Pagla Khadok

Pagla Khadok

Share

Food is beauty, food is life Food is beauty, food is love...

06/02/2025

বেলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আল মামুন ভাই আসছে ২১শে ফেব্রুয়ারিতে গরীব, দুঃখী ও অসহায় মানুষদের জন্য একটি বনভোজনের আয়োজন করেছেন।
মানবতার পাশে এমন আকুন্ঠ সেবার প্রত্যয়ে এমন উদ্যোগকে সাধুবাদ ও প্রাণপণ অভিনন্দন জানাচ্ছি। ❤️❤️❤️

18/11/2023

Today's Best Photo

❤️❤️❤️❤️❤️❤️❤️




























30/09/2023

গরুর ভূড়ি প্রেমী Can Share This post ❤️😋😋

18/09/2023

মিঠাই দিয়ে তৈরী শীতল শরবত বিক্রি হচ্ছে যুগযুগ ধরে...

15/09/2023

Intro of Pagla Khadok

Stay with us...

15/09/2023

আমার মা যখন আ/ত্মহ/ত্যা করে তখন আমার বয়স ১৪ বছর। অনেককিছুই বুঝি আমি৷
আমার বাবা আমার মায়ের বোনকে একদিন সকাল বেলা বিয়ে করে নিয়ে আসেন।
মা তখন তরকারি কা/টতেছিলো।
বাবা আর খালামণি একসাথে ঘরে ঢুকেছিলো। তখন আমার খালামণি বোরকা পড়ায় অবস্থায় ছিলো।
আমার মা খালামণিকে জিজ্ঞেস করেছিলো কি রে তুই আমার বাসায় কেন।
তখন বাবা বলে হিতিরে আইজকা আমি বিয়া করছি। এজন্য সোহাগী আমার ঘরে আইছে।

আম্মা -- মানে কি তুমি ওরে বিয়ে করছো।
এই সোহাগী কথা বল বোন হয়ে কিভাবে বোনের ঘর ন/ষ্ট করলি। কেমনে পারলি আমার ছোট ছোট ২ টা বাচ্চার কথা ভাবলি না।

আমার খালা তখন চুপচাপ দাঁড়িয়ে আছে।
আমার মা কান্না করে চিৎকার করে আশেপাশের বাড়ির মানুষদের ডাকে।

আর দা হাতে নিয়ে বাবাকে বলে হা/রা/মির বাচ্চা কত জালিয়েছিস তারপরে ও তোর সংসারে ছিলাম শেষ পযন্ত তুই আমার সাথে এমন বেইমানি করলি।
আর সোহাগী তুই আমার বোন হয়ে আমার সাথে এমন করার মানে টা কি ।
আমার খালা চুপচাপ ছিলো।
মনে হয় তিনি এসবের জন্য একদম তৈরি হয়ে এসেছেন।
আশেপাশের বাড়ির মানুষ গুলো ছি ছি করতে লাগলো।
আমার বাবা দমকিয়ে সবাইকে চলে যেতে বললও।
তাদের বললও কেন আইছেন নাটক দেখতে নি যান ঘরে যান।
তারপর বাবা একটা রুমে আমার খালাকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলো।
আমার মা যেন বিষয় টা হজম করতে পারলো না।
আমার মা আমাকে বললও তাড়াতাড়ি নানার বাড়িতে যেতে আর নানীকে ডেকে নিয়ে আসতে৷
আমি নানার বাড়িতে খালি পায়ে বিলের মধ্যে দৌড়ে দৌড়ে যায়।
আমার নানু বুড়ো মানুষ খুব অসুস্থ ছিলো। তার মধ্যে আমার একটাই মামা প্রতিব/ন্ধী ছিলো।
নানু কোন রকম আমার সাথে মামাকে বাড়িতে রেখে আসে৷
এসে দেখে এ অবস্থা । নানি কি করবে বুঝতে পারে না।
নানু অনেক রুমের দরজায় বাড়িয়ে দিয়েছে দরজা
ভা/ঙা,/র অবস্থা কিন্তুু বাবা বা খালা কেউ দরজার খুলে না।
নানুকে কান্না করতেছে আম্মারে জড়িয়ে ধরে। আর সোহাগীরে চিল্লায় বলে তোর উপর গজব পড়বে তুই কেমনে সংসার টা ভা/ঙ/লি তোর বিচার হবে।
তুই আমার ১ নাতিন আর ১ নাতির বাপরে কেমনে কইরা লইছোস।আল্লা গো তুমি কোনহানে।
সা/পের বাচ্চা পেটে লইছি। সাপের বাচ্চা হইবো জানলে মে/রে ফেলতাম।

সারাদিন ঘরে কোন রান্না হয়নি৷
আমারে আর ভাইরে পাশের বাড়ির এক কাকি ডেকে নিয়ে গিয়ে ভাত খাওয়াইছে।

মা সারাদিন উপোসই ছিলো। নানী মাগরিব এর আযানের সময় চলে যায়।
কারণ ঘরে প্রতিব/ন্ধী মামা। তারে দেখা কেউ নাই।
আমার ছোট ৬ বছরের ভাইরে নানু সাথে করে নিয়ে যায়৷
আর আমারে বলে যেনো মা/রে দেখে রাখি।
রাত ৯ টার দিক বাবা দরজা খুলেছে।
দরজা খুলে বাহিরের থেকে তা/লা দিয়ে কোথায় যেন যেতে দেখলাম।
বাবা বাহির হওয়ার পর মা খালারে দরজার এ পাশ থেকে বলে কেমনে পারলি।
নিজের জামাইর ভাত খেতে পারোস নাই তাই বলে আমার সংসার ভা/ঙ/লি।
অনেক গালি ও দিলো মা। কিন্তুু খালা একদম চুপ হয়ে থাকলো।
৩০ মিনিট পর বাবা আসলো হাতে খাবারের প্যাকেট।
তারপর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলো।

রাত ১০ টার দিকে বাবা মায়ের কাছে এসে বললও দেখো আমি কোন ঝামেলা চাই না ।
তোমরা ২ বোন মিলামিইশা থাইকো।
মা তখন বাপের জামার কলার ধরে বলে জা/নো/য়ার এর বাচ্চা জা/নো/য়ার তুই কি মনে করছোস।
আমার সব কিছুর জন্য তুই দায়ী এমনকি আমার
ম/রণের জন্য৷।
তখন বাবা মায়ের গায়ে হাত তুলে আর বলে তোর মধ্যে কি আছে কিছু নাই৷
কিছু পাই না সেজন্য বিয়ে করছি৷
তোর মতো মোটা বেডিরে ভালো লাগে না হেরলাইগা চিকন দেইখা বিয়া করছি৷

এটা বলে বাবা রুমে ঢুকে যায়।

আর মা বসে বসে কাঁদে ।

আমাদের ঘরে ঝামেলা অনেক আগে থেকে। মা আর বাবার মধ্যে মিল ছিলো না।
আমার ছোট খালার ডিভোর্স হয় ৩ বছর আগে।
এর পর আরেকটা বিয়ে হয় কিন্তুু সংসার করতে পারে নি।
আমার বাবার সাথে ছোটখালার অনেক ভাব ছিলো। প্রায় সময় আমাদের বাড়িতে এসে এসে থাকতো।
আমার বাবা আর খালার মধ্যে এই রঙ লিলা মা বুঝতে পারে খালাকে অনেক শাসায় কিন্তুু খালা কথা শুনে না।
নানিরে জানাই মা। এমনি খালারে আমাদের বাড়িতে আসতে নিষেধ করে।
আমার বাবার সাথে এসব নিয়ে মা/র অনেক ঝামেলা হয়।
আর মা/রে বাবা অনেক মা/রতো।
কিন্তুু তারা যে বিয়ে করে ফেলবে মা এটা কল্পনা ও করতে পারে নি।

সেই রাতে আমার আর ঘুম আসলো না৷ নিজের খালা কিভাবে এ কাজটা করতে পারলো। বাহিরের কোন মানুষ হলে মেনে নিতে পারতাম।
ফজরের আযানের আগে একটু ঘুম আসলো৷
আমি ঘুমিয়ে গেলাম।
ঘুম ভা/ঙ/লো আমার সকাল ৮ টা বাজে।
দেখলাম মা পাশে নাই৷
আমি ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম।
বাথরুম থেকে এসে পাশের রুমের দিকে গেলাম দেখলাম দরজা বন্ধ৷
জানালা খোলা ছিলো। হঠাৎ জানালার দিকে চোখে যেতেই দেখলাম মা ঝু/লে আছে।
হায় আল্লাহ আমি চিৎকার করে মা বলে উঠলাম৷
পাশের বাড়ির মানুষ দের ডেকে আনলাম।
তারা সবাই এসে দরজা ভা/ঙ/তে লাগলো।
বাবা রুম থেকে বের হয়৷
তখন পাশের বাড়ির কয়েকটা চাচা মিলে বাবাকে
মা/ইর দেয়।
আর আমি গিয়ে আমার খালার চুল ধরে বলি খা/ন/কি দেখ দেখ আমার মা ম/রি গেছে এখন শান্তি হয়ছোস।

মা/র লা/শ নামানো হয়।
মার জিবাহ মুখের বাহিরে এসে পড়ে থাকে।
নানি আসে সাথে আমার প্রতিব/ন্ধী মামা ও৷
আমার মামা বু..... বু....বু বলে কান্না করে।
মুখের লোল সব মায়ের গায়ে পড়ছিলো মামার।
আমি তো কাঁদতে কাঁদতে আকাশ বাতাস সব এক ফেলছি।
এরমধ্যে বাবা মা/ই/র টাইর খেয়ে খালাকে নিয়ে পিছনের দরজা দিয়ে চুপি চুপি পালিয়ে গেলো।

পুলিশ আসলো ময়নাত/দ/ন্তে/র জন্য মায়ের লা/শ নিয়ে গেলো।
বিকেলে মা/য়ের লা/শ দিয়ে গেলো।
আমার মায়ের জানাযা হলো।।
জ/ঙ্গ/লের এক পাশে মায়ের কবর দেওয়া হলো।
সেই করুণ ভয়ংকর দিনের কথা কখনও ভুলবো না।
সবাই আমাদের দেখতে এলো আমাদের জন্য অনেক আফসোস করলো।

সে রাতে অনেক আত্মীয় স্বজন সহ নানু মামা আমাদের সাথে ছিলো৷
সবাই বুঝালো মন শক্ত করার জন্য৷।

মায়ের মৃত্যুর চার দিন পার হলো কোন রকম সবাই মিলে মিলাদ এর আয়োজন করলো।
এর পর সবাই চলে যায় যে যার মত৷
শুধু নানু আর মামা ছিলো।

তখন আমাদের ঘরে তালা মে/রে মায়ের গহনা ঘাটি নিয়ে নানুর বাসায় চলে আসি।

বাবা নামক প/শু/র টার কোন খোঁজ খবর পেলাম না৷
আমার মায়ের এমন এক স্বামী ছিলো আমার মায়ের মৃত্যুর পর একটু কবর ও জুটলো না৷

নানু আর আমি বাবার বিরুদ্ধে বাদী হয়ে মা/ম/লা করলাম।

চলবে............

ায়ের_আ_ত্ম_হ_ত্যা
#পর্ব_০১
Nusrat Haq....
সত্য ঘটনা অবলম্বন

নেক্সট পার্ট গুলো সবার আগে পেজে দেয়া হবে নীল লেখায় চাপ দিন Pagla Khadok

15/09/2023

দেশী মাছের বাহারী রান্না
এখন তো এ মাছ খুজেই পাওয়া যায় না!

03/02/2023

Best funny video of the year

27/01/2023

Very laughing and funny moment.

27/01/2023

Reaching car 2 live streaming...

20/01/2023

জামাই এটা কি করলো শাশুড়িকে?

14/01/2023

বই নাকি বউ পড়বে?

Want your school to be the top-listed School/college in Maghbazar?

Click here to claim your Sponsored Listing.

Our Story

সকাল বিডি ২৪ ডট কম একটি অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল। সকাল বিডি টিম সদা সর্বদা চেষ্টা করে সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ পাঠকদের নিকট পৌছে দেয়ার জন্য। সবার আগে নির্ভূল,সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সকাল বিডি ২৪ ডট কম এর সাথে ই থাকুন।

Location

Telephone

Address


Maghbazar