It's Shuyeb
Nearby schools & colleges
College Road
College Road, Mymensing
College Road, Mymensing
College Road
Shombhugonj College Road
College Road
Mymensingh Medical College Road
College Road
College Road
College Road,Mymensingh
Road
College Road
College Road
You may also like
You will find regular educational posts here.
Operating as usual
🇦🇷
-23
ইয়ার চেইঞ্জ পরবর্তী সম্পূর্ণ নতুন বায়োলজি ব্যাচ।
ক্লাস শুরুঃ ২রা নভেম্বর
ব্যাচ টাইমঃ শনি সোম বুধ (দুপুর ২টায়)
স্হানঃ উদ্ভাস ভবনের নিচ তলা, নতুন বাজার, সদর ময়মনসিংহ।
যোগাযোগ: ০১৬২৭-০৫৩৯১০
Instructor:
Ashraful Islam Shuyeb
Mymensingh Medical College
#কৌশলে_মনে_রাখি
⬇️ নিচের ৪টি জিনিসের দৈর্ঘ্য ে_মি.
→ #অন্ননালী
→ #পাকস্থলি
→ #ডিওডেনাম
→ #রেচননালী
এখন এই ৪টা জিনিসের দৈর্ঘ্য যে ২৫ সে. মি. সেটা মনে রাখবে কিভাবে...... ?
এই চারটা জিনিস মনে রাখার জন্য নিজের মতো
করে একটা ছন্দ বানিয়ে ফেল ।
মনে রাখবে অন্যের বানানো ছন্দের চেয়ে নিজের বানানো ছন্দ বেশি মনে থাকে ।
মনে করো, তোমার একটি ছোট ভাই আছে ।
বয়স ধরো ৫ বছর । তার নাম দিলাম রাজন ।
সে সবসময় জুতা উল্টো করে পড়ে ।কোনটা ডান পায়ের আর কোনটা বাম পায়ের প্রায়ই সে প্যাঁচ লাগায় ।
এজন্য তুমি তাকে গিয়ে বলতে পারো-
" রাজন, অন্য পা দিও ।"
এখানে
রাজন → রেচননালী (Ureters/গবিনী)
অন্য → অন্ননালী
পা → পাকস্থলী
দিও → ডিওডেনাম
তাহলে,
৪টি জিনিসের দৈর্ঘ্য ২৫ সে. মি.
→ রেচননালী
→ অন্ননালী
→পাকস্থলী (কোনো কোনো বইয়ে ২৫ থেকে ৩০ সে.মি)
→ ডিওডেনাম
ছন্দ : "রাজন, অন্য পা দিও ।"
_______________
Shuyeb
Mymensingh Medical College
Q> পদ্মা আর মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে ?
A) গোয়ালন্দ
B) চাঁদপুর
C) দেওয়ানগঞ্জ
D) আজমিরিগঞ্জ
এটা যেভাবে স্মরণে রাখা যায়ঃ
মেঘ কোথায় থাকে?
- আকাশে।
চাঁদ কোথায় থাকে?
- আকাশে।
আবার মেঘ জমে পানি হয়। পানি থেকে পদ্মা মনে রাখবা।
সুতরাং, পানি (পদ্মা), মেঘ (মেঘনা), চাদঁ (চাদপুর) একসাথে থাকে।
★★
এটা "চম্পা" দিয়েও স্মরণে রাখা যায়।
চাঁদপুরে মেঘনা + পদ্মা সংযুক্ত / মিলিত হয়েছে।
_________________________________
Shuyeb
Mymensingh Medical College
ফ্রি
HSC + Pre Medical & Varsity
অনলাইন ক্লাস (২২+২৩ ব্যাচ)
০৯/০৯/২০২২ = সাধারণ জ্ঞান (মুক্তিযুদ্ধ)
১০/০৯/২০২২ = কোষ বিভাজন
১২/০৯/২০২২ = English (Correction)
১৩/০৯/২০২২ = মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ১ম অংশ
১৫/০৯/২০২২ = পরিপাক ও শোষণ
সময় সকাল ১১টা অথবা রাত ৮টায়৷
"DMC Hunters Exclusive " কর্তৃক
HSC-23 এর ভাইয়া আপুদের জন্য সম্পূর্ণ নতুন বায়োলজি ও ক্যামেস্ট্রি অফলাইন ব্যাচ চালু হতে যাচ্ছে।
ক্লাস শুরু আগামি 4 September, রবিবার থেকে।
ক্লাস নিবেনঃ ও MMC এর অভিজ্ঞ ভাইয়ারা
ব্যাচ টাইম বায়োলজিঃ
▪️শনি সোম বুধবার, সকাল ৮ টায় এবং দুপুর ২ টায়/ বিকাল ৬ টায়।
▪️রবি মঙ্গল বৃহস্পতিবার, সকাল ৮ টায় এবং দুপুর ২ টায়/ বিকাল ৫ টায়।
ব্যাচ টাইম ক্যামেস্ট্রিঃ
▪️শনি সোম বুধবার, সকাল ৭ টায় এবং দুপুর ১ টায়।
▪️রবি মঙ্গল বৃহস্পতিবার, সকাল ৭ টায় এবং দুপুর ১ টায়
★ ক্লাস কার্যক্রম সপ্তাহে চার দিন (৩দিন একাডেমিক, ১দিন প্রি মেডিকেল ক্লাস )
★ ভর্তিযুদ্ধে এগিয়ে থাকতে প্রতি শুক্রবার #প্রি_মেডিকেলের ক্লাস হবে।
★ বেসিকসহ একদম গোড়া থেকে পড়ানো শুরু করা হবে।
★ ক্লাসের পড়া ক্লাসেই গুছিয়ে শিখা হয়ে যাবে।
★ প্রতি অধ্যায় শেষে বোর্ড অনুরূপ প্রশ্নে MCQ + CQ এক্সাম ব্যবস্হা।
★প্রতিটি পরিক্ষায় ১ম, ২য়, ৩য় স্হান অর্জনকারীদের পুরষ্কারের ব্যবস্হা।
★ পরিক্ষা নেয়ার ৩ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে রেজাল্ট প্রদান।
★ স্পেশাল সাজানো গুছানো নোট প্রদান।
★ জটিল বিষয়গুলো মনিটরের মাধ্যমে উপস্থাপন।
★ পার্সোনাল নার্সিং ব্যবস্হা ।
★কেউ কোনো কারণে কোনো ক্লাস মিস করলে তা অন্য যেকোনো টাইমে ক্লাসটি করে নেয়ার সুযোগ থাকবে।
✔️ প্রথম ২টি ক্লাস ফ্রিতে করার সুযোগ রয়েছে।
✔️ ১ম ক্লাসে ভর্তি হলে থাকবে প্রথম মাসের মাসিক বেতনের উপর ৫০% ডিসকাউন্ট।
উদ্ভাস ভবনের নিচ তলা, রোম নং ১০৩, নতুন বাজার, সদর ময়মনসিংহ।
যোগাযোগঃ 01627-053910, 01314-509028
Join our Facebook group
https://www.facebook.com/groups/1044957886142821/?ref=share
আলহামদুলিল্লাহ।
বিগত বছরগুলোর ধারাবাহিক সাফল্যের পর এইবারও HSC 2022 ব্যাচের "HSC Preparation + Medical & Varsity Advanced Course" এর অরিয়েন্টেশন সম্পন্ন হলো।
শিক্ষার্থী-অভিভাবকদের ভালোবাসা ও আন্তরিকতায় আমরা সিক্ত 💝
আগামী ১৫ আগস্ট #সোমবার_বিকাল_৪ টায় আমাদের প্রথম একাডেমিক ক্লাস শুরু হতে যাচ্ছে ।
স্থানঃ উদ্ভাস ভবনের নিচতলা, নতুন বাজার, ময়মনসিংহ।
তোমাদের জন্য প্রথম তিনটি ক্লাস হবে #সম্পূর্ণ_ফ্রী।তাই, বিলম্ব না করে অতিসত্বর আমাদের সাথে যুক্ত হয়ে স্বপ্নপূরণের অগ্রযাত্রায় আজ থেকেই নিজেদের কয়েক
ধাপ এগিয়ে রাখো ❤️
এইচএসসি ২০২১ ব্যাচে DMC HUNTERS থেকে #বোর্ডে_১ম স্হান সহ ৯৫% স্টুডেন্টের এ+ প্রাপ্তি । মেডিকেল ভর্তি পরিক্ষায় #জাতীয়_মেধায়_৭৩_তম সহ প্রায় সকলের বিভিন্ন সরকারি মেডিকেল ও ভার্সিটিসমূহে চান্স প্রাপ্তি।
যোগাযোগঃ
01314-509028
01627-053910
বিস্তারিত জানতে জয়েন হতে পারো আমাদের ফেসবুক গ্রুপে -
https://www.facebook.com/groups/1044957886142821/?ref=share_group_link
প-রকীয়া, অ-শ্লী লতার যুগে স্ত্রীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড় সততা আর কিছু নেই। সমাজ যাদেরকে বউ পা'গল বলে, আমি তাদেরকে শ্রেষ্ঠ চরিত্রবান ভেবে সম্মান করি।🖤
প্রচুর পড়াশোনা করে হয়ত জ্ঞান অর্জন করা যায় কিন্তু ভালো ফলাফল করা যায়না। ভালো ফলাফল (A+ অথবা এডমিশনে চান্স) করতে হলে টেকনিক্যাললি গুছিয়ে পড়া প্রয়োজন।
সিয়াম শাহরিয়ার (DMC-76) ভাইয়ার "HSC Preparation + Medical & Varsity Advanced Course 2021" থেকে বোর্ডে ১ম স্হান হয়েছিল !!!!!
আমাদের ব্যাচে ভাইয়ার মোট ছাত্র ছিল ২৪ জন। এর মধ্যে GPA-5 পেয়েছিল ২২ জন 😲। এডমিশন টেস্টে ১.১ প্রাইভেট ব্যাচে শিক্ষার্থী ছিল ১৫ জন, এর মধ্যে সরকারি মেডিকেল/ভার্সিটিতে চান্সপ্রাপ্ত ০৯ জন।
সিয়াম ভাইয়া আগামি সপ্তাহে HSC 22 ব্যাচের জন্যও প্রাইভেট ব্যাচ চালু করবেন । ২ মাসের প্রিপারেশনে বোর্ড পরিক্ষায় A + পাওয়ার পাশাপাশি, ভর্তি যুদ্ধে এগিয়ে থাকতে রান হবে "HSC Preparation + Medical & Varsity Advanced Course 2022" (শর্ট সিলেবাস)
পড়ানো হবে-
> কেমিস্ট্রি
> বায়োলজি
> ফিজিক্স
কোর্সে যা থাকছে-
🔷 টপিক ভিত্তিক ক্লাস
🔷ক্লাস ভিত্তিক এক্সাম
🔷Botton to Top সবগুলো টপিক জিরো লেভেল থেকে পড়ানো হবে
🔷মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য দাগানো বই
🔷স্পেশাল নোট প্রদান
🔷Gk-English Advanced গাইডলাইন
🔷মেডিকেল + ভার্সিটি ভর্তি পরীক্ষার CQ + MCQ এর সকল শর্ট টেকনিক
🔷 মনিটরে জটিল বিষয়গুলো প্রদর্শণ
ক্লাস নিবেন DMC-MMC-BUET এর ভাইয়ারা
নামমাত্র কোর্স ফী- তে ভর্তি চলছে...
HSC ২২ ব্যাচের ওরিয়েন্টেশন ১৩ আগস্ট ২০২২ ইং, বিকাল ৫ টায়।ওরিয়েন্টেশনে থাকবে রাফেল ড্র + কুইজ এবং তাৎক্ষণিক গিফট।
বিগত বছরে GPA-5 ও ভর্তিযুদ্ধে সফল হওয়া কয়েক জনের পরিচিতি -
💥 অরবিন আদিত্য ( বোর্ডে সবোর্চ্চ নম্বরপ্রাপ্ত )
প্রাপ্ত নম্বর: ১২৫৫/১৩০০
সাবেক ময়মনসিংহ জিলা স্কুলের ফাস্ট বয়
কলেজঃ সরকারি আনন্দ মোহন
SSC result : Golden GPA 5.00
HSC result : Golden GPA 5.00
(অরবিন SSC তেও বোর্ডে সবোর্চ্চ নম্বরপ্রাপ্ত)
অসম্ভব রকমের মেধাবী + পরিশ্রমী
#চান্সপ্রাপ্তঃ DHAKA MEDICAL COLLEGE
💥 আশরাফুল ইসলাম সোয়েব
সাবেক ফাস্ট বয় সরকারি নজরুল একাডেমি
কলেজঃ সরকারি আনন্দ মোহন কলেজ
SSC result : Golden GPA 5.00
HSC result : Golden GPA 5.00
(সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ান ছিল)
#চান্সপ্রাপ্তঃ MYMENSINGH MEDICAL COLLEGE
💥 দিগন্ত সরকার
স্কুলঃ সাবেক প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, ময়মনসিংহ
কলেজঃ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ
SSC result : GPA 5.00
HSC result : GPA 5.00
#চান্সপ্রাপ্তঃ MYMENSINGH MEDICAL COLLEGE
💥FAZLE RABBI
School's name:Bowla Secondary School
কলেজঃ Agricultural university college
SSC result : GPA 4.96
HSC result : GPA 5.00
#চান্সপ্রাপ্তঃ RAJSHAHI UNIVERSITY
💥 Elias Uddin Sifat
স্কুলঃ আহম্মাদাবাদ হাই স্কুল, ত্রিশাল (স্কুলের 1st বয়)
কলেজঃ সরকারি আনন্দ মোহন
SSC result : GPA 5.00
HSC result : Golden GPA 5.00
#চান্সপ্রাপ্তঃ RAJSHAHI UNIVERSITY
💥 মোঃ মেরাজ রহমান ফরহাদ
স্কুলঃ আহম্মাদাবাদ হাই স্কুল, ত্রিশাল (স্কুলের 2nd বয়)
কলেজ নামঃ ময়মনসিংহ সরকারি কলেজ
SSC result : GPA 5.00
HSC result : GPA 5.00
#চান্সপ্রাপ্তঃ RAJSHAHI UNIVERSITY
💥Md. Tariful Islam Jony
(সাবেক ফাস্ট বয়) Tarail Govt. High School, Kishoreganj.
কলেজঃ সরকারি আনন্দ মোহন
SSC result : GPA 5.00
HSC result : Golden GPA 5.00
#চান্সপ্রাপ্তঃ RAJSHAHI UNIVERSITY
💥 ABM Sefat Rahat
সাবেক ফাস্ট বয় চেচুয়া হাই স্কুল, মুক্তাগাছা
কলেজঃ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ
SSC result : Golden GPA 5.00
HSC result : Golden GPA 5.00
#চান্সপ্রাপ্তঃ GST
💥 আশরাফুল সালেহীন (অনন্ত)
স্কুল: চেচুয়া উচ্চ বিদ্যালয়,মুক্তাগাছা
কলেজঃ সরকারি আনন্দ মোহন
SSC result : GPA 5.00
HSC result : Golden GPA 5.00
💥Anin khan
স্কুলঃ Tarakanda M L high school
(সাবেক ফাস্ট বA )
কলেজঃ সরকারি আনন্দ মোহন কলেজ
SSC result : GPA 5.00
HSC result : GPA 5.00
💥আমিন আলী
সাবেক 2nd বয় চেচুয়া হাই স্কুল, মুক্তাগাছা
কলেজঃ সরকারি আনন্দ মোহন কলেজ
SSC result : Golden GPA 5.00
HSC result: Golden GPA 5.00
💥বিলাস দাস
স্কুলঃ আছিম বহুমুখী উচ্চবিদ্যালয়
কলেজঃ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ
SSC result : GPA 5.00
HSC result : Golden GPA 5.00
💥মেহেরাব হোসেন অপু
স্কুলঃ আছিম বহুমুখী উচ্চবিদ্যালয়
কলেজঃ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ
SSC result : GPA 5.00
HSC result : Golden GPA 5.00
💥রাশেদ আহমেদ
স্কুলঃ চেচুয়া উচ্চ বিদ্যালয়,মুক্তাগাছা
কলেজঃ নটরডেম কলেজ,ময়মনসিংহ
SSC result : GPA 5.00
HSC result : Golden GPA 5.00
💥Omar Faruk
কলেজঃ সরকারি আনন্দ মোহন
SSC result : GPA 5.00
HSC result : Golden GPA 5.00
💥Name: Mahmudul Hassan Shipon
স্কুলঃ আছিম বহুমুখী উচ্চবিদ্যালয়
কলেজঃ শহীদ সৈয়দ নজরুল ইসলাম
SSC result : GPA 5.00
HSC result : Golden GPA 5.00
💥মুশতাক তাহমিদ তাসিন
স্কুল: চেচুয়া উচ্চ বিদ্যালয়,মুক্তাগাছা
কলেজঃ ময়মনসিংহ সরকারি কলেজ
SSC result : GPA 5.00
HSC result : GPA 5.00
💥সামিদুল ইসলাম
স্কুল: চেচুয়া উচ্চ বিদ্যালয়,মুক্তাগাছা
কলেজঃ সরকারি আনন্দ মোহন
SSC result : GPA 5.00
HSC result : Golden GPA 5.00
............
যে কোনো পরামর্শের জন্য যোগাযোগঃ নতুন বাজার,
সদর ময়মনসিংহ। (উদ্ভাস-এর নীচতলায়)
সিয়াম ভাইয়া : 01314-509028
সোয়েব ভাইয়: 01627-053910
পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারাজীবন থাকে।
- সোয়েব
জৈব যৌগ
টেকনিকে শনাক্তকরণ পরিক্ষা
Board Question....
★ সুক্রোজকে ভাঙলে কি কি পাওয়া যায়?
a) গ্লুকোজ + গ্যালাক্টোজ
b) গ্লুকোজ + মল্টোজ
c) গ্লুকোজ+ ফ্রুক্টোজ
d) ফ্রুক্টোজ + মল্টোজ
উত্তরঃ G+F
মানে সুক্রোজকে ভাঙলে ১ অনু গ্লুকোজ + ১ অনু ফ্রুক্টোজ পাওয়া যায়।
সুক্রোজ যেহেতু ডাইস্যাকারাইড, তাই একে ভেঙ্গে ২টি মনোস্যাকারাইড(G+F) পাওয়া যায় ( স্যাকারাইড নিয়ে বোটানিতে বিস্তারিত পড়ব)
কিভাবে মনে রাখবে
S=G+F
সোয়েব ভাইয়ের GF 😆
Shuyeb= G+F
S=G+F
এখন উত্তরটা কমেন্ট করো...........
Shuyeb,
Mymensingh Medical College
পড়াশোনা করতে প্যারা লাগে না এমন বান্দা দুনিয়াতে খুব কম।
প্যারাময় এই পড়াটাকে যদি মজার ছলে পড়া যায় তাহলে মন্দ হয় না।
পরিপাক ও শোষণ এর এনজাইম এর হিবিজিবি অংশটা খুব মজা করে, গল্প করে করে আমরা শিখে নিলাম গত ক্লাসে।
ক্লাস লিংক
https://www.facebook.com/itsShuyeb/videos/375563254606948/?app=fbl
নোটঃ আমার প্রিয় ছাত্রী জুঁই(হবু ডিএমসিয়ান ইনশাআল্লাহ)
পরিপাক ও শোষণ
হিবিজিবি এনজাইমের নাম সমূহ এক বক্সে সাজানো.....
সোয়েব
ময়মনসিংহ মেডিকেল কলেজ
কোনো রেইস জিতার জন্য প্রবীণ ঘোড়া না, একটা তেজি ঘোড়ার প্রয়োজন।
পিক আপ দ্য ইনার মেসেজ ❤️
গল্পে আনন্দে ক্রোমোজোম সংখ্যার বিশাল ছকখানা মনে রাখার টেকনিক। আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ।
গল্পে আনন্দে বায়োলজির গোড়া থেকে বেসিক ক্লিয়ার করতে
DNA 0.0
ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। প্রত্যেকটা ভিডিওতে ডীপ বেসিক খুঁজে পাবেন। যা বায়োলজি পড়তে, বুঝতে ও মনে রাখতে সাহায্য করবে।
পুরো ভিডিও ইউটিউবে দেয়া আছে। ❤️
https://youtu.be/ylOA9CnWgW8
একটা বিশাল হাতিকে ভীষণ ছোট একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হলো। কোনো চেইন নেই, কোনো খাঁচা নেই।
রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ব্যাপারটা খেয়াল করে খুব অবাক হলো এক ছেলে। তার চিন্তা হচ্ছে চাইলেই তো হাতিটা এই দড়ি এক নিমেষে খুলে ফেলতে পারে। এইটা তার জন্য কোনো ব্যাপারই না।
ছেলেটা হাতির ট্রেইনারকে পেয়ে জিজ্ঞেস করলো ঘটনা কি! তারা দড়ি ছিঁড়ে পালায় না কেনো ?
ট্রেইনার বললেন, “তারা যখন ছোট ছিল, তখন এমন দড়িতেই বেঁধে রাখা হতো তাদের। তখন তাদের জন্য এই দড়িটাই উপযুক্ত ছিল। ছোট থাকা অবস্থায় এই দড়ি ছিঁড়ে বের হতে পারেনি বলে তাদের মনের মধ্যে ধারণা হয়ে যায়, এইটা আর কখনো ছেঁড়া যাবে না। তাই এখনো এই দড়িকে তারা সেই আগের মতো শক্তিশালী মনে করে ছেড়ার চেষ্টাই করে না।”
হাতির মতোই আমরাও জীবনের এক পর্যায়ে আর কোনো চেষ্টাই করি না ব্যর্থ হওয়ার পর। আমাদের ধারণা হয়ে যায় আমরা ব্যর্থতার দড়ি ছিঁড়তে পারবো না আর। এই ভুল ধারণার উপর ভিত্তি করে চেষ্টা করাই বন্ধ করে দেই। নিজের যোগ্যতার উপর আস্থা হারিয়ে ফেলি। অথচ, আরেকবার চেষ্টা করলেই হয়তো ব্যর্থতার দড়ি আমরা ছিড়ে ফেলতে পারতাম! তাই যেখানে সবাই থেমে যাবে, সেখান থেকেই আমাদের শুরু করতে হবে।
মনে রাখতে হবে - থেমে যাওয়া মানেই হেরে যাওয়া, তাই চেষ্টা চালিয়ে যেতে হবে। 🙂
#সফলতা_বনাম_সমাজ
সফলতাঃ আমি SSC তে GPA 5.00 পেয়েছি।
সমাজঃ ভালো, তবে এ আর এমন কিছুনা। আমার অমুক ভাইয়ের ছেলে, আমার অমুকের
মেয়েও তো পাইছে। ভালো একটা কলেজে চান্স পেয়ে দেখাও।
সফলতাঃ আমি নটরডেম কলেজে
চান্স পেয়েছি।
সমাজঃ কতজনকেই তো দেখলাম ঢাকায় গিয়ে নষ্ট হয়ে গেছে।
সফলতাঃ আমি HSC তে GPA 5.00 পেয়েছি।
সমাজঃ তাতে এমন কি ? এবার মেডিকেল, বুয়েট, ঢাবি তে চান্স পাও কিনা দেখ। কত দেখলাম GPA 5.00 পাওয়া ছাত্র কোথাও চান্স পায়না।
সফলতাঃ আমি ঢাবিতে চান্স পেয়েছি, পদার্থবিজ্ঞানে।
সমাজঃ মেডিকেলে, বুয়েটে তো আর পাইলা না। আমার অমুকের ছেলে অমুক মেডিকেলে পড়ে, তমুকের মেয়ে বুয়েটে পড়ে। পদার্থবিজ্ঞান আবার এমন কি সাবজেক্ট? কত ছেলে চান্স পেয়ে পাশ করতে পারেনা। আগে পাস কর তারপর কথা বল।
সফলতাঃ আমি প্রথম শ্রেণীতে সম্মানের সাথে পাশ
করেছি।
সমাজঃ CGPA কত ? ফার্স্ট তো আর হওনি। আমার
অমুকের ছেলে অমুক কলেজ থেকে পড়ে CGPA 3.70
পেয়েছে, আর ঢাবি থেকে পড়ে তোমার এই অবস্থা।
পাশ করে কি করেছ, চাকরি তো আর পাওনি। কত দেখলাম ঢাবি থেকে পড়ে বেকার ঘুরছে।
সফলতাঃ আমি চাকরি পেয়েছি।
সমাজঃ BCS ক্যাডার তো আর হওনি। যে বেতনের চাকরি, তার থেকে গার্মেন্ট্সে কাজ করা ভালো ।
সফলতাঃ আমি BCS ক্যাডার হয়েছি।
সমাজঃ তাতে কি হয়েছে ? পুলিশ/প্রশাসন তো আর পাও নাই, মাস্টার হইছো।
সফলতাঃ আমি প্রশাসন ক্যাডার পেয়েছি।
সমাজঃ পলিটিক্যাল লিডারের কাছে তো তুমি কিছুই না, তো লাভ নাই! সো লিডার হও।
অবশেষে একদিন আমি মারা গেলেও সমাজ
বলবেঃ "মরেছে তো কি হয়েছে ? প্রতিদিনই তো কতো মানুষ মারা যাচ্ছে....!"
হুম, এটাই আমাদের সমাজ। প্রতিযোগীতামূলক সমাজ। তাই সমাজের মানুষের কথায় কান না দিয়ে নিজেকে সফলতার শীর্ষে তুলুন।
উজ্জ্বল আহমেদ
নরসিংদী
ব্যাচ -৮ম
রেজি নং ৪৮৯০
সূর্যের মতো দীপ্তিমান হতে হলে
প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে...🏋
-APJ Abdul Kalam ❤
সৎ উপদেশকে আর্থিক মূল্যে মূল্যায়ন করা যায় না।
মনে রাখা প্রয়োজন যে....
একজন হতাশা গ্রস্থ মানুষের চেয়ে একজন
সুখী মানুষ, হাজার গুন বেশী কর্মক্ষম....।
একটি লক্ষ্য ঠিক করুন । সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলুন।
চিন্তা করুন, স্বপ্ন দেখুন। আপনার মস্তিষ্ক, পেশী, রক্তনালী –
পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দিন,
আর বাকি সবকিছু ভুলে যান।
এটাই সাফল্যের পথ।🏋🏋
সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরাই প্রিয়...
যারা ধনী হওয়ার পরেও গরিবের মত বিনয়ী থাকে..❤
কথাগুলো ফিল করুন...
যে স্টাবলিশড ছেলেটাকে বিয়ে করতে না পেরে কষ্ট পেয়েছিলেন, সেই স্টাবলিশড ছেলেটাকে তার বউ ডিভোর্স দিয়ে চলে গেছে। কেন গেছে? নিশ্চয় কিছু একটার অভাব ছিল। স্টাবলিসড হওয়াটাই যদি লাইফে সব হত তবে তার বউ নিশ্চয় যেত না। সবচেয়ে সুন্দরী মেয়েটার রিলেশনও ব্রেকআপ হয়ে গেছে, যার সাথে সম্পর্ক গড়ার জন্য অনেকে পাগল ছিল। কেন হয়েছে? সবাই তো সৌন্দর্যের পূজারি। তাহলে কেন এমন হলো? ঘাটতি কিছু একটা তো অবশ্যই ছিল। প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বউ কেন ড্রাইভারের সাথে পালাবে? তার হাজব্যান্ডের টাকা পয়সার তো অভাব ছিল না। তবু কিছু না কিছু একটার অভাব নিশ্চয়ই ছিল। একটা সন্তানের জন্য যেখানে নিঃসন্তান মা বাবা সাধনা করেন বছরের পর বছর, সেখানে অন্য কোনো বাবা কেন তার সন্তানকে ত্যাজ্যপুত্র করেন? কিসের অভাব ছিল? কিছু একটা তো নিশ্চয় ছিল।
সবচেয়ে সুন্দরী মেয়েটার রিলেশনও ব্রেক আপ হয়ে গেছে। স্টাবলিসড ছেলেটাকেও তার বউ ডিভোর্স দিয়ে চলে গেছে। প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বউটিও তার ড্রাইভারের সাথে পালিয়ে গেছে। কিসের অভাব ছিল এদের? কারো কারো লাইফে কিছুই না থাকার কারণে অসুখে আছে, আবার কারো সব থেকেও সুখ নেই।
ঘুম থেকে উঠে ফেসবুকে সবার আগে নোটিফিকেশন চেক করে যাদের লাইক, কমেন্ট, শেয়ার দেখতে পান, বাস্তবজগতে এরা কোনো কাজেই আসেনা। অথচ আপনার দিনের শুরু হয় এদের দিয়েই। ঘুমানোর আগে ইউটিউবে যাদের ভিডিও দেখে আপনি ঘুমাতে যান, বাস্তবজীবনে তার কতটুকুই বা কাজে লাগান? শ্রম দিয়ে ক্যারিয়ার গড়া যায়, যত্ন নিয়ে সৌন্দর্য বাড়ানো যায়, ঘাম দিয়ে সফলতা আনা যায়। কিন্তু সুখ এসবের কিছু দিয়েই আনা যায় না।
দিনের শুরুটা হোক মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে যিনি আপনাকে আরো একটা সকাল দেখার সুযোগ দিয়েছেন সুস্থ ভাবে। আর দিনের শেষটা করুন তাও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যিনি আজকের দিনে আপনাকে অনেক কিছু করার সুযোগ দিয়েছেন। আর সারাদিন কাজের ফাঁকে খুব ছোট্ট করে কারো মন ভালো থাকার কারণ হয়ে উঠুন। দেখবেন এসবের দোয়া আর আশীর্বাদে একটা সুখী জীবন আপনারও হবে। কিছু ভালো মানুষের সাথে মিশুন, তারা পাত্তা না দিলেও তাদের পেছনে ঘুর ঘুর করুন। কারণ প্রয়োজনটা আপনার। অন্তত জীবনমুখী কোনো বইয়ের একটা পৃষ্টা না পড়ে দিনটাকে হারিয়ে যেতে দিবেন না। যাদের ভালোবাসেন তাদের ভালোবাসি বলতে ভুল করবেন না। কারো দ্বারা খুব ছোটো পরিসরে উপকৃত হলেও তাঁকে কৃতজ্ঞতা জানাতে পিছপা হবেন না।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Address
Mymensingh
2200
Bhaluka
Mymensingh
I want to serve the human beings through my profession
জিলা স্কুল মোড়, ময়মনসিংহ
Mymensingh, 2230
kid's English language courses
Mymensingh
সিভিল ডিপার্টমেন্ট এর অনলাইন ক্লাস এর বিশ্বস্ত প্লাটফর্ম।
Mymensingh, 2200
Premier Ideal Online School will be run to conduct online teaching activities among the students. It is ready as schools across the country are closed to deal with the Corona disaster.
Opposite Of Zilla School Gate
Mymensingh, 2200
To help others means to help urself.
Mymensingh
Mymensingh, 2200
বিভিন্ন চাকরি সহায়ক প্রশ্ন ও সাধারণ জ্ঞান পেতে পেজটি ফলো করে সাথে থাকবেন।