Outsource Booster

Outsource Booster

Share

Learn it, live it, earn it. Outsource Booster is a Notable IT Institute in Bangladesh, at the Agricultural University Shes Moor, Mymensingh, Bangladesh.

Our vision is to provide life-transforming learning experiences to learners. Outsource Booster is a platform for Online Learning and Career development courses. It offers intelligible training programs including Digital Marketing, Google Ads, Business Consulting, WordPress Web Design, and Career Counseling. Our mission enhances teaching and learning through research. We are committed to reflecting

23/01/2024

Keep this in mind Always!!

Surround yourself with successful people

Surround yourself with likeminded people

Surround yourself with people in your niche

Surround yourself with people that have what you’re looking for

Surround yourself with people that motivate you.

25/10/2023

Many entrepreneurs and business owner worry about business development. Coming to the digital era, how to keep up with all the other competitors and how to increase the business several times has to get a special momentum. Let's know how you can grow your business through 4 methods.

here are more details on these business development tips:

1. Conduct Market Research:

Market research is crucial to understand your target audience, competition, and industry trends. It involves:
- Identifying your target market and their needs.
- Analyzing your competitors' strengths and weaknesses.
- Staying updated on market trends and shifts.
- Collecting data through surveys, interviews, and online research.

2. Build Strong Relationships:

Building and maintaining relationships is key for business growth. This involves:
- Cultivating relationships with customers, suppliers, and partners.
- Providing excellent customer service to foster loyalty.
- Networking to create opportunities and collaborations.
- Being responsive and dependable in your interactions.

3. Invest in Marketing:

Effective marketing is essential to reach your target audience and promote your products or services. Consider:
- Developing a solid marketing strategy tailored to your audience.
- Using various marketing channels, such as social media, content marketing, email campaigns, and advertising.
- Monitoring and analyzing marketing data to refine your strategies.
- Allocating a reasonable budget for marketing activities.

4. Stay Agile:

Being agile means being adaptable and responsive to changing circumstances. This includes:
- Embracing innovation and new technologies to improve your processes.
- Quickly adjusting strategies based on market feedback.
- Remaining open to feedback and willing to make necessary changes.
- Encouraging a culture of continuous learning and improvement within your organization.

Remember that these tips are not isolated actions; they often overlap and complement each other. Successful business development involves a holistic approach that integrates market research, relationship building, marketing efforts, and agility to respond to changing business environments effectively

If you grow your Online business, Let's connect with us.
And stay tuned. We will share tips and tricks that help you to increase your brand and sales.

Get Business development strategy, just Reach out Procodexor. We will help you step by step in different ways.

Let's do something fantastic.

10/10/2023

#1: ব্র্যান্ড সচেতনতা (Brand Awareness Ads)

ব্র্যান্ড সচেতনতা Ads প্রচারের উদ্দেশ্য ইম্প্রেশনের (Impression) বৃদ্ধি করে। এর অর্থ হল Facebook আপনার বিজ্ঞাপন গুলি সেই লোকেদেরকে দেখাবে (বার বার দেখাবে) যারা আপনার Brand বা Business মনে রাখার সম্ভাবনা বেশি। অ্যাডস ম্যানেজার আপনাকে ' Ads recall Lift metric ' ডেটা দেখাবে, যা ফেসবুক অনুমান করে কত লোককে আপনার বিজ্ঞাপনটি দেখার 2 দিনের মধ্যে জিজ্ঞাসা করা হলে তা মনে রাখবে।

সবচেয়ে সঠিক বিজ্ঞাপন Recall ডেটা পেতে, যদিও, আপনাকে একটি ব্র্যান্ড-লিফ্ট অধ্যয়ন করতে হবে। এই কারণে, ব্র্যান্ড সচেতনতা ADS প্রধানত বড় ব্র্যান্ডগুলি দ্বারা বড় বাজেট এবং এই ফলাফলগুলি পরিমাপ করার ক্ষমতা সহ ব্যবহৃত হয়। সচেতনতা বাড়াতে চায় এমন ছোট ব্যবসাগুলি সাধারণত অন্যান্য প্রচারাভিযানের উদ্দেশ্যগুলির সাথে আরও স্পষ্ট ফলাফল পেতে পারে।

কখন এটি ব্যবহার করবেন: আপনি যদি একটি স্মরণীয় ব্র্যান্ড তৈরি করতে চান এবং বিজ্ঞাপন রিকল লিফট পরিমাপ করার উপায় থাকে তবে ব্র্যান্ড সচেতনতা উদ্দেশ্য একটি ভাল বিকল্প।
বিশেষ করে বড়ো কোম্পানি বা বিজনেস গুলোর জন্য এই Ads। তবে ছোট বা মাঝারি কোম্পানি গুলোও এটি চালাতে পারে।

সুত্র : Ads Frequency = Impression- 500 (কত জনের কাছে এডস পৌঁছালো) ÷ Reach ( ami 4) এই এডস টি একজন কয়বার দেখলো)

#2: পৌঁছান (Reach Ads)

নির্দিষ্ট কাস্টমার কে উদ্দেশ্য করে অনেক বেশি মানুষের কাছে পোঁছানো এই এডস এর লক্ষ্য। এটির উদ্দেশ্য অধিক ইম্প্রেশনের জন্য আপনার বিজ্ঞাপনগুলিকেও অপ্টিমাইজ করে৷ Facebook আপনার বাজেটের সীমাবদ্ধতার মধ্যে আপনার লক্ষ্য করা দর্শকদের মধ্যে যতটা সম্ভব আপনার বিজ্ঞাপনগুলি দেখাবে। আপনি এই উদ্দেশ্যটি বেছে নিতে পারেন যদি আপনার লক্ষ্য হয় আপনার বিজ্ঞাপনগুলি দেখার পরে অবিলম্বে পদক্ষেপ (ক্রয়) নেওয়ার আশা না করে যতটা সম্ভব আপনার বিজ্ঞাপন গুলো বেশি মানুষ এর নজরে আসে বা দেখে।

🔺কখন এটি ব্যবহার করবেন: যদি আপনি একটি স্থানীয় ইভেন্টের আয়োজন করেন এবং লক্ষ্য হল সেই ইভেন্ট সম্পর্কে যতটা সম্ভব বেশি লোককে জানানোল। যাইহোক, যদি লোকেদের অগ্রিম টিকিট বুক করার প্রয়োজন হয় তবে এটি সবচেয়ে উপযুক্ত উদ্দেশ্য হবে না।

07/06/2023

Another Project complete with 5⭐⭐⭐⭐⭐.







28/03/2023

প্রডাক্টীভিটি বাড়ানোর জন্য News Feed Eradicator

আমরা যারা প্রফেশনালি ফ্রিল্যান্সিং করি, তাদের কাছে সময়ের মূল্য অপরিসীম, কারন সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদের চলতে হয়। কিন্তু দেখা যায় বিভিন্ন সোশ্যাল মিডীয়া আমাদের কাজের অনেকটা সময় নষ্ট করে। কারন সোশ্যাল মিডিয়াগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন, আপনি একবার কোন সোশ্যালমিডীয়াতে ঢুকলে যেন, সেখান থেকে সহজে বের হতে না পারেন। কারন আপনি যত বেশি সময় সেখানে থাকবেন তত বিজ্ঞাপন সহ অন্যান্য বিষয় থেকে তাদের ইনকাম হতে থাকবে।

আমার সব থেকে বেশি সময় নষ্ট হত ফেসবুক আর ইউটীউবে। একবার ঢুকলে ঘন্টার পর ঘন্টা কিভাবে পার হয়ে যেত বুঝতেই পারতাম না। সোশ্যালমিডীয়া আসক্তি থেকে বের হবার জন্য অনেকেই অনেক ধরনের প্রডাক্টীভিটি টুলস ইউজ করেন। আমিও ইউজ করতাম।

তবে বেশির ভাগেরই অনেক ধরনের সীমাবদ্ধতা ছিল। যেমন ফেসবুকের জন্য এক সময় "কিল নিউজফিড" নামের একটা এক্সটেনশন ইউজ করতাম। এটা ফেসবুকের পুরা নিউজফিড গায়েব করে দিত। নিউজফিড দেখতে হলে আবার এক্সটেনশনে ঢুকে এনাবল করতে হত, পরে আবার ডিজেবল।

এটা অনেক ঝামেলার ছিল। ফলে কিছু দিন পর ইউজ করা বাদ দিয়েছি। আর সব এক্সটেনশন সব সোশ্যালমিডীয়াতে কাজও করে না।

এক জনের পরামর্শে গত ১ মাস আমি আমার পিসিতে New Feed Educator নামে একটা ক্রোম এক্সটেনশন ইউজ করছি। এটা পরিচিত প্রায় সব সোশ্যালমিডীয়াতে কাজ করে, এটা ইউজ করলে সোশ্যালমিডীয়ার টাইমলাইন ব্লক হয়ে যাবে। এটার অনেকগুলো সুবিধা আছে, যেমন আপনি ইচ্ছা মত সোশ্যালমিডীয়া সিলেক্ট করতে পারবেন। যদি কিছু সময়ের জন্য কোন সোশ্যালমিডীয়ার টাইমলাইনে ঢুকতে হয় যেমন ৫ মিনিট/১০ মিনিটের জন্য, তবে সেটা সিলেক্ট করা যাবে।

নিউজফিডে র‍্যান্ডমলি বিভিন্ন নীতিবাক্য আপনাকে দেখাতে থাকবে, যেগুলো অনেক শিক্ষণীয়। আরো সুবিধা হচ্ছে, নিউজ ফিড থেকেই আপনি এক্সটেনশন সহজেই সব কিছু কন্ট্রোল করতে পারবেন।
গত ১ মাস এটা ইউজ করে এর ফলাফল দেখে আমি সত্যিই অভিভূত। অনেকটা সময় বাঁচাতে পারছি যেটা অন্য প্রোডাক্টিভিটির কাজে লাগাতে পারছি।

কেউ যদি এটা যদি ইউজ না করে থাকেন তবে আজই ইউজ করা শুরু করেন, আশা করি ভাল ফল পাবেন। আর এর বিকল্প হিসাবে আপনি কি ইউজ করেন সেটাও কমেন্টে জানাতে পারেন।

ধন্যবাদ

27/03/2023

Consideration Ads Campaign

27/03/2023

নতুন ভিডিও আসছে, সন্ধ্যা ৭:৩০মিনিট।

26/03/2023

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি❓❓

সোশ্যাল মিডিয়া মার্কেটিং হল একটি ডিজিটাল মার্কেটিং প্রক্রিয়া যেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করে তা প্রচার করে ব্যবহারকারীদের সাথে সম্পর্ক গড়ে তোলা হয়।

💢সোশ্যাল মিডিয়া মার্কেটিংএর কয়েকটিপ্ল্যাটফর্ম :

সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্ম হিসাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিংকডইন, ইউটিউব, পিনটেরেস্ট, টিকটক ইত্যাদি উল্লেখযোগ্য।

💢সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ কি❓

✅এর মাধ্যমে ব্যবসার ক্ষেত্রে একটি নতুন আয়কর মাধ্যম তৈরি হয়।
✅ এটি ব্যবসার প্রতিষ্ঠানের সামগ্রিক উপস্থাপনও উন্নয়ন করে।
✅ এটি কম খরচে আকর্ষণীয় ও প্রভাবশালী বিজ্ঞাপন তৈরি করতে সক্ষম।
✅ এর মাধ্যমে একটি ব্যবসা বিভিন্ন ধরণের সমস্যার সমাধান করতে পারে।
✅ এটি সংক্ষেপে ক্ষতিগ্রস্ত ব্যবসার উন্নয়নে সহায়তা করতে পারে।
✅ একটি সুস্থ ব্র্যান্ড প্রতিষ্ঠান করতে সাহায্য করতে পারে।

💢সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধা কি❓

রিয়েল লাইফ মার্কেটিং এর তুলনায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধা অনেক। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যেকোনো ব্র্যান্ড, প্রোডাক্ট বা সার্ভিস বিশ্বের যেকোনো জায়গায় অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে প্রমোশন বা প্রচার করতে পারবেন। এর ধরনের মার্কেটিং এ খুবই স্বল্প সময়ের মধ্যে আপনি ক্রেতার কাছে পৌঁছে যেতে পারেন। মুহুর্তের মধ্যেই ক্রেতার সাথে যোগাযোগ স্থাপন সম্ভব। ফলে অল্প সময়ের মধ্যে আপনি আপনার পণ্যের প্রচারণা বিশ্বব্যপী ছড়িয়ে দিতে সক্ষম।
শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং পলিসি অনুসরণ করে আপনি আপনার টার্গেট করা কাস্টমারদের কাছেই পণ্যের প্রচারণা করতে পারেন। যেমন আপনি যদি নারীদের পোশাক নিয়ে বিজনেস করেন, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াগুলো আপনাকে সুযোগ দেবে শুধুমাত্র নারীদের কাছেই আপনার পণ্যের বিজ্ঞাপন পৌঁছে দিতে। একইভাবে আপনি যদি বই বিক্রি করতে চান, আপনার ডিসপ্লে করা বইগুলো বইপ্রেমীরাই দেখবে। ফলে আপনার পণ্যের বিজ্ঞাপন ওই সকল লোকদের কাছে পৌঁছানোর সম্ভবনা কম, যারা আপনার পণ্য সম্পর্কে আগ্রহী নয়।

💢কেন করবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং❓

বাংলাদেশে ব্যবহারের দিক থেকে সোশ্যাল মিডিয়ার তালিকায় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব অনেকাংশে এগিয়ে আছে। আর এ সকল প্লাটফরমকে কেন্দ্র করে পণ্য বা ব্যবসা প্রচার করাট এখন অনেক লাভজনক প্রমাণিত হচ্ছে। এর ফলে, ঘরে বসে থাকা লোকেরাও আপনার প্রচার ও মার্কেটিং করা প্রোডাক্ট এবং সার্ভিস অনেক সহজেই দেখে নিতে পারে। আর এ সবকিছুই হবে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
সুতরাং এটা পরিস্কার যে, আপনাকে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রচারণার জন্য বাস্তব জীবনে কোন দোকান ভাড়া করতে হচ্ছে না এমনকি মানুষের দরজায়-দরজায়ও যেতে হচ্ছে না। সম্পূর্ণ ভার্চুয়াল বিজনেস স্ট্রাটেজিকে কাজে লাগিয়ে আপনি আপনার ব্যবসাকে শুধু দেশেই না বরং দেশের বাইরেও ছড়িয়ে দিতে পারছেন।

24/03/2023

#1: ব্র্যান্ড সচেতনতা (Brand Awareness Ads)

ব্র্যান্ড সচেতনতা Ads প্রচারের উদ্দেশ্য ইম্প্রেশনের (Impression) বৃদ্ধি করে। এর অর্থ হল Facebook আপনার বিজ্ঞাপন গুলি সেই লোকেদেরকে দেখাবে (বার বার দেখাবে) যারা আপনার Brand বা Business মনে রাখার সম্ভাবনা বেশি। অ্যাডস ম্যানেজার আপনাকে ' Ads recall Lift metric ' ডেটা দেখাবে, যা ফেসবুক অনুমান করে কত লোককে আপনার বিজ্ঞাপনটি দেখার 2 দিনের মধ্যে জিজ্ঞাসা করা হলে তা মনে রাখবে।

সবচেয়ে সঠিক বিজ্ঞাপন Recall ডেটা পেতে, যদিও, আপনাকে একটি ব্র্যান্ড-লিফ্ট অধ্যয়ন করতে হবে। এই কারণে, ব্র্যান্ড সচেতনতা ADS প্রধানত বড় ব্র্যান্ডগুলি দ্বারা বড় বাজেট এবং এই ফলাফলগুলি পরিমাপ করার ক্ষমতা সহ ব্যবহৃত হয়। সচেতনতা বাড়াতে চায় এমন ছোট ব্যবসাগুলি সাধারণত অন্যান্য প্রচারাভিযানের উদ্দেশ্যগুলির সাথে আরও স্পষ্ট ফলাফল পেতে পারে।

কখন এটি ব্যবহার করবেন: আপনি যদি একটি স্মরণীয় ব্র্যান্ড তৈরি করতে চান এবং বিজ্ঞাপন রিকল লিফট পরিমাপ করার উপায় থাকে তবে ব্র্যান্ড সচেতনতা উদ্দেশ্য একটি ভাল বিকল্প।
বিশেষ করে বড়ো কোম্পানি বা বিজনেস গুলোর জন্য এই Ads। তবে ছোট বা মাঝারি কোম্পানি গুলোও এটি চালাতে পারে।

সুত্র : Ads Frequency = Impression- 500 (কত জনের কাছে এডস পৌঁছালো) ÷ Reach ( ami 4) এই এডস টি একজন কয়বার দেখলো)

#2: পৌঁছান (Reach Ads)

নির্দিষ্ট কাস্টমার কে উদ্দেশ্য করে অনেক বেশি মানুষের কাছে পোঁছানো এই এডস এর লক্ষ্য। এটির উদ্দেশ্য অধিক ইম্প্রেশনের জন্য আপনার বিজ্ঞাপনগুলিকেও অপ্টিমাইজ করে৷ Facebook আপনার বাজেটের সীমাবদ্ধতার মধ্যে আপনার লক্ষ্য করা দর্শকদের মধ্যে যতটা সম্ভব আপনার বিজ্ঞাপনগুলি দেখাবে। আপনি এই উদ্দেশ্যটি বেছে নিতে পারেন যদি আপনার লক্ষ্য হয় আপনার বিজ্ঞাপনগুলি দেখার পরে অবিলম্বে পদক্ষেপ (ক্রয়) নেওয়ার আশা না করে যতটা সম্ভব আপনার বিজ্ঞাপন গুলো বেশি মানুষ এর নজরে আসে বা দেখে।

🔺কখন এটি ব্যবহার করবেন: যদি আপনি একটি স্থানীয় ইভেন্টের আয়োজন করেন এবং লক্ষ্য হল সেই ইভেন্ট সম্পর্কে যতটা সম্ভব বেশি লোককে জানানোল। যাইহোক, যদি লোকেদের অগ্রিম টিকিট বুক করার প্রয়োজন হয় তবে এটি সবচেয়ে উপযুক্ত উদ্দেশ্য হবে না।

24/03/2023

Importance of Facebook Ads Campaign

#1: ব্র্যান্ড সচেতনতা (Brand Awareness Ads)

ব্র্যান্ড সচেতনতা Ads প্রচারের উদ্দেশ্য ইম্প্রেশনের (Impression) বৃদ্ধি করে। এর অর্থ হল Facebook আপনার বিজ্ঞাপন গুলি সেই লোকেদেরকে দেখাবে (বার বার দেখাবে) যারা আপনার Brand বা Business মনে রাখার সম্ভাবনা বেশি। অ্যাডস ম্যানেজার আপনাকে ' Ads recall Lift metric ' ডেটা দেখাবে, যা ফেসবুক অনুমান করে কত লোককে আপনার বিজ্ঞাপনটি দেখার 2 দিনের মধ্যে জিজ্ঞাসা করা হলে তা মনে রাখবে।

সবচেয়ে সঠিক বিজ্ঞাপন Recall ডেটা পেতে, যদিও, আপনাকে একটি ব্র্যান্ড-লিফ্ট অধ্যয়ন করতে হবে। এই কারণে, ব্র্যান্ড সচেতনতা ADS প্রধানত বড় ব্র্যান্ডগুলি দ্বারা বড় বাজেট এবং এই ফলাফলগুলি পরিমাপ করার ক্ষমতা সহ ব্যবহৃত হয়। সচেতনতা বাড়াতে চায় এমন ছোট ব্যবসাগুলি সাধারণত অন্যান্য প্রচারাভিযানের উদ্দেশ্যগুলির সাথে আরও স্পষ্ট ফলাফল পেতে পারে।

কখন এটি ব্যবহার করবেন: আপনি যদি একটি স্মরণীয় ব্র্যান্ড তৈরি করতে চান এবং বিজ্ঞাপন রিকল লিফট পরিমাপ করার উপায় থাকে তবে ব্র্যান্ড সচেতনতা উদ্দেশ্য একটি ভাল বিকল্প।
বিশেষ করে বড়ো কোম্পানি বা বিজনেস গুলোর জন্য এই Ads। তবে ছোট বা মাঝারি কোম্পানি গুলোও এটি চালাতে পারে।

সুত্র : Ads Frequency = Impression- 500 (কত জনের কাছে এডস পৌঁছালো) ÷ Reach ( ami 4) এই এডস টি একজন কয়বার দেখলো)

#2: পৌঁছান (Reach Ads)

নির্দিষ্ট কাস্টমার কে উদ্দেশ্য করে অনেক বেশি মানুষের কাছে পোঁছানো এই এডস এর লক্ষ্য। এটির উদ্দেশ্য অধিক ইম্প্রেশনের জন্য আপনার বিজ্ঞাপনগুলিকেও অপ্টিমাইজ করে৷ Facebook আপনার বাজেটের সীমাবদ্ধতার মধ্যে আপনার লক্ষ্য করা দর্শকদের মধ্যে যতটা সম্ভব আপনার বিজ্ঞাপনগুলি দেখাবে। আপনি এই উদ্দেশ্যটি বেছে নিতে পারেন যদি আপনার লক্ষ্য হয় আপনার বিজ্ঞাপনগুলি দেখার পরে অবিলম্বে পদক্ষেপ (ক্রয়) নেওয়ার আশা না করে যতটা সম্ভব আপনার বিজ্ঞাপন গুলো বেশি মানুষ এর নজরে আসে বা দেখে।

🔺কখন এটি ব্যবহার করবেন: যদি আপনি একটি স্থানীয় ইভেন্টের আয়োজন করেন এবং লক্ষ্য হল সেই ইভেন্ট সম্পর্কে যতটা সম্ভব বেশি লোককে জানানোল। যাইহোক, যদি লোকেদের অগ্রিম টিকিট বুক করার প্রয়োজন হয় তবে এটি সবচেয়ে উপযুক্ত উদ্দেশ্য হবে না।

Learn it, live it, earn it.
https://www.facebook.com/outsourcebooster
Follow us to get more updates.

24/03/2023

In the month of Ramadan, try to increase the donation a little. Because 70x goodness is obtained.
💬 Besides, treat everyone well
💬 And increasing worship can also be a good investment.
💬 Try to reduce bad habits if you can.
You will see that the idea about your ability will change.

24/03/2023

𝐖𝐡𝐚𝐭 𝐚𝐫𝐞 𝐬𝐨𝐦𝐞 𝐜𝐨𝐧𝐟𝐢𝐝𝐞𝐧𝐜𝐞 𝐡𝐚𝐜𝐤?

𝟭 . 𝗣𝗿𝗮𝗰𝘁𝗶𝗰𝗲 𝗽𝗼𝘀𝗶𝘁𝗶𝘃𝗲 𝘀𝗲𝗹𝗳-𝘁𝗮𝗹𝗸 by reminding yourself of your strengths and accomplishments.

𝟐 . 𝐃𝐫𝐞𝐬𝐬 in a way that makes you feel confident and comfortable.

𝟑 . 𝐒𝐭𝐚𝐧𝐝 𝐭𝐚𝐥𝐥and use good posture to convey confidence.

𝟒 . 𝐅𝐨𝐜𝐮𝐬 𝐨𝐧 what you can control and let go of what you can't.

𝟓 . Take care of your 𝐩𝐡𝐲𝐬𝐢𝐜𝐚𝐥𝐡𝐞𝐚𝐥𝐭𝐡 through exercise, sleep, and healthy eating.

6. Surround yourself with 𝗽𝗼𝘀𝗶𝘁𝗶𝘃𝗲 and 𝐬𝐮𝐩𝐩𝐨𝐫𝐭𝐢𝐯𝐞𝐩𝐞𝐨𝐩𝐥𝐞.

7. Learn to accept 𝗮𝗰𝗰𝗲𝗽𝘁 𝗰𝗼𝗺𝗽𝗹𝗶𝗺𝗲𝗻𝘁𝘀 graciously.

8. 𝐏𝐫𝐚𝐜𝐭𝐢𝐜𝐞 𝐦𝐢𝐧𝐝𝐟𝐮𝐥𝐧𝐞𝐬𝐬 and meditation to calm your mind and reduce anxiety.

9. 𝐒𝐞𝐭 𝐚𝐜𝐡𝐢𝐞𝐯𝐚𝐛𝐥𝐞 𝐠𝐨𝐚𝐥𝐬 and celebrate your successes.

10. 𝐕𝐢𝐬𝐮𝐚𝐥𝐢𝐳𝐞 yourself succeeding and achieving your goals.

11. 𝐅𝐚𝐜𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐞𝐚𝐫𝐬 and step outside of your comfort zone.

12. 𝐄𝐦𝐛𝐫𝐚𝐜𝐞 𝐟𝐚𝐢𝐥𝐮𝐫𝐞 as an opportunity for growth and learning.

13. 𝐓𝐚𝐤𝐞 𝐚𝐜𝐭𝐢𝐨𝐧 and make decisions instead of overthinking.

14. 𝙋𝙧𝙖𝙘𝙩𝙞𝙘𝙚 𝙜𝙤𝙤𝙙 𝙘𝙤𝙢𝙢𝙪𝙣𝙞𝙘𝙖𝙩𝙞𝙤𝙣 skills to express yourself clearly and confidently.

15. 𝐅𝐨𝐜𝐮𝐬 𝐨𝐧 𝐭𝐡𝐞 𝐩𝐫𝐞𝐬𝐞𝐧𝐭 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭 instead of worrying about the future or dwelling on the past.

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Bangladesh Agriculture University Shes Moor
Mymensingh
2202