Rukon's Biology Special

Rukon's Biology Special

Share

"আনন্দ দিয়ে
জীববিজ্ঞানের প্রতি
ভালোবাসা তৈরি করাই লক্ষ্য.."

18/06/2025

এইচএসসি ২৫ এর ক্যালকুলেটর ব্যবহারের সংশোধিত নোটিশ।

16/06/2025

এইচএসসি ২০২৫ ব্যাচের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ এই মর্মে পরীক্ষার হলে কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে আর যাবে না। সো ভেরি কেয়ারফুল ডিয়ার।
যেকোন ধরনের প্রোগ্রামিং ক্যালকুলেটর সম্পুর্ন নিষিদ্ধ।

30/05/2025

কার্প জাতীয় মাছের ডিম থেকে পোনা হ্যাচিং।
বাংলাদেশের একমাত্র মিঠা পানির মৎস্য এর প্রাকৃতিক প্রজনন উৎস হালদা নদী।

ক্রেডিট: প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া স্যার, প্রাণিবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

21/05/2025

সান্ডার কংকাল 😄

25/03/2025

হৃৎপিন্ড==>রক্ত==>মস্তিষ্ক

হৃৎপিন্ড মানব দেহের পাম্পযন্ত্র। এটা যেকোন কারনেই হোক তার পাম্প করা কাজটা বন্ধ করে দিতে পারে। যেমনটি দেখা যায় বাইক বা অন্যান্য মটর গাড়ির বেলায় হঠাৎ ইঞ্জিন স্টার্ট না নিলে আমরা কি করি প্রথমে আমরা চাবি দিয়ে অক্লান্ত ট্রাই করে তা না হলে কিক মারতে মারতে ঘামাই যাই তারপরও যদি না চালু হয় পরে কি করি পিছন দিক থেকে ধাক্কা দিতে দিতে হঠাৎ গিয়ার মারলে চাবি ছাড়াই গাড়ির ইঞ্জিন চালু হয়ে যায়। এটা একটা আপতকালীন পদ্ধতি। ঠিক তেমনি হৃৎপিন্ডকেও পুনরায় চালু করার জন্য মাঝ বুকে স্টার্ণাম হাড়ের উপরে সজোরে চাপ দিতে হয়। চাপ দিতে দিতে একটা সময় হৃৎপিন্ড আবার পাম্প করা শুরু করে দেয়। এটাকে মেডিকেল ভাষায় CPR বলা হয়।

হৃৎপিন্ডের পাম্প করা যদি বন্ধ হয়ে যায় তাহলে রক্ত সারা দেহে সময়মত পৌছাবে না। ফলে দেহের কোশগুলো মারা যাওয়া শুরু করে দিবে। মস্তিষ্কের নিউরণ কোষ বাদে দেহের অন্যান্য অংগের দেহকোষ বিভিন্ন কারনে (এপোপ্টসিস, নেক্রোসিস) মারা বা ধ্বংস হয়ে গেলে সেটিকে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সমগুন সম্পুর্ন কোষে প্রতিস্থাপিত করা যায়। কিন্তু মস্তিষ্কের নিউরণ কোষের বেলায় ফেকরা টা বাদে একবার এটি ধ্বংস বা মারা গেলে সেটিকে আর প্রতিস্থাপিত করা যায় না কারন নিউরণ কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না। জন্মের সময় যতসংখ্যক নিউরণ কোষ নিয়ে আসছি প্রাপ্তবয়স্কেও ততসংখ্যাকই নিউরণ কোষ থাকে শুধু আকারে বড় হয়।

পাচ মিনিটের বেশি সময় ধরে যদি হৃৎপিন্ড থেকে রক্ত মস্তিষ্কে না পৌছায় তাহলে পরেই নিউরন কোষগুলো মরতে থাকে। যেহেতু এ কোষগুলো ইরিভার্সিবল। ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে....

দ্রুত সময়ের মধ্যে CPR দিতে পারলেই নতুন জীবন পেতে পারে আল্লাহর রহমতে...

Photos from Rukon's Biology Special's post 01/03/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫ ভর্তি পরীক্ষার A ইউনিটের প্রশ্ন সমাধান

14/12/2024

আজ ১৪ ডিসেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস
জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

07/11/2024

বাংলাদেশের একমাত্র কুমিরের খামার যেটি ময়মনসিংহের ভালুকায় অবস্থিত। বানিজ্যিকভাবে কুমির চাষ হচ্ছে।

কৃতজ্ঞতা: জান্নাতুল নাঈম

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Aqua
Mymensingh
2200