01/08/2022
সম্মানিত অভিভাবকমন্ডলী,
আপনার ছাত্র - ছাত্রীকে ক্যাডেটে ভর্তি করাতে এডমিশন কোচিং হোমের বিকল্প নেই।।আমরা অত্যন্ত আস্থার সাথে বলতে পারি আপনার সন্তান আমাদের কোচিং এ শিক্ষা অর্জনের মাধ্যমে ক্যাডেট কলেজ ভর্তির উপযোগী করে গড়ে উঠবে পাশাপাশি তাদের প্রাথমিক জ্ঞানও সমৃদ্ধ হবে।।
ঠিকানা - ১৫, ও.আর নিজাম রোড,(৩য় তলা) মিনার ভবন, এরোস্টো রেস্টুরেন্টের উপরে, পাঁচলাইশ, চট্টগ্রাম।।
10/07/2022
আজ রবিবার ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় মহিমান্বিত এই ঈদ আমাদের ক্ষুদ্রতা, স্বার্থপরতা, হীনতা, অহংকারের কোরবানি করতে শেখায়। আসুন আমরা যার যার অবস্থান থেকে নিজ স্বার্থের উর্ধ্বে উঠে দেশ ও সমাজের জন্য আত্মনিবেদন করি, পরিবার ও সমাজের সবাইকে নিয়ে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ে তুলি।
ঈদ মোবারক
এডমিশন কোচিং হোম
18/06/2022
সম্মানিত অভিভাবকমন্ডলী,
আপনার ছাত্র - ছাত্রীকে ক্যাডেটে ভর্তি করাতে এডমিশন কোচিং হোমের বিকল্প নেই।।আমরা অত্যন্ত আস্থার সাথে বলতে পারি আপনার সন্তান আমাদের কোচিং এ শিক্ষা অর্জনের মাধ্যমে ক্যাডেট কলেজ ভর্তির উপযোগী করে গড়ে উঠবে পাশাপাশি তাদের প্রাথমিক জ্ঞানও সমৃদ্ধ হবে।।
এডমিশন কোচিং হোমের বৈশিষ্ট্য -
* নিয়মিত ২ ঘন্টার ক্লাস।।
* সাপ্তাহিক, মাসিক ও চূড়ান্ত মডেল টেস্ট।।
* তথ্য সমৃদ্ধ ও সময়োপযোগী লেকচার শীট প্রদান।।
* প্রত্যেক শিক্ষক ক্যাডেট কলেজ ভর্তি কোচিং এ বিগত ১৫ বছর যাবৎ সুনাম ও দক্ষতার সাথে পাঠদান করে আসছে।।
* প্রতি ব্যাচে ৩০ জন করে ভর্তি করানো হয়, যাতে ছাত্র-ছাত্রীরা নিজেদের সুবিধামত ক্লাস লেকচার মনোযোগ দিয়ে করতে পারে।।
* যাদের বাসা দূরে এবং যারা চিটাগং এর বাইরে বসবাস করছেন, উনাদের জন্য রয়েছে ঘরে বসেই অনলাইনে ক্লাস করার সূবর্ণ সুযোগ।।
(((২০২২ সালের সর্ব্বোচ্চ সাফল্য নিয়ে এগিয়ে যাচ্ছে এডমিশন কোচিং হোম।।।২০২৩ সালের পরীক্ষার্থীদের নিয়মিত ব্যাচের ভর্তি চলছে)))
এডমিশন কোচিং হোম, স্পেশাল ক্যাডেট কোচিং।
পরিচালনায়ঃ মহিউদ্দিন স্যার, মুন্না স্যার, জামাল স্যার।।
ঠিকানা - ১৫, ও.আর নিজাম রোড,(৩য় তলা) মিনার ভবন, এরোস্টো রেস্টুরেন্টের উপরে, পাঁচলাইশ, চট্টগ্রাম।।
০১৯৭২৪৭৩১৫৬
13/05/2022
সাপ্তাহিক পরীক্ষা - ১২ এ অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা।
তারিখ - ১৩/০৫/২০২২ ইংরেজী।।
06/05/2022
সম্মানিত অভিভাবকমন্ডলী,
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গত ২৯ এপ্রিল, ২০২২ ইং হতে ৬ মে, ২০২২ ইং পর্যন্ত এডমিশন কোচিং হোম এর সকল ক্লাস বন্ধ থাকার পর, আগামীকাল ৭ মে, ২০২২ ইং হতে ক্লাস ভিত্তিক সকল কার্যক্রম শুরু হতে যাচ্ছে।।সকল শিক্ষার্থীদের ক্লাসে এসে নিজ নিজ স্বপ্ন পূরণের পথে নিজেকে এগিয়ে নিতে, এডমিশনের সাথে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।।।।
ধন্যবাদ।।
এডমিশন কোচিং হোম, স্পেশাল ক্যাডেট কোচিং।
পরিচালনায়ঃ মহিউদ্দিন স্যার, মুন্না স্যার, জামাল স্যার।।
ঠিকানা - ১৫, ও.আর নিজাম রোড,৩য় তলা মিনার ভবন, এরোস্টো রেস্টুরেন্টের উপরে, পাঁচলাইশ, চট্টগ্রাম।।
০১৯৭২৪৭৩১৫৬
03/05/2022
May the God Almighty open the doors of happiness for you and fulfil all your dreams. Eid Mubarak to you and your family.
28/04/2022
সম্মানিত অভিভাবকমন্ডলী,
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২৯ এপ্রিল, ২০২২ ইং হতে আগামী ৬ মে, ২০২২ ইং পর্যন্ত এডমিশন কোচিং হোম এর সকল ক্লাস বন্ধ থাকবে।।
আগামী ৭ মে, ২০২২ ইং হতে এডমিশন কোচিং হোম এর ক্লাস পুনরায় শুরু হবে।।।
ধন্যবাদ।।
এডমিশন কোচিং হোম, স্পেশাল ক্যাডেট কোচিং।
পরিচালনায়ঃ মহিউদ্দিন স্যার, মুন্না স্যার, জামাল স্যার।।
ঠিকানা - ১৫, ও.আর নিজাম রোড,৩য় তলা মিনার ভবন, এরোস্টো রেস্টুরেন্টের উপরে, পাঁচলাইশ, চট্টগ্রাম।।
০১৯৭২৪৭৩১৫৬
25/04/2022
মডেল টেস্ট - ০২
তারিখ - ২৫/০৪/২০২২ ইং।
এডমিশন কোচিং হোম, স্পেশাল ক্যাডেট কোচিং।
ঠিকানা - ১৫, ও.আর নিজাম রোড,৩য় তলা মিনার ভবন, এরোস্ট্রো রেস্টুরেন্টের উপরে, পাঁচলাইশ, চট্টগ্রাম।।
০১৯৭২৪৭৩১৫৬
22/04/2022
সম্মানিত অভিভাবকমন্ডলী,
সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী সপ্তাহব্যাপী বাংলা,ইংরেজী ও গণিতের রিভিউ ক্লাস অনুষ্টিত হবে।।।যে কোন ধরনের সমস্যা বাসা থেকে নোট করে আনার জন্য সকল শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হচ্ছে।।।।
বি.দ্র. - আগামী সোমবার ২৫ এপ্রিল মডেল টেস্ট-২ অনুষ্টিত হবে।।যারা এখনো পর্যন্ত সিলেবাস ও এডমিট কার্ড সংগ্রহ করেননি, উনারা অতি শীঘ্রই অফিস থেকে সংগ্রহ করুন।।
ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য।।।
এডমিশন কোচিং হোম, স্পেশাল ক্যাডেট কোচিং
যোগাযোগ - ০১৯৭২৪৭৩১৫৬
21/04/2022
সাপ্তাহিক টেস্ট এর একাংশ।।।
এডমিশন কোচিং হোম, স্পেশাল ক্যাডেট কোচিং।।
যোগাযোগ - ০১৯৭২৪৭৩১৫৬।