Manikchari Giri Moitree Degree Government College

Manikchari Giri Moitree Degree Government College

Comments

Assa manikchari collager cood kotow
Like,comment,share& subscribe please
What's on your mind
ইবে তর নামবার ..বো..নািহ?
আগে ত নামবার দে ভাই...
বর্তমান সময়ে প্রযুক্তি আমাদের জীবনের একটি গুরুত্ব পূর্ণ অংশ। প্রযুক্তির নতুন নতুন সংবাদ পেতে এই পেজে https://web.facebook.com/silicon.bd.39 লাইক দিন। দ্রুত তম সময়ে পৌছে যাবে প্রযুক্তির সবশেষ খবর । সিলিকন টেকনোলজি আপনাকে দিচ্ছে আপনার প্রছন্দমত সকল IT Product.
যেমনঃ
* নতুন Laptop
* পুরাতন Laptop
* Laptop Adapter
* Laptop Keyboard
* Laptop Battery
* CCTV Camera
* Desktop Computer [Motherboard, Hard Disk, Processor,
Ram, DVD W/R, Casing, Monitor, UPS, etc.]
* Sound System (Speaker)
* All Computer Accessories
* Sales & Service

আমাদের দোকানের ঠিকানা

সিলিকন টেকনোলজি
জারিয়া শপিং সেন্টার (ঝংকার সিনেমা হল মোড়), নাজিরহাট, চটগ্রাম।
মোবাইল 01818-220866, 01953-023140.
hlw

Official Facebook Fanpage™
ESTD 1st July 1990
College Code- 5276 CTG Board, 4704 NU

Operating as usual

31/12/2022
Photos from Manikchari Giri Moitree Degree Government College's post 20/06/2022

জাতীয় বিশ্ববিদ্যালয়ে' সরকারি' নামে মানিক গিরিমৈত্রী কলেজের নাম পরিবর্তন করে ঘোষনা।এখন থেকে মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি কলেজ নামে পরিচিত লাভ করল ।

27/05/2022

Degree 3rd year form fillup time extended.

23/11/2021
22/10/2021

বিশেষ বিজ্ঞপ্তি
------------------------
২০২০ইং সনের ডিগ্রি (পাস)পরীক্ষার প্রথম বর্ষের ফরমপূরন চলছে।
শিক্ষার্থী কর্তৃক আবেদন ৩০/০৯/২১ ইং থেকে ২৩/১০/২১ইং পর্যন্ত।
আবেদন প্রিন্টকপি জমা ২৪/১০/২১ইং
কলেজ কর্তৃক ডাটা নিশ্চায়ন ২৫/১০/২১ইং থেকে ২৮/১০/২১ ইং পর্যন্ত।
অধ্যক্ষ
মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি কলেজ।
মানিকছড়ি,খাগড়াছড়ি।

20/09/2021

মানিকছড়ি গিরিমৈত্রী সরকারী ডিগ্রী কলেজে ১ম বর্ষ বিএ (পাস) ২০১৯-২০ইং সেশনে রেজি:কার্ড বিতরন ২৩/৯/২০২১ইং তারিখ থেকে চলবে। অফিস চলাকালীন সংগ্রহ করার জন্য জানানো হল।
অধ্যক্ষ
মানিকছড়ি গিরিমৈত্রী সরকারী ডিগ্রী কলেজ।

25/08/2021
29/03/2021

বিশেষ বিজ্ঞপ্তি
----------------------
এতদ্বারা মানিকছড়ি গিরিমৈত্রী সরকারী ডিগ্রি কলেজের ২০২০-২০২১ইং শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীর সকল শিক্ষার্থীর জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, মাননীয় প্রধান মন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক সমন্বিত উপবৃত্তি কর্মসূচী আওতাভূক্তির নিমিত্তে শিক্ষার্থীদের নিকট আবেদন আহ্বান করা হচ্ছে।তাই আগ্রহী শিক্ষার্থীদেরকে অফিস চলাকালীন নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে যথাযথ পূরন পূর্ব্বক আগামী ১।৪।২০২১ ইং তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হল।আবেদনপত্রের প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রাদি অবশ্য সংযুক্ত করতে হবে।
১। পাসপোর্ট সাইজের এককপি ছবি।
২।শিক্ষার্থীর জন্মনিবন্ধনের ফটোকপি।
৩।পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৪।পিতামাতা অবর্তমানে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৫।আবেদনকারীর এস,এস,সি টান্সক্রিপ্ট/মার্কসীট এর ফটোকপি।
৬।অভিভাবকের বিকাশ/মোবাইল ব্যাংকিং একাউন্ট নং।
৬।আবেদনপত্রে চাহিত অন্যান্য প্রমানপত্রসমূহের ফটোকপি অবশ্য সংযুক্ত করতে হবে।

মংচাইঞো মারমা
অধ্যক্ষ(ভারঃ)
মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজ
মানিকছড়ি,খাগড়াছড়ি।

25/03/2021

বিশেষ বিজ্ঞপ্তি
-------------------------------------
এতদ্বারা মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজের ২০২০ইং সনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে,আগামী২৭/৩/২০২১ইং তারিখ হতে ১০/৪/২০২১ইং পর্যন্ত অত্র অফিস কক্ষ হতে শিক্ষার্থীদের প্রংশসাপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরন করা হরে।উল্লেখ্য যে ,উক্ত সময়ের মধ্যে পরীক্ষার কাজে কিছু অব্যয়িত অর্থ বোর্ড ফিঃ ও কেন্দ্র ফিঃ ফেরত প্রদান করা হবে।তাই সকল শিক্ষার্থীকে করোনার স্বাস্থ্যবিধি অনুসরন করে মূল রেজিঃ কার্ড ও প্রবেশপত্র প্রদর্শন সাপেক্ষে বিতরন রেজিষ্টারে স্বজ্ঞানে স্বাক্ষর করে নিজ নিজ কাগজপত্র ও সমুদয় অর্থ গ্রহন করার জন্য নির্দেশ দেওয়া গেল।
বিষয়টি অতীব জরুরী।

মংচাইঞো মারমা
অধ্যক্ষ
মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজ
মানিকছড়ি,খাগড়াছড়ি।

21/09/2019

আগামী ২৩.৯.২০১৯ইং তারিখ অত্র কলেজে সকল শিক্ষার্থী,অভিভাবকদেরকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

17/07/2019
17/07/2019

মানিকছড়ি গিড়ি মৈত্রি কলেজের ফলাফল।
পরিক্ষার্থী ৮৬৩ জন।
কৃতকার্য ৩৫৯ জন।
অকৃতকার্য ৫০৪ জন।
পাশের হার ৪৩.৯২%
জিপিএ ৫ ঃ শূন্য

17/07/2019

HSC 2019 Results

মানিকছড়ি কলেজ সরকারি করণ করায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল 14/08/2018

মানিকছড়ি কলেজ সরকারি করণ করায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

মানিকছড়ি কলেজ সরকারি করণ করায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল মানিকছড়ি কলেজ সরকারি করণ করায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল মোঃ জাকির হোসেন:: মানিকছড়ি :: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজ....

23/07/2017

মানিকছড়ি গিরীমৈত্রী সরকারি ডিগ্রী কলেজের ২০১৭ইং সনের এইচএসসি পরীক্ষার ফলাফলঃ
ব্যবসায় শিক্ষা শাখা-
কৃতকার্য -১১৮ অকৃতকার্য- ১১৫
জিপিএ ৫.০০- ১
মানবিক শিক্ষা শাখা-
কৃতকার্য- ২০৮ অকৃতকার্য- ৩০১
বিজ্ঞান শিক্ষা শাখা-
কৃতকার্য- ৬৯ অকৃতকার্য- ১৫
সফলতার হারঃ ৪৭.৮২%

যারা ২য় মেধা তালিকায় সুযোগ পাননি তাদের জন্য রিলিজ স্লিপ নিয়ে বিস্তারিত তথ্য 23/11/2016

যারা ২য় মেধা তালিকায় সুযোগ পাননি তাদের জন্য রিলিজ স্লিপ নিয়ে বিস্তারিত তথ্য

যারা ২য় মেধা তালিকায় সুযোগ পাননি তাদের জন্য রিলিজ স্লিপ নিয়ে বিস্তারিত তথ্য A Best Educational Blog for Bangladesh. Specially for National University Information in Bangladesh.

26/09/2016

*****সুখী জীবনের জন্য ২৫ টি টিপস*****
১. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন৷
২. নির্জন কোন স্থানে একাকী অন্তত ১০ মিনিট কাটান ও নিজেকে নিয়ে ভাবুন৷
৩. ঘুম থেকে উঠেই প্রকৃতির নির্মল পরিবেশে থাকার চেষ্টা করুন। সারা দিনের করণীয় গুলো সম্পর্কে মনস্থির করুন।
৪. নির্ভরযোগ্য প্রাকৃতিক উপাদানে ঘরে তৈরি খাবার বেশি খাবেন আর প্রক্রিয়াজাত খাবার কম খাবেন।
৫. সবুজ চা এবং পর্যাপ্ত পানি পান করুন।
৬. প্রতিদিন অন্তত ৩ জনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন।
৭. গালগপ্প, অতীতের স্মৃতি, বাজে চিন্তা করে আপনার মূল্যবান সময় এবং শক্তি অপচয় করবেন না। ভাল কাজে সময় ও শক্তি ব্যয় করুন।
৮. সকালের নাস্তা রাজার মত, দুপুরের খাবার প্রজার মত এবং রাতের খাবার খাবেন ভিক্ষুকের মত।
৯. জীবন সব সময় সমান যায় না, তবুও ভাল কিছুর অপেক্ষা করতে শিখুন।
১০. অন্যকে ঘৃনা করে সময় নষ্ট করার জন্য জীবন খুব ছোট, সকলকে ক্ষমা করে দিন সব কিছুর জন্য।
১১. কঠিন করে কোন বিষয় ভাববেন না। সকল বিষয়ের সহজ সমাধান চিন্তা করুন।
১২. সব তর্কে জিততে হবে এমন নয়, তবে মতামত হিসাবে মেনে নিতে পারেন আবার নাও মেনে নিতে পারেন।
১৩. আপনার অতীতকে শান্তভাবে চিন্তা করুন, ভূলগুলো শুধরে নিন। অতীতের জন্য বর্তমানকে নষ্ট করবেন না।
১৪. অন্যের জীবনের সাথে নিজের জীবন তুলনা করবেন না।
১৫. কেউ আপনার সুখের দায়িত্ব নিয়ে বসে নেই। আপনার কাজই আপনাকে সুখ এনে দেবে।
১৬. প্রতি ৫ বছরমেয়াদী পরিকল্পনা করুন এবং ওই সময়ের মধ্যেই তা বাস্তবায়ন করুন।
১৭. গরীবকে সাহায্য করুন। দাতা হোন, গ্রহীতা নয়।
১৮. অন্য লোকে আপনাকে কি ভাবছে তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই বরং অাপনি অাপনাকে কি ভাবছেন সেটা মুল্যায়ন করুন ও সঠিক কাজটি করুন।
১৯. কষ্ট পুষে রাখবেন না। কারণ সময়ের স্রোতে সব কষ্ট ভেসে যায় তাই কষ্টের ব্যাপারে খোলামেলা অালাপ করুন ও ঘনিষ্টদের সাথে শেয়ার করুন।
২০. মনে রাখবেন সময় যতই ভাল বা খারাপ হোক তা বদলাবেই।
২১. অসুস্থ হলে আপনার ব্যবসা বা চাকুরী অন্য কেউ দেখভাল করবে না। করবে বন্ধু কিংবা নিকটাত্মীয়রা, তাদের সাথে সম্পর্ক বজায় রাখুন।২২. ফেইসবুক অনেক সময় নষ্ট করে। পোষ্টটি পড়তে পড়তেই অনেক খানি সময় নষ্ট করেছেন। ফেইসবুকে আপনার সময় নির্দিষ্ট করুন।কতক্ষণ সময় থাকবেন এখানে।
২৩. প্রতি রাত ঘুমানোর আগে আপনার জীবনের জন্য বাবা মাকে মনে মনে ধন্যবাদ দিন।
২৪. মনে রাখুন জীবনের কোন কোন ভুলের জন্য আপনি ক্ষমা পেয়েছেন। সেসব ভুল আর যেন না হয় তার জন্য সতর্ক থাকুন।
২৫. আপনার বন্ধুদেরও তথ্যগুলো জানান, যেন তারাও আপনার ভাল দিকগুলো সম্পর্কে জানেন এবং আপনাকে আপনার মত করে চলতে দেয়।আপনারা লাইক ও শেয়ার না করলে তথ্য দেয়ার আগ্রহ থাকে না। তাই নিয়মিত লাইক ও শেয়ার করুন৷

05/09/2016

"একটি উপদেশমুলক গল্প।"

একজন বিত্তবান লোক সিদ্ধান্ত নিলেন, শিকারের উদ্দেশ্যে আফ্রিকায় কিছুদিনের জন্য ঘুরে আসবেন। তাই তিনি একমাত্র সহকারী হিসেবে তার বিশ্বস্থ কুকুরটিকে নিয়ে বের হয়ে পড়লেন। একদিন, কুকুরটি একটা প্রজাপতিকে খেলাচ্ছলে তাড়া করতে করতে হঠাৎ লক্ষ্য করল যে সে তার বাসস্থান থেকে অনেক দূরে চলে এসেছে এবং পথ হারিয়ে ফেলেছে।

তাই সে পথভ্রষ্ট হয়ে উদ্দেশ্যহীনভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেরাচ্ছিল। এমতাবস্থায় হঠাৎ সে খেয়াল করল একটা চিতা মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে তার দিকে ক্ষিপ্রবেগে ছুটে আসছে। কুকুরটা নিজের মনে মনে ভাবল “মহা বিপদে পড়লাম দেখি!”

তারপর সে খেয়াল করল পাশেই মাটির উপর কিছু হাড় পরে আছে। তৎক্ষনাৎ সে হাড়গুলোর কাছে গেল এবং তার দিকে আসা চিতার দিকে পিছন ফিরে হাড়গুলো চিবোতে শুরু করল। ঠিক যখন চিতাটা লাফ দিয়ে তাকে ধরার জন্য প্রস্তুত হচ্ছে ঠিক তখনি কুকুরটা জোড়ালো কন্ঠে বলা শুরু করলঃ- “চিতাটা তো খুব-ই মুখরুচক, মনে হয় এদিকে আশেপাশে খুজলে এরকম আরও পাওয়া যাবে।” বলার সাথে সাথে সে একটা জোরালো ঢেকুর ছাড়লো।"

এই কথা শোনার চিতাটা তার আক্রমনে দ্রুত বিরতি দিল, দেখে মনে হচ্ছিল যে তাকে ভীতি চেপে ধরেছে এবং সে আস্তে আস্তে লুকিয়ে গাছের আড়ালে সটকে পড়ল। ভয়মাখা কন্ঠে চিতাটা মনে মনে বলে উঠল, “কুকুরটা খুব কাছাকাছি, এবং যে কোনো মূহুর্তে আমাকে পেয়ে যেতে পারে।”

ঠিক এ সময়, একটা বানর কাছাকাছি কোনো গাছে বসে পুরো ব্যাপারটা প্রত্যক্ষ করছিল। সে চিন্তা করল যে, “এই পুরো ব্যাপারটা চিতাকে বুঝিয়ে বলতে পারলে চিতার সাথে বানর গুষ্টির সম্পর্কটা আরও মজবুত হবে, এবং তাদের জাতিকে রক্ষার জন্য চিতার সাথে সম্পর্ক উন্নয়ন বেশ জরুরী।”

যেই চিন্তা সেই কাজ; এদিকে, কুকুরটা শুধু দেখল যে বানরটা খুব দ্রুতবেগে চিতার দিকে ছুটে যাচ্ছে এবং সাথে সাথে সে বুঝতে পারল নিশ্চয়ই কিছু হতে চলেছে। বানরটি খুব দ্রুতই চিতার কাছে পৌছে গেল এবং নিজের নিরাপত্তার আশায় সে পুরো ঘটনাটি চিতাকে খুলে বলল। নিজের এই বোকামি বুঝতে পেরে বাঘটি ক্রোধে উন্মত্ত হয়ে বানরটিকে বললঃ-
“তবে তাই যদি ঠিক হয় তবে আমার পিঠে চড়ে বস, দেখ আমি কিভাবে বজ্জাত কুকুরটিকে কিভাবে শায়েস্তা করি।” তখন কুকুর দেখল চিতা তার পিঠে বানরকে নিয়ে কাছে আসছে। সে মনে মনে ভাবছিল “প্রাণপনে দৌঁড়ানো বাদে আমার এখন আর কি করার আছে?”

তবুও কুকুরটি আক্রমনকারীদের দিকে পেছন ফিরে বসে এমন ভাব ধরল যে সে তখনও তাদেরকে দেখতে পায় নি। যখন তারা কুকুরের কথা শোনার মত কাছাকাছি চলে এসেছে ঠিক তখনি কুকুর বিরক্তভরা কন্ঠে বলে উঠল “বজ্জাত বানরটা কই গেল!!! আমি ওকে ঠিক বিশ্বাস করতে পারি না। আধ ঘন্টা হল ওকে আরেকটা চিতা (ভুলিয়ে-ভালিয়ে) আনতে পাঠালাম কিন্তু এখন পর্যন্ত সে ফিরে আসেনি।”এটা শোনার পর চিতা নিজের প্রাণের নিরাপত্তার কথা ভেবে ছুটে পালাল।

গল্পের নীতিকথাঃ কঠিন চাপের মুখে কখনও আতঙ্কিত হবেন না- টেনশন নেবার জন্য নয়, বরং একে কৌশলে ফিরিয়ে দেবার জন্য প্রস্তুত থাকুন।

05/09/2016

National University Students of Bangladesh



;
অনার্স ১ম বর্ষের ২০১৫-২০১৬ সেশন এর কিছু
গুরুত্বপূর্ণ তথ্য

★★★

২০১৬ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে।

★★★

৬/৯/২০১৬ থেকে
২৫/৯/২০১৬ পর্যন্ত

★★★

সরকারি কলেজ এবং বেসরকারি কলেজ এ টাকা,
কলেজ ভেদে কম বেশি হতে পারে। অতত্রব,
টাকার পরিমাণ নিজ নিজ কলেজ থেকে জেনে নাও
।।

(২০১৩-১৪),(২০১৪-১৫) অনিয়মিত ও গ্রেড
উন্নয়নরাও ফর্ম ফিল আপ করতে পারবে।

14/11/2015

2015-2016 সেশনের অনার্স ভর্তি
কার্যক্রম:

১ম মেধাতালিকায় স্থানপ্রাপ্তরা
আগামী
২২-১১-২০১৫ইংরেজী তারিখের মধ্যে
অনলাইন থেকে ২ পাতার ভর্তি ফরম পূরণ
করে প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজে
গিয়ে
নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি
কার্যক্রম
সম্পন্ন করবে।
১ম মেধাতালিকায় যারা চান্স পায়নি
তারা ২য় মেধাতলিকার জন্য অপেক্ষা
করবে। আসন খালী থাকা সাপেক্ষে ২য়
মেধাতালিকা প্রকাশিত হবে ৩
ডিসেম্বরের
পর।
#প্রয়োজনীয়_কাগজপত্র :
ক) এস.এস.সি ও এইচ.এস.সি পাশের
মার্কসীটের ফটোকপি ২ সেট
খ) এস.এস.সি ও এইচ.এস.সি পাশের
প্রংশসাপত্রের ফটোকপি-২ সেট
গ) এইচ.এস.সি পাশের মূল মার্কসীট
(বিভাগে সংরক্ষণের জন্য)
ঘ) পাসপোর্ট সাইজের ফটো ৪টি এবং
স্ট্যাম্প সাইজ ২টি।
ঙ) ভর্তি আবেদনের প্রবেশপত্র।
চ) ১টি বড় খাম, খামের উপর নাম,
ঠিকানা
ও মোবাইল নং লিখে দিবে।
ছ) ভর্তি ফি: সরকারী কলেজ হলে ৪-৫
হাজার আর বেসরকারী কলেজে হলে
প্রায়
১০ হাজার টাকা।

07/10/2014

একটি শিক্ষনীয় গল্প
এক রাজার এক চাকর ছিল।
চাকরটা সবসময় যেকোন
অবস্থাতেই রাজাকে বলত,
"রাজা মশাই, কখনো মন
খারাপ করবেন না।
কেননা আল্লাহ যা করেন তার
সবকিছুই নিখুঁত ও
সঠিক।"
একবার
তারা শিকারে যেয়ে নিজে
এক হিংস্র প্রাণীর
আক্রমণের শিকার হলো। রাজার
চাকর সেই
প্রাণীকে মারতে পারলেও,
ততক্ষণে রাজা তার
একটা আঙুল খুইয়ে বসেছেন।
রাগে-যন্ত্রণায়-
ক্ষোভে রাজা ক্ষিপ্ত
হয়ে বলে ওঠে, "আল্লাহ
যদি ভালোই
হবে তাহলে আজকে শিকারে
আঙুল হারাতে হতো না।"
চাকর বলল, "এতকিছুর পরও
আমি শুধু আপনাকে এটাই বলব, আল্লাহ
সবসময়ই
ভালো ও সঠিক কাজর করেন;
কোনো ভুল করেন না।
চাকরের এই কথায় আরও
ত্যক্ত
হয়ে রাজা তাকে জেলে পাঠ হুকুম
দিলেন।
এরপর একদিন রাজা আবার
শিকারে বের হলেন। এবার
তিনি একদল বন্য মানুষের
হাতে বন্দি হলেন।
এরা তাদের দেবদেবির
উদ্দেশ্যে মানুষকে বলি দি
বলি দিতে যেয়ে তারা দেখ
যে, রাজার একটা আঙুল
নেই। তারা এমন বিকলাঙ্গ
কাউকে তাদের দেবতার
উদ্দেশ্যে উৎসর্গ
করতে রাজি হলো না। তাই
তারা রাজাকে ছেড়ে দিল।
প্রাসাদে ফিরে এসে তিনি
সেই পুরোনো চাকরকে মুক্ত
করে দেওয়ার হুকুম দিলেন।
চাকরকে এনে বললেন,"ভাই, আল্লাহ
আসলেই ভালো।
আমি আজ প্রায় মরতেই
বসেছিলাম। কিন্তু আঙুল
না-থাকার কারণে প্রাণ
নিয়ে ফিরে আসতে পেরেছি
"তবে আমার একটা প্রশ্ন আছে।
আল্লাহ ভালো,
এটা তো বুঝলাম। কিন্তু
তাহলে তিনি আমাকে দিয়ে
কেন?"
চাকর বলল, "রাজামশাই,
আমি যদি আজ আপনার
সাথে থাকতাম,
তাহলে আপনার বদলে আজ
আমি কোরবান হয়ে যেতাম।
আপনার আঙুল ছিল না, কিন্তু
আমার তো ছিল। কাজেই
আল্লাহ যা করেন সেটাই সঠিক,
তিনি কখনো কোনো ভুল করেন
না।"
জীবনের নানা দুঃখকষ্ট
নিয়ে আমাদের শত
অভিযোগ। আমরা ভুলে যাই কোন
কিছুই আপনাআপনি হয়
না, বরং সবকিছুর পেছনেই
একটি নির্দিষ্ট কারণ
আছে।
আল্লাহই ভালো জানেন
তিনি কেন এই
কথাগুলো আপনাকে পড়ার
সুযোগ করে দিলেন আজকে।
তাই অন্যদেরকেও এই
কথাগুলো শোনার সুযোগ
করে দিন।
প্রত্যেকটা কাজের পেছনেই কারণ
রয়েছে:
যা ঘটে সেটা আমাদের
ভালোর জন্যই।
(collected)

19/09/2014

এখানে দেখেছি আমি জাগিয়াছ
হে তুমি ক্ষমতা,
সুন্দর মুখের চেয়ে তুমি আরো ভীষণ,-
সুন্দর!
ঝড়ের হাওয়ার চেয়ে আরো শক্তি,-
আরো ভীষণতা
আমারে দিয়েছে ভয়!-
এইখানে পাহাড়ের ’পর
তুমি এসে বসিয়াছ,- এইখানে অশান্ত
সাগর
তোমারে এনেছে ডেকে;-
হে ক্ষমতা তোমার বেদনা
পাহাড়ের বনে-
বনে তুলিতেছে উত্তরের ঝড়
আকাশের চোখে-
মুখে তুলিতেছে বিদ্যুতের ফণা
তোমার স্ফুলিঙ্গ আমি, ওগো শক্তি,-
উল্লাসের মতন যন্ত্রণা!

10/09/2014

একটি ইন্টারভিউঃ
প্রশ্নকতাঃ একটা প্লেনে ৫০টা ইট
আছে, একটা ইট
ফেলে দিলে থাকে কয়টা?
প্রার্থীঃ এটা তো সোজা।
৪৯টা।
প্রশ্নকর্তাঃ আচ্ছা,
একটা ফ্রিজে হাতি রাখার
তিনটা স্টেপ
কী কী?
প্রার্থীঃ ফ্রিজটা খুলুন,
হাতিটাঢোকান,
এরপর ফ্রিজের
দরজা বন্ধ
করে দিন।
প্রশ্নকর্তাঃ একটা ফ্রিজে একটা হরিণ
রাখার
চারটা স্টেপ
কী কী?
প্রার্থীঃ ফ্রিজটা খুলুন,
হাতিটাবের
করুন,
হরিণটা ঢোকান,
এরপর ফ্রিজের
দরজা বন্ধ
করে দিন।
প্রশ্নকর্তাঃ বনে সিংহের
আজকে জন্মদিন।
সবাই
এসেছেশুধু
একজন ছাড়া।
কে আসেনি এবং কেন?
প্রার্থীঃ হরিণ
আসেনি। কারণ
সে ফ্রিজে।

23/07/2014

প্লিজ পড়বেন
।।। একটা ছেলে কলেজের খুব
ধনী একটা মেয়ের
কাছে একটা চিঠি দিল ।
মেয়েটা ছিল খুব
অহংকারী ।
চিঠিটা দেখা মাত্রই
সে ছেলেটাকে জুতা মারলো আর
সাথে সাথে প্রেন্সিপাল ও তার
বাবাকে কথাটা বললো ।
প্রেন্সিপাল খুব অপমান
করলো তাকে আর তখনই কলেজ
থেকে টিসি দিয়ে বের
করে দিল । মেয়ের
বাবা কলেজের অংশীদার ছিল
তাই । মেয়ের
বাবা পুলিশে ধরিয়ে দিল
ছেলেটাকে ।
ছেলেটা গরীব ছিল তাই
থানা থেকে কেউ
নিতে আসেনি তাকে , শুধু তার এক
ছোট ভাই
এসেছিল দেখতে । খুব অত্যাচার
করলো পুলিশ
তাকে , খুব মারলো । শেষে এক
সপ্তাহ
পরে আধমরা করে ছেরে দিল ।
কলেজের আর
এলাকার সব লোকজন তাকে অপমান
করতে লাগলো । পরদিন
সকালে কলেজের বড়
বিল্ডিং এর নিজে ছেলেটার
লাশটা খুজে পাওয়া গেলো ।
ছেলেটা কষ্ট
সইতে না পেরে আত্মহত্যা করেছে জীবনটাকেই
শেষ করে দিয়েছে । ছোট
ভাইটা ছিল তার
কলিজার টুকরা , সে যখন
জানলো তখন সেও দুঃখ
সইতে না পেরে মারা গেলো । এই
দুইটা ছেলের
কি সত্যিই দোষ ছিল কোন??
মেয়েটা কিছুদিন পর
চিঠিটা খুলে পড়তে লাগলো ,
আর চোখ
দিয়ে পানি পরতে লাগলো তখন
তার।
খুব কাঁদলো মেয়েটা। কেন?
চিঠিটা > আমার প্রিয় ক্লাসমেট ,
আমি খুব গরীব ঘরের
ছেলে এটা জানেন আপনি ।
আমার মায়ের খুব ইচ্ছা ছিল তাই
আমাকে কলেজে ভর্তি করিয়েছিল।
যেন
আমি একজন ভাল শিক্ষক
হতে পারি ,
অন্যকে আমার শিক্ষায় শিক্ষিত
করতে পারি ।
কিন্তু আমার মা কিছুদিন
আগে মারা গেছেন ।
এখন আমি নিজের খরচ
চালাতে পারছিনা ।
পরীক্ষার ফিস কি করে দেব
বুঝতে পারছিনা ।
আমার ছোট ভাইটাকে নিয়ে খুব
কষ্টে আছি ।
আপনার কাছে একটা অনুরুধ
রাখবো আপনি যদি পারেন আমার
ফিসের
টাকাটা দিবেন
বা বাবাকে বলে মাফ
করাতে সাহায্য করবেন । আমি খুব
ভাল
পড়াতে পাড়ি যদি বলেন
আপনাকে পড়াবো আর
নাহলে চাকরি করে টাকাটা শুধ
দিয়ে দিবো ।
আপনার এই উপকার সারা জীবন
মনে রাখবো ।
মুখে বলতে পারবোনা তাই
চিঠি দিলাম । ভাল
থাকবেন , আর সুখী থাকবেন দুআ
করি ।। প্রিয়
ভাইয়া ও আপুরা তাই কখনো কোন
কিছু সম্পূর্ণ
না জেনে করবেন না বা বলবেন
না।
মনে রাখবেন এতে আপনার
বা অন্যের জীবনটাও
শেষ হয়ে যেতে পারে।
Collected

ঢাকা বিশ্ববিদ্যালয় 12/07/2014

ঢাকা বিশ্ববিদ্যালয়

২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার
তারিখ............
ও বাংলাদেশের পাবলিক
বিশ্ববিদ্যালয় সমূহের ওয়েবসাইট
ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ
বিস্তারিতঃ-
http://admission.eis.du.ac.bd/
ক-ইউনিটঃ ১২ সেপ্টেম্বর
খ-ইউনিটঃ ১৯ সেপ্টেম্বর
গ-ইউনিটঃ ৫ সেপ্টেম্বর
ঘ-ইউনিটঃ ২৬ সেপ্টেম্বর
চ-ইউনিটঃ ১৩ সেপ্টেম্বর
জাহাঙ্গিরনগর
বিশ্ববিদ্যালয়ঃ ১৩-২৫ সেপ্টেম্বর
বিস্তারিতঃ- http://www.juniv.edu/
খুলনা বিশ্ববিদ্যালয়ঃ ২৮-৩১
অক্টোবর ও ১ নভেম্বর
বিস্তারিতঃ- http://www.ku.ac.bd/
রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ ১৯
থেকে ২৫ অক্টোবর
বিস্তারিতঃ-বিস্তারিতঃ-
http://www.ru.ac.bd/
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ঃ ২৩
নভেম্বর থেকে ২৭ নভেম্বর
বিস্তারিতঃ- www.iu.ac.bd
রাজশাহী প্রকৌশল
বিশ্ববিদ্যালয়ঃ ২৪ অক্টোবর
বিস্তারিতঃ- http://site.ruet.ac.bd/
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ঃ ৩১
অক্টোবর
বিস্তারিতঃ- http://www.kuet.ac.bd/
যশোর বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ ৩১
অক্টোবর ও ১ নভেম্বর
শাহজালাল বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বিস্তারিতঃ- http://www.sust.edu/
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বিস্তারিতঃ- http://www.cu.ac.bd/
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
বিস্তারিতঃ- http://www.bau.edu.bd/
▬▬▬▬۩۞۩▬▬▬▬
তথ্যসূত্রঃ ইন্টেরনেটের বিভিন্ন
সাইট ।
Admin: প্রশান্ত শান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় Website for Online Admission in University of Dhaka for 2013-\'14. Applicants can Apply, download pay-in slip, download admit card, view their seat plan and exam results from this site. All the notices regarding the admission procedure will be posted in this site accordingly.

03/04/2014

ভাব-সম্প্রসারণ
সব বোর্ডের জন্য
মোস্ট
ইমপরটেন্ট
১।জাতীয়
জীবনে সন্তোষ......
২।স্বার্থমগ্ন যে জন
বিমুখ....
৩।
স্বাধীনতা অর্জনের
চেয়ে রক্ষা.....
৪।কীর্তিমানের মৃত্যু
নাই
৫। সংসার সাগরে দুঃখ
তরঙ্গের খেলা...লাইক
দিয়ে সাথে থাকুন।

03/04/2014

#এইচএসসি_ও_সমমানের পরীক্ষা শুরু
হচ্ছে বৃহস্পতিবার। এবার
সারা দেশে মোট ১১ লাখ ৪১ হাজার
৩৭৪ জন পরীক্ষার্থী অংশ নেবে।
বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল
ইসলাম নাহিদ এক সংবাদ
সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, ৩ এপ্রিল
থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু
হয়ে চলবে ৮ মে পর্যন্ত। আর
ব্যবহারিক পরীক্ষা ১৫ মের
মধ্যে শেষ করতে হবে।
এবার ২৫টি বিষয়ে সৃজনশীল
পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০১৪ থেকে এইচএসসি, আলিম,
এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও
ডিআইবিএস পরীক্ষায় মোট
পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ২৮
হাজার ৭৯৩ জন। ২০১৩
সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০
লাখ ১২ হাজার ৫৮১ জন।
এবার এইচএসসিতে মোট
শিক্ষার্থী ৯ লাখ ২৪ হাজার ১৭১
জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৪ লাখ
৬৭ হাজার ৭০৬ জন, ছাত্রী সংখ্যা ৪
লাখ ৫৬ হাজার ৪৬৫ জন। মাদরাসায়
আলিম পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭
হাজার ৫৫৭ জন। এর মধ্যে ছাত্র ৬৩
হাজার ৯৭০ জন, ছাত্রী সংখ্যা ৪৩
হাজার ৫৮৭ জন। বিএম/
ভোকেশনালে মোট শিক্ষার্থী ১
লাখ
৪ হাজার ৬৬৯ জন। এর মধ্যে ছাত্র
সংখ্যা ৭০ হাজার ৮৪৮ জন
এবং ছাত্রী সংখ্যা ৩৩ হাজার ৮২১
জন। ডিআইবিএসে মোট শিক্ষার্থী ৪
হাজার ৯৭৭ জন। ছাত্র সংখ্যা ৩
হাজার ৭৬৯ জন, ছাত্রী সংখ্যা ১
হাজার ২০৮ জন।
সারা দেশে মোট ২ হাজার
৩৫২টি কেন্দ্রে ৬ লাখ ৬ হাজার ২৯৩
ছাত্র এবং ৫ লাখ ৩৫ হাজার ৮১ জন
ছাত্রী পরীক্ষায় অংশ নেবে। এবার
শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৩০১টি।
কেন্দ্র সংখ্যা বেড়েছে ৬৪ টি।
৮টি শিক্ষা বোর্ডের
মধ্যে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি সংখ্যক
৩ লাখ ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায়
অংশ নেবে। সবচেয়ে কম সংখ্যক ৫৫
হাজার শিক্ষার্থী বরিশাল বোর্ড
থেকে পরীক্ষায় অংশ নেবে।

Want your school to be the top-listed School/college in Manikchari?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Manikchari
Manikchari
4460

Opening Hours

Monday 10:00 - 13:00
Tuesday 10:00 - 13:00
Wednesday 10:00 - 13:00
Thursday 10:00 - 13:00
Friday 10:00 - 13:00
Saturday 10:00 - 13:00
Sunday 10:00 - 13:00
Other Manikchari schools & colleges (show all)
Manikchari Girls School & College Manikchari Girls School & College
Manikchari, Khagrachari
Manikchari, 4460