Learning English Word

Learning English Word

Share

Education

24/06/2025

Efficient শব্দের অর্থ কি?

22/09/2024
17/06/2024

- একটু আড়াল হয়ে দেখুন"😊
-দেখবেন অনেকেই ভুলে গেছে!"🙂🌸

08/06/2024

ভোকাবুলারি শিখুন সবচেয়ে কার্যকরী উপায়েঃ

★ Demoralized : (ডিমোরালাইজড্) হতাশ করা।
★ হতাশ হবেন না।
★ Don't be demoralized.
★ ডোন্ট্ বি ডিমোরালাইজড্।

★ Disappear : (ডিস্এ্যাপিয়ার) অদৃশ্য হওয়া, অগোচর হওয়া।
★ ছোট্ট ছেলেটি ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল।
★ The little boy disappeared in the crowd.
★ দ্যা লিটল বয় ডিস্এ্যাপিয়ারড্ ইন দ্যা ক্রাউড।

★ Discharge : (ডিসচার্জ) বরখাস্ত করা, ভারমুক্ত করা, মুক্তি দেওয়া।
★ আমাকে বিনা নোটিশে বরখাস্ত করা হয়েছিল।
★ I was discharged without notice.
★ আই ওয়াজ্ ডিসচার্জড উইদাউট নোটিশ।

★ Disgrace : (ডিসগ্রেস) অপমান, অমর্যাদা, বেইজ্জতি।
★ গরীব হওয়ার মাঝে কোন অমর্যাদা নেই।
★ There is no disgrace in being poor.
★ দেয়ার ইজ নো ডিসগ্রেস ইন বিং পোর।

★ Convenient : (কনভিনিয়েন্ট) সুবিধাজনক, উপযুক্ত।
★ এটা আমার পক্ষে সুবিধাজনক হবে না।
★ It won't be convenient for me.
★ ইট ওন্ট বি কনভিনিয়েন্ট ফর মি।

04/06/2024

T দিয়ে একটা শব্দ তৈরি করুন এবং শেষের অক্ষর দিয়ে অন্য জন শব্দ তৈরি করবে।
যেমন: Transport

Send a message to learn more

02/11/2023

Strike – হরতাল।
Blocked – অবরুদ্ধ।
Blockade – অবরোধ।

12/10/2023

💚 না পড়লেই মিস করবেন 💜

▪️In time & on time
ঠিক সময়ে হলে on time
আর ঠিক সময়ে না হলে in টাইম ।
▪️low & short
ব্যক্তির ক্ষেত্রে short
আর বস্তুর ক্ষেত্রে low হয় ।
▪️ Put & keep
অল্প সময়ের জন্য রাখলে put
আর দীর্ঘ সময়ের জন্য বুঝালে keep হয়।
▪️ drown & sink
প্রাণী ডুবলে drown
আর বস্তু ডুবলে সিনক
▪️ Hope & wish
বাস্তব আশার ক্ষেতে hope &
অবাস্তব আশার ক্ষেত্রে wish হয়।
▪️ Revenge & Avenge
নিজের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে revenge &
অন্যের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে Avenge হয়।
কালেক্টেড.....
পড়া শেষে Done লিখতে ভূলবেন না এবং Follow করে অবশ্যই পাশে থাকবেন।

31/08/2023

📚I am on the way to college = আমি কলেজে যাওয়ার পথে।
📚I am on the way to Dhaka = আমি ঢাকা যাওয়ার পথে।
📚I am on the way to Mosque = আমি মসজিদে যাওয়ার পথে।
📚I am on the way to Sylhet = আমি সিলেট যাওয়ার পথে।
📚I am on the way to School = আমি স্কুলে যাওয়ার পথে🥰

23/08/2023

𝐈 𝐚𝐦 𝐭𝐫𝐲𝐢𝐧𝐠. - আমি চেষ্টা করছি।
𝐈 𝐚𝐦 𝐩𝐥𝐚𝐲𝐢𝐧𝐠. - আমি খেলছি।
𝐈 𝐚𝐦 𝐢𝐦𝐩𝐫𝐨𝐯𝐢𝐧𝐠. - আমি উন্নতি করছি।
𝐈 𝐚𝐦 𝐞𝐚𝐭𝐢𝐧𝐠. - আমি খাচ্ছি।
𝐈 𝐚𝐦 𝐠𝐨𝐢𝐧𝐠. - আমি যাচ্ছি।
𝐈 𝐚𝐦 𝐜𝐨𝐦𝐢𝐧𝐠. - আমি আসছি।
𝐈 𝐚𝐦 𝐮𝐬𝐢𝐧𝐠. - আমি ব্যাবহার করছি।
𝐈 𝐚𝐦 𝐜𝐡𝐨𝐩𝐩𝐢𝐧𝐠. - আমি কাটছি।
𝐈 𝐚𝐦 𝐰𝐨𝐫𝐤𝐢𝐧𝐠. - আমি কাজ করছি।
𝐈 𝐚𝐦 𝐬𝐥𝐞𝐞𝐩𝐢𝐧𝐠. - আমি ঘুমাচ্ছি।
𝐈 𝐚𝐦 𝐬𝐥𝐞𝐞𝐩𝐰𝐚𝐥𝐤𝐢𝐧𝐠. - আমি ঘুমের ঘোরে হাঁটছি।
𝐈 𝐚𝐦 𝐰𝐚𝐥𝐤𝐢𝐧𝐠. - আমি হাঁটছি।
𝐈 𝐚𝐦 𝐟𝐢𝐠𝐡𝐭𝐢𝐧𝐠. - আমি লড়াই করছি।
𝐈 𝐚𝐦 𝐟𝐥𝐲𝐢𝐧𝐠. - আমি উড়ছি।
𝐈 𝐚𝐦 𝐝𝐢𝐧𝐢𝐧𝐠. - আমি খাবার খাচ্ছি।
𝐈 𝐚𝐦 𝐫𝐮𝐧𝐧𝐢𝐧𝐠. - আমি দৌড়াচ্ছি।
𝐈 𝐚𝐦 𝐡𝐞𝐚𝐥𝐢𝐧𝐠. - আমি আরোগ্য করছি।
𝐈 𝐚𝐦 𝐫𝐞𝐜𝐢𝐭𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐇𝐨𝐥𝐲 𝐐𝐮𝐫𝐚𝐧. - আমি পবিত্র কোরআন তেলওয়াত করছি।

↪️পড়া শেষে 𝐃𝐨𝐧𝐞 লিখুন।

22/08/2023

Will be held - অনুষ্ঠিত হবে।
Will be done - করা হবে।
Will be brought - আনা হবে।
Will be bought - কেনা হবে।
Will be eaten - খাওয়া হবে
Will be met - সাক্ষাত করা হবে
Will be read - পড়া হবে
Will be come - আসা হবে
Will be published - প্রকাশ করা হবে
Will be punished - শাস্তুি দেওয়া হবে
Will be informed - জানানো হবে
Will be respected - সম্মান করা হবে
Will be rejected - প্রত্যাখ্যান করা হবে
Will be accepted - গ্রহণ করা হবে
Will be begun - শুরু করা হবে
Will be cooked - রান্না করা হবে
Will be opened - খোলা হবে
Will be harmed - ক্ষতি করা হবে
Will be elected - নির্বাচিত করা হবে
Will be caught - ধরা হবে
Will be kept - রাখা হবে
Will be destroyed - ধ্বংস করা হবে
Will be seen - দেখা হবে।

✅পড়া শেষ শেয়ার করতে এবং Done লিখতে ভুলবেন না।

16/08/2023

1. I cook আমি রান্না করি।
2. I cooked- আমি রান্না করলাম।
3. I have cooked- আমি রান্না করেছি।
4. I had cooked-আমি রান্না করেছিলাম।
5. I will cook- আমি রান্না করবো।
6. I can cook- আমি রান্না করতে পারি।
7. I should cook- আমার রান্না করা উচিৎ।
8. I could cook-আমি রান্না করতে পারতাম।
9. I must cook-আমি অবশ্যই রান্না করবো।
10. I would like to cook- আমি রান্না করতে চাই।
11. I am to cook -আমাকে রান্না করতে হয়।
12. I have to cook -আমাকে রান্না করতে হবে।
13. I must have to cook - আমাকে রান্না করতেই হবে৷
14. I had to cook-আমাকে রান্না করতে হয়েছিল
15. I must had to cook- আমাকে রান্না করতেই হয়েছিল।
16. I dare to cook -আমি রান্না করতে সাহস করি।
17. I need to cook -আমার রান্না করা প্রয়োজন
18.I should have cooked আমার রান্না করা উচিত ছিল।
19. I feel like cooking- আমার রান্না করতে ইচ্ছা করছে।
20. I am having problem cooking - আমার রান্না করতে সমস্যা হচ্ছে।

পড়া শেষে Done. লিখুন

Want your school to be the top-listed School/college in Maulvi Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Maulvi Bazar