15/10/2024
আমেরিকায় বিনা খরচে পড়ার সুযোগ বাংলাদেশী হাইস্কুলের শিক্ষার্থীদের
আমেরিকায় বিনা খরচে পড়ার সুযোগ বাংলাদেশী হাইস্কুলের শিক্ষার্থীদের
কেনেডি-লুগার ইয়েস প্রোগ্রামের মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ইয়েস বৃত্তি এক.....
16/09/2024
যথাযোগ্য মর্যাদায় ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন।
22/08/2024
ঝাউদিয়া ইউনিয়নের তরুন ছাত্ররা বন্যার্তদের সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করেছেন। আগামীকাল শুক্রবার ও শনিবার সারাদিন কালেকশন করা হবে।
যার যার সামর্থ্য অনুযায়ী শুকনা খাবার (বিস্কুট, টোস্ট, চিড়া, চিনি, স্যালাইন, বিশুদ্ধ পানি ইত্যাদি) কিনে অথবা নগদ টাকা জমা দেওয়ার অনুরোধ করেছেন। এখান থেকে প্যাকেট করে তারপর বন্যা কবলিত এলাকায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ।
আমরা সবাই এগিয়ে আসি। বিপদগ্রস্তদের সাহায্য করা আমাদের ইমানী দায়িত্ব এবং বড় সাওয়াবের কাজও বটে। আল্লাহ আমাদের তাওফিক দান করুন এবং সবার সহযোগিতামূলক কাজকে কবুল করুন।
আমীন।
প্রয়োজনে যোগাযোগ করতে ও বিকাশে টাকা পাঠাতে নাম্বার - ০১৭৩৫১৩৮৯৩৮
স্থান : ব্যাংক বাজার, ঝাউদিয়া, ইবি, কুষ্টিয়া।
এবং তথ্যটি বেশি বেশি শেয়ার করুন।
31/05/2024
নতুন কারিকুলাম আলোকে গ্রেডিং সিস্টেম!
23/05/2024
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ২০২৬ সালে। গত এক যুগের বেশি সময় ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হলেও নতুন শিক্ষাক্রম সেই পরীক্ষা শুরু হবে ডিসেম্বর মাসে।
নতুন কারিকুলামে শুধু দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর ভিত্তি করে এ এসএসসি পরীক্ষা নেওয়া হবে। সেখানে লিখিত মূল্যায়নে ওয়েটেজ ৬৫ শতাংশ এবং কার্যক্রমভিত্তিক মূল্যায়নে ৩৫ শতাংশ। পুরো পরীক্ষা হবে ৫ ঘণ্টাব্যাপী। এসব নতুন পদ্ধতি ঠিক করে প্রায় চূড়ান্ত করেছে পরীক্ষা পদ্ধতি। আগামী ৩১ মে- এর মধ্যে তা চূড়ান্ত করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে সেই পরীক্ষার নাম এসএসসি থাকবে নাকি অন্য কোনো নাম হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন কারিকুলাম নিয়ে গঠিত উচ্চ পর্যায়ে কমিটি নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। সেখানে স্কুলের বার্ষিক ও অর্ধবার্ষিক (ষান্মাষিক) মূল্যায়ন প্রক্রিয়া সাতটি ধাপ বা স্কেলে নির্ধারণ করেছে। এসএসসি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন এনেছে। সেখানে ফেব্রুয়ারির পরিবর্তে পরীক্ষা হবে ডিসেম্বরে। সব কিছু চূড়ান্ত করতে চলতি মাসের মধ্যে এ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে একটি বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষা নিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে নতুন কারিকুলামে। সেখানে পরীক্ষা সময় বাড়ার পাশাপাশি পরীক্ষা সময় পরিবর্তন হতে পারে। সব কিছু আরেকটি বৈঠকের চূড়ান্ত হওয়ার পর সবাইকে জানিয়ে দেওয়া হবে।
20/05/2024
ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাম্মাসিক মূল্যায়নের সংশোধিত সময়সূচি ২০২৪
12/05/2024
SSC Result-2024
ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়
মোট পরিক্ষার্থী :৩৫৭
জিপিএ ৫ পেয়েছে : ২৩ জন
ফেল ও অনুপস্থিত :১৭ জন।
07/05/2024
১০ম শ্রেণির প্রাক নির্বাচনী পরীক্ষার সময়সূচি-২০২৪
25/04/2024
আগামী ২৮ এপ্রিল থেকে মাধ্যমিক স্কুল ও কলেজ খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেইসঙ্গে আগামী ৪ মে থেকে স্কুল-কলেজে শনিবারও ক্লাস চলবে বলে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, বর্তমান তাপমাত্রা দেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাহিরের কোন কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।
20/04/2024
তীব্র গরমের কারণে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। মাউশি।
25/03/2024
শুভ জন্মদিন, বাংলাদেশ ❤️🇧🇩
17/03/2024
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে আনন্দ রেলি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়।
তার কিছু স্থির চিত্র।📸
13/01/2024
দেশের নিম্ন মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ২০১০ এর শিক্ষানীতির আলোকে নিম্ন মাধ্যমিক শিক্ষাকে অবৈতনিক অথবা স্বল্পমূল্যে দেওয়ার চেষ্টা করা হবে। টাকার জন্য কোনো শিক্ষার্থী যাতে নিম্ন মাধ্যমিক থেকে ঝরে না পড়ে, সেই প্রয়াস থাকবে আমাদের।
01/01/2024
বই বিতরণ, উৎসব ২০২৪ইং
ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়।
কুষ্টিয়া সদর,কুষ্টিয়া।
23/12/2023
''নতুন কারিকুলাম ২০২৪-এর নবম শ্রেণির নতুন বইয়ের কভার।''
ছবি : সংগৃহীত