
যথাযোগ্য মর্যাদায় দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন।
দক্ষিণভাগ এন.সি.এম. উচ্চ বিদ্যালয়
যথাযোগ্য মর্যাদায় দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন।
দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের 'Hour of Code' কার্যক্রম।
সার্বিক সহযোগিতায়ঃ Mr Md Oyesqurune and Mr Sadikul Islam Shiju
দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দল উপ আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জন করায় দক্ষিণভাগ খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক সংবর্ধনা। ধন্যবাদ দক্ষিণভাগ খেলোয়াড় কল্যাণ সমিতি'র সভাপতি জানাব আমির উদ্দিন ভাইকে।
বার্ষিক মিলাদ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ উদযাপন।
রাত পোহালেই বার্ষিক মিলাদ মাহফিল '২৪
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (PMEAT) থেকে ২০২৪ সালের ভর্তি সহায়তার বিজ্ঞপ্তি
✅উপবৃত্তির পরিমাণ ও মেয়াদ ?
৫০০০ টাকা (এককালীন)।
✅আবেদন কারা করতে পারবে ?
২০২৪ সালে মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ঠ থেকে ১০ ম শ্রেণি পর্যন্ত ভর্তিকৃত শিক্ষার্থীরা।
✅আবেদন করতে হবে অনলাইনে(।https://www.eservice.pmeat.gov.bd/admission।)
✅আবেদন শুরু : ০১.০২.২০২৪ ইং থেকে
✅ আবেদন শেষ : ২৯.০২.২০২৪
দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলে ছারা ড্রাগস্ এর সত্ত্বাধিকারী কাতার প্রবাসী জনাব Sharuk Ahmed আজ নগদ পাঁচ হাজার টাকা দান করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে উনাকে কৃতজ্ঞতাসহ আন্তরিক মোবারকবাদ। আল্লাহ উনাকে উত্তম বিনিময় দান করুন।
সফল হোক।
আলহামদুলিল্লাহ
৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এ বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করল দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়।
অভিনন্দন প্রিয় শিক্ষার্থী খেলোয়াড়দের প্রতি।
বিশেষ ধন্যবাদ সহকারী শিক্ষক জনাব প্রদীপ কুমার বর্মন (টিম ম্যানেজার)।
আলহামদুল্লিল্লাহ
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ( ৪৫ তম বিজ্ঞান মেলা), ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় এর ক্ষুদে বিজ্ঞানীরা বড়লেখা উপজেলা পর্যায়ে
🏆 প্রকল্প তৈরি ও উপস্থাপনায় (দেবজিৎ ও তার দল) প্রথম,
🏆 বিজ্ঞান বিষয়ক কুইজে (দেবজিৎ, ইশমাম ও তানহা) প্রথম
এবং
🏆 বিজ্ঞান অলিম্পিয়াডে (তানহা) তৃতীয়
স্থান অর্জন করেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের প্রতি অভিনন্দন ও শুভকামনা💐।
এবার জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহনের অপেক্ষা।
দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলে আমেরিকা প্রবাসী জনাব Babrul Hussain Alam আজ নগদ বিশ হাজার টাকা দান করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে উনাকে কৃতজ্ঞতাসহ আন্তরিক মোবারকবাদ। আল্লাহ উনাকে উত্তম বিনিময় দান করুন।
৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এ ক্রিকেটে প্রতিযোগিতায় বড়লেখা উপজেলা চ্যাম্পিয়ন দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় ক্রিকেট টিম আজ জেলা পর্যায়ের চ্যাম্পিয়নশিপ ট্রফি🏆 অর্জন করেছে। এ অর্জনে বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই 💐
এবার তারা বিভাগীয় পর্যায়ে আমি অংশ নিবে। সাবার কাছে তারা দোয়া/আশীর্বাদ প্রার্থী।
৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এ ক্রিকেট এবং ব্যাডমিন্টন (একক) প্রতিযোগিতায় বড়লেখা উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাফল্যের জন্য অভিনন্দন ও শুভকামনা রইলো 💐। তারা এবার জেলা পর্যায়ে অংশ নিবে।
বিশেষ কৃতজ্ঞতা বিদ্যালয়ের শিক্ষক জনাব Prodip Kumar Barmon ও জনাব Matiur Rahman এর প্রতি।
৬ষ্ঠ -১০ম শ্রেণির সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দকে অবগত করা যাচ্ছে যে, আগামী ১৪ জানুয়ারি ২০২৪ রবিবার থেকে শ্রেণি কার্যক্রম আরম্ভ হবে।
সকল শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত করানোর জন্য অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
অনুরোধক্রমে
প্রধান শিক্ষক
"বন্ধন বন্ধুত্বের" এ স্লোগান নিয়ে দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের ২০১২ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা (আংশিক) এক যুগ পর ১ জানুয়ারি ২০২৪ তাদের প্রিয়তম প্রতিষ্ঠানে জড়ো হয়ে 'পুণর্মিলনী' অনুষ্ঠান আয়োজন করে। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই।
May the upcoming year enrich us with humanity.
৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এবং ৮ম ও ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল আজ ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সকল শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দের উপস্থিতি কামনা করছি।
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বিজয়ের চেতনা
আগামীকাল ১৬ই ডিসেম্বর, শনিবার মহান বিজয় দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রতিষ্টানে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এজন্য সকল শিক্ষার্থীদেরকে সকাল ১০.০০ টার মধ্যে প্রতিষ্টানে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান করা হল।
২০২৪ সালের নিয়মিত/অনিয়মিত /আংশিক এসএসসি পরীক্ষার্থীদেরকে আগামী ৫ নভেম্বরের মধ্যে ফি জমা দিয়ে ফর্ম ফিলাপের কাজ সম্পন্ন করতে হবে।
২০২৪ সাল থেকে ৯ম শ্রেণিতে থাকছে না আর গ্রুপ বিভাজন (বিজ্ঞান / মানবিক / ব্যবসায় শিক্ষা)
যাদের জন্য প্রযোজ্য
বিশ্ব শিক্ষক দিবস '২৩ উদযাপন
দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের নির্বাচনী পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিশেষ পরিস্থিতিতে সময়সূচির পরিবর্তন হতে পারে।
দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট আগামী ২৪/০৯/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ থেকে পাওয়া যাবে।
🏆জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩🏆
আজ অতিথিবৃন্দের হাত থেকে বড়লেখা উপজেলা পর্যায়ে এ বছরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার ও সার্টিফিকেট গ্রহন করি।
এছাড়াও উপজেলা পর্যায়ে এ বছর একক বিতর্কে (খ বিভাগ) দেবজিৎ দাস ওম, রচনা প্রতিযোগিতায় (খ বিভাগ) তানজিনা জান্নাত তানহা এবং লোক সংগীতে (খ বিভাগ) বহ্নি শিখা দে প্রথম স্থান অর্জন করে তাদের পুরস্কার ও সার্টিফিকেট গ্রহন করে।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা প্রথম স্থান অর্জন করায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
শিক্ষার্থীদের সচেতনতামূলক ব্রিফিং দিচ্ছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব Eardous Hasan এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব Hawlader Azizul Islam Aziz. বিদ্যালয়ে উপস্থিত হয়ে মূল্যবান সময় ব্যয় করে শিক্ষার্থীদের পরামর্শমূলক নির্দেশনা দানের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে উভয়ের প্রতি
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
নতুন কারিকুলাম অনুযায়ী শ্রেণি কার্যক্রম
বিষয়- স্বাস্থ্য সুরক্ষা
শ্রেণি-৭ম (ক,খ)
অধ্যায়- ৫ম
শিরোনাম- বেড়ে উঠি মন ও মননে
সেশন -১
Monday | 09:00 - 16:00 |
Tuesday | 09:00 - 16:00 |
Wednesday | 09:00 - 16:00 |
Thursday | 09:00 - 16:00 |
Saturday | 09:00 - 16:00 |
Sunday | 09:00 - 16:00 |
This is the official page of Khalagaon Karimpur High School,Munshi Bazar. This page is use by this school teachers and senior students.....
Official Page of Kashinath Alauddin High School and College, Moulvibazar.
এটি একটি প্রাচীন বিদ্যাপীঠ যা ১৯৭১ সালে স্থাপিত হয়।। কদমহাটা গ্রামের একটি গর্বের প্রতিক ।।
জগৎপুর উচ্চ বিদ্যালয় (জগৎপুর),মৌলভীবা?
মাধবপুর উচ্চ বিদ্যালয় । থানাঃ কমলগঞ্?
Reconnect with old friends, relive memories & stay updated on alumni events and achievements. 🤝🎓🎉
⏺️আমাদের গর্ব আমাদের সকলের বিদ্যাপীঠ..
we are all ssc pass students from Mohajerabad High School. sreemangal,Moulvibazar.