মিত্রবন্ধন

মিত্রবন্ধন

Share

২০১১ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংগঠন। আহবায়ক হিসেবে দায়িত্বে রয়েছে আশিকুর রহমান

Operating as usual

28/06/2023

মহামিলন মেলা-২০২৩ এ মুক্তাকে খুব মিস করবে সকল সদস্য 😭 আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করুক❤️😭❤️

27/06/2023

হাজী আব্দুল গনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে মহামিলন মেলা -২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ জুলাই ২০২৩ রোজ শনিবার।
মিত্রবন্ধন এর সদস্যবৃন্দ অংশগ্রহন করতে পেরে গর্বিত। মিত্রবন্ধন পরিবার মহামিলন মেলা-২০২৩ এর সফলতা কামনা করছে।

04/04/2023

শুধু দোকান মালিকদের স্বপ্ন নয়, আমার মতো নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে বহু মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের স্বপ্ন পুড়িয়ে ছারখার করে দিয়েছে আজকের আগুন।
এই বঙ্গবাজার যে কতটা উপকারী ছিলো মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কাছে তা কি করে বুঝাই?

ঢাকা শহরে যারা ১৫- ২০/২২ হাজার টাকা বেতনে চাকরি করে তাদের পোশাকের চাহিদা মেটাতো এই বঙ্গবাজার। কিন্তু নিমিষেই সব শেষ হয়ে গেলো আজ।

যেসকল দোকান মালিক ভাইদের এতবড় ক্ষতি হলো আজ, আল্লাহ্ তা-আলা সেই সকল ভাইদের ক্ষতি মিটিয়ে আবারো স্বাভাবিক জীবন চালনার সক্ষমতা দান করুন।
আমিন🌸

-তনু

Photos from মিত্রবন্ধন's post 06/02/2023

তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে এবং বর্তমান পরিস্থিতি ভয়াবহ।
(মৃতের সংখ্যা ২০০০ হাজারের বেশি, বাংলাদেশ প্রতিদিন)
সিরিয়ার অবস্থাও অনেক খারাপ।😐

মধ্যপ্রাচ্যের জন্য দু'আ করুন সকলে🤲

27/01/2023

বান্ধবী সোনামণি'র জন্য অনেক অনেক দু'আ ও ভালোবাসা রইলো💐🌹
নতুন অধ্যায় কল্যান বয়ে আনুক💖

Photos from মিত্রবন্ধন's post 07/01/2023

আমাদের স্কুলের প্রাক্তন অনেক কৃতি শিক্ষার্থী রয়েছে। তারা (নারী-পুরুষ) নিজ প্রতিভায় স্বাবলম্বী করেছে নিজেকে।
পুরুষদের নিয়ে আরেকদিন কথা বলবো।
আজ তিনজন নারীকে নিয়েই আলোচনা করি।

আমারদের এই নারীদের কর্মবিদ্বেষী সমাজে নিজের প্রতিভার বিকাশ ক'জন নারী-ই বা করতে পারে?
কিন্তু খুশীর বিষয় এটি যে নিচের তিনজনই নিজেদের প্রতিভা দিয়ে এগিয়ে যাচ্ছে সমান তালে।

প্রথমে আসি Ikra Ahmed এর বিষয়ে। ইকরা আমাদের বান্ধবী, আর বন্ধু হিসেবে প্রাউড ফিল করি আমাদের বান্ধবী প্রতিভার বিকাশ দেখে।
অনুগ্রহ করে Ikra's cuisine পেইজ এবং গ্রুপটা ঘুরে দেখুন। দেখুন আমাদের ইকরা কত ধরনের মুখরোচক মশলা বানাতে পারে।
অনেক শুভ কামনা রইলো ইকরার জন্য💐

এবার আসি Kuheli Kuhu (ফারজানা'র) প্রসঙ্গে।
এই পিচ্চিটার প্রতিভা দেখে আমি ব্যক্তিগতভাবে অভিভূত।
ও হাতের মাঝে যে এতো সুন্দর সব ডিজাইন যা অকল্পনীয়।
ওর প্রতিভা দেখতে ঘুরে আসুন Kuhu's Henna পেইজে।
আমি নিশ্চিত যে আপনিও মুগ্ধ হবেন ওর প্রতিভা দেখে।
অনেক শুভ কামনা রইলো ফারজানা'র জন্য💐

উর্মির কথা না বললেই নয়।
Nasrin Jahan Urmi 'র প্রতিভা অর্গানিক বিষয়ের উপর।
আমাদের ব্যক্তিক জীবনে যেসব প্রয়োজনীয়তা রয়েছে তার মাঝে অর্গানিক ফুডের প্রয়োজনীয়তা আমার দৃষ্টিকোণ থেকে সবথেকে বেশি। উর্মির অর্গানিক প্রডাক্ট গুলো দেখতে ঘুরে আসুন উর্মি'স অর্গানিক ঘর গ্রুপে।
শুভকামনা রইলো উর্মির জন্য💐

বিঃদ্রঃ এরা তিনজনই বিবাহিতা এবং সবার স্বামী-ই প্রতিষ্ঠিত। এদের কোনো অভাব নেই, নেই কোনো পিছুটান। স্বামী সংসার পরিবারের দ্বায়িত্ব পালন করেও কিন্তু ওরা নিজেরা স্বাবলম্বী। আর এই স্বাবলম্বী হওয়ার পিছনে কিন্তু সবচেয়ে বড় অবদান, যার যার নিজের প্রতিভা।
আমাদের সমাজে কেউ কারো ভালো দেখতে পারেনা। অনেকে অনেক নেতিবাচক মন্তব্য করতেও ছাড়ে না। এসব কিছু উপেক্ষা করেও যে তোমরা তিনজন নিজেদের প্রতিভা বিকাশ করে যাচ্ছো এবং নিজেকে স্বাবলম্বী করে তুলছো তার জন্য প্রাণের বিদ্যাপীঠ হাজী আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয় ও মিত্রবন্ধন (২০১১ ব্যাচ) এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
আমরা প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তোমাদের নিয়ে গর্বিত।

#তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক🌸

-তনু

17/12/2022

সংবাদটা শুনে মনটা খারাপ হয়ে গেলো😐

আমাদের প্রিয় সনত দা আর নেই।
তিনি পরলোকে পাড়ি জমিয়েছেন।
😶🍂

28/10/2022

আসসালামু আলাইকুম।🖤
হে আল্লাহ! আজ এই জুমার উছিলায় আমার এবং আমার মা বাবার, সকল গুনাহগুলো মাফ করে দাও আমিন 🌸✨

24/10/2022

সব ভালোবাসা পূর্ণতা পাক💕

22/10/2022

হয়তো তোমারই জন্য,
হয়েছি আমি যে বন্য!

22/10/2022

আমার যোগ্যতা হলো আমি আপনাকে ভালোবাসি!

Want your school to be the top-listed School/college in Matibhanga?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আহ....স্বপ্ন গুলো পুড়ে শেষ হয়ে গেলো😐
Jumma Mubarak🖤
Love
আহা🥰
এত্তো সুন্দর করে প্রপোজাল দেওয়া যায়?🥰
শৈশব 😣
সালাম দিয়ে রুমে প্রবেশ অসভ্যতা।আর,মে আই কাম-ইন স্যার বলে রুমে ঢোকাটা নাকি সভ্যতা? #আহা বিচারক #ওহো ছাগু😡😡
বন্ধুত্ব🤣🤣
হারলেও বাংলাদেশ ♥জিতলেও বাংলাদেশ ♥জানের দেশ বাংলাদেশ ♥
একজন শিক্ষক কিভাবে এইটুকু মাছুম বাচ্চার উপর এমন অমানবিক ভাবে বেত্রাঘাত করতে পারে..???? এগুলো তো মানুষ নামের অমানুষ 😡
বাহ...!!!আমাদের মুনা (ঐশী)😘
এই লোক রাস্তা দিয়ে যাচ্ছিলো্‍।। ৭/৮ বছরের একটি মেয়েকে একা দেখে মেয়েটিকে ডেকে কথা বলে এবং গলির ভিতর ঢুকে।। ঢুকে মেয়েটির গ...

Location

Category

Telephone

Website

Address


Hazi Abdul Goni High School
Matibhanga
Other Matibhanga schools & colleges (show all)
Hazi Abdul Goni High School Hazi Abdul Goni High School
Matibhanga. Najirpur. Pirojpur
Matibhanga, 8541