Some relation 😀
Exist Accounting
All business education students will be taught easy accounting, finance, Here 99% common suggestions
Operating as usual
২০২৩ সালের এস. এস. সি পরিক্ষার সিলেবাস (ব্যাবসা শিক্ষা শাখা)
অর্থনীতি -১,২,৩,৪,৬,৯
হিসাববিজ্ঞান -২,৩,৪,৫,৬,৭,৯,১০
ব্যাবসায় উদ্যোগ-১,২,৩,৪,৫,৮,৯,১১
ফিন্যান্স ব্যাংকিং -১,৩,৪,৫,৯,১০,১১
অবচয়/Depreciation:
অবচয়ঃ স্থায়ী সম্পত্তির ব্যবহার জনিত ক্ষতিকে অবচয় বলে ।
অবচয় নির্ধারণের বিবেচ্য বিষয়গুলো হলোঃ
1. সম্পত্তির ক্রয়মূল্য ( Cost of assets ): সম্পত্তির নীট ক্রয়মূল্য, পরিবহণ খরচ, আমদানি শুল্ক , সংস্থাপন ব্যয় ইত্যাদির যোগফল হল সম্পত্তির ক্রয়মূল্য।
2. অবচয়যোগ্য মুল্য ( Depreciable cost ): সম্পত্তির ক্রয়মুল্য হতে ভগ্নবশেষ মুল্য বাদ দিলে অবচয়যোগ্য মুল্য পাওয়া যায়। Depreciable cost = Cost – Salvage value (S.V)
3. সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল ( Estimated life of the assets ): কোন সম্পত্তি থেকে প্রাপ্ত মোট সুবিধাকে সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল হিসেবে বিবেচনা করা হয়। যেমনঃ বছর , উৎপাদন একক , মাইল ইত্যাদি।
4. সম্পত্তির ভগ্নবশেষ মুল্য (Residual value of the assets ): কার্যকর আয়ুষ্কাল শেষে কোন স্থায়ী সম্পত্তি বিক্রয় করে যে মুল্য পাওয়া যাবে বলে ধারনা করা হয় তাই সম্পত্তির ভগ্নবশেষ মুল্য।
অবচয় নির্ধারণ পদ্ধতিঃ
1. Straight line method ( সরল রৈখিক পদ্ধতি )
2. Declining balance method / Diminishing balance Method (ক্রমহ্রাসমান জের পদ্ধতি )
3. Double- decline balance method ( দ্বিগুণ হ্রাসপ্রাপ্ত জের পদ্ধতি )
4. Sum of the years digit method ( বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি )
5. Insurance policy method (বীমাপত্র পদ্ধতি )
6. Depreciation fund method ( অবচয় ভান্ডার পদ্ধতি )
7. Annuity method ( সমকিস্তি বাষিকী পদ্ধতি )
8. Revaluation method ( পুনর্মুল্যায়ন পদ্ধতি )
9. Production method ( উৎপাদন পদ্ধতি )
10. Activity Hour Rate method ( কর্ম ঘন্টা হার পদ্ধতি )
11. Machine Hour Rate method ( যন্ত্র ঘন্টাহার পদ্ধতি )
12. Replacement method ( প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি )
13. Mileage method ( মাইল হিসাবে দৈর্ঘ্য পদ্ধতি )
14. Depletion Unit method ( ক্ষয়ানুপাতিক পদ্ধতি )
1. Straight line method ( সরল রৈখিক পদ্ধতি ):
যে পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমান সমান হয় তাকে Straight line method ( সরল রৈখিক পদ্ধতি ) বলে।
Example: 1
One asset purchase price Tk.25000, Estimated life 5 years. Salvage value is Tk.5000. Depreciation Rate 20%. Depreciation charge is straight line Method. (সরল রৈখিক
হিসাববিজ্ঞান
আর্থিক হিসাব সংরক্ষণ, বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন ব্যবস্থা
হিসাববিজ্ঞান হল অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন ব্যবসায় বা সংঘবদ্ধ দলের আর্থিক ও অনার্থিক তথ্য পরিমাপণ, প্রক্রিয়াজাতকরণ ও যোগাযোগের মাধ্যম। আধুনিক শাখাটি প্রতিষ্ঠিত হয়েছিল বেনেডিক্ট কটরুলজেভিক কর্তৃক ১৪৫৮ সালে, (ইতালিয়ঃ বেনেদেত্ত কট্রুগি; ১৪১৬-১৪৬৯), ব্যবসায়ী, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, কুটনীতিক এবং মানবসেবী দুব্রভনিক (ক্রোয়েশিয়া) এবং ইতালিয়ান গণিতবিদ লুকা প্যাসিওলি ১৪৯৪ সালে ব্যবসায়ের ভাষা হিসেবে স্বীকৃত, হিসাববিজ্ঞান প্রতিষ্ঠানের আর্থিক কর্মকান্ডের ফলাফল পরিমাপ করে এবং এই তথ্য বিভিন্ন ধরনের ব্যবহারকারী, যেমন – বিনিয়োগকারী, ঋণদাতা, ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক সংস্থার কাছে দিয়ে থাকে। হিসাববিজ্ঞান চর্চাকারীগণকে হিসাববিদ বলা হয়। হিসাববিজ্ঞান ও আর্থিক প্রতিবেদন করণ প্রায়শই সমার্থক হিসেবে ব্যবহার করা হয়।
পণ্য ক্রয়, বিক্রয়, মজুদকরণ, হিসাব নিকাশ, মানব সম্পদ ব্যবস্থাপনাসহ ব্যবসায়ের অন্যান্য হিসাব সংরক্ষনের জটিল এবং ক্লান্তিকর কাজগুলো আজকাল কম্পিউটার সফটওয়্যারের সাহায্যে অনেক দ্রুততার সাথে করা যায়। এই সফটওয়্যারগুলো সচরাচর প্রত্যেকটি প্রধান কার্যক্রমের সাথে অন্তর্নিহিতভাবে সংযুক্ত থাকে; এতে করে একটি তথ্য প্রবেশ করালে তা সমস্ত হিসাবে অন্তর্ভুক্ত হয়ে যায়। এই সফটওয়্যারগুলো দিয়ে একজন কর্মী প্রায় ২০০ মানুষের কাজ একাই করে ফেলতে পারে। এই ধরনের একাউন্টিং সফটওয়্যার প্রতিষ্ঠানের কাজ অনেক সহজ করে দেয় এবং এতে করে পণ্য ও সেবার গুণগত মান বৃদ্ধি এবং অর্থ সাশ্রয় হয়।
হিসাববিজ্ঞান প্রায় হাজার বছর ধরে চর্চিত একটি বিদ্যা। প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতায় উৎপাদিত ফসল এবং মন্দিরে সংগৃহীত শস্যের হিসাব রাখার জন্য হিসাববিজ্ঞানের প্রাচীনতম পন্থাগুলো ব্যবহৃত হতো।
হিসাববিজ্ঞানের উৎপত্তি:
এই বৈজ্ঞানিক হিসাবশাস্ত্রের প্রচলন করেছিলেন ইতালীয় রেনেসাঁর গণিতজ্ঞ ও ধর্মযাজক লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি’র একজন নিকটতম বন্ধু ও গৃহশিক্ষক এবং ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস এর সমসাময়িক। লুকা প্যাসিওলির ১৪৯৪ সালের মূলপাঠ ল্যাটিন ভাষায় (ট্রেক্সট্) (summa de Arithmatica Geometria,proportionet proportionalita) সুম্মা ডি এরিথিমেটিকা, জিওমেট্রিকা, প্রপোরসোনিয়েট, প্রোপোরসনালিটাতে এই প্যাসিওলি বর্ণনা করেছিলেন দু'তরফা দাখিলা পদ্ধতি যেটা নিশ্চিত করে অর্থনৈতিক তথ্য রেকর্ড করা হয় দক্ষতার সাথে এবং যথাযথভাবে। লুকা প্যাসিওলির স্বর্ণসূত্র দ্বারা খুব সহজেই সম্পদ, দায়, আয়, ব্যায় এর ডেবিট-ক্রেডিট নির্ণয় করা যায়।
ইতিহাস:
মূল নিবন্ধ: হিসাবরক্ষণের ইতিহাস:
অতি প্রাচীনকাল থেকে মানুষ লেনদেনের প্রয়োজনীয়তা অনুভব করে ও বিভিন্নভাবে তা সংরক্ষণের উপায় বের করে । দক্ষিণ আফ্রিকার একটি প্রাচীন গুহা থেকে উদ্ধারকৃত কিছু লিপি থেকে বোঝা যায় যে প্রায় ৭৬,০০০ বছর আগেও মানুষ হিসাব সংরক্ষণের চেষ্টা চালিয়ে গিয়েছিল। এটি ছিল হিসাববিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে প্রাচীন নিদর্শন।
হিসাববিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শনগুলি পাওয়া যায় ব্যাবিলনিয়, এশিরীয় ও সুমেরীয় সভ্যতায়। এই সভ্যতাগুলো প্রায় ৭,০০০ বছর পূর্বে মেসোপটেমিয়া নদীর তীরে গড়ে ওঠে এবং বিকাশ লাভ করে। উক্ত সভ্যতার লোকেরা শুধুমাত্র কৃষি উৎপাদন পরিমাপ করতেই হিসাবের আদিম পদ্ধতিগুলো ব্যবহার করত। সেই আদিম পদ্ধতিগুলো ব্যবহার করে ফসল গত বছরের তুলনায় কম হয়েছে না বেশি হয়েছে তা নির্ণয় করা যেতো। উৎপাদিত ফসলের একটি অংশ মন্দিরে দান করতে হতো। আর কে কতোটুকু দান করল মন্দির কর্তৃপক্ষ তা দেওয়ালে চিহ্নের মাধ্যমে লিখে রাখতো। এই প্রাচীন দেওয়াল খোদাইগুলোকেও হিসাববিজ্ঞানের প্রাচীন প্রচেষ্টা বলা যেতে পারে।
শ্রেণী :
আর্থিক হিসাববিজ্ঞান:
নিম্ন ও উচ্চ মূল্যহ্রাস ও মূল্যবৃদ্ধিকালে নামমাত্র আর্থিক এককে (ঐতিহাসিক ব্যয় হিসাববিজ্ঞান বা ঐব্যয়হি) কিংবা আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদনের নীতিমালা (International Financial Reporting Standards) অনুযায়ী অত্যুচ্চ মূল্যবৃদ্ধিকালে ধ্রুব ক্রয়ক্ষমতাসম্পন্ন এককে (ধ্রুব ক্রয়ক্ষমতা হিসাববিজ্ঞান বা ধ্রুক্রয়হি) অর্থায়িত মূলধন রক্ষণাবেক্ষণকে আর্থিক হিসাববিজ্ঞান বলা হয়। আর্থিক হিসাববিজ্ঞান ঐব্যয়হি বা ধ্রুক্রয়হি অনুসারে প্রতিষ্ঠানের আর্থিক তথ্যাবলির প্রতিবেদন তৈরি করে তা বহিঃস্থ ব্যবহারকারীদের, যেমন বিনিয়োগকারী, পরিচালকবৃন্দ এবং সরবারহকগণের নিকট উপস্থাপন করার উপর গুরুত্বারোপ করে। এটি সর্বজনগ্রাহ্য হিসাববিজ্ঞান নীতিমালা বা সহিনী (Generally accepted accounting principles or GAAP) অনুসারে বহিঃস্থ ব্যবহারকারীদের জন্য ব্যবসায়িক লেনদেন পরিমাপ ও সংরক্ষণ এবং আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকে। সহিনী তাত্ত্বিক ও প্রায়োগিক হিসাববিজ্ঞানের মধ্যকার বৃহৎ মতৈক্য হতে ধারাবাহিকভাবে উৎপন্ন হয়েছে, যা সিদ্ধান্তপ্রণেতাদের প্রয়োজনানুযায়ী কালক্রমে পরিবর্তিত হয়।
আর্থিক হিসাববিজ্ঞানের সাহায্যে সাধারণত বাৎসরিক বা অর্ধবাৎসরিক সময়ের ভিত্তিতে কোনো প্রতিষ্ঠানের পূর্বকালীন প্রতিবেদন প্রস্তুত করা হয়ে থাকে। যেমন, ২০০৬ সনে প্রস্তুতকৃত আর্থিক বিবরণী বর্ণনা করবে ২০০৫ সনের আর্থিক অবস্থা।
ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান :
ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান সে সকল তথ্যাদি পরিমাপণ, সংরক্ষণ ও বিবরণের উপর গুরুত্বারোপ করে যেগুলি ব্যবস্থাপকদেরকে তাদের প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানে ব্যয়-উপযোগিতা বিশ্লেষণ অনুযায়ী অভ্যন্তরীণ হিসাবনিকাশ ও বিবরণী তৈরি করা হয়ে থাকে। এক্ষেত্রে সহিনী অনুসরণ করা বাধ্যতামূলক নয়।
ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান ভবিষ্যৎ সময়ের জন্য বিবরণী প্রস্তুত করে থাকে, যেমন ২০০৬ সনের বাজেটটি ২০০৫ সনে প্রণয়ন করাটা এ ধরনের হিসাববিজ্ঞানের কাজ। এক্ষেত্রে, সময়ের পরিসীমা ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে থাকে। এরূপ বিবৃতিতে আর্থিক ও অনার্থিক, দু'ধরনের তথ্যই থাকতে পারে এবং উদাহরণস্বরূপ বিশেষ কোনো পণ্য বা বিভাগের উপর গুরুত্বারোপ করা হতে পারে।
নিরীক্ষণ :
অন্যের দ্বারা সুনিশ্চিত উক্তি ও দাবির সত্যপ্রতিপাদনকে নিরীক্ষণ বলে। এ কাজটির প্রতিদানে নিরীক্ষণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ সম্মানী প্রদান করা হয়ে থাকে।[৫] হিসাববিজ্ঞানের ধারণায় নিরীক্ষণ হলো "কোনো প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর পক্ষপাতহীন পরীক্ষণ ও সংখ্যাত্মক পরিমাপণ।"
আর্থিক বিবরণীর নিরীক্ষার লক্ষ্য হলো আর্থিক বিবরণীটির সম্পর্কে স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক মন্তব্য প্রকাশ করা। আর্থিক বিবরণী যে সুষ্ঠুতার সাথে সহিনী অনুযায়ী ও "সকল দ্রব্যবাচক দিক" হতে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির আর্থিক অবস্থা, কার্যফলাফল, ও নগদ অর্থপ্রবাহ প্রকাশ করে, একজন নিরীক্ষক সেটি সম্পর্কে অভিমত দিয়ে থাকে। নিরীক্ষককে সে সকল ক্ষেত্রসমূহও শনাক্ত করতে হয় যে সকল ক্ষেত্রগুলিতে ধারাবাহিকভাবে সহিনী মেনে চলা হয় নি।[৭]
হিসাববিজ্ঞান তথ্য ব্যবস্থা :
কোনো একটি প্রতিষ্ঠানের সার্বিক তথ্য পদ্ধতির যে অংশটি বিশেষভাবে পরিমাণবাচক তথ্য প্রক্রিয়াকরণের উপর গুরুত্বারোপ করে তাকে হিসাববিজ্ঞান তথ্য ব্যবস্থা বলে।
হিসাববিজ্ঞানের তথ্য ব্যবস্থায় দুটি পক্ষ জড়িত থাকে; তথ্য প্রস্তুতকারী এবং তথ্যের ব্যবহারকারী। হিসাববিজ্ঞান ব্যবসায়ের ভাষা হিসেবে বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ কাজে ব্যবহৃত হওয়ায় বর্তমানে হিসাববিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা হিসেবে সংজ্ঞায়িত করা হয়। হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারকারী ২ ধরনেরঃ
অভ্যন্তরীণ ব্যবহারকারী: যারা সংশ্লিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও মালিকানার আওতাভুক্ত তাদেরকে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলা হয়।
বাহ্যিক ব্যবহারকারী: যারা ব্যবসাপ্রতিষ্ঠানের সাথে জড়িত কিন্তু মালিকানা এবং ব্যবস্থাপনার অংশ নন তাদেরকে বাহ্যিক ব্যবহারকারী বলা হয়; যেমনঃ পাওনাদার, কর কর্তৃপক্ষ, সরকার, নিরীক্ষক প্রমুখ।
𝘼𝙘𝙘𝙤𝙪𝙣𝙩𝙞𝙣𝙜 𝙛𝙧𝙚𝙚𝙡𝙖𝙣𝙘𝙞𝙣𝙜
(একাউন্টটিং ফ্রিলান্সিং)-
একাউন্টটিং ফ্রিলান্সিং কি আমি করতে পারবো? এটা করার যোগ্যতা কি আমার আছে? কি কি দরকার?কিভাবে শুরু করবো? কোথা হতে শুরু করবো?
একাউন্টটিং ফ্রিল্যান্সিং করতে আমাদেরকে কোন বড় বড় ডিগ্রিধারী হতে হবে নাহ। শুধুমাত্র একাউন্টটিং এর উপরে সাধারন জ্ঞান যেমনঃ জাবেদা থেকে রেওয়ামিল এইটুকুর জ্ঞান যদি থাকে তাহলেই আপনি একজন সফল বুককিপার হতে পারেন এবং সফলদের তালিকাবদ্ধ হতে পারেন। আপনাকে শুধুমাত্র কিছু জনপ্রিয় একাউন্টটিং সফটওয়্যার যেমনঃ𝑸𝒖𝒊𝒄𝒌𝒃𝒐𝒐𝒌𝒔, 𝒙𝒆𝒓𝒐,𝒘𝒂𝒗𝒆... অপারেট করা শিখতে হবে।
বিস্তারিত(পয়েন্ট)ঃ
*একাউন্টটিং সম্পর্কে সাধারণ জ্ঞান (জাবেদা থেকে রেওয়ামিল) এইটুকুর ধারনা স্পষ্ট রাখতে হবে।
* একাউন্টটিং জনপ্রিয় সফটওয়্যার ( Quickbooks, xero, wave, sage......) যেকোনো কোয়ালিটি সম্পন্ন প্রতিষ্ঠান হতে শিখতে হবে যাতে মার্কেটপ্লেসে কাজ করার দক্ষতা অর্জন করা যায়।
*কমিউনিকেশন স্কিল ডেভলপ করতে হবে (আপনাকে ব্রিটিশদের মত ইংরেজি বলা শিখতে হবে নাহ, শুধু আপনি কি বলতে চান সেটা বোঝানোর মত স্কিল থাকলেই হবে)।
*এক্সেলে মিডিয়াম লেভেলের এক্সপার্ট হতে হবে।
* সবচেয়ে বড় কথা নিজেকে সবসময় আপডেট রাখতে হবে এবং ধৈর্যশীল হতে হবে।
আমরা ব্যাবসার শিক্ষার ছাত্ররা Graphic design, web design, social media marketing এর উপর সময় দিতে পারি না। তাই আমাদের জন্য freelancing করার সুযোগ রয়েছে, (fiverr, upwork, freelance) website এ Accounting freelancing কাজ গুলো করা যাবে
#একজন একাউন্টটিং ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে যা যা করতে হতে পারে(দায়িত্ব) -
*𝑪𝒐𝒎𝒑𝒂𝒏𝒚 𝒊𝒏𝒕𝒆𝒈𝒓𝒂𝒕𝒊𝒐𝒏 𝒘𝒊𝒕𝒉 𝒂𝒄𝒄𝒐𝒖𝒏𝒕𝒊𝒏𝒈 𝒔𝒐𝒇𝒕𝒘𝒂𝒓𝒆.
*𝑬𝒏𝒕𝒊𝒓𝒆 𝒕𝒓𝒂𝒏𝒔𝒂𝒄𝒕𝒊𝒐𝒏 𝒊𝒏 𝒔𝒐𝒇𝒕𝒘𝒂𝒓𝒆 & 𝒓𝒆𝒄𝒐𝒏𝒄𝒊𝒍𝒆 𝒃𝒂𝒍𝒂𝒏𝒄𝒆𝒔.
*𝑷𝒓𝒆𝒑𝒂𝒓𝒆 𝒃𝒖𝒅𝒈𝒆𝒕𝒔
*𝑷𝒓𝒆𝒑𝒂𝒓𝒆 𝒂𝒄𝒄𝒖𝒓𝒂𝒕𝒆 𝒘𝒐𝒓𝒌 𝒑𝒂𝒑𝒆𝒓𝒔
*𝑺𝒆𝒏𝒅 𝒊𝒏𝒗𝒐𝒊𝒄𝒆𝒔 𝒕𝒐 𝒂𝒄𝒄𝒐𝒖𝒏𝒕𝒔 𝑬𝒏𝒇𝒐𝒓𝒄𝒆 𝒑𝒂𝒚𝒎𝒆𝒏𝒕 𝒕𝒆𝒓𝒎𝒔 𝒘𝒊𝒕𝒉 𝒂𝒄𝒄𝒐𝒖𝒏𝒕𝒔
*𝑺𝒕𝒂𝒚 𝒖𝒑-𝒕𝒐-𝒅𝒂𝒕𝒆 𝒐𝒏 𝒔𝒕𝒂𝒕𝒆 𝒂𝒏𝒅 𝒍𝒐𝒄𝒂𝒍 𝒕𝒂𝒙 𝒍𝒂𝒘𝒔
*𝑽𝒂𝒕 & 𝑻𝒂𝒙
*𝑹𝒆𝒄𝒐𝒓𝒅 𝒑𝒂𝒚𝒎𝒆𝒏𝒕𝒔 𝒂𝒏𝒅 𝒅𝒊𝒔𝒃𝒖𝒓𝒔𝒆𝒎𝒆𝒏𝒕𝒔
*𝒑𝒂𝒚𝒓𝒐𝒍𝒍
*𝑪𝒍𝒆𝒂𝒏 𝒖𝒑 & 𝒄𝒂𝒕𝒄𝒉𝒆 𝒖𝒑 & 𝒆𝒕𝒄.
#একাউন্টটিং ফ্রিলান্সার হিসেবে আপনি কেমন আয় করতে পারেনঃ
আপনার যদি স্কিল থাকে আপনি অবশ্যই আয় করতে পারবেন (যা আপনার রিজিকে বিদ্যমান)। গড়ে দেখা যায়, জুনিয়র একজন ফ্রিলান্সার প্রতি ঘন্টায় আয় করেন $২০-$৪০, একজন সিনিয়র ফ্রিলান্সার $৩০-$৫০, আর আপনি যদি এ সেক্টরে শীর্ষে থাকতে পারেন তাহলে ঘন্টায় $৬০-$১৫০ আয় করতে পারেন।
আর হ্যা বাংলাদেশ থেকেও অনেকে সাফল্যের শীর্ষে রয়েছেন। এবার এই সেক্টরে টপ রেটেডের মধ্যে বাংলাদেশের তিনজন রয়েছেন, "আলহামদুলিল্লাহ "❤️
আপনি আমিও এদের মধ্যে একজন হতে পারি।
Accounting -01, life of Luca pacioli.
Luca Pacioli
Fra Luca Bartolomeo de Pacioli (sometimes Paccioli or Paciolo; c. 1447 – 19 June 1517)was an Italian mathematician, Franciscan friar, collaborator with Leonardo da Vinci, and an early contributor to the field now known as accounting. He is referred to as "The Father of Accounting and Bookkeeping" in Europe and he was the second person to publish a work on the double-entry system of book-keeping on the continent.He was also called Luca di Borgo after his birthplace, Borgo Sansepolcro, Tuscany.
Luca Pacioli
Portrait of Luca Pacioli
Portrait of Luca Pacioli, traditionally attributed to Jacopo de' Barbari, 1495[1]
Born: c. 1447
Sansepolcro, Republic of Florence
Died: 19 June 1517 (aged 69–70)
Sansepolcro, Republic of Florence
Citizenship: Florentine
Occupation: Friar, mathematician, writer
Known for:
Summa de arithmetica,
Divina proportione,
double-entry bookkeeping
Life:
A woodcut of Pacioli which appears throughout the Summa de arithmetica[5]
Luca Pacioli was born between 1446 and 1448 in the Tuscan town of Sansepolcro where he received an abbaco education. This was education in the vernacular (i.e., the local tongue) rather than Latin and focused on the knowledge required of merchants. His father was Bartolomeo Pacioli; however, Luca Pacioli was said to have lived with the Befolci family as a child in his birth town Sansepolcro.He moved to Venice around 1464, where he continued his own education while working as a tutor to the three sons of a merchant. It was during this period that he wrote his first book, a treatise on arithmetic for the boys he was tutoring. Between 1472 and 1475, he became a Franciscan friar.Thus, he could be referred to as Fra ('Friar') Luca.
In 1475, he started teaching in Perugia as a private teacher before becoming first chair in mathematics in 1477. During this time, he wrote a comprehensive textbook in the vernacular for his students. He continued to work as a private tutor of mathematics and was instructed to stop teaching at this level in Sansepolcro in 1491. In 1494, his first book, Summa de arithmetica, geometria, Proportioni et proportionalita, was published in Venice. In 1497, he accepted an invitation from Duke Ludovico Sforza to work in Milan. There he met, taught mathematics to, collaborated, and lived with Leonardo da Vinci. In 1499, Pacioli and Leonardo were forced to flee Milan when Louis XII of France seized the city and drove out their patron. Their paths appear to have finally separated around 1506. Pacioli died at about the age of 70 on 19 June 1517, most likely in Sansepolcro, where it is thought that he had spent much of his final years.
Mathematics:
The first printed illustration of a rhombicuboctahedron, by Leonardo da Vinci, published in Divina proportione
Woodcut illustrating the proportions of the human face from the second part of Divina proportione, which covers the Vitruvian system
Further information: Mathematics and art
Pacioli published several works on mathematics, including:
Tractatus mathematicus ad discipulos perusinos (Ms. Vatican Library, Lat. 3129), a nearly 600-page textbook dedicated to his students at the University of Perugia where Pacioli taught from 1477 to 1480. The manuscript was written between December 1477 and 29 April 1478. It contains 16 sections on merchant arithmetic, such as barter, exchange, profit, mixing metals, and algebra, though 25 pages from the chapter on algebra are missing. A modern transcription was published by Calzoni and Cavazzoni (1996) along with a partial translation of the chapter on partitioning problems.
Summa de arithmetica, geometria. Proportioni et proportionalita (Venice 1494), a textbook for use in the schools of Northern Italy. It was a synthesis of the mathematical knowledge of his time and contained the first printed work on algebra written in the vernacular (i.e., the spoken language of the day). It is also notable for including one of the first published descriptions of the bookkeeping method that Venetian merchants used during the Italian Renaissance, known as the double-entry accounting system. The system he published included most of the accounting cycle as we know it today. He described the use of journals and ledgers and warned that a person should not go to sleep at night until the debits equalled the credits. His ledger had accounts for assets (including receivables and inventories), liabilities, capital, income, and expenses – the account categories that are reported on an organization's balance sheet and income statement, respectively. He demonstrated year-end closing entries and proposed that a trial balance be used to prove a balanced ledger. Additionally, his treatise touches on a wide range of related topics from accounting ethics to cost accounting. He introduced the Rule of 72, using an approximation of 100*ln 2 more than 100 years before Napier and Briggs.
De viribus quantitatis (Ms. Università degli Studi di Bologna, 1496–1508), a treatise on mathematics and magic. Written between 1496 and 1508, it contains the first reference to card tricks as well as guidance on how to juggle, eat fire, and make coins dance. It is the first work to note that Leonardo was left-handed. De viribus quantitatis is divided into three sections: Mathematical problems, puzzles, and tricks, along with a collection of proverbs and verses. The book has been described as the "Foundation of modern magic and numerical puzzles," but it was never published and sat in the archives of the University of Bologna, where it was seen by only a small number of scholars during the Middle Ages. The book was rediscovered after David Singmaster, a mathematician, came across a reference to it in a 19th-century manuscript. An English translation was published for the first time in 2007.
Geometry (1509), a Latin translation of Euclid's Elements.
Divina proportione (written in Milan in 1496–98, published in Venice in 1509). Two versions of the original manuscript are extant, one in the Biblioteca Ambrosiana in Milan, the other in the Bibliothèque Publique et Universitaire in Geneva. The subject was mathematical and artistic proportion, especially the mathematics of the golden ratio and its application in architecture. Leonardo da Vinci drew the illustrations of the regular solids in Divina proportione while he lived with and took mathematics lessons from Pacioli. Leonardo's drawings are probably the first illustrations of skeletal solids, which allowed an easy distinction between front and back. The work also discusses the use of perspective by painters such as Piero della Francesca, Melozzo da Forlì, and Marco Palmezzano.
Translation of Piero della Francesca's work Edit
The majority of the second volume of Summa de arithmetica, geometria. Proportioni et proportionalita was a slightly rewritten version of one of Piero della Francesca's works. The third volume of Pacioli's Divina proportione was an Italian translation of Piero della Francesca's Latin book De quinque corporibus regularibus. In neither case did Pacioli include an attribution to Piero. He was severely criticized for this and accused of plagiarism by sixteenth-century art historian and biographer Giorgio Vasari. R. Emmett Taylor (1889–1956) said that Pacioli may have had nothing to do with the translated volume Divina proportione, and that it may just have been appended to his work. However, no such defense can be presented concerning the inclusion of Piero della Francesca's material in Pacioli's Summa.
Impact on accounting and business:
Pacioli dramatically affected the practice of accounting by describing the double-entry accounting method used in parts of Italy. This revolutionized how businesses oversaw their operations, enabling improved efficiency and profitability. The Summa's section on accounting was used internationally as an accounting textbook up to the mid-16th century. The essentials of double-entry accounting have for the most part remained unchanged for over 500 years. "Accounting practitioners in public accounting, industry, and not-for-profit organizations, as well as investors, lending institutions, business firms, and all other users for financial information are indebted to Luca Pacioli for his monumental role in the development of accounting."
The ICAEW Library's rare book collection at Chartered Accountants' Hall holds the complete published works of Luca Pacioli. Sections of two of Pacioli's books, 'Summa de arithmetica' and 'Divina proportione' can be viewed online using Turning the Pages, an interactive tool developed by the British Library.
Chess:
Luca Pacioli also wrote an unpublished treatise on chess, De ludo scachorum (On the Game of Chess). Long thought to have been lost, a surviving manuscript was rediscovered in 2006, in the 22,000-volume library of Count Guglielmo Coronini-Cronberg in Gorizia. A facsimile edition of the book was published in Pacioli's home town of Sansepolcro in 2008. Based on Leonardo da Vinci's long association with the author and his having illustrated Divina proportione, some scholars speculate that Leonardo either drew the chess problems that appear in the manuscript or at least designed the chess pieces used in the problems.
Source : Wikipedia
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Mymensingh
Mymensingh Sadar
Mymensingh, 2200
Global-IT Pathshala is one of the best (online based) IT Training Institute in Bangladesh.
Zilla School Road
Mymensingh, 2250
This is the official page of "Origin Academic and Admission Care"
97/8 Patgudam, Bridge More
Mymensingh, 2200
👉🏻যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে ?
Jatiya Kabi Kazi Nazrul Islam University, Trishal
Mymensingh
Help Desk for Department of Film & Media JKKNIU
5B Green House, 27/2 Ram Babu Road
Mymensingh, 2200
Start exploring globally. Build your career as an IT Professional.
Mymensingh
A reliable tuition media that provides quality private teachers from MMC, BAU and Nazrul University for your kids in Mymensingh.
Rasheed Tower, Zilla School Road
Mymensingh
Never let the fear of striking out keep you from playing the game. -Babe Ruth
Trishal Bus Stand Moor ( Beside Mymensingh Mohila College Building 4th Floor)
Mymensingh, 2200
Chase Your Dream to be a Nurse. 💉🩺