আব্দুর রাফেত বিশ্বাস কলেজ - Abdur Rafet Biswas college

আব্দুর রাফেত বিশ্বাস কলেজ - Abdur Rafet Biswas college

Share

Established:1999

30/03/2025

আব্দুর রাফেত বিশ্বাস কলেজের অভিভাবক, শিক্ষক- কর্মচারী, শিক্ষার্থী শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

26/03/2025

সকলকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আন্তরিক অভিনন্দন ও শুভেচছা জানাচ্ছি।

22/03/2025

আব্দুর রাফেত বিশ্বাস কলেজের বিএমটি অধ্যায়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,উপবৃত্তির বিবেচনার জন্য যাচাই বাছাই করার জন্য আবেদন সহ প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২৪/৩/২০২৫ খ্রীঃ তারিখের মধ্যে কলেজ অফিসে জমা দানের জন্য বলা হলো।
প্রয়োজনীয় কাগজপত্র
১।ডিজিটাল জন্মনিবন্ধন
২। পিতার বার্ষিক আয় সার্টিফিকেট ( চেয়ারম্যান কর্তৃক)
৩।এসএসসি পাশের মার্কশীট।
৪।পূরণকৃত আবেদন ফর্ম।

13/03/2025

একাদশ শ্রেণির উপবৃত্তির আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে।

05/03/2025

আব্দুর রাফেত বিশ্বাস কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ ৬/৩/২০২৫ এবং৯/৩/২০২৫ খ্রীঃ তারিখে বিলম্ব ফিস ব্যতিত হবে।

26/02/2025

আব্দুর রাফেত বিশ্বাস কলেজ,ছাতিয়ান,মিরপুর,কুষ্টিয়ার সমাজ বিজ্ঞান বিষয়ের সহকারি অধ্যাপক মোঃ মাছুদুল হকের মমতাময়ী মা আজ সন্ধ্যা ৬.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মরহুমার নামাজে জানাজা আজ রাত ১০.৩০ মিনিটে অন্জনগাছি ছআনিপাড়া কবরস্থানে অনুষ্ঠিত হবে।
সকলকে মরহুমার জন্য দোয়া করার জন্য অনুরোধ করা হলো।

23/02/2025

আগামী ২৫/২/২০২৫ খ্রীঃ তারিখে জোহান ড্রিম ভ্যালি পার্ক ঝিনাইদহে অত্র কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত হবে। সকলকে কলেজ অফিসে যোগাযোগ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

23/08/2024

এইচএসসি ২০২৪ সালের পরীক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি।

17/07/2024
16/06/2024

আব্দুর রাফেত বিশ্বাস কলেজের সকল শিক্ষক- কর্মচারী, অভিভাবক,শিক্ষার্থী, শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। আত্নত্যাগ,আত্মশুদ্ধির মাধ্যমে সকলের জীবনে কল্যাণ বয়ে আনুক পবিত্র ঈদ-উল-আযহা।ঈদ মোবারক।

13/04/2024

বাংলা নববর্ষ ১৪৩১ বরণ উপলক্ষে আগামীকাল রবিবার ১লা বৈশাখ আব্দুর রাফেত বিশ্বাস কলেজে অনুষ্ঠান শুরু হবে ৮.৩০ মিনিটে সকল প্রাক্তন, বর্তমান শিক্ষার্থীদের উক্ত অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে।

10/04/2024

আব্দুর রাফেত বিশ্বাস কলেজ পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধায়ীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন।

Photos from আব্দুর রাফেত বিশ্বাস কলেজ - Abdur Rafet Biswas college's post 07/03/2024

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনএ আব্দুর রাফেত বিশ্বাস কলেজ, মিরপুর, কুষ্টিয়া।

Want your school to be the top-listed School/college in Kushtia?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Chatian
Kushtia
7030