All University Admission Test Help Line2021-2022

বিশ্ববিদ্যালয় প্রস্তুতি

Operating as usual

13/09/2022

ব্রেকিং নিউজ

HSC পরীক্ষা ৬ নভেম্বর

30/08/2022

ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০২২-২৩ সেশনে
ডি ইউনিট/বিভাগ পরিবর্তন নিয়ে সর্বশেষ আপডেটঃ

শাখা বা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা কলা অনুষদ, আইন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিষয় সমূহ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মানবিক শাখার শিক্ষার্থীরা বিজ্ঞান অনুষদভুক্ত গণিত ও পরিসংখ্যান বিষয়ে ভর্তির জন্য ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, তথ্যপ্রযুক্তি এবং গণিত/পরিসংখ্যান বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে। মানবিক ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিষয়ে ভর্তির জন্য ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, তথ্যপ্রযুক্তি এবং অর্থনীতি/গণিত বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে।

10/08/2022

মেডিকেলে চান্স হয় নি বলে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় দেয় নি।

ভর্তি হয়েছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে থাকা বেগম বদরুন্নেসা কলেজে।

বলছিলাম ৪০ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম

ইশরাত জাহান তাজিনের কথা ।

ইচ্ছা থাকলে যেকোনো জায়গা থেকেই সফল হওয়া যায়।

09/08/2022

⭕ যে ৫টি কারণে ঢাবি অধিভুক্ত সাত কলেজে চান্স পাওয়া তুলনামূলক সহজ।

১) নেগেটিভ মার্কস নেই। অর্থাৎ ভুল হলে নেগেটিভ মার্কস কাটা যাবে না।

২) প্রতিযোগিতা খুবই কম। (১ আসনের বিপরীতে মাত্র ৪-৫ জন লড়াই করে।)

৩) পরীক্ষায় পাশ করলেই চান্স পাবার সম্ভবনা থাকে।

৪) প্রশ্ন তুলনামূলক সহজ হয়।

৫) সেকেন্ড টাইম নেই, সুতরাং প্রতিযোগিতা হবে নিজেদের মধ্যে

সবশেষে একটাই কথা ঢাকার Advantage টা পাওয়া যায়, টিউশন থেকে শুরু করে সবকিছু। এমনকি সার্টিফিকেট ঢাবি দিবে এবং ঢাবিয়ানদের সাথে সমাবর্তন ❤️🌹

08/08/2022

__ ব্রেকিং নিউজ

এইচএসসি/ আলিম পরীক্ষা নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয়ে শেষ হবে ১৭ ডিসেম্বর! আন্তঃশিক্ষা বোর্ড ৩ টি প্রস্তাবিত রুটিন তৈরি করে শিক্ষামন্ত্রণালয়ে পাঠিয়েছে আজ (৭ আগস্ট) দুপুর ১১ টায়! শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলে এই মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে রুটিন!

বি: দ্র: প্রতিটি পরীক্ষা সকাল ১১ টা থেকে শুরু হয়ে বেলা ১ টা! এবং বিকাল ৩ টায় শেষ হয়ে বিকাল ৫ টায় শেষ হবে!

26/07/2022

🔸পরীক্ষায় বার বার আসা গুরুত্বপূর্ণ ৩৭৬টি বাগধারা:

1) অকাল কুষ্মাণ্ড = (অপদার্থ, অকেজো)
2) অক্কা পাওয়া = (মারা যাওয়া)
3) অগস্ত্য যাত্রা = (চির দিনের জন্য প্রস্থান)
4) অগাধ জলের মাছ = (সুচতুর ব্যক্তি)
5) অর্ধচন্দ্র = (গলা ধাক্কা)
6) অন্ধের যষ্ঠি = (একমাত্র অবলম্বন)
7) অন্ধের নড়ি = (একমাত্র অবলম্বন)
8) অগ্নিশর্মা = (নিরতিশয় ক্রুদ্ধ)
9) অগ্নিপরীক্ষা =(কঠিন পরীক্ষা)
10) অগ্নিশর্মা = (ক্ষিপ্ত)
11) অগাধ জলের মাছ = (খুব চালাক)
12) অতি চালাকের গলায় দড়ি = (বেশি চাতুর্যর পরিণাম)
13) অতি লোভে তাঁতি নষ্ট = (লোভে ক্ষতি)
14) অদৃষ্টের পরিহাস = (বিধির বিড়ম্বনা)
15) অর্ধচন্দ্র দেওয়া = (গলা ধাক্কা দিয়ে দেয়া)
16) অষ্টরম্ভা = (ফাঁকি)
17) অথৈ জলে পড়া = (খুব বিপদে পড়া)
18) অন্ধকারে ঢিল মারা = (আন্দাজে কাজ করা)
19) অমৃতে অরুচি = (দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা)
20) অন্ধকারে ঢিল মারা = (আন্দাজে কাজ করা)
21) অকূল পাথার = (ভীষণ বিপদ)
22) অনুরোধে ঢেঁকি গেলা = (অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া)
Educative School
23) অদৃষ্টের পরিহাস = (ভাগ্যের নিষ্ঠুরতা)
24) অল্পবিদ্যা ভয়ংকরী = (সামান্য বিদ্যার অহংকার)
25) অনধিকার চর্চা = (সীমার বাইরে পদক্ষেপ)
26) অরণ্যে রোদন = (নিষ্ফল আবেদন)
27) অহিনকুল সম্বন্ধ = (ভীষণ শত্রুতা)
28) অন্ধকার দেখা = (দিশেহারা হয়ে পড়া)
29) অমাবস্যার চাঁদ = (দুর্লভ বস্তু)
30) আকাশ কুসুম = (অসম্ভব কল্পনা)
31) আকাশ পাতাল =(প্রভেদ) (প্রচুর ব্যবধান)
32) আকাশ থেকে পড়া = (অপ্রত্যাশিত)
33) আকাশের চাঁদ = (আকাঙ্ক্ষিত বস্তু)
34) আগুন নিয়ে খেলা = (ভয়ঙ্কর বিপদ)
35) আগুনে ঘি ঢালা = (রাগ বাড়ানো)
36) আঙুল ফুলে কলাগাছ = (অপ্রত্যাশিত ধনলাভ)
37) আঠার আনা = (সমূহ সম্ভাবনা)
38) আদায় কাঁচকলায় = (তিক্ত সম্পর্ক)
39) আহ্লাদে আটখানা = (খুব খুশি)
40) আক্কেল সেলামি = (নির্বুদ্ধিতার দণ্ড)
41) আঙুল ফুলে কলাগাছ = (হঠাৎ বড়লোক)
42) আকাশের চাঁদ হাতে পাওয়া = (দুর্লভ বস্তু প্রাপ্তি)
43) আদায় কাঁচকলায় = (শত্রুতা)
44) আদা জল খেয়ে লাগা = (প্রাণপণ চেষ্টা করা)
45) আক্কেল গুড়ুম = (হতবুদ্ধি, স্তম্ভিত)
46) আমড়া কাঠের ঢেঁকি = (অপদার্থ)
47) আকাশ ভেঙে পড়া = (ভীষণ বিপদে পড়া)
48) আমতা আমতা করা = (ইতস্তত করা, দ্বিধা করা)
49) আটকপালে = (হতভাগ্য)
50) আঠার মাসের বছর = (দীর্ঘসূত্রিতা)
51) আলালে

26/07/2022

কে কে রাবি এ ইউনিটের আজ পরীক্ষা দিবে

26/07/2022

সাধারন জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ টপিকসঃ

সাধারন জ্ঞানের সিলেবাস অনেক বড়ো হলেও নিন্মোক্ত বিষয়গুলোর উপর খুব জোর দিবে:

(১) বাংলাদেশ বিষয়াবলী:

মুক্তিযুদ্ধ(****), ভাষা আন্দোলন(****), বঙ্গবন্ধু(***), সীমান্ত(****),নদী(***),কৃষি(**),গবেষনা কেন্দ্র(****),উপজাতি(****), শিক্ষা(***),বন(**);বর্তমান ও পুরাতন নাম(****),দ্বীপ-চর-পর্বত-(***), বাঙলার উৎপত্তি ও বিভিন্ন সভ্যতা(****),সংবিধান(****),জাতীয় দিবস(***),স্থাপত্য ও গ্রন্থের লেখক(***).

(২) আর্ন্তজাতিক বিষয়াবলী:

মুদ্রার নাম(*),আন্তজাতিক লাইন(***), সমুদ্র বন্দর(***),সংবাদ সংস্হা(***),সংবাদপত্র(***), মধ্যপ্রাচ্য(***), রাজধানী(**),জাতিসংঘ(****),বিভিন্ন সংস্হা সংক্রান্ত তথ্য(****),গেরিলা সংস্হা(***),চুক্তি(****), ১ম ও ২য় বিশ্বযুদ্ধ(****);বিখ্যাত স্হান(***), পুরষ্কার(***), অপারেশন(****)

আকিব আল হাসান
ঢাকা বিশ্ববিদ্যালয়

25/07/2022

আমি এখনো বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একমাত্র জায়গা যেখানে শুধুমাত্র মেধাবী এবং পরিশ্রমীরাই চান্স পায়। আজ অবদি দেখি নাই আলতু ফালতু কেও চান্স পেয়ে গেছে। তবে হ্যা, ভাগ্যটা অবশ্যই সহায় হতে হয়।
-
তুমি ঘুরবা ফিরবা, পরীক্ষা দিয়ে তিন মাস রেস্ট নিবা, বন্ধুদের সাথে আড্ডা দিবা, আর স্বপ্ন দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নারে ভাই এত্ত সোজা না। এত্ত সোজা থাকলে লাখ লাখ ছেলেমেয়ে দিন রাত এক করে দিয়ে চেষ্টা করত না। এত্ত সোজা হলে হাজার হাজার ছেলে মেয়ে ভর্তি কোচিং এর জন্য ফার্মগেটের কুটুরীর মত হোস্টেলের ভেতর বসে দীর্ঘশ্বাস ফেলত না।
-
তুমি জীবনের কোন প্রান্তে দাড়িয়ে আছো তুমি নিজেও জানো না।যে বন্ধুর সাথে বাল্যকাল থেকে বড়ো হয়েছ, সে ভাল জায়গায় চান্স পেয়ে যাওয়ার পর তাকে হারাতে যাচ্ছো। কারণ তোমার মত ব্যর্থ বন্ধুর চেয়ে নতুন জায়গায় নতুন মেধাবী বন্ধুরা বেশী আকর্ষনীয়(অতি সত্য ঘটনা এবং তুমিও দেখতে পারবে)
-
যে প্রেমিকা-কে নিজের জীবনের চেয়ে বেশী ভালোবেসেছ সেও তোমাকে ছেড়ে যাবে। আশপাশ থেকে অর্জিত অভিজ্ঞতা দিয়ে দেখেছি, ভাল ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাওয়ার পরে ৯০% ক্ষেত্রে কলেজ লেভেলের রিলেশন ব্রেকাপ হয়। কারণ ছেলেটা/মেয়েটা প্রেম করেছিল ইন্টারের যোগ্যতা নিয়ে, এখন সে ভাল বিশ্ববিদ্যালয়ের নামকরা ছাত্র/ছাত্রী, তার পেছনে বিশাল লাইন, তখন তোমার মত অযোগ্য কাউকি পাশে নিয়ে হাটতে তার লজ্জা হওয়ার ই কথা। প্রেম ব্যাপারটা আসলেই ঠুনকো। জিতে যাওয়া মানুষদের কাছে পরাজিত প্রেমিক/প্রেমিকার মূল্য নেই।
-
কিছুদিন বাদেই তুমি ফ্যামিলিতে সম্মান হারাতে যাচ্ছ। তুমি দুইটা এ+ নিয়ে যখন ফ্যামিলির সবার চোখের মণি ছিলে, সেই তুমি যখন কোথাও চান্স না পেয়ে ঘরে বসে থাকবে, তখন তুমিই হবে সবার চোখের দুশমন। বাবার চোখের আদর্শ ছেলেটা হয়ে যাবে বদ।সবার কাছে মেধাবী ছেলেটাই হয়ে যাবে অযোগ্য, অবহেলার বস্তু। ফুপী খালারা তোমার মত ব্যার্থ মেয়েকে বিয়ে দিয়ে দায় এড়াতে চাইবে।
-
বাংলাদেশের ইন্টার পাশ করা সবাই নিশ্চয় ভাল জায়গায় চান্স পেয়ে যাবে না। আর চান্স পেয়ে গেলেই সফল ব্যাপারটা এমন ও না। তবে তুমি পরীক্ষায় অংশ নিয়ে চান্স না পাওয়াটা অবশ্যই তোমার ব্যার্থতা। অনেক কঠিন সময় অতিক্রম করতে হবে তোমাকে।
-
জীবন তোমাকে অনেক দিয়েছে এইবার সেগুলা কাজে লাগাও।"তুমি চেষ্টা করো নাই" এই দায়ভার নিজের কাধে নিও না। চেষ্টা করো, উপরে একজন আছে৷©

22/07/2022

এইচএসসি তে এ+ মানে,

📌 ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ২০ এ ২০
📌 এইচএসসির একটা এ+ ওয়ালা,সার্টিফিকেট
📌 জবের ভাইবায় একটু প্রায়োরিটি
📌 রাবি, গুচ্ছ সহ সব বিশ্ববিদ্যালয়ে প্রাইমারি আবেদনে অটো সিলেক্ট
📌 ভাগ্য ভালো থাকলে বোর্ড বৃত্তি
📌 পাবলিকে চান্স পেলে বিনা বেতনে পড়ার সুযোগ
📌 বিভিন্ন ব্যাংকের শিক্ষাবৃত্তি লাভ

কি এ+ পেতে চায় কারা কারা?

12/05/2022

গুচ্ছ ভতি পরীক্ষায় অংশ নিতে চায়, জাতীয় বিশ্ববিদ্যালয়

03/10/2021
02/10/2021

অটো পাশ করে পোলাপান অনেক লাফাইছে।আজকে বুঝতে পারছে অটো পাশের কি মজা

02/10/2021

আজকে কোনো বইয়ের লেখকও পোস্ট করে না যে তাদের বই থেকে শতভাগ কমন পড়েছে।কিন্তু সাইন্সের ইউনিটের বাংলা আর ইংরেজি একদম ইজি হয়। যা কেউ না পড়েও পাশ করতে পারে।কিন্তু খ ইউনিটের প্রচুর কঠিন প্রশ্ন হয় বাংলা আর ইংরেজি

02/10/2021

আজকে তুলনামূলক ভাবে ঢাবি খ ইউনিটের সাধারণ জ্ঞান
একটু বেশি কঠিন হয়েছে

01/10/2021

কার কার স্বপ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার

Photos from All University  Admission Test  Help Line2021-2022's post 01/10/2021

আজকে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের বাংলা এবং ইংরেজি প্রশ্নের সমাধান

30/09/2021

কাঠগোলাপ
কাজন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

03/09/2021

সবাই কেমন আছো বন্ধুরা?

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Mymensingh
২০৪৫
Other Colleges & Universities in Mymensingh (show all)
BANGLADESH AGRICULTURAL UNIVERSITY BANGLADESH AGRICULTURAL UNIVERSITY
BAU
Mymensingh, 2202

Bangladesh Agricultural University Bangladesh Agricultural University
Bangladesh Agricultural University
Mymensingh, 2202

BAU was established in 1961.The campus, with an area of 4.85 km².There is 6 faculty having seat 120

Mymensingh Engineering College (MEC) Mymensingh Engineering College (MEC)
Rahmatpur, Khagdahar
Mymensingh, 2208

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি শিক্ষা অধিদপ্তর

Bangladesh Agricultural University, Mymensingh Bangladesh Agricultural University, Mymensingh
BAU Mymensingh
Mymensingh, 2202

Welcome to the evergreen campus of Bangladesh Agricultural University (BAU). Green is the symbol of life,a radiant and vibrant life that forms the core of human existence and civilization; and exactly that is what we all are here involved in with BAU

Hd mahim Hd mahim
Mymensingh

���

Md sofir uddin Md sofir uddin
Mymensingh

মানুষ হচ্ছে মেঘের মত। তারা আসবে, তারা যাবে নিজেকে থাকতে হবে আকাশের মতো স্থীর🖤

Rafiqul Rafiqul
Netrokona
Mymensingh

I love my country � I love my motherland ��

Ashik hasan Ashik hasan
Mymensingh

Not

Hridoy Ahmed Hridoy Ahmed
Trisal
Mymensingh

Amr islam Amr islam
Mymensingh

Sakiba Akter Sakiba Akter
Jartabarei Ideal School Sathe
Mymensingh, 1229

Md Sumon Md Sumon
Sherpur
Mymensingh