
Charipara High School
Excellent Education institiute for both boy's & girl's. Providing quality education for girl's in Gafargaon, Mymensingh.


সীমিত আসনে
ভর্তি চলিতেছে !
চারিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়
স্থাপিত :১৯৭২ইং
চারিপাড়া,গফরগাঁও, ময়মনসিংহ।
২০২৫ শিক্ষাবর্ষে
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীতে সীমিত আসনে ছাত্রী ভর্তি চলছে...
আমাদের বৈশিষ্ট্য সমূহ:
✓ অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।
✓ দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে চিহ্নিত করে পাঠদান।
✓ ক্লাস পরীক্ষার ব্যবস্থা।
✓ উপবৃত্তি ও অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
✓ গরীব ও দরিদ্র শিক্ষার্থীদের বিশেষ সুবিধা প্রদান করা হয়।
✓ মনোরম পরিবেশ ও খেলাধুলার জন্য সুবিশাল মাঠ রয়েছে।
√ গণিত, ইংরেজি ও অন্যান্য বিষয়ের অতিরিক্ত ক্লাসের সুব্যবস্থা।
ভর্তির ফরম বিতরণ শুরু : ১লা ডিসেম্বর ২০২৪ তারিখ হইতে...
যোগাযোগ
প্রধান শিক্ষক/বিদ্যালয় অফিস কক্ষ
(সকাল ১০.০০টা থেকে দুপুর ২.০০ টার মধ্যে।)
০১৭২৮৬৯০৮১৪
০১৭১৭৫৭৭৯০১
০১৭৩৪৫৭১৫৮২

আজ ১২ই রবিউল আউয়াল। এদিন পৃথিবীতে আসেন মুসলমানদের সবশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এবং বিশ্বসেরা মহামানব হযরত মুহাম্মদ (সঃ)। এই মহামানবের আগমন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আয়োজনে:চারিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, চারিপাড়া,গফরগাঁও, ময়মনসিংহ।
এতদ্বারা চারিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৫ মে ২০২৪ খ্রি. থেকে পূর্বের রুটিন অনুযায়ী বিদ্যালয়ের পাঠদান চলবে। সকাল ১০:০০ ঘটিকা থেকে পাঠদান শুরু হবে। সকলকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।
প্রধান শিক্ষক
চারিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থী, অভিভাবকসহ সকলকে জানাই "ঈদ-উল-ফিতর" এর আন্তরিক শুভেচ্ছা ও “ঈদ মোবারক”।
প্রধান শিক্ষক
শুভ জন্মদিন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১০৪তম জন্মবার্ষিকী।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চারিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা ।

ভাষা আন্দোলনের মাস।
শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদের প্রতি।

সীমিত আসনে
ভর্তি চলিতেছে !
চারিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়
স্থাপিত :১৯৭২ইং
চারিপাড়া,গফরগাঁও, ময়মনসিংহ।
২০২৪শিক্ষাবর্ষে
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীতে সীমিত আসনে ছাত্রী ভর্তি চলছে...
আমাদের বৈশিষ্ট্য সমূহ:
∆✓অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।
∆✓দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে চিহ্নিত করে পাঠদান।
∆✓ক্লাস পরীক্ষার ব্যবস্থা।
∆✓উপবৃত্তি ও অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
∆✓গরীব ও দরিদ্র শিক্ষার্থীদের বিশেষ সুবিধা প্রদান করা হয়।
∆✓মনোরম পরিবেশ ও খেলাধুলার জন্য সুবিশাল মাঠ রয়েছে।
∆√ গণিত, ইংরেজি ও অন্যান্য বিষয়ের অতিরিক্ত ক্লাসের সুব্যবস্থা।
ভর্তির ফরম বিতরণ : চলমান ....
যোগাযোগ
প্রধান শিক্ষক/বিদ্যালয় অফিস কক্ষ
(সকাল ১০.০০টা থেকে দুপুর ২.০০ টার মধ্যে।)
০১৭২৮৬৯০৮১৪
০১৭১৭৫৭৭৯০১
০১৭৩৪৫৭১৫৮২

শিক্ষা মন্ত্রণালয়ের গেজেট অনুযায়ী এমপিও ভুক্ত বেসরকারি বিদ্যালয়ে প্রতি শ্রেনিতে এক শাখায় ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না ।নতুন কোন শাখা অনুমোদন দেয়া হবেনা।

আলবাট্রস হলো বিশ্বের সবচেয়ে বড় পাখি, এই পাখি অবতরণ ছাড়াই বছরের পর বছর উড়তে পারে,
পাখিটি তার জীবনের প্রথম ছয় বছর সমুদ্রের উপর দিয়ে উড়ে বেড়ায় যা একক যাত্রায় ১০০০০ (দশহাজার মাইলের চেয়েও বেশি, এবং ৪৬ দিনের যাত্রায় সম্পুর্ন বিশ্ব পরিক্রমা করতে সক্ষম।
(কপি:সংগৃহীত)

বিশ্ব শিক্ষক দিবস ২০২৩
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চারিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিনম্র শ্রদ্ধায়
যথাযোগ্য মর্যাদায়
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়।
চারিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়।
গফরগাঁও, ময়মনসিংহ।
এতদ্বারা চারিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে,অদ্য ০২/০৮/২০২৩ইং তারিখ থেকে অত্র বিদ্যালয়ে যথারীতি শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাসে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে ।
বিনীত
আনোয়ারা বেগম
প্রধান শিক্ষক

সবাইকে ঈদ-উল-আযহা এর মোবারকবাদ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি এর মূহুর্তে।

চারিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতর এর শুভেচ্ছা
"ঈদ মোবারক"

শুভ নববর্ষ
১লা বৈশাখ ১৪৩০
সকাল ৯:০০ঘটিকায় শিক্ষক শিক্ষিকা, কর্মচারী বৃন্দ ও সকল শিক্ষার্থী উপস্থিত থাকার আহ্বান করছি।
শুভেচ্ছান্তে
প্রধান শিক্ষক
চারিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Telephone
Website
Address
Charipara, Gafargaon
Mymensingh
2223