22/11/2022
নতুন শিক্ষাক্রমে কাঠামোবদ্ধ প্রশ্ন ও জিপিএ বাদ, শিক্ষার্থীর মূল্যায়নের ফল হবে তিন শ্রেণিতে।
29/10/2022
ময়মনসিংহের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফয়েজ ক্যাডেট একাডেমি ও ফয়েজ মডেল স্কুল শাখার নিয়োগ পরিক্ষা ( লিখিত) 22/10/22 এর ফলাফল প্রকাশ।
10/10/2022
Photos from Fayaz Model School's post
10/10/2022
আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় বন্ধের পর আজ থেকে আমাদের স্কুল কার্যক্রম শুরু হলো। সকলের সহযোগিতায় এগিয়ে যেতে চাই অনেকদূর।
তাং ১০-১০-২২ইং
29/09/2022
মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি,
আজ আমাদের ছুটি, ও ভাই,
আজ আমাদের ছুটি।।
০১/১০/২২ থেকে আমার প্রিয় শিক্ষার্থীদের ৯ দিন স্কুল ছুটি থাকবে। এই সময় প্রিয় শিক্ষার্থীদের খুব বেশি মনে পড়বে। কারণ, তাদেরকে নিয়েই আমার দিন শুরু হয় এবং শেষ হয় তাদেরকে নিয়ে।
আশা করি সবাই ছুটির সময় গুলো সাবধানে থাকবে নিরাপদে থাকবে। আমার প্রিয় ছোট্ট সোনামণিদের জন্য সবাই দোয়া করবেন।
#নোটিশ : ফয়েজ মডেল স্কুলের সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শ্রী শ্রী দূর্গা পূজা, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:), শ্রীশ্রী লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ০১/০১০/২২-০৯/১০/২২ পর্যন্ত প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
28/09/2022
শুভ জন্মদিন;
বাঙালির আশা-আকাঙ্ক্ষার একান্ত বিশ্বস্ত ঠিকানা, বাঙালির বিশ্বজয়ের স্বপ্ন-সারথি, উন্নয়ন অভিযাত্রী, বিশ্বমানবতার নেতা, প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
আপনার সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আজ বিশ্বের বিস্ময়, বাংলার মানুষ পেয়েছে আধুনিক ও উন্নত জীবনব্যবস্থা।
ইনশাআল্লাহ্, আপনার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী আধুনিক বাংলাদেশ।
মহান স্রষ্টার নিকট আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি।
20/09/2022
#শিক্ষাই_শক্তি_শিক্ষায়_মুক্তি
#শিক্ষাই_হলো_এগিয়ে_যাওয়ার_পথ
আধুনিক পৃথিবীতে টিকে থাকতে হলে শিক্ষা ছাড়া বিকল্প কিছুই নেই। তাই বাঁচতে হলে জানতে হবে, জানতে হলে শিখতে হবে। কারণ শিক্ষাই পারে আলোকবর্তিকা হয়ে জীবন চলার পথ দেখাতে।
একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। এই বিবেচনায় বলা হয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। অর্থাৎ একজন মানুষ যেমনি মেরুদণ্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল, উন্নয়ন, অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর।
যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত,সভ্য এবং অগ্রসর।
এই জাতিকে সেই মর্যাদায় নিয়ে যেতে এখনই সময় আমাদের শিশু সন্তানদের সঠিক ও যুগ উপযোগী শিক্ষায় শিক্ষিত করে এগিয়ে নিয়ে যাওয়া। আর শিক্ষার কৌশলটি হবে ব্যবহাররিক, মানবিক, ভালবাসার পরিপূর্ণ এবং আনন্দময়। কারণ শিশুরা সব সময় অনুকরণ প্রিয়, আনন্দ প্রিয় এবং মজার সাথে শিখতে পছন্দ করে।
তাই আমাদের শিশুসন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্মের উত্তরাধিকার হিসেবে গড়ে তোলার জন্য এখনই পদক্ষেপ নিতে হবে আসুন আমরা আমাদের সেই সন্তানদের সাথে সুন্দর ব্যবহার এবং ভালোবাসা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে তুলি।
আমাদের #ফয়েজ_মডেল_স্কুল #২য়_সাময়িক_পরীক্ষায় মেধা তালিকা অর্জনকারী শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন ।
আমাদের ক্ষুদে শিক্ষার্থী দের জন্য সবাই দোয়া করবেন যেন তারা ভবিষ্য ৎ প্রজন্মের হাল ধরে এগিয়ে নিয়ে যেতে পারে বাংলাদেশে।
Fayaz Model School
শিক্ষা বার্তা
#কিন্ডার_গার্টেন_স্কুল
20/09/2022
#শিক্ষাই_শক্তি_শিক্ষায়_মুক্তি
#শিক্ষাই_হলো_এগিয়ে_যাওয়ার_পথ
আধুনিক পৃথিবীতে টিকে থাকতে হলে শিক্ষা ছাড়া বিকল্প কিছুই নেই। তাই বাঁচতে হলে জানতে হবে, জানতে হলে শিখতে হবে। কারণ শিক্ষাই পারে আলোকবর্তিকা হয়ে জীবন চলার পথ দেখাতে।
একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। এই বিবেচনায় বলা হয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। অর্থাৎ একজন মানুষ যেমনি মেরুদণ্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল, উন্নয়ন, অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর।
যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত,সভ্য এবং অগ্রসর।
এই জাতিকে সেই মর্যাদায় নিয়ে যেতে এখনই সময় আমাদের শিশু সন্তানদের সঠিক ও যুগ উপযোগী শিক্ষায় শিক্ষিত করে এগিয়ে নিয়ে যাওয়া। আর শিক্ষার কৌশলটি হবে ব্যবহাররিক, মানবিক, ভালবাসার পরিপূর্ণ এবং আনন্দময়। কারণ শিশুরা সব সময় অনুকরণ প্রিয়, আনন্দ প্রিয় এবং মজার সাথে শিখতে পছন্দ করে।
তাই আমাদের শিশুসন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্মের উত্তরাধিকার হিসেবে গড়ে তোলার জন্য এখনই পদক্ষেপ নিতে হবে আসুন আমরা আমাদের সেই সন্তানদের সাথে সুন্দর ব্যবহার এবং ভালোবাসা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে তুলি।
আমাদের #ফয়েজ_মডেল_স্কুল #২য়_সাময়িক_পরীক্ষায় মেধা তালিকা অর্জনকারী শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন ।
আমাদের ক্ষুদে শিক্ষার্থী দের জন্য সবাই দোয়া করবেন যেন তারা ভবিষ্য ৎ প্রজন্মের হাল ধরে এগিয়ে নিয়ে যেতে পারে বাংলাদেশে।
Fayaz Model School
শিক্ষা বার্তা
#কিন্ডার_গার্টেন_স্কুল
09/09/2022
ময়মনসিংহের স্বনামধন্য প্রতিষ্ঠান...
ফয়েজ মডেল স্কুল
আধুনিক ও মানসম্মত শিক্ষার এক অপূর্ব মেলবন্ধন
যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান।
স্কুল কোড ৪৩৩৩৮৮
ইএমআইএস ৩০৩০১১০৮৫
05/09/2022
আলহামদুলিল্লাহ,
#ফয়েজ_মডেল_স্কুল এর শিক্ষার্থীদের ইংলিশে কথা বলার দক্ষতা তৈরি করার লক্ষ্যে আজ থেকে ইংলিশ স্পোকেনের ক্লাস কার্যক্রম শুরু হয় । সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন এন্ড শেয়ার করার অুরোধ রইলো।
Fayaz Model School
01/09/2022
ফয়েজ মডেল স্কুলের পক্ষ থেকে ২য় সাময়িক পরিক্ষা সুন্দরভাবে সমাপ্ত হওয়ার জন্য সকল শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা!!! ধন্যবাদ!
29/08/2022
আলহামদুলিল্লাহ,
মাননীয় প্রধানমন্ত্রী #শেখ_হাসিনার উদ্যোগ
এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ইকরামুল হক টিটু মহোদয়ের সার্বিক পরামর্শে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সকল স্কুলে ৫ থেকে ১৩ বছরের শিক্ষার্থীদের কে করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়।
যার ধারাবাহিকতায় আমাদের #ফয়েজ_মডেল_স্কুলেও ৫ থেকে ১৩ বছর বয়সী শিক্ষার্থীদের কে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়।
সকল শিক্ষার্থী এবং অভিভাবকগণ খুব উৎসবমুখর পরিবেশে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
29/08/2022
আলহামদুলিল্লাহ,
মাননীয় প্রধানমন্ত্রী #শেখ_হাসিনার উদ্যোগ
এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ইকরামুল হক টিটু মহোদয়ের সার্বিক পরামর্শে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সকল স্কুলে ৫ থেকে ১৩ বছরের শিক্ষার্থীদের কে করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়।
যার ধারাবাহিকতায় আমাদের #ফয়েজ_মডেল_স্কুলেও ৫ থেকে ১৩ বছর বয়সী শিক্ষার্থীদের কে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়।
সকল শিক্ষার্থী এবং অভিভাবকগণ খুব উৎসবমুখর পরিবেশে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
15/08/2022
জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ......
ফয়েজ মডেল স্কুল, ময়মনসিংহ।
# ইএমআইএস কোডঃ ৩০৩০১১০৮৫
# স্কুল কোডঃ ৪৩৩৩৮৮
15/08/2022
জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ......
ফয়েজ মডেল স্কুল, ময়মনসিংহ।
# ইএমআইএস কোডঃ ৩০৩০১১০৮৫
# স্কুল কোডঃ ৪৩৩৩৮৮
14/08/2022
জাতীয় শোক দিবস উপলক্ষে
৪৭ তম শাহাদত বার্ষিকীতে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
🇧🇩 ফয়েজ মডেল স্কুল, ময়মনসিংহ।
🧑🤝🧑 ইএমআইএস কোডঃ ৩০৩০১১০৮৫
💫 বিদ্যালয় কোডঃ ৪৩৩৩৮৮
09/07/2022
আত্মত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে যারা আল্লাহর নামে কোরবানি করে তাদের জন্য সীমাহীন সওয়াবের প্রতিশ্রুতি দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)।
মহানবী (সা.) বিভিন্ন সময় কোরবানির বিষয়ে তার উম্মতকে নসিহত করেছেন। কারো হৃদয়ে যদি এমন ধারণার উদ্রেক হয় যে, প্রতি বছরই তো কোরবানি দিয়ে যাচ্ছি এবার না হয় দিলাম না, এমনটি চিন্তাভাবনা মোটেও ঠিক নয়, কেননা কোরবানি শুধু একবারের জন্য নয় বরং তা সারা জীবনের জন্য। হাদিস থেকে জানা যায়, মহানবী (সা.) বলেছেন, ‘হে লোক সকল! জেনে রাখ, প্রত্যেক পরিবারের পক্ষে প্রত্যেক বছরই কোরবানি করা আবশ্যক’ (আবু দাউদ ও নাসাঈ)।
হজরত ইবনে উমর (রা.) বলেন, মহানবী (সা.) মদীনায় ১০ বছর অবস্থান করেছেন এবং বরাবর কোরবানি করেছেন (তিরমিজি)।
মহানবী (সা.) বলেছেন, কোরবানির দিনে কোরবানি করাই সবচেয়ে বড় ইবাদত। কোরবানির জন্তুর শরীরের প্রতিটি পশমের বিনিময়ে কোরবানিদাতাকে একটি করে সওয়াব দান করা হবে। কোরবানির পশুর রক্ত জবাই করার সময় মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় (মেশকাত)।
কোরবানির বিনিময়ে সওয়াব পেতে হলে অবশ্যই কোরবানিটা হতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে।
আল্লাহপাকের দরবারে আমাদের প্রার্থনা, হে আল্লাহ! আমাদের এ কোরবানি তুমি গ্রহণ কর আর আমাদের আত্মাকে পবিত্র কর, আমিন।
24/06/2022
এক নতুন সম্ভাবনার এগিয়ে যাক বাংলাদেশ।
প্রমত্তা পদ্মায় অবিস্মরণীয় স্বপ্ন জয়ের গল্প পদ্মাসেতু। পদ্মাসেতু আজ আর কল্পনা নয়, প্রচণ্ড বাস্তব।
13/06/2022
আলহামদুলিল্লাহ
ফয়েজ মডেল স্কুলের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের কাজ শেষ করলাম। সকলের কাছে সহযোগিতা একান্তভাবে কম্য।
14/04/2022
হাসি দুঃখ গ্লানি,
ছিল আছে থাকবে।
নতুন বছরের শুভদিন,
আসবে কাছে ডাকবে।
ঐসব গ্লানি ভুলে গিয়ে,
নাও মনে ঐ ডাক।
জানাই হে সকলকে,
শুভ পহেলা বৈশাখ।
26/03/2022
২৬শে মার্চ নও তুমি শুধু একটি তারিখ,
নও একটি স্মৃতি চিহ্ন,
তুমি লাখো শহীদের রক্তের প্রতীক।
দেশের জন্য প্রান দেয়া সকল সূর্যসন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা। স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা
17/03/2022
Fayaz Model School updated their information in their About section.
Fayaz Model School updated their information in their About section.
17/03/2022
যদি রাত পোহালে শোনা যেত
বঙ্গবন্ধু মরে নাই!
যদি রাত পোহালে শোনা যেত
বঙ্গবন্ধু মরে নাই!
06/01/2022
সম্মানিত অভিভাবক, আসসালামুয়ালাইকুম,
আপনাদের দীর্ঘ সহযোগিতা ও আস্থায় আমাদের এই ৩য় বছরের পথচলায় আপনাদের একটি অংশ হতে পেরে “ফয়েজ মডেল স্কুল” অত্যন্ত গর্বিত।
আমরা ৩ বছরে অর্জন করতে চেষ্টা করেছি আপনাদের বিশ্বাস, আস্থা ও ভালোবাসা।
সে বিশ্বাস ও ভালোবাসাকে আরও সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আমাদের ২০২২ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের মাঝে নতুন ব্ই বিতরণের মাধ্যমে পথচলা শুরু হয়েছে।
আমাদের নতুন বছরের কার্যক্রমে সকল অভিভাবক, শিক্ষার্থী ও সকলের সহযোগিতা কামনা করছি।
প্রচার নয় কাজে আস্থা অর্জন করেছি অভিভাবকের বিশ্বাস।
আধুনিক ও মানসম্মত শিক্ষার প্রয়াসে ফয়েজ শিক্ষা পরিবার হয়ে উঠুক আপনার প্রথম পছন্দ।
যেকোনো তথ্যের জন্য যোগাযোগঃ
১৭ সাহেব আলী রোড, নতুন বাজার, ময়মনসিংহ। 01621335004,01683556667.
#ফয়েজ_মডেল_স্কুল #কিন্ডার_গার্টেন_স্কুল #প্লে_নার্সারী_স্কুল #কেজি_স্কুল
নতুন বছর উপলক্ষে বিশেষ ছাড়ে ভর্তি চলছে
✍✍ প্লে থেকে পঞ্চম শ্রেণি পযর্ন্ত সরাসরি ভর্তি চলছে!!!