
Our very own Sayeed Rijvi from Batch 17 is going to have his solo standup comedy show on the 29th of November. Event detail is in the comment section.
Use promocode “ekcupCGHS” to get discount on your online purchase ❤️
জীবনের পথচলাটা এখানেই শুরু শেষটা বোধ?
Operating as usual
Our very own Sayeed Rijvi from Batch 17 is going to have his solo standup comedy show on the 29th of November. Event detail is in the comment section.
Use promocode “ekcupCGHS” to get discount on your online purchase ❤️
Proud CGHSIAN.
Justice for Anas.
আমাদের চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৮ এর বন্ধু আনাস উদ্দিন চৌধুরীকে গত ২৩ তারিখে ষড়যন্ত্রমুলকভাবে মিথ্যা মামলার আসামী করে ডিবি কার্যালয়,মনসুরাবাদে তুলে নেওয়া হয়।
তার সাথে কখনো সরকারবিরোধী কিংবা বিশৃঙ্খল কোন কাজের সম্পৃক্ততা ছিলো না।তার উপর আনা অভিযোগ সম্পূর্নরূপে বানোয়াট এবং প্রমানবিহীন।
আমরা তার বিরুদ্ধে আনা সকল বানোয়াট অভিযোগ এবং মামলা প্রত্যাহারের দাবি জানাই।আনাস উদ্দিনকে বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে।আমরা আমাদের নির্দোষ বন্ধুর অতি শীঘ্রই নিঃশর্ত মুক্তি চাই।
আনাস উদ্দিন বর্তমানে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম,
কম্পিউটার সাইয়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৪র্থ সেমিস্টারে অধ্যয়নরত আছেন।
চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়
ব্যাচ-২০১৮
আসুন না ২৫ তারিখ সবাই মিলে স্কুল প্রাঙ্গণে ইফতার করি। দেখা হোক সবার সাথে,আমাদের শৈশবের স্মৃতিময় সেই জায়গায়।
নিচে বিস্তারিত রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেওয়া হলো। ব্যাচের সব বন্ধুদের নিয়ে চলে আসুন সবাই।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
bKash : 01819-373113, 01814-820860
01715-681762, 01864-993360
Nagad : 01819-373113, 01814-820860
01864-993360
উল্লেখিত নম্বর এ বিকাশ অথবা নগদে টাকা পাঠিয়ে (SEND MONEY) সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন
সেক্ষেত্রে রেফারেন্স এ অবশ্যই নিজের নাম ও ব্যাচ লিখতে হবে। টাকা পাঠিয়ে স্ক্রিনশট সংরক্ষণ করুন। যে নাম্বারে টাকা পাঠাবেন উক্ত নাম্বারে ওয়াটস অ্যাপে স্ক্রিনশটটি পাঠান ফিরতি ম্যাসেজের জন্য অপেক্ষা করুন।
পোস্টের কমেন্ট বক্সে একটি Google form এর লিংক দেয়া আছে সেটিতে ক্লিক করে অথবা ছবিতে থাকা QR Code আপনার মোবাইলে স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, প্রাক্তন ছাত্র পরিষদের লাইব্রেরী ভবনস্থ কার্যালয়ে আয়োজিত মত বিনিময় সভা।
পরবর্তী কার্যক্রম ২১ শে ফেব্রুয়ারী, ২০২৪ সকাল সাড়ে ৯ ঘটিকায় স্কুলস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ (সকল প্রাক্তনদের অংশগ্রহণ এর জন্য অনুরোধ করা যাচ্ছে)
আমাদের চসউবি-১৯ এর ছাত্র আমাদের বন্ধু রিয়াসাদ ফয়সাল আজ দুপুরে পুকুরে ডুবে ইন্তেকাল করেছে।💔
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ আমাদের বন্ধুকে জান্নাত নসিব করুক আমিন।
🎥 Sirajes Salekine Siraj
CGHS-15,16,17,18,19