
ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা।
আমি জীবনভর শিক্ষক হয়ে বাঁচতে চাই
***প্রাইভেট পড়ানো হয়:-
✓তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গণিত।
✓নবম ও দশম শ্রেণীর গণিত ও উচ্চতর গণিত ।
✓একাদশ- দ্বাদশ শ্রেণীর আইসিটি।
### অনলাইনে ভিডিও ছাড়ার সময়:-
✓বিকাল ৫:০০টায়
✓রাত ৮:৩০টায়
ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা।
বলেনতো দেখি:- বীজগণিতের জনক কে।
***বলেন তো দেখি ইতিহাসের জনক কে?
শিক্ষা একটি প্রদীপ, বিদ্যালয় সেই প্রদীপের শিখা জ্বালানোর স্থান।
#বিদ্যালয় #শিক্ষা
এখন থেকে ইনকোর্সে ৪০% না পাইলে ফরম পূরণ করতে পারবে না। সে সাথে,
**৬০% এর কম উপস্থিতি থাকলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
এ নিয়ম কার্যকর হবে নিম্নোক্ত সেশন থেকে
**অনার্স ২য় বর্ষ পরীক্ষা-২০২৪
**ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা-২০২৪
**মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা-২০২৩
**প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা-২০২৩
"যে স্বপ্ন দেখে, সে কিছুটা সফল; কিন্তু যে চেষ্টা করে, সে পুরোপুরি সফল।"
দার্শনিক মোঃ হাফিজুল ইসলাম
আবিষ্কারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
#তথ্য #আবিষ্কার
দিন শেষে প্রশ্ন করো না, 'আজ কতটা ব্যস্ত ছিলাম?' বরং জিজ্ঞাসা করো, 'আজ কতটা অর্থপূর্ণ ছিল? জুম্মা মোবারক
২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সংশোধিত সময়সূচী
"রাত হলো চিন্তার সময়, যখন নীরবতা আমাদের অন্তরের কথা শোনায়।"
ভালো ছাত্র হতে চাইলে প্রতিদিন পড়াশোনা করতে হবে এবং সব কিছু বুঝে পড়তে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের অনার্স ভর্তির তারিখ পরিবর্তন