Rafiqul

Rafiqul

Share

I love my country � I love my motherland �� I Don't know nothing

22/03/2022

আলাদিনস পার্ক

Photos from Rafiqul's post 07/01/2022

That is unbelievable movie story is the Very splendid

19/01/2021

নেত্রকোনা জেলার সুসাং দুর্গাপুর সোমেশ্বরী নদীর অল্প ভিডিও চিত্র

19/01/2021

এলো মেলো চুলের মায়াই
গেছি আমি আটকে
তুমি যদি না চায় আমায়
কেমন করে থাকি আজকে

14/08/2020

It's Right

04/08/2020

Just Chill

03/07/2020

কিছু কথা শুনব Takbir Jaman (porosh) এর কাছ থেকে



আমাদের জীবণ আসলে ক্ষুদ্র একটি বস্তু।এই ক্ষুদ্র জীবণে আমরা অনেক কিছুই করে থাকি। কেউবা নিজের জন্য কাজ করে কেউবা আবার অপরের সুখে নিয়োজিত।কেউ কেউ আবার জীবণের মানে বুঝতে পারে না,যারা বেছে নেয় আত্নহত্যার মতো কঠোর ও নির্মম একটি পথ।
করোনা ভাইরাস(covid-19) সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি।বর্তমান সময়ে এটি খুবই মারাত্নক রূপ ধারণ করেছে এবং কেড়ে নিয়েছে লক্ষ্যদিক মানুষের প্রাণ।যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে কেউবা ছিলেন প্রভাবশালী,কেউবা রাজনীতিবিদ,কেউবা ছিলেন খ্যাতিমান ব্যাক্তি।কিন্তু তারা হেরে গেছেন ছোট এই ভাইরাসের কাছে।কিন্তু আমরা এখনও সুস্হভাবে বেঁচে আছি এবং সুন্দর একটি জীবণ পরিচালনা করতে পারছি।এটি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি পাওয়া। ঠিক এই সময়ে আমরা বেঁচে নাও থাকতে পারতাম।এর জন্যই হয়ত কবি বলেন,
"Man is mortal"
"মানুষ মরণশীল"

এই সত্যিটা মেনে নেওয়া আসলেই খুব বেদনাদায়ক এবং কষ্টকর।

এরই মধ্যে দিয়ে এমন একটি দিন আসবে যেদিন পূর্ব আকাশে লাল হলুদ সূর্য উঠবে।চারদিকে পাখি ডাকবে।সবাই তাদের কাজে ব্যাস্ত হয়ে পড়বে।কর্মজীবীরা ছুটে চলবে তাদের নিজ নিজ কর্মস্থলে,শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে এবং বেকাররা কাজের সন্দানে।পৃথিবী ছুটে চলবে তার আপন গতিতে এবং ফিরে পাবে তার চিরচেনা রূপ।কিন্তু সেদিন আমি থাকব তো? নাকি হারিয়ে যাব কোন এক আজানা আচেনা শহরে।যেখানে থাকবে অপরিচিত সব লোকের সমারহ।
জানি না শেষ পর্যন্ত কি হবে এর পরিণতি বা কি হবে এর ফলাফল।জানি না পারব কিনা শেষ পর্যন্ত জীবণযুদ্বে বেঁচে থাকতে।কিন্তু এখন পর্যন্ত এই সুন্দর পৃথিবীতে বেচে থাকার জন্য নিজেকে ভাগ্যবানদের একজন মনে করি। তাই চলুননা আমরা এই ছোট জীবণে এমন কিছু করি যাতে মানুষের কল্যান হয়। মানুয়ের কল্যানে সাহায্যে এগিয়ে যাই। "মানুষের সুখেই নিজের সুখ"" উক্তিটিতে বিশ্বাস করি।মানুষের সুখে নিজেকে বিলিন করে দেই।

সবশেষে একটাই কথা বলব,অবশ্যই নিজেদেরকে সচেতন থাকতে হবে।সকল স্বাস্হ্যবিধি মেনে চলতে হবে।নিজেকে সুরক্ষিত রাখি এবং অপরের সুরক্ষার ব্যবস্হা করি,তবেই আমরা অপরের জন্য কাজ করতে পারব।

সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য এবং আন্তরিক ভালোবাসা।

14/05/2020

নেত্রকোনার ৩ উপজেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস
🌐৮- কলমাকান্দা উপজেলা
পাহাড়ি ঢলে নেমে আসা পানির সঙ্গে পলিমাটি এসে এ অঞ্চল ভরাট ভূমিতে রূপান্তরিত হয়। এ ভরাট ভূমির স্থানীয় নাম কান্দা। কান্দায় জন্মানো কলমি গাছ (জলজ উদ্ভিদ) মাটি আটকে ধরে এ ভরাট ভূমিতে আরো মাটি সঞ্চয় করতে সহায়তা করে। সে কারণেই প্রথমে স্থানটি কলমিকান্দা নামে পরিচিত হয় ও পরে মানুষের মুখের ভাষায় কলমাকান্দা নামে পরিণত হয়।

🌐৯- মোহনগঞ্জ উপজেলা
মোহন সাহা নামে একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। তাঁর নাম অনুসারে এই শহরের নাম করণ করা হয় বলে জানা যায়।

🌐১০- পূর্বধলা উপজেলা
এই উপজেলায় প্রায় ১৩০ একর বিশিষ্ট ঐতিহাসিক ও মনোরম রাজধলা নামক একটি বিল আছে। জনশ্রুতি আছে উক্ত বিলের পূর্ব পার্শ্বে তৎকালীন থানা গঠিত হওয়ায় অত্র থানার নামকরণ করা হয় পূর্বধলা থানা।

সুত্র- নেত্রকোনা জেলা উইকিপিডিয়া।

ছবি- দূর্গাপুর বিরিশিরি

বিঃদ্রঃ- শুধু নেত্রকোনা সম্পর্কে জানতে দৈনিক নেত্রবার্তা পেইজে লাইক দিয়ে রাখুন।

14/05/2020

নেত্রকোনার ৭ উপজেলার নাম করণের সংক্ষিপ্ত ইতিহাস

🌐১- নেত্রকোনা সদর উপজেলা
ফকির বিদ্রোহ-পাগল বিদ্রোহের এক মহান ক্ষেত্র ছিল নেত্রকোণা। সপ্তদশ শতকের শেষভাগে নাটোরকোণায় বিদ্রোহ দমনকল্পে জমিদারদের সহায়তা প্রদানের নিমিত্ত স্থাপিত হয় একটি পুলিশ ফাঁড়ি বা চৌকি। কথিত আছে পাগলপন্থী বিদ্রোহীরা এই ফাঁড়িটি লন্ঠণ করে নিয়ে গেলে ফাঁড়ির কর্মকর্তা/কর্মচারীগণ আত্ম রক্ষার্থে চলে আসে বর্তমান নেত্রকোণা সদর থানা কার্যালয় ভবনে। কিন্তু বর্তমান নেত্রকোণা ছিল আদিকালে সাতপাই মৌজাস্থ কালীমন্দির কেন্দ্রীক কালীগঞ্জ বাজার নামক স্থানে। পুলিশ ফাঁড়িটি কালীগঞ্জ বাজারে স্থানান্তরিত হয়ে গেলেও কাগজে-কলমে থেকে যায় নাটোরকোণা, ইংরেজদের সাহেবী উচ্চারণে হয়ে যায় নেত্রকোণা।

🌐২- কেন্দুয়া উপজেলা
আরব দেশের ইয়েমেন অন্তগর্ত “কেন্দা” নামক স্থান হইতে এক জন ধর্ম প্রচারক এই স্থানে আগমন করেন । তিনি বর্তমান কান্দাপাড়া , কেন্দুয়া ও বিপ্রবর্গ এই তিনটি পাশা পাশি গ্রামে ধর্ম প্রচারে নিয়োজিত ছিলেন । এই দরবেশের স্বদেশভূমি “কেন্দা” নাম টি কালক্রমে বিকৃত হইয়া কেন্দুয়া নামের উদ্ভব ।

🌐৩- বারহাট্টা উপজেলা
ইংরেজ সৈন্য বাহিনীরাও নিরাপদ আশ্রয়ের সন্ধানে বৌহাটী ও বরোহাটী গ্রামের অদূরে নৌ যোগাযোগের সুবিধার্থে বরোহাটী গ্রামের নামকরণের অনুকরণে গড়ে তোলে অপর জনপদ যা তৎকালে ব্রাহাট্টা নামে পরিচিতি লাভ করে। বর্তমানে সেই ব্রাহাট্টা এখন বারহাট্টা নামে পরিচিতি পেলেও বারহাট্টা রেলস্টেশনের নামফলক খানা প্রাচীন ব্রাহাট্টা নামের স্মৃতি বহন করে চলছে ।

🌐৪- দুর্গাপুর উপজেলা
অনেকে মনে করেন, সোমেশ্বরী নদীর পূর্ব তীরে যে রাজবাড়ী স্থাপিত হয়েছিল সে স্থানটির নাম অধিষ্ঠাত্রী দেবী দশভূজার নামানুসারে দুর্গাপুর রাখা হয়। অন্য জনশ্রুতিটি হলো-দুর্গাপুর উপজেলাটিতে গারো হাজং এর বসবাস ছিল। যে সহানে সূসং মহারাজের রাজবাড়ী সহাপিত হয় সে স্থানটি ছিল দুর্গা নামে গারো ব্যক্তির দখলে। দুর্গা গারো অনুরোধেই এ স্থানের নামাকরণ করা হয় দুর্গাপুর।

🌐৫- আটপাড়া উপজেলা
ঈশাখাঁর শাসনামলে আটপাড়া সরকার বাজুহার অন্তর্ভূক্ত ছিল। পরবর্তী সময় পরগনায়েনা সিরুজিয়াল ও মৈমনসিংহ পরগনাভুক্ত হয়ে পড়ে। মৈমনসিংহ পরগনার জমিদার গৌরীপুরের ব্রজেন্দ্রকিশোর রায় চৌধুরী নামানুসারে স্থানের নামকরন করেন ব্রজের বাজার। সে বাজারের পরবর্তী নাম আটপাড়া। স্থানীয়ভাবে আটপাড়া বাজারকে আজো ব্রজেরবাজার বলে
🌐৬- মদন উপজেলা
মদন সম্পর্কে কথিত আছে, মদনা নামক এক সামন্ত ভূ-স্বামীর নামানুসারে মদন নামের উদ্ভব। এ নামকরণে অনেক মতদ্বৈততা রয়েছে। কোন কোন ঐতিহাসিক মনে করেন যে পারস্যবাসীদের এ অঞ্চআেগমণকালে মুদন বা মদন নামের উদ্ভব। ফার্সী শব্দ মুদন এর বঙ্গার্থ শহর বা নগর। সেই থেকেই মুদন, পরে শব্দের অপভ্রম্যতার মদন নামে পরিচিত। অপরদিকে ফার্সী শব্দ মদন বলতে প্রতিষ্ঠিত হওয়া বা দন্ডায়মান হওয়াকে বুঝায়।

🌐৭-খালিয়াজুরী উপজেলা
এক জনশ্রুতি থেকে জানা যায়, এ অঞ্চলে খাসিয়াদের অবস্থান ছিল বিধায় স্থানের নামকরণ হয় খাসিয়াজুরী।

08/05/2020

Rafiqul I love my country � I love my motherland ��

17/04/2020

আল্লাহ আমাদের সকলকেই মাফ কর

23/10/2019

Hi everyone

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

নেত্রকোনা জেলার সুসাং দুর্গাপুর  সোমেশ্বরী নদীর অল্প ভিডিও চিত্র

Location

Telephone

Address

Netrokona
Mymensingh

Opening Hours

Monday 09:00 - 17:00