
হয়ে যাক লড়াই..
We Guide You, You Follow These & Touch The Dream.
Operating as usual
হয়ে যাক লড়াই..
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান স্যার৷
২০১৯ সালে তার একটি বক্তব্য কে কেন্দ্র করে এখনো ট্রল হয়।
তবে তিনি দায়িত্বে থাকাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য কিছু সংস্কার করেছেন৷
১। প্রথম দায়িত্ব পেয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সকল বিভাগ উন্মুক্ত করে দেন। আগে সব ডিপার্টমেন্টে মাদ্রাসায় শিক্ষার্থীরা পড়তে পারতো না৷
২। প্রশ্নফাঁস বন্ধে সফলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রিটেন যুক্ত করেন।
৩। ২৮ বছর পর ডাকসু নির্বাচন আয়োজন করেন।
৪। ঢাবির ভর্তি পরীক্ষায় সকল ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেন৷
৫। রেগুলার মাস্টার্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষার্থীদের ও ভর্তি পরীক্ষার মাধ্যমে সুযোগ দেওয়ার উদ্যোগ।
এতসব কাজের পর ও উনি উনার চা-সিঙারা-চপ বক্তৃতা নিয়ে ট্রলের স্বীকার হন৷
কিন্তু বাস্তবতা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকা একজন শিক্ষার্থীর সকাল ৮ টা বা ৯ টায় ক্লাস থাকলে বা বন্ধুদের নিয়ে গ্রুপ স্টাডি বা আড্ডায় এই ১০ টাকার নাস্তা যে কতটুকু হেল্পফুল সেটা ঢাবিতে পড়ে হলে থাকা প্রতিটা শিক্ষার্থী ই জানে। আর হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি বা ডাকসুর নাস্তার মান নিয়ে কখনো কোন অভিযোগ আসে নি৷ যেখানে এখন ১০ টাকায় একটা পাউরুটি ও পাওয়া যায় না সেখানে মধ্যবিত্ত গ্রাম থেকে উঠে আসা শিক্ষার্থীদের জন্য ১০ টাকার এই নাস্তা অবশ্যই মঙ্গলজনক৷
সৈয়দ সাকিব আলম,
মাস্টার্স, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি,
ঢাকা বিশ্ববিদ্যালয়
একুশে পদক-২০২৩ পাচ্ছেন - ১৯ ব্যক্তি এবং ২ প্রতিষ্ঠান
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত।
আবেদন শুরুঃ ২৭ ফেব্রুয়ারী
আবেদন শেষঃ ২০ মার্চ
বিস্তারিতঃ admission.eis.du.ac.bd
https://admission.eis.du.ac.bd
DU Admission - Dhaka University
এইচএসসি ২০২২ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছো সকল অভিনন্দন। যাদের আশানুরূপ ফলাফল হয়নি তারা মন খারাপ না করে ভর্তি যুদ্ধের জন্য নিজেকে শাণিত করো।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় MCQ এর ২টি অপশন এমনিতেই বাদ দেওয়ার পর অন্য ২টি অপশনে ঠিক এমনটাই ঘটে।
★বাংলার প্রথম স্বাধীন নবাব.?
ক। নবাব সিরাজুদ্দৌলা
খ। ইলিয়াস শাহ
গ। মুর্শিদ কুলী খান
ঘ। আলা উদ্দিন হোসেন শাহ
★The Headmaster and The Principal _____present in the last meaning.
🔸 was
🔸 were
🔸 are
🔸 is
নটরডেম কলেজের এক ভাইকে দেখেছিলাম । পড়াশুনার
ধরনটা বলি । কলেজ থেকে এসে সে ঘুমাতো । এরপর
রাতের ডিনার করে পড়তে বসতো । ড্রয়ারে থাকতো ১২/
১৫ বিভিন্ন ধরনের কলম । বিভিন্ন ব্রান্ডের অগনিত পেন্সিল
। দিস্তা দিস্তা খাতা টেবিলের পাশে রাখা ছিল । কলেজ
লেভেলের সবগুলা বই সুন্দর করে বাধাই করে নতুন মলাট
করা । প্যাকেট ভর্তি দামী ইরেজার ।
এই মানুষটা পড়ত আর লিখতো । লিখতো আর পড়তো ।
বিরক্ত লাগলে উঠে গোসল করে আবার পড়তে বসতো ।
এভাবে চলতো সারা রাত । খালি কলমগুলো পড়ে থাকতো
টেবিলের পাশে । দিস্তা দিস্তা খাতা শেষ হয়ে টেবিলের নিচে
জমতো ।
এরকম ভয়ঙ্কর ধরনের পড়াশুনা করেও কোন এক অজ্ঞাত
কারনে সে বুয়েট ,ঢাবি , জাবি ,রাবি ,চবি থেকে শুরু করে
কোথাও চান্স পায় নি । আমি আজও হিসাব মেলাতে পারি
না কেন সে চান্স পায় নি । কি এমন বাকি ছিল যা সে করে
নি ? আর কিভাবে পরিশ্রম করলে ভালো করা যেতো ?
এখন সে কি করে জানেন ?
সে কোন পড়াশুনাই করে না । একটা বেসরকারী ভার্সিটি
থেকে নামমাত্র ডিগ্রি নিয়ে সে কোন রকমে আছে । আগের
সেই তেজ নাই । নটরডেমিয়ান বলে আলাদা কোন ভাবও
নাই ।
আরেকটা ছেলে ।
SSC তে এভারেজ রেজাল্ট ।
ইন্টারে এ মাইনাস ।
কোন রকমে ওয়েটিং থেকে ঢাবিতে চান্স পেয়েছে ।
এরপরেরটা ইতিহাস । ডিপার্টমেন্টে রেকর্ড রেজাল্ট ।
অনার্সে ফাস্ট । মাস্টার্সে ফাস্ট । বাইরের কোন নামী দামী
ক্যাম্পাসে ডক্টরেট করা এখন তার জন্য কোন ইস্যু না ।
চবিতে এপ্লাইড ফিজিক্সে এক ভাই ছিল ।
কোন রকমে এসএসসি আর ইন্টারের বাধা পেরিয়ে এখানে
এসে এপ্লাইডে ভর্তি হয়েছে । বাকিটা ইতিহাস । ডিপার্টমেন্টে
রেজাল্ট 3.89 !!!
( নামটা ভুলে গেছি । কেউ চিনলে আমাকে বলে দিয়েন )
আবার এরকমও আছে ।
ক্যাম্পাসে সুপার রেজাল্ট । চাকুরীর পরীক্ষায় কোন
সফলতা নাই । তিন বছর ধরে বেকার । লোকে এখন সন্দেহ
করে ভার্সিটির রেজাল্ট কি আসলেই ঠিক ?
দুর্দান্ত মেধা নিয়ে মেডিকেলে চান্স পেয়েছে । অথচ
মেডিকেলে এখন ফাস্ট ইয়ারই পাস করতে পারে না ।
অন্যজন কোটা নিয়ে ভর্তি হয়েছিল মেডিকেলে । এক
চান্সেই MBBS পাশ করে ফেলেছে ।
এর নাম জীবন ।
>একবার গ্রাফটা থাকে উপরে । আবার কখনো থাকে
তলানীতে । একেবারে তলানী থেকে উঠে আসতে পারে খুব
কম মানুষই । কিন্তু যারা উঠে আসে তারা হচ্ছে একেকটা
ডায়মন্ড । একেবারে সবার উপরের জায়গাটাই দখল করে
। জীবন আপনাকে তলানিতে এই জন্যই ফেলে দেয় যেন,
আপনি উঠে এসে সেরা জায়গাটা ধরতে পারেন ।
ধৈর্য রাখুন
হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. কার্ট রিকটার ইঁদুরদের দিয়ে একটা পরীক্ষা করেন। এই পরীক্ষায় ইঁদুরগুলোকে একটা করে পানিভরা পাত্রে, ছবিতে যেমন দেখতে পাচ্ছেন তেমনিভাবে, ছেড়ে দেয়া হয় আর সময় নোট করা হয়। ইঁদুরগুলো গড়ে ১৫ মিনিট ভেসে থাকে, এরপর ক্লান্ত হয়ে ডুবে যায়।
ডুবে যাওয়ার মুহুর্তে ইঁদুরগুলোকে তুলে আনা হয়, গা মুছে শুকিয়ে বিশ্রামের সুযোগ দেয়া হয়, এরপর আবার আগের মতো পানিতে ছেড়ে দেয়া হয়।
এবার ইঁদুরগুলো কতক্ষণ ভেসে ছিলো? কী মনে হয়?
৫ মিনিট ? ১০ মিনিট ? ১৫ মিনিট ? আধা ঘন্টা ? এক ঘন্টা ?
দ্বিতীয়বারেই ইঁদুরগুলো ৬০ ঘন্টা ভেসে ছিলো, জ্বি ঠিক পড়ছেন৷ ৬০ ঘন্টা!!
ইঁদুরগুলো আগেরবার উদ্ধার পেয়ে যাওয়ায় এটা বিশ্বাস করে নিয়েছিলো, এবারো উদ্ধার পেয়ে যাবে। তাই ছটফট করেনি, এনার্জি লস করেনি। আশা এমনই জাদুময় ব্যাপার।
যদি ইঁদুরেরা আশার কারণে ১৫ মিনিট থেকে ৬০ ঘন্টা ভেসে থাকে, তাইলে ভাবুন, আমরা কী না করতে পারি! আশা হারাবেন না।
বাংলা ক্লাস নিচ্ছেন আজহার মাহমুদ ভাইয়া।
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লেগে থাকো সৎ ভাবে,
স্বপ্ন জয় হবেই হবে।
১৫ তম বি জে এস পরীক্ষায় -
- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত হয়েছেন ২৯ জন
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত হয়েছেন ২৪ জন
- রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত হয়েছেন ২০ জন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত হয়েছেন ০৮ জন
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত হয়েছেন ০৭ জন
- ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে মনোনীত হয়েছেন ০২ জন
- বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত হয়েছেন ০২ জন
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে মনোনীত হয়েছেন ০২ জন
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ থেকে মনোনীত হয়েছেন ০১ জন
- কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত হয়েছেন ০১ জন
- নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মনোনীত হয়েছেন ০১ জন
- নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন ০১ জন
- স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন ০১ জন
- স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন ০১ জন
- আশা ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন ০১ জন
- প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম থেকে মনোনীত হয়েছেন ০১ জন
- ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম থেকে মনোনীত হয়েছেন ০১ জন
মাদারীপুরের শিবচরকে
দেশের প্রথম স্মার্ট উপজেলা ঘোষণা
-৩১ জানুয়ারি ২০২৩
#হাইভোল্টেজ_সাম্প্রতিক ★
*বর্তমান ইউরোজোনভুক্ত দেশ -২০ টি ( সর্বশেষ দেশ -ক্রোয়েশিয়া ১ জানুয়ারি, ২০২৩)
* বর্তমান শেনজেনভুক্তদেশ -২৭ টি ( সর্বশেষ দেশ - ক্রোয়েশিয়া ১ জানুয়ারি, ২০২৩)
* সামরিক শক্তি Ranking এ শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র ( বাংলাদেশ ৪০তম)
*২০২৩ সালের ১৯-২১ মে ৪৯তম G-7 শীর্ষ সম্মেলন হবে - হিরোশিমা, জাপান
* ২০২৪ সালে কমনওয়েলথ এর ২৭তম সম্মেলন হবে - সামোয়া।
ক্লাস নিচ্ছিলেন সাধারণ জ্ঞান বিষয়ের সিনিয়র লেকচারার
সাইফুল ইসলাম খান ভাইয়া।
শিক্ষার্থী- ঢাকা বিশ্ববিদ্যালয়
ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
👉উড়ন্ত পাখির ঝাঁক --- বলাকা।
👉জন্ম নেই যার --- অজ।
👉অর্থহীন উক্তি --- প্রলাপ।
👉কথায় পটু --- বাগীশ।
👉কাচের তৈরি ঘর --- শিশমহল।
👉কুবেরের ধন রক্ষক --- যক্ষ।
👉গমন করতে পারে যে --- জঙ্গম।
👉তিন ভাগের এক --- তেহাই।
👉ধুলার মতো রং যার ---পাংশুল।
👉নাটকের পাত্র-পাত্রী---কুশীলব।
👉পাখির ডাক---কাকলি।
👉বস্ত্র কিংবা পত্রের শব্দ--- মর্মর।
👉বিড়ালের ডাক---জিবন।
👉বর্ষের শেষে আয় ব্যয়ের প্রতিবেদন---সালতামামি।
👉বৃক্ষাদির নতুন কচি শাখা বা পাতা--কিশলয়।
👉বৃষ্টির জল--- শীকর।
👉ভ্রমণ করার ইচ্ছা --- বিভ্রমিষা।
👉ভেতরে প্রবেশ --- সন্নিবেশ।
👉ফিটফাট গোছের তরুণ যুবক --- ফটিকচাঁদ।
👉ফুলের মধু---মকরন্দ।
👉মেঘের ডাক --- মন্দ্র।
👉যা স্নানান্তর করা যায়না --- স্থাবর।
👉যিনি অনেক দেখেছেন --- ভূয়োদর্শী।
👉যিনি বাক্যে অতি দক্ষ --- বাচস্পতি।
👉যুদ্ধ হতে পালায়না যে সৈন্য --- সংশপ্তক।
👉যে নারী অন্যের নিন্দা করেনা ---- অনসূয়া।
👉যে পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য জল পান করেনা ---চাতক।
👉রাতের শিশির ---শবনম।
👉হাতির শাবক---করভ।
👉হাতির বাসস্থান--- পিলখানা।
👉সিংহের ধ্বনি----নাদ।
👉হস্তী, অশ্ব, রথ ও পদাতিকের ব্যবহার---চতুরঙ্গ।
এ বছর-
💥 এসএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে।
💥এইচএসসি ও সমমানের পরীক্ষা জুনের শেষ সপ্তাহে
শুরু হবে।
❤️স্বপ্ন যখন ঢাবির খ ইউনিট+ বিভাগ পরিবর্তনে❤(২০২২-২৩) শিক্ষাবর্ষে বাণিজ্য শাখার জন্য মোট ২৬৫ টি আসন সংখ্যা রয়েছে। এর মধ্যে কোন সাবজেক্টে কয়টি সিট বরাদ্দ থাকবে এক নজরে দেখা যাক!!!
১। অর্থনীতি সিট সংখ্যা = ৭ টি
২। রাষ্ট্রবিজ্ঞান সিট সংখ্যা= ১৩ টি
৩। আন্তর্জাতিক সম্পর্ক= ৪ টি
৪। সমাজ বিজ্ঞান সিট সংখ্যা = ৮ টি
৫।গণযোগাযোগ ও সাংবাদিকতা= ৭ টি
৬।লোক প্রশাসন সিট সংখ্যা = ২৭ টি
৭।নৃবিজ্ঞান সিট সংখ্যা = ৪ টি
৮।শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন= ৪ টি
৯।উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ = ২ টি
১০।ডেভেলপমেন্ট স্টাডিজ সিট সংখ্যা = ৫ টি
১১। পপুলেশন সায়েন্সেস সিট সংখ্যা = ০ টি
১২।টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি = ৯ টি
১৩।ক্রিমিনোলজি সিট সংখ্যা = ৪ টি
১৪।কমিউনিকেশন ডিজঅর্ডারস= ০ টি
১৫।প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ = ৪ টি
১৬।জাপানিজ স্টাডিজ সিট সংখ্যা = ৮ টি
১৭। বাংলা সিট সংখ্যা = ৪ টি
১৮। ইংরেজি সিট সংখ্যা = ৪ টি
১৯। আরবি সিট সংখ্যা = ০ টি
২০।ফার্সি ভাষা ও সাহিত্য = ৫ টি
২১।উর্দু সিট সংখ্যা = ৫ টি
২২।সংস্কৃত সিট সংখ্যা = ৫ টি
২৩। পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ = ৫ টি
২৪। ইতিহাস সিট সংখ্যা = ৫ টি
২৫।দর্শন সিট সংখ্যা = ৫ টি
২৬। ইসলামিক স্টাডিজ সিট সংখ্যা = ৪ টি
২৭।ইসলামের ইতিহাস ও সংস্কৃতি = ৬ টি
২৮।তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা= ৪ টি
২৯। থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ = ৪ টি
৩০। সংগীত সিট সংখ্যা = ১০ টি
৩১। নৃত্যকলা সিট সংখ্যা = ৫ টি
৩২। ভাষাবিজ্ঞান সিট সংখ্যা = ৪ টি
৩৩।বিশ্বধর্ম ও সংস্কৃতি সিট সংখ্যা = ৪ টি
৩৪। ম্যানেজমেন্ট সিট সংখ্যা = টি
৩৫। ভূগোল ও পরিবেশ সিট সংখ্যা = ৫ টি
৩৬।মনোবিজ্ঞান সিট সংখ্যা = ১৭ টি
৩৭। আইন সিট সংখ্যা = ১৬ টি
৩৮ । সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট = ২ টি
৩৯। স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট = ০ টি
৪০। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট = ২৭ টি
৪১। ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ = ৮ টি
৪৮।BA honours in English for Speaker of other language (ESOL) = ৪ টি
৪৯। BA honours in French language & Culture
= ৫ টি
৫০।BA honours in chinese language & Culture
= ৫ টি
৫১।BA honours in Japanese language & Culture
= ৫ টি
::EU vs Shengen Visa Area::
১. EU সদস্য- ২৭টি
২. Shengen Area এর দেশ- ২৭টি
৩. EU তে আছে কিন্তু Shengen এ নাই- ৪টি দেশ। যথা:
❤️আয়ারল্যান্ড
❤️বুলগেরিয়া
❤️রোমানিয়া
❤️সাইপ্রাস
৪. EU তে আছে এবং Shengenও আছে- ২৩টি দেশ।
৫. EU তে নাই Shengen এ আছে- ৪টি দেশ। যথা:
💚আইসল্যান্ড
💚নরওয়ে
💚সুইজারল্যান্ড
💚লিসটেনস্টাইন
'Seven Sisters' বলতে কী বোঝায়?
➡ রুপকথার সাত বোন
➡ ভারতের সাতটি অঙ্গরাজ্য
➡ সার্কভুক্ত সাতটি দেশ
➡ সাতটি নদী
বাংলাদেশের একমাত্র পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়-
(ক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
(খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
(গ) ঢাকা বিশ্ববিদ্যালয়
(ঘ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ব্রেকিং নিউজ
ঢাবিতে সেকেন্ড টাইম থাকার পক্ষে মত দিয়েছেন ঢাবির উপ-উপাচার্য ড.এ এস এম মাকসুদ কামাল স্যার।
তবে ফাইনাল সিদ্ধান্ত নির্ভর করতেছে উপাচার্যের সিদ্ধান্তের উপর।
ব্রেকিং নিউজ:
এইচএসসির ফল ৮ ফেব্রুয়ারি।
যে প্রশ্নটি গতবার ঢাবির ডি ইউনিট ভর্তি পরীক্ষায় এসেছিলো এবং অনেকেই ভুল করেছিলো-
ঢাবির প্রশ্নকর্তা কিভাবে সফল হোন জানেন কী ?
২০২১-২২ শিক্ষাবর্ষে ঘ ইউনিটের সাধারণ জ্ঞান অংশে একটি প্রশ্ন এসেছিলো "কে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি'র ইংরেজি অনুবাদ করেন ?"
প্রশ্নটির সঠিক উত্তর অনুবাদক রবীন্দ্রনাথ নিজেই। অন্যজন অনুবাদ লিখলে রবীন্দ্রনাথ নোবেল পেতেন না। ইয়েটস শুধু ভূমিকা লিখেছেন। অপশনে উল্লেখিত 'ইয়েটস' দেওয়াই হয়েছে শিক্ষার্থীদের কনফিউজড করার জন্য।
আর প্রশ্নকর্তা কনফিউজড করতে শতভাগ সফলও হয়েছে 😊 কেননা, কনফিউজড অপশন এর কারণে অনেকেই ভুল উত্তর দিয়েছেন।
এটাই ঢাবির সৌন্দর্য। প্রশ্ন কমন, কিন্তু হালকা একটু কনফিউশন🧡
২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষার লেটেস্ট আপডেট!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষা নিয়ে যেসব সিদ্ধান্ত নেয়া হয়:
৪ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইউনিটগুলো হলো: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা।
💫বিভাগ পরিবর্তনের জন্য ১ জন শিক্ষার্থী নিজ বিভাগের ইউনিট ছাড়াও বাকি ৩ ইউনিটেই পরীক্ষা দিতে পারবে।
💫মানবিক ও ব্যবসায় শিক্ষার কোনো শিক্ষার্থী বিজ্ঞান ইউনিটের ভর্তি হলে চাইলে তাকে সে ইউনিটে আরেকবার আবেদন করতে হবে। এক্ষেত্রে বাংলা, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি বিষয়ে আবশ্যিক এবং এইচএসসিতে অতিরিক্ত অর্থনীতি, ভূগোল, গণিত, পরিসংখ্যান, মনোবিজ্ঞান-এর যেকোনো একটি বিষয়ের উত্তর করতে হবে। প্রত্যেকটি বিষয়ে এমসিকিউতে ১৫ নম্বর এবং লিখিত ১০ নম্বর থাকবে। উচ্চ মাধ্যমিকে বাংলা না থাকলে অ্যাঁডভান্স ইংলিশে পরীক্ষা দিতে পারবে।
💫একই নিয়মে বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে ব্যবসায় ইউনিটে আবেদনকারীরা বাংলা, ইংরেজি এবং ‘হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি’ বিষয়ে আবশ্যিক পরীক্ষা দিবে। প্রত্যেক বিষয়ে ১২ নম্বর থাকবে এবং গণিত বা পরিসংখ্যান বা অর্থনীতি-যেকোনো একটি বিষয়ের উত্তর দিতে হবে যাতে এমসিকিউতে নাম্বার থাকবে ৩৪। এছাড়া লিখিত প্রত্যেক বিষয়ে ১০ নম্বর করে থাকবে।
💫কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণকারী মানবিক এবং বিভাগ পরিবর্তনে ইচ্ছুক বিজ্ঞান ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীসহ সবাই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিবে। এক্ষেত্রে এমসিকিউতে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞানে ৩০ থাকবে। লিখিত অংশে বাংলায় ২০, ইংরেজিতে লিখিত ২০ থাকবে।
শ্যামগঞ্জের সকলের ভরসার কেন্দ্রবিন্দুতে আমাদের প্রতিষ্ঠান। মানুষের ভালোবাসায় আমরা সিক্ত। আমরা আমাদের সেবা দিয়ে যাবো।
ইনশা আল্লাহ আমরা একদিন স্বপ্ন ছুয়ে দেখবো।
#আজকে নতুন সাইনবোর্ড দিয়েছি।
ঢাকার সফল মেয়র আনিসুল হকের বক্তব্যটি শুনুন, তথাকথিত মোটিভেশনের চোয়ে হাজারগুণ দামী।
#রেজাল্ট_পরবর্তী_ব্যাচে_ভর্তি_চলছে...
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি এখন শ্যামগঞ্জেই!
আপনি কি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিতে চান?
রেজাল্ট কম বলে সাহস পাচ্ছেন না?
আর্থিক সমস্যার জন্য থেমে যাচ্ছেন?
আপনার জন্যই বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সর্বোচ্চ সুযোগ দিচ্ছে Intensive Admission Care।
আমাদের সাফল্যঃ
সাফল্যের ধারাবাহিকতায় ৩য় বর্ষে পদার্পণ। ২০২০-২১ সেশনে ৩৫ জনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১৮ জনের চান্স। ২০২১-২২ সেশনে ১৫ জনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৯ জনের চান্স।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী দ্বারা পরিচালিত ভর্তি প্রস্তুতি কোচিং-এ সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে। গ্রামের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টি করে দিতে আপনার পাশে আছে শিক্ষা সেবামূলক প্রতিষ্ঠান Intensive Admission Care। আর্থিক সমস্যা, কম রেজাল্ট ও নানান পারিপার্শ্বিকতায় গ্রামের অনেক মেধাবী মুখ এইচএসসি পরীক্ষা দিয়ে ঝরে যায়। অনেকেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও গাইডলাইনের অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট করে। তাদের জন্যই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা।
আমাদের এখানে কেন আসবেন?
১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিচালনা করে।
২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষার্থীরা ক্লাস নেয়।
৩। ভর্তি ফি অত্যন্ত কম।
৪। সপ্তাহে ৬-৮টি ক্লাস, প্রতি ক্লাসে পরীক্ষা, সাপ্তাহিক পূর্ণাঙ্গ পরীক্ষা।
৫। বাড়িতে থেকেই প্রস্তুতি নিতে পারবেন। ফলে আবাসন ও খাবার খরচ নেই।
৬। ওয়ান টু ওয়ান সমস্যা সমাধান।
৭। শিক্ষকদের Home Visit।
৮। মডেল টেস্টে সর্বোচ্চ নম্বর পেলে আকর্ষণীয় পুরস্কার।
৯। ১ সপ্তাহ ফ্রী ক্লাসের সুবিধা।
১০। প্রতিটি বিষয়ে পূর্নাঙ্গ লেকচার।
আমরা আপনার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। তাই আজই যোগাযোগ করুন এবং স্বপ্নকে বাস্তবে পরিণত করতে নিজেকে প্রস্তুুত করুন।
যোগাযোগঃ 01635691928, 01734786216
ঠিকানাঃ
এ-ওয়ান একাডেমিক কোচিং সেন্টারের বিল্ডিংয়ের ২য় তলা।
রেলক্রসিং, ধারী মহাল, শ্যামগঞ্জ বাজার, পূর্বধলা।
ঢাবিতে ভর্তির আবেদন শুরু ২৭ ফেব্রুয়ারি, ২০২৩। আবেদনের শেষ তারিখ: ২০ মার্চ, ২০২৩।
সূত্র: প্রথম আলো
ব্রেকিং নিউজ
২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি যুদ্ধ। এছাড়া ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট, ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তথ্য সূত্র- ভর্তি কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়
ক্লাসের তারিখ ও সময়ঃ ৮ জানুয়ারি, বেলা ২টা
স্থানঃ রেলগেট, ধারী মহাল, শ্যামগঞ্জ বাজার।
কিছু মনে রাখার বিষয়:-
∆ Sick & ill
অল্প সময়ের জন্য অসুস্থ হলে sick আর দীর্ঘ সময়ের জন্য হলে ill হবে।
∆ Cool & cold
আরামদায়ক ঠান্ডা হলে cool আর কষ্টদায়ক হলে cold হয়।
∆ Hot & warm
আরামদায়ক গরম হলে warm
আর কষ্টদায়ক হলে Hot হবে ।
∆ Handsome & beautiful
ছেলেরা Handsome আর মেয়েরা beautiful হয় ।
∆ In time & on time
ঠিক সময়ে হলে on time
আর ঠিক সময়ে না হলে in টাইম ।
∆ low & short
ব্যক্তির ক্ষেত্রে short আর বস্তুর ক্ষেত্রে low হয় ।
∆ Put & keep
অল্প সময়ের জন্য রাখলে put আর দীর্ঘ সময়ের জন্য বুঝালে keep হয়।
∆ drown & sink
প্রাণী ডুবলে drown আর বস্তু ডুবলে sink
∆ Hope & wish
বাস্তব আশার ক্ষেতে hope & অবাস্তব আশার ক্ষেত্রে wish হয়।
∆ Revenge & Avenge
নিজের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে revenge & অন্যের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে Avenge হয়।
২০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১০টায় ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা।
বিজয়ী ৩ জনের জন্য থাকবে পূর্ণাঙ্গ ১ সেট বই।
আলহামদুলিল্লাহ❤️
Intensive Admission Care এর শুভেচ্ছা ক্লাস ও সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
আলহামদুলিল্লাহ...
ইন্টেন্সিভ এডমিশন কেয়ারের মেধাবী শিক্ষার্থী আঁখি আক্তার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তির সুযোগ পাওয়ায় আমরা গর্বিত ❤️
জিকে স্পেশাল ক্লাসের জন্য আমাদের সাথে থাকবেন-
মো. মাসুদ মিয়া
বি.এ, এম.এ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সিনিয়র লেকচারার, জিকে
UNIAID, ময়মনসিংহ
স্বপ্ন পূরণের সহযাত্রী হতে প্রস্তুত ইন্টেন্সিভ এডমিশন কেয়ার ❤️
The right kind of education is not concerned with any ideology, however much it may promise a future