Xojib janbi - সজীব জানবী
Nearby schools & colleges
Dhaka ২২০০
2202
2200
ময়মনসিংহ
2202
Mymensingh, Mymensing
2202
Bangladesh Agricultural University
Mymensingh
Mymensingh, Mymensing
2202
mymensingh
2200
Shafia Tower 3rd Floor
Konapara,Ishwargong,Mymensingh
যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে বিজয়ে 🫰
Operating as usual
❤️🔥🫰😃😃
আমার দেখা সব চেয়ে ভদ্র প্লেয়ার সিলভা 🇧🇷🏆💪
চলুন একটু পছন্দ/অপছন্দ মিলাই–
আমার পছন্দগুলো ১ম কমেন্টে দেওয়া আছে।
সকাল নাকি সন্ধ্যা?
শিউলি নাকি অলকানন্দা?
মেঘ নাকি রোদ্দুর?
গিটার নাকি বাঁশির সুর?
পাহাড় নাকি আকাশ?
নীল নাকি শরতের কাশ?
গল্প নাকি কবিতা?
প্রিয়তা নাকি সুচরিতা?
দিন নাকি রাত?
কিসে ভয়–বিজলি নাকি বজ্রপাত?
জল নাকি আগুন?
গান নাকি পাখির গুনগুন?
রিক্সা নাকি গাড়ি?
ছুটিতে ট্যুর নাকি বাড়ি?
আলো নাকি আঁধার?
হাসি নাকি স্বভাব অল্পতেই কাঁদার?
প্রেম নাকি মায়া?
ছাতা নাকি ছায়া?
চিঠি নাকি ল্যান্ডফোন?
টিস্যু নাকি টাওয়ালের ভেজা কোণ?
সম্মুখ নাকি আড়াল?
টোল হাসে– হাসলে গাল?
ফেসবুক– অফিসিয়াল নাকি লাইট?
পোশাকে ঢিলেঢালা নাকি টাইট?
তোমার প্রেমের দিওয়ানা
প্রথম আমি ভালো মনে করছিলাম
এখন দেখি
তোমার থেকেও শিয়ানা
আলোয় হেঁসে উঠা দিগন্তের এই বুকে-
ডুবে যাওয়া সূর্যটার ইতি জানান দেয়।
রঙ্গ হাসির ক্ষণিকের রঙিন খেলা ঘর
নিঃশ্বাস শেষ হতেই মুহূর্তে ফুরিয়ে যাবে
মিথ্যা হাসিতেই মুখরিত করা চারপাশ-
অগোচরে চোখের জল লুকিয়েই রাখা।
ব্যথায় কাতর, মানুষটাও যে জানে খুব
রাত্রি তার আজ কতোটা যে গভীর হবে
অন্ধকারে ছদ্মবেশী রুপে আশ্রয় নেওয়া-
নিজেকে সুচতুর, দোয়েলকে বোকা ভাবা
সে আশ্রিত কাক'টা ভালো করে জানে।
সকাল হতেই তার সব মুখোশ খুলে যাবে
ক্যান্সারের সঙ্গে প্রতিনিয়ত লড়তে লড়তে-
পরাজয় নিজের সম্মুখেই উপলব্ধি করা।
অন্তিম যাত্রা কালে, মানুষটাও বুঝে নেয়
দামি ঔষধ তার মৃত্যু ঠেকাতে পারবে না
অট্টালিকায় নিজের, সব উপার্জন লুটিয়ে-
স্বাদের দালানে আসতেই,অক্ষম হয়ে পরা।
মানুষটারও এক সময় চেতনা বোধে আসে
আজ লাশ হলে,কাল তার বাঁশের প্রয়োজন
কবিতা মৃত্যুর_দারপ্রান্তে
________❤️🥰❤️_________
আমি চলে গেলে– পৃথিবীর কোথাও
কোনো এক বিষণ্ণ গাঙচিল তার উড়ার গতি
থামিয়ে নেমে আসবে জলে?
ঝরে যেতে যেতে ব্যথিত হবে কি
অরণ্যে কোনো এক মৃতপ্রায় পাতা?
কোথাও কি বেশকম হবে কিছু–আমি নেই বলে?
সালমান হাবীব
আর্জেন্টিনা সাপোর্টার রা হাতদিয়ে গোল করার প্রতিভা দেখে আর্জেন্টিনা সাপোর্ট করে 🫣🫣🫣🫣
কাঁন্নার সমস্ত দাগ ধুয়ে মূছে।।
আঙ্গিনায় হাসির রুল পরুক
অতীতের ভাঙ্গা চূর্ণবিচূর্ণ হৃদয়
নতুনত্বে নব-রূপে ঘর বাঁধুক।।
স্বপ্নের বর্নিল ধূসর পাখায়।।
প্রজাপতির স্বপ্নীল রং মাখুক
ফানুসে উড়িয়ে সকল ব্যর্থতা
সফলতার রঙিন গল্প বুনুক।।
____😎😍😎______
Xojib janbi
OKy
ছেলেরা ডাকাতও এত ভয় পায়না গেইট আটকে দাঁড়িয়ে থাকা শা-লীদের যতটা ভয় পায়।😅
💔💔
🖤
অন্যের মনে কষ্ট দিয়ে সালাতের সিজদাহ্'য় জান্নাত তালাশ করা ছেড়ে দিন!
~মাওলানা তারিক জামিল 🌺
🌺🌼
🌺🖤🥀
আমরা বারবার পাখি হতে চাই কেন, জানেন? কেন আমরা পাখির জীবন চাই?
কারণ — আমরা মাঝে মাঝে প্রচণ্ড এলোমেলো হয়ে যাওয়া মানবজীবন থেকে মুক্তি চাই। মাঝে মাঝে মনে হয়, আমরা নিজের জন্য নয়, অন্যের জন্যই বোধহয় বেঁচে আছি।
অন্যের কোম্পানিতে চাকুরী, অন্যের আশায় বাঁচা, অন্যের মত করে বাঁচা, অন্যের কথায় বাঁচা, অন্যের বাসায় বাঁচা, অন্যের কথা ভেবে বাঁচা — একটু নিজের মত করে বাঁচা খুব কঠিন হয়ে যায় একটা সময়। যত বয়স বাড়ে, এই অদ্ভুত চক্রের মাঝে আমরা জড়াতে থাকি গভীর থেকে গভীরভাবে।
তাই, বারবার পাখি হতে চাই। একটু নিজের মত উড়তে চাই, মুক্ত হতে চাই। ভেবেছেন কখনো? — মানুষ হয়েও আপনি কতটা অসহায় হয়ে পড়ছেন মাঝে মাঝে!
ফুল যখন নিজেই ফুল বিক্রেতা 🥀🥀
কই ছি তো দিমু 😜😜😜
🤣🤣🤣
This song🥀
শুভ সকাল 🥀🥀
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
ফুলপুর, ময়মনসিংহ
Mymensingh
1234
Bangladesh Agricultural University
Mymensingh, 2202
BAU was established in 1961.The campus, with an area of 4.85 km².There is 6 faculty having seat 120
Rahmatpur, Khagdahar
Mymensingh, 2208
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি শিক্ষা অধিদপ্তর
BAU Mymensingh
Mymensingh, 2202
Welcome to the evergreen campus of Bangladesh Agricultural University (BAU). Green is the symbol of life,a radiant and vibrant life that forms the core of human existence and civilization; and exactly that is what we all are here involved in with BAU
Mymensingh
মানুষ হচ্ছে মেঘের মত। তারা আসবে, তারা যাবে নিজেকে থাকতে হবে আকাশের মতো স্থীর🖤