18+ হয়ে যাওয়ার পরেও তুমি এখনো কোথাও ঘুরতে গেলে কিংবা কোথাও একটু যাওয়ার জন্য বের হলেই বাবা-মায়ের অনুমতি নাও; তার মানে এই নয় যে তুমি এখনো বাচ্চা বা নিজের খেয়াল রাখতে পারো না, খুবই স্টুপিড কিংবা এখনো মায়ের আঁচল ধরে থাকো টাইপের মানুষ।
নাহ্। একদমই না....
এটাই হলো বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা। 🖤

01/10/2022

স্কুল লাইফের বন্ধু হারানোর গল্পটা খুবই মর্মান্তিক 🥺

〰️ 🥺 জানি না আর কখনো দেখা হবে কিনা 😔

01/10/2022

আলহামদুলিল্লাহ।
আজ সম্পন্নভাবে সমাপ্তি হলো এস,এস,সি ২০২২ পরীক্ষা।
আল্লাহ সবাইকে উত্তম ফলাফল দান করুক, আমিন।

30/09/2022

ক্লাস শেষ!!! 😅
স্কুল ড্রেস টাকে সাবধানে যত্নে রেখো
মনে রেখো এই পোশাকের সাথেই জড়িয়ে আছে তোমার জীবনের বেস্ট সময় গুলো💔🥀

14/09/2022

পরিক্ষার্থী দের জন্য ইসলামিক - কিছু আমল...!

হলে যাওয়ার পরে ও পূর্বে,,,,,প্রথমত সবাই ওযু সহিত exam দিবে,,,,,
১,ফজরের নামায পরে,এক্সামদিতে যাওয়ারর আগে ২ রাকাত নফল নামায পরে যাওয়া,এবং এশ রা কের নামায পড়া,৮_১০ মাঝখানের সময়, বড় দের সালাম করে যাওয়া,
২,এক্সাম হলে ডুকে যতটা সম্ভব চুপ থাকা আল্লাহর নাম জপা,,
৩, খাতা পাওয়ার পূর্বে,,,, ১১ বার রাব্বি জিদনি ইলমা পড়া,,এবং ১১ বার দুরুদ শরীফ পড়া,,
৪,তারপর লেখা শুরু করা,,,,
৫,লেখা শেষে কালিমা তাইয়েবা পড়ে স্যারকে খাতা জমা দিবা,,,,,,,

" ইনশাল্লাহ আল্লাহ তোমার সহায় হবেই,,,,,একমাএ আল্লাহই পারে জিরো কে হিরো করতে,,,, দেখবে তুমার ফলাফল ভালো আসবে

14/09/2022

আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা ।

সবার জন্য দোয়া রইল ।

11/09/2022

অবশেষে ফাইনাল ম্যাচে হেরে গেলো আমাদের প্রিয় ছাত্ররা 😔

আগামীতে আরো ভালো করবে ইনশাআল্লাহ্ 🥀
শুভকামনা রইল তোমাদের জন্য ।

04/09/2022

কোনো শিক্ষক নিজ ক্লাসের
শিক্ষার্থীদের কোচিংয়ে পড়াতে পারবেন না।

~ শিক্ষা মন্ত্রী

31/08/2022

~😔 আজকে মন ভালো না 🥺

13/05/2022

এই মাসের ১৯ তারিখ থেকে এসএসসি
২০২২ শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা শুরু

13/03/2022

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনা সংকটকালে বাস্তবতার নিরিখে দুটি বড় পাবলিক পরীক্ষা আমরা সংক্ষিপ্ত আকারে নিয়েছি। সেই ধারাবাহিকতায় এসএসসি ও এইচএসসিতে ২০২২ সালের ন্যায় আগামী ২০২৩ সালেও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। এতে শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমবে। তারা আনন্দময় মানসিকতা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হবে।

আজ রবিবার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় অবস্থিত উত্তর বাংলা কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শুধু পরীক্ষা ও সনদনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কর্মসংস্থানমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। করোনা সংকটকালে বাস্তবতার নিরিখে শিক্ষার্থীদের সরাসরি পাঠদানের পরিবর্তে আমরা অনলাইনভিত্তিক পাঠদান করেছি, সেটা আমাদের প্রযুক্তির সহায়তায় সম্ভব হয়েছে। এখন অবস্থার পরিবর্তন হয়েছে, আমরা আবার সরাসরি শ্রেণিতে পাঠ দানে ফিরছি।

আসন্ন চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে সম্পর্ক রাখতে পারে এমন অভিজ্ঞ ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সেই উপযোগী শিক্ষা কার্যক্রম গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন ডা. দীপু মনি।

তিনি আরও বলেন, ঢাকার বাইরে প্রত্যন্ত এলাকার কোনো কলেজে একটি সমৃদ্ধ লাইব্রেরি থাকতে পারে, তা কাকিনার উত্তর বাংলা কলেজের গুরু নানক লাইব্রেরি পরিদর্শন না করলে বুঝতে পারতাম না। উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা দেশ-বিদেশের স্বনামধন্য অর্থনীতিবিদ, গবেষক ও অধ্যাপক ড. মোজাম্মেল হক, যার নির্দেশনায় উত্তর বাংলা কলেজ রংপুর বিভাগের শ্রেষ্ঠ বেসরকারি কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি মডেল কলেজে পরিণত হয়েছে। এই কলেজের কথা আমি মনে রাখব, এর উন্নয়নে যা করা সম্ভব সেটা করব।

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান ও লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অর্থনীতিবিদ ও গবেষক মোজাম্মেল হক। আরও বক্তব্য দেন উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আবদুর রৌফ সরকার, বীর মুক্তিযোদ্ধা এসএম শফিকুল ইসলাম,

Photos from Peaceツ's post 18/02/2022

Photos from Peaceツ's post

10/02/2022

Miss You Sir 💔💔💔💔💔

07/02/2022

🔵🔴প্রিয় মুকুল নিকেতন স্কুল এর ছাত্র–ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ১২ ফেব্রুয়ারি রোজ শনিবার ৯ম ও ১০ শ্রেণীর অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।📋📋
নবম (৯ম) শ্রেণী সকাল ১১টা থেকে ১২টা
দশম (১০ম) শ্রেণী দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত 🔵🔴

🔴🔵ষষ্ট,সপ্তম,অষ্টম (৬ষ্ঠ,৭ম,৮ম) ১৩ তারিখ রোজ রবিবার অ্যাসাইনমেন্ট বিতরণ করা হবে।।
৬ষ্ঠ শ্রেণী সকাল ১০টা,৭ম শ্রেণী সকাল ১১টা এবং ৮ম শ্রেণী দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত 🔵🔴

সবাইকে উপস্থিত থেকে অ্যাসাইনমেন্ট গ্রহণ করার জন্য অনুরোধ করা হল।

30/01/2022

করোনা মহামারীর কারণে ধাপে ধাপে
বাড়তে পারে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ।

23/01/2022

মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী ১ম ডোজ টিকা নিয়েছিল তাদেরকে ২৬ জানুয়ারি ২০২২ সকাল ৯ টায় মহিলা কলেজ থেকে টিকা নেয়ার জন্য জানানো হলো ।

21/01/2022

Mymensingh Railway Junction

16/01/2022

মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের [১২+] শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যারা এখনও করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করে নাই তারা আগামী কাল ১২ টাই Afroz Khan Model School, Mymensingh উপস্থিত থেকে টিকা নিতে বলা হলো ।

13/01/2022

৩,০০০ (তিন হাজার) ছাড়ালো
করোনা শনাক্ত

13/01/2022

💙💙💙🥀

13/01/2022

"অমিক্রন প্রায় অপ্রতিরোধ্য" এই ভাইরাস কে কেও আটকাতে পারবে না ।
বুস্টার ডোজ নিলেও এই ভাইরাস আক্রান্ত হতে পারেন সবাই ।

12/01/2022

ব্রেকিং নিউজ
ফিলিস্তিনে ৫০ হাজার কোরআন উপহার তুরস্কের ।

12/01/2022
Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Mymensingh
MUKULNIKETAN
Other Schools in Mymensingh (show all)
CBMC,B CBMC,B
At Winnerpar On A Panoramic 23 Acres Land 10 Km From Mymensingh Town Towards Dha
Mymensingh, 2200

Community based medical college Bangladesh was established as an academic enterprise of Community H

Nusan Jannat Hridoy Nusan Jannat Hridoy
Mymensingh

Chandab Dokkhin Government  Primary School Chandab Dokkhin Government Primary School
Chandab
Mymensingh, VALUKA

English Private programme, Mymensingh English Private programme, Mymensingh
আকুয়া, নাসিরাবাদ কলেজ রোড সংল
Mymensingh, 2200

All classes of English grammar will be discussed on this page . H.S.C/S.S.C Spoken English .

Ashraf chowdhury fazil madrasah Ashraf chowdhury fazil madrasah
Muzzampur, Nandail
Mymensingh, 2290

দারুছ ছুন্নাহ্ দাখিল মাদরাসা, দারুছ ছুন্নাহ্ দাখিল মাদরাসা,
Luxmipur, Fulbaria
Mymensingh, 2200

এই মাদরাসাটি ১৯৮৩ সালে ময়মনসিংহ জেলা?

Dewangonj Islamia High School Dewangonj Islamia High School
Nandail
Mymensingh

Fayaz Model School Fayaz Model School
17 Saheb Ali Road, Notun Bazar
Mymensingh, 2200

আধুনিক ও মানসম্মত শিক্ষার প্রয়াসে, ফয়েজ শিক্ষা পরিবার হয়ে উঠুক আপনার প্রথম পছন্দ।

RUHUL AMIN RASEL RUHUL AMIN RASEL
Mymensingh

love ma

বিজ্ঞান কি এতোই সোজা ? বিজ্ঞান কি এতোই সোজা ?
Jamtola Moar, Gafargoan
Mymensingh, 2230

We are ready to guide you properly and try to give you best.