
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে রেজিস্ট্রশন করে লিঙ্গুুইস্টিক অলিম্পিয়াডে অংশ নিতে পার।
Google Forms: Sign-in Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).
এই পেইজ ছাড়া কলেজের অফিসিয়াল আর কোন পেইজ বা গ্রুপ নেই।
এক নজরে শ্রীমঙ্গল সরকারি কলেজ
একাডেমিক তথ্য
১.কলেজ প্রতিষ্ঠাকাল : ০১.০৭.১৯৬৯ খ্রিঃ
২.কলেজ জাতীয়করণ : ০১.০৭.১৯৮৫ খ্রিঃ
৩. ভূমির পরিমাণ : ৫ একর (চারদিকে সীমানা প্রাচীরঘেরা )
৪.শিক্ষকদের মোট সৃষ্ট পদসংখ্যা : অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ মোট ৪৭
ক)সহযোগী অধ্যাপক:৮টি,খ)সহকারী অধ্যাপক:১৫টি,গ)প্রভাষক:২২টি
৫.কর্মরত শিক্ষকদের সংখ্যা: অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ব্যতীত:৩৫জন
৬.অধ্যায়নরত শিক্ষার্থীর সংখ্যা : ৫৫০০জন
৭. তৃতীয়
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে রেজিস্ট্রশন করে লিঙ্গুুইস্টিক অলিম্পিয়াডে অংশ নিতে পার।
Google Forms: Sign-in Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).
অনার্স ৩য় বর্ষের ফরম পুরণ ও সেশন ফি সংক্রান্ত
অনার্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২৩ এর ফরম পুরণ ও সেশন ফি প্রদান সংক্রান্ত
স্নাতক (পাস ও সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যেসব শিক্ষার্থী উল্লেখিত ইভেন্টে অংশগ্রহণে আগ্রহী তাদেরকে আগামীকাল (১৬/০১/২০২৫) বেলা ১২টার মধ্যে কলেজের নিম্নোক্ত শিক্ষকগণের সাথে যোগাযোগ করতে বলা হলো।
১। জনাব কাজী ফরহাদ, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা
২। জনাব মো: সাইফুল ইসলাম, প্রভাষক, বাংলা
৩। জনাব মো: জয় হোসেন, প্রভাষক, ইতিহাস
তারুণ্যের উৎসবে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় শ্রীমঙ্গল উপজেলায় কলেজ পর্যায়ে বিজয়ী দল শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রেষ্ঠ বিতার্কিক অভিক দেব। অভিনন্দন শ্রীমঙ্গল সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের সদস্য পারমিতা দে, পুষ্পিতা দেব ও দলনেতা অভিক দেবকে। তোমাদের প্রাণবন্ত বিতর্ক, বুদ্ধিমত্তা, যুক্তিনিষ্ঠ বক্তব্য কলেজের জন্য এ অর্জন বয়ে নিয়ে এসেছে। তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি ও সার্থকতা প্রার্থনা করছি।
অদ্য ১৫/০১/২০২৫ তারিখে ৪৩তম বিসিএস এর মাধ্যমে শ্রীমঙ্গল সরকারি কলেজে যোগদান করেন, জনাব তাহমিনা আক্তার শিউলী (প্রভাষক উদ্ভিদবিজ্ঞান), জনাব মোঃ আবুল খায়ের (প্রভাষক ব্যবস্থাপনা), জনাব রুহুল আমিন (প্রভাষক বাংলা), জনাব আবদুল্লাহ আল নোমান ( প্রভাষক অর্থনীতি) আর বদলী জনিত কারণে বিদায় নিলেন জনাব সিপা যাদব (প্রভাষক বাংলা), জনাব রোমান মিয়া (প্রভাষক উদ্ভিদবিজ্ঞান), জনাব ইসরাফুল ইসলাম ভূঁইয়া (প্রভাষক ব্যবস্থাপনা)
৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৫ এ
শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রজেক্টে ১ম স্থান অর্জন করেছে এবং বিজ্ঞান অলিম্পিয়াডে ২য় স্থান অর্জন করেছে।
দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা-২০২৫ এর এক নজরে সংশোধিত আসন বিন্যাস। ১৫/০১/২০২৫ তারিখের পরীক্ষা থেকে কার্যকর।
বদলী জনিত কারণে বিদায় নিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জনাব মোঃ দেলোয়ার হোসেন। সাম্প্রতিক সময়ে তিনি নরসিংদী সরকারি কলেজে বদলী হয়েছেন। ১২/০১/২৫
কলেজের ক্লাস বন্ধ সংক্রান্ত
পিঠা মেলায় রম্য বিতর্ক
দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা-২০২৫ এর এক নজরে আসন বিন্যাস
শ্রীমঙ্গল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের শীতবস্ত্র বিতরণ
"মানুষ মানুষের জন্য; জীবন জীবনের জন্য "এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা ৭ ও ৮ জানুয়ারি ২০২৫ তারিখ শীতার্থ মানুষের (খাইছড়া চা বাগান ও রাজাপুর, শ্রীমঙ্গল) মাঝে শীতবস্ত্র বিতরণ করে ।শীতবস্ত্র বিতরণর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কলেজের মান্যবর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত ) প্রফেসর এ.বি.এম.মোখলেছুর রহমান ।এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও সম্মানিত আরএসএল জনাব বিজন চন্দ্র দেবনাথ।
গ্রাম বাংলার ঐতিহ্য শীতের পিঠাপুলির স্বাদ নিতে কাল চলে আসতে পারেন শ্রীমঙ্গল সরকারি কলেজ মাঠে। সাথে আছে পিঠা নিয়ে রম্য বিতর্ক আর সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে মন্দ কাটবে না দিনটা।