রেজিস্ট্রেশনের শেষ দিন ২৩ রমজান
Moulvibazar Govt. High School
মৌলভীবাজার শহরের শ্রেষ্ঠ এবং প্রাচী? For any kind of information or help please contact 0861-52246
Operating as usual
হ্যালো-১৩
ইফতার-২০২২
বিগত দুই রমজানে ইফতার মাহফিলের আয়োজন না করতে পেরে আমরা অন্যন্ত দুঃখ প্রকাশ করছি কিন্তু গত দুই বছর গরীব দুঃখি এবং বিপদগ্রস্ত মানুষের পাশে আমরা দাড়িয়ে ছিলাম সবাই যা অনেক সওয়াব এর কাজ এমনকি অনেকে আমাদের এইসব উদ্যোগকে অনেক বাহ বাহ দিয়েছেন। প্রতিবছর রমজানে এরকম ভালো কাজ করে আমরা নিজেদের বার বার প্রমাণ করছি এবং শুধু নিজের একার নয় বরং পুরো ব্যাচের নাম উজ্জ্বল করছি যা আর কেউই করতে পারে নি।
প্রিয় বন্ধুরা ইফতার খাওয়া বড় কথা নয় আসল হলো সবাই এক সাথে সাক্ষাৎ করে নিজেদের মধ্যে ভ্রাতৃত্তের বন্ধন বজায় রাখা, স্কুল জীবনের নানান হাসি খুশির দিন মনে করে সেই শৈশবে ফিরে যাওয়া।
যাইহোক, এবার কিন্তু সেই ইফতার মাহফিলটা হচ্ছে তবে সাথে গরীব অসহায় মানুষদেরকে নিয়ে।
ইফতারের প্যাকেজ থাকছে ১৫০/- এবং সাথে আরো ১৫০ টাকা গরীব দুঃখি মানুষদের এক বেলা ইফতার করানোর জন্য, মোট ৩০০/- করা হয়েছে।
স্বেচ্ছায় কেউ বেশি দিতে চাইলে স্বাগতম!
আমরা আগামী ২২ তারিখ পর্যন্ত টাকা কালেকশন করবো এর পরে আর করা হবে না। ইনশাআল্লাহ সবার সহযোগিতা পাবো বলে বিশ্বাস করি। ইফতার মাহফিলের সম্ভাব্য তারিখ ২৮ রমজান
পরবর্তীতে আবার তারিখ এবং স্থান সবাইকে জানিয়ে দেয়া হবে। ধন্যবাদ
টাকা পাঠানোর ঠিকানা
বিকাশ - 01307723612 ( হান্টেড শুভ)
(রেফারেন্স এ নিজের নাম লিখে দিলে ভাল হয়)
বি.দ্র. ১ঃ আর কারো যদি বিদেশ থেকে টাকা পাঠাতে সমস্যা হয় তাহলে কিভাবে পাঠাতে পারলে সুবিধা হয় সে বিষয়ে আমাকে জানালে আমি চেষ্টা করতে পারি।
বি.দ্র. ২ঃ
আর এই পেইজে যদি এখনো ব্যাচের কেউ এড না থাকে তাহলে তাকে একটু মেনশন করার জন্য অনুরোধ রইলো কমেন্টে যাতে আমাদের বন্ধুকে আমরা এড করতে পারি। মর্নিং এর অনেকেই হয়তো পেইজে নেই।
দানের জন্য ব্যাচের বাইরের যে কেউই সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেন।
আভাস ব্যান্ড গতকাল অসাধারন গান পরিবেশন করেছে।
আপনি কি ১৩০ তম বার্ষিকী উদযাপনের জন্য প্রস্তুত?
আগামী ২১-১-২০২২ তারিখে মৌলভীবাজার জেলার স্বনামধন্য বিদ্যাপীঠ "মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়" এর ১৩০ বছর পূর্তি উপলক্ষে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে।উক্ত মিলনমেলায় বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রদের রেজিস্ট্রেশন করার জন্য আহবান করা যাচ্ছে।
রেজিস্ট্রেশন আগামী ১৪ই ডিসেম্বর থেকে শুরু হবে।
রেজিস্ট্রেশন স্থান : স্কুল অডিটোরিয়াম।
রেজিস্ট্রেশন ফি :৭০০৳
আপনারা সবাই জেনে আনন্দিত হবেন যে আগামী ২১-১-২০২২ তারিখে মৌলভীবাজার জেলার স্বনামধন্য বিদ্যাপীঠ "মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়" এর ১৩০ বছর পূর্তি উপলক্ষে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে।উক্ত মিলনমেলায় বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রদের রেজিস্ট্রেশন করার জন্য আহবান করা যাচ্ছে।
রেজিস্ট্রেশন আগামী ১৪ই ডিসেম্বর থেকে শুরু হবে।
রেজিস্ট্রেশন স্থান : স্কুল অডিটোরিয়াম।
রেজিস্ট্রেশন ফি :৭০০৳
#21-1-2022
দেড় বছর পর আমাদের স্কুলের কার্যক্রম আবার শুরু হয়েছে।
খুব শীঘ্রই আমাদের স্কুল আবার শুরু হতে যাচ্ছে।
ছবি স্বত্ব Troll MGHS
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের '১৪ ব্যাচের শিক্ষার্থী 'আকবর হোসাইন খান' আর আমাদের মাঝে নাই।
হারিয়ে যাওয়া দিনগুলি।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র(পিতা- এড.কৃপাসিন্ধু দাশ ও মাতা-মাধবী দাশ)(এস এস সি ২০১৬) মৃত্যুঞ্জয় দাশ মিথুন এর (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) অকাল প্রয়াণে আমরা গভীর শোকাহত। সে বাংলাদেশ মেডিকেল কলেজের MBBS ২য় বর্ষের ছাত্র ছিল।
মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের এই তথ্যবহুল ভিডিওটি তৈরি করেছেন আশরাফুল ইসলাম সিয়াম।
আমাদের বিদ্যালয় দেয়াল ছাড়া অন্যরকম সুন্দর দেখাচ্ছে।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের কিছু বিরল দুষ্প্রাপ্য ছবির সাথে বর্তমানের তুলনা।
ভিডিওটি আশরাফুল ইসলাম ও মেহেদী হাসান অনিক এসএসসি ব্যাচ 2023 দ্বারা নির্মিত।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের কিছু বিরল দুষ্প্রাপ্য ছবির সাথে বর্তমানের তুলনা। MGHS. Some rare pictures of Moulvibazar Govt High School.-------------------------‐--------------------------------------------For business and inquiries: itechnob...
আসুন এই রমজানে একটি জীবন বাঁচান। তিনি আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র। তার বাবা অসুস্থ।
আমাদের শরীফ ভাইয়া
------+
একজন মোশাররফ হোসেন শরীফ
**----------***--------***-----**
শিল্পী মোশারফ হোসেন শরীফ।ইসলামি জগতের একজন নক্ষত্র।তিনি ১৯৯৭ সালের পহেলা জানুয়ারী ফেনী জেলার
ফরহাদ নগর ইউনিয়নের
খাইয়ারা নতুন বাড়ীতে নিজ পিত্রালয়ে জন্ম গ্রহণ করেন।
পিতা:- মোঃ সিরাজ উদ-দৌলা
মাতা:- শায়েস্তা খানম।
৪ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় তম।
সমাজ ও ব্যক্তি জীবনের সকলেরই প্রতিবন্ধকতা থাকে। কিন্তু মোশাররফ হোসেন শরীফ এর প্রতিবন্ধকতা ছিলো একটু বেশি।
সকল প্রতিবন্ধকতা মাড়িয়ে শিল্পী মোশাররফ হোসেন শরীফ আল্লাহর অশেষ মেহেরবানীতে নিজেকে সমাজে প্রতিষ্ঠার সংগ্রামে আত্ন নির্ভরশীলতায় এগিয়ে যাচ্ছেন।
ছোট বেলা থেকেই তিনি খুব মেধা শক্তির অধিকারী।
তিনি ২০০৩ সালে ফেনী রামপুর নুরীয়া হাফেজিয়া মাদ্রাসা থেকে হিফজ শেষ করেন।
তিনি পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০০৭ প্রাথমিক,
২০১০ জিপিএ :- ৩.৪৩ নিয়ে জেএসসি,
২০১৩ সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট থেকে মানবিক বিভাগে জিপিএ ৪.২৫ নিয়ে এসএসসি পাশ করেন।
তারপর তিনি মৌলভীবাজার সরকারি কলেজ থেকে ২০১৫ সালে একই বিভাগ থেকে জিপিএ :- ৪.৪২ নিয়ে এইচএসসি সম্পন্ন করেন এবং
২০১৯ সালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২য় বিভাগ নিয়ে স্নাতক পাশ করেন।
শিল্পী মোশাররফ হোসেন শরীফ এর যত অর্জন রয়েছে তার মধ্যে অন্যতম হলো
২০১৩ সালে বৈশাখী টেলিভিশনে অনুষ্ঠিত "লক্ষ্য প্রাণের সুর" রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
এছাড়াও
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা বাংলাদেশ শিশু একাডেমি ২০০৯,২০১০,২০১১ সালে যথাক্রমে স্বর্ণ পদক
রৌপ্য পদক ও ব্রোঞ্জ পদক লাভ করেন।
২০১৭ "সেরাদের সেরা" প্রতিযোগিতায় কুরআন তিলাওয়াতে ২য় স্হান অর্জন এবং
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রতিবন্ধী ছাত্র সংগঠনের আয়োজনে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় ১ম স্হান অর্জন করেন।
এছাড়াও স্হানীয় ও প্রাতিষ্ঠানিক ভাবে বিভিন্ন সংবর্ধনায় তিনি সংবর্ধিত হয়েছেন।
শিল্পী মোশাররফ হোসেন শরীফ
বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অধ্যয়নরত ও ফেনী স্বরূপ সাহিত্য সংস্কৃতি সংসদের প্রশিক্ষণ বিভাগের দায়িত্বরত।
তিনি তাঁর ব্যক্তি জীবন নিয়ে মহান আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ।আমি তাঁর উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।
সংগৃহীত
ওরাকা বিন বাশার
Collected.
Assalamualaikum,
Those who are interested.
Please fill up the form for CORONA study purpose.
Thanking you.
https://redcap.brfbd.org/surveys/?s=KCPXA7XLDA
Healthcare seeking behaviours of COVID-19 patients and people at risk in Bangladesh কোভিডের প্রাদূর্ভাব প্রতিরোধে মানুষের স্বাস্থ্য-সংক্রান্ত আচার-আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সংক্রান.....
সংগৃহীত, MGHS ছাত্র দ্বারা তৈরি।
সবাই দয়া করে লক ডাউন মেনে চলেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন
মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত মৌলভীবাজার সদর উপজেলায় একদিনে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ আইনিউজকে এই তথ্য নিশ্চিত কর...
MGHS ব্যাচ ২০১৩ সিদ্ধান্ত নিয়েছিলো যে তারা এই বছর ইফতার মাহফীল না করে দরিদ্র পরিবারগুলিকে খাবার বিতরণ করবে। এবং তারা ১০৬ টি পরিবারকে খাবার বিতরণ করেছে। উদারতার এই কাজটি ছড়িয়ে দেওয়া উচিত এবং সবাইকে অনুপ্রাণিত করা উচিত।
মানবতার এক অনন্য দৃষ্টান্ত ।
ভাবছিলাম এই কয়টা টাকা নিয়ে কি আর কিনতে পারব? কিভাবেই বা এতোগুলা মানুষের সামনে দাঁড়াবো? তখনই পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি আমাদেরকে দশ হাজার টাকা পাঠিয়েছেন। এক ধাক্কায় এতটা মনোবল কখনো অনুভব করি নাই।
আপনি- আমি একা যে কাজটা একা করতে পারব না, আমরা সেটা পারব। আমি থেকে আমারা হওয়ার শপথ নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিন....
শাহনেওয়াজ শুভ
বিকাশ এজেন্ট - 01731981400
পারসোনাল - 01307723612
যেই মানুষটি এই টাকাটি পাঠিয়েছেন তিনি না মৌলভীবাজারের কেউ, না সিলেট বিভাগের কেউ।আমাদের স্কুলের তো হওয়ার প্রশ্নই উঠে না।তিনি নিজের নাম গোপন রাখতে বলেছেন এবং আমরা উনার এই বিষয়টাকে যথেষ্ট শ্রদ্ধা করি।
প্রিয় সকল, আমরা খুব শীঘ্রই করোনায় এমন সব পরিবার এর পাশে দাড়াবো যাদের আসলেই কিছু "উপহার" দরকার এই দুর্দিনে বেঁচে থাকার জন্য।
এই মানুষগুলো যদি করোনায় না মরে, তবে মরবে না খেয়ে। আসুন, আপনিও এগিয়ে আসুন।
১০০,২০০,৩০০,৫০০,১০০০
যার যতটুকু সামর্থ্য আছে এগিয়ে আসুন। আর, আমাদের অনেক সামর্থবান বড় ভাইরা আছেন। আপনারাও এগিয়ে আসুন।
দিনশেষে আমরা সকলেই একটি সুখী মৌলভীবাজারের স্বপ্ন দেখি।
সার্বিক তত্ত্বাবধানেঃ মৌসউবি এসএসসি ২০১৩ ব্যাচ
বি.দ্রঃ কেউ টাকা পাঠাইতে চাইলে সরাসরি বিকাশে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা এই পেইজেও যোগাযোগ করতে পারেন। আমরা আপনার সাহায্য প্রার্থী।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Telephone
Website
Address
Old Hospital Road Moulvibazar
Moulvi Bazar
3200
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 13:30 |
Friday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
গ্রাম: বিরইনতলা, ডাক: বিটুলী-৩২৫১, উপজেলা: জুড়ী, মৌলভীবাজার।
Moulvi Bazar
Dewan Bari, College Road, Srimangal
Moulvi Bazar, 3210
The page of Shah Mostafa Jamea Islamia High School's SSC 2022 Batch's All Students.
Mokam Bazar, Rajnagar
Moulvi Bazar, 3120
۞সরল, সহজ একটি বাক্যও বদলে দিতে পারে আপ
Syed Mujtoba Ali Road
Moulvi Bazar, 3200
A Government High School in Moulvibazar, Bangladesh