Study Aid

Study Aid

Share

Intensive care for IELTS, Spoken English and ICT.

Operating as usual

17/06/2024

IELTS এর শিক্ষার্থীদের জন্য Conditional Sentence Pattern গুলি একটা বিরাট সমস্যা হিসাবে সামনে আসে। বিশেষ করে যারা ৭ বা তার উপরে স্কোর করতে চান। What if তাদের ভিডিওতে প্রতি ১০ টা বাক্যের ৮ টাই Conditinal Sentence Pattern এ বলতে বাধ্য। কেননা এরা বিভিন্ন রকম ঘটনা ঘটলে।কি হতো, এইগুলি নিয়ে ভিডিও করে, অথঅবা কি হতে পারে এইসব। কার্যকরণের যত ধরণের বাক্য আছে, সবগুলির প্যাটার্ন আপনাকে আগে Grammar পড়ে বুঝতে হবে অবশ্যই, এরপর বাস্তবক্ষেত্রে উদাহরণের জন্য এটি একটি অসাধারণ সোর্স। প্রতিটা কন্টেন্টই তাদের অসাধারণ, সব সময়ই যা জানবেন অবাক হওয়ার মতো আর উপভোগ্য।

17/06/2024
17/06/2024

Rise (রাইজ) হল নিজে উঠা, যেমন সূর্য পূর্বদিকে উঠে। সে নিজেই কাজটা করে। কেউ তাকে উঠিয়ে দেয় না।

উঠানো হল Raise, রেইজ। যেমন Fund raising. এটাও ভার্ব।

খাওয়া Eat আর খাওয়ানো Feed এর মতো।
অনেক সময় দুই অর্থ বোঝানোর জন্য ইংরেজিতে একই শব্দ ব্যবহার পাবেন, যেমন Walk, হাঁটা এবং হাঁটানো একই। Someone can walk you through a jungle. দুটাই ভার্ব।

17/06/2024

এলিসিয়া (Elysia) নামের এই প্রাণীটি নিজের শরীরে ক্লোরোফিল উৎপাদন করতে পারে। এটি একধরণের সামুদ্রিক স্লাগ (শামুক জাতীয় প্রাণী) যা আংশিক প্রাণী ও আংশিক উদ্ভিদের মতো আচরণ করে।

17/06/2024

IELTS এর কোন মডিউলটা আপনার কাছে সবচেয়ে কঠিন মনেহয়? কেন এটা কঠিন মনেহয়?

The best way to prepare for the IELTS exam | British Council Foundation Indonesia 16/06/2024

IELTS পরীক্ষার পূর্বপ্রস্তুতি কিভাবে নেবেন তার জন্য British Council এর Guideline টি পড়েছেন?

The best way to prepare for the IELTS exam | British Council Foundation Indonesia Preparing for your test can be daunting and leave you feeling incredibly overwhelmed about where to begin, which is why we have put together a series of useful steps to get you started.

16/06/2024

অর্থাৎ যদি কেবল দুটা অপশনই থাকে তখন Other, যেমন আপনার হাত, পা।

Use another hand if you cannot pick them all up at once with one hand.

কিন্তু দুটার বেশি অপশন থাকলে another. যেমন আপনার হাতের পাচটি আঙুল।

Try another finger if it does not fit on the ring finger.

16/06/2024

Childhood Technology:

Children in Bangladesh are very familiar with this. The tip is filled with gunpowder collected from matchsticks. A nail is used to compress and apply a sudden thrust, causing the gunpowder to explode.

11/06/2024
09/06/2024

সময় নষ্ট হওয়া হল সবচেয়ে বড় ক্ষতি।
.. আলী ইবনে আবু তালিব

09/06/2024

প্রেমই সমগ্র, আমরা অংশমাত্র।
.. মাওলানা জালাল উদ্দিন মোহাম্মদ রুমি

08/06/2024

একমাত্র শুভ হল জ্ঞান এবং একমাত্র অশুভ হল অজ্ঞতা।
.. সক্রেটিস

07/06/2024

If you're into learning Korean and web development at the same time, check out tutorials by native Korean speakers. It'll make things much easier for you! I call this approach Combined Learning.

...8 June , 2024

07/06/2024

IELTS Academic and General
==================

প্রতিটা ব্যাচে ৮ জনের বেশি শিক্ষার্থী নেয়া হবে না। অনেকে কথা বলতে লজ্জা পান, তাদের জন্য ওয়ান টু ওয়ান প্র্যাক্টিস করানো হবে এবং জড়তার সমস্যা সমাধান করা হবে বিশেষ কিছু পদ্ধতির দ্বারা যা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য খুবই কার্যকর।

অধিকাংশ শিক্ষার্থীর গ্রামার খুবই দূর্বল যেকারণে তারা বলতেও সমস্যায় পড়েন আর লিখতেও। গ্রামারের ক্লাসগুলিতে প্রচুর এক্সারসাইজ ও বিস্তারিত ব্যাখ্যার দ্বারা গ্রামারের বেসিক ও এডভান্সড দুটা লেভেলই ঠিক করে দেয়া হবে।

ক্লাস ১ ঘন্টার অধিক এবং বেশিরভাগ সময়ই দেড়ঘন্টা। ফলে প্রতিটি ক্লাসেই একটি বা কখনও দুটি মডিউল আলোচনা ও প্র্যাকটিস করানো হবে।

বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবেন তার বিস্তারিত পদ্ধতি ক্লাসেই প্র্যাক্টিস করিয়ে শিখিয়ে দেয়া হবে । প্রত্যেকটি ক্লাসেই এক্সারসাইজ জমা দিতে হবে ।

Handwriting, Word counting, Planning, Idea development এই বিষয়গুলি Practically দেখানো হবে এবং ক্লাসেই ঠিক করে দেয়া হবে । অন্য কোথাও বাড়তি সময় ব্যয় করতে হবে না এসব শেখার জন্য। কেবল প্র্যাকটিস করতে হবে।

কোর্সের শেষের দিকে দুটা Mock Test ও কোর্স চলাকালীন সময়ে Single Skill test নেয়া হবে অনেকগুলি।

যাদের সমস্যা বেশি তাদের সাথে একান্তভাবে বিস্তারিত আলোচনা করে তারপর একটা গাইডলাইন দেয়া হবে যেন তারা সঠিক পথে আগাতে পারেন।

কোর্স ফি : ৫০০০, কোর্স শুরুর আগে দিতে হবে।
ক্লাস : ৩৬ টা ( টেস্ট সহ)
সময়কাল : ৩ মাস, সপ্তাহে ৩ টা ক্লাস।

যোগাযোগ : ইভান স্যার - 01792300483

07/06/2024

HSC ICT Batch
==========

HSC ICT একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট কিন্তু অধিকাংশ শিক্ষার্থী এতে খুব খারাপ করেন ম্যাথ ও কম্পিউটার বেসিক না থাকায়। আমরা সকল শিক্ষার্থীকে প্রথমে এই জিনিসগুলি পরিষ্কার করে দেব যেন তারা কোথাও আর সমস্যার সম্মুখীন না হন।

সবকিছু একেবারে বেসিক থেকে শুরু করা হবে, ফলে শিক্ষার্থী মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসুন বা জেনারেল তাতে কারোই কোন সমস্যা হবে না।

হাতে কলমে সি প্রোগ্রামিং এর বেসিক, ওয়েব ডেভলাপমেন্ট এর বিস্তারিত দেখানো হবে যা শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনেও কাজে আসবে এবং HSC ICT এর ফলাফল ভাল হবে।

আগ্রহী শিক্ষার্থীদেরকে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ার ব্যাপারে দিকনির্দেশনা দেয়া হবে বোনাস হিসাবে।

ICT এর ম্যাথ সাধারণ গণিতের মতো নয়। এগুলি সার্কিটের লজিক অনুযায়ী চলে এবং নাম্বার বেস অনুযায়ী। এই ব্যাপারে অনেক শিক্ষার্থী ঘাবড়ে যান । এগুলি নতুন কিন্তু জটিল নয়। যাদের বেসিক ম্যাথে সমস্যা তাদের সমস্যা মাথায় রেখেই সকল শিক্ষার্থীকে আগে ম্যাথ বেসিকের ক্রাশ কোর্স করানো হবে। এটি সিলেবাসের বাইরে কিন্তু জরুরি।

কম্পিউটার হার্ডোয়্যার ও সফটওয়্যার সম্পর্কে যথেষ্ঠ ধারণা দেয়া হবে যাতে এগুলি ব্যবহারে শিক্ষার্থীদের সমস্যা না হয়। এটিও সিলেবাসের বাইরে কিন্তু অত্যন্ত জরুরি তাই এগুলি প্রথম কয়েকটা ক্লাসে বুঝিয়ে দেয়া হবে।

কোর্স ডিটেইল : মোট তিন মাসে ৩৬ টা ক্লাস হবে।
ক্লাস ডিউরেশন : ১ ঘন্টা বা তার বেশি ক্লাসের আলোচ্য বিষয়ের উপর নির্ভর করে।
পরীক্ষা : প্রতিটি অধ্যায়ের জন্য আলাদা।
কোর্স ফি : প্রতি মাসে ১০০০ টাকা যা মাসের শুরুতে দিতে হবে।

যোগাযোগ : ইভান স্যার 01792300483

31/10/2016

বাইনারি যোগ, বিয়োগ, গুন, ভাগ।

27/10/2016

ict chart01 conversion chart.pdf

বন্ধুরা,
আপনাদের জন্য স্টাডি এইডের বিশেষ উপহার । ১ থেকে ২৫৬ পর্যন্ত বাইনারি, অক্টাল , হেক্সাডেসিমেল ও ডেসিমেল কনভার্শন চার্ট । A4 সাইজের একটি PDF ফাইলে চার্টটি তৈরী করা হয়েছে । আপনারা প্রদত্ত লিঙ্ক থেকে এটি ডাউনলোড করে এন্ড্রয়েড ও পিসি তে পড়তে পারেন । গাণিতিক হিসাব নিকাশে এই চার্টটি আপনাদের খুব কাজে লাগবে । সংগ্হর করে রাখুন ।

.. শুভেচ্ছান্তে , স্টাডি এইড

https://drive.google.com/file/d/0BxAnPvqdqOAbOERfcU9OaTBpZG8/view?usp=sharing

drive.google.com

02/04/2015

Study Aid's cover photo

02/04/2015

Study Aid

Want your school to be the top-listed School/college in Moulvi Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Sreemangal
Moulvi Bazar
3210
Other Tutors/Teachers in Moulvi Bazar (show all)
M-tutor M-tutor
Chandni Ghat Road
Moulvi Bazar, 3200

আমাদের টিউশন ফেসবুক পেজে আপনাদের স্বাগতম!

Kamrul Islam Rubel Kamrul Islam Rubel
Markazut Tahfiz International Madrasha
Moulvi Bazar, 3200

Kamrul Islam Rubel Official Fan Page

Sadek's Sadek's
Kamalgonj
Moulvi Bazar

Easy is boring.......

Adopasha govt primary School Adopasha govt primary School
Adopasha
Moulvi Bazar, 3200