Baragangdia Secondary School
Baragangdia, Daulatpur, Kushtia
Operating as usual
সকলের জন্য দোয়া ও শুভ কামনা রইলো।
আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে। আর জুন মাসের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর পরিকল্পনা করছে শিক্ষা প্রশাসন। পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পুনবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষা।
©️The Daily Campus
শাহানারা বেগম কল্যাণ ট্রাস্ট মেধা বৃত্তি ২০২৪ এর ফরম বিতরণ : ১ নভেম্বর থেকে ১০ নভেম্বর।
ফরম জমাদান: ২০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর।
এ বছর প্রাক প্রাথমিক থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ফর্ম সংগ্রহ করতে পারবেন।
এ বছর প্রাথমিক শ্রেণিতে শাখা ব্যবস্থা থাকছে না।
ফরম সংগ্রহের স্থান: নোবেল হোপ স্কুল
সালেহ নগর, সাদীপুর, দৌলতপুর, কুষ্টিয়া
যোগাযোগ: 01734095568
বার্ষিক পরীক্ষা ২০২৪ এর সময়সূচি। (ষষ্ঠ থেকে নবম শ্রেণি)
খসড়া রুটিন, পরবর্তীতে সংশোধনী রুটিন জানিয়ে দেওয়া হবে। উক্ত রুটিন অনুযায়ী সকল শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য বলা হলো।
সংশোধিত রুটিন।
জেনারেল দশম শ্রেণি ও কারিগরি দশম শ্রেণির শিক্ষার্থীদের টেষ্ট পরীক্ষা ও নবম কারিগরি শিক্ষার্থীদের মডেল টেষ্ট পরীক্ষার রুটিন ২০২৪।
নৈতিকতা
৭ম শ্রেণির খ শাখা, বিষয়: জীবন ও জীবিকা।
নৈতিকতা শিক্ষা বলতে এমন এক ধরনের শিক্ষাকে বোঝায়, যা ব্যক্তির মধ্যে নৈতিক মূল্যবোধ, আদর্শ এবং সঠিক ও ভুলের পার্থক্য বোঝার সক্ষমতা গড়ে তোলে। এর মাধ্যমে শিক্ষার্থীকে সৎ, দায়িত্বশীল, সহমর্মী, ও সম্মানজনক আচরণের জন্য প্রস্তুত করা হয়। নৈতিকতা শিক্ষা কেবল সঠিক আচরণ শেখায় না, বরং চিন্তা, অনুভূতি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নৈতিক মূল্যবোধের প্রভাব ও গুরুত্বও তুলে ধরে। এর ফলে একজন ব্যক্তি কেবল নিজের জন্যই নয়, বরং সমাজের জন্যও কল্যাণকর হতে পারে।নৈতিকতা মানবসমাজে প্রচলিত মূল্যবোধ, সঠিক-ভুলের ধারণা, এবং মানবিক গুণাবলির একটি আদর্শকে বোঝায়। এটি এমন আচরণ বা কার্যাবলী নির্দেশ করে যা সমাজের জন্য কল্যাণকর এবং ন্যায়সংগত বলে বিবেচিত হয়। নৈতিকতা মূলত সমাজ, সংস্কৃতি, ধর্ম, এবং ব্যক্তিগত মূল্যবোধের মাধ্যমে গড়ে ওঠে। এর লক্ষ্য মানুষের জীবনকে সুশৃঙ্খল করা এবং সমাজে শান্তি ও সুস্থ পরিবেশ বজায় রাখা।
বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া।
ছাত্র-শিক্ষক সম্পর্ক হওয়া উচিত বিশ্বাস, শ্রদ্ধা ও সহযোগিতার উপর ভিত্তি করে। শিক্ষক হলেন পথপ্রদর্শক, আর ছাত্ররা হলেন জ্ঞান অনুসন্ধানী। এ সম্পর্কের মূল শক্তি হলো ভালোবাসা ও সম্মান, যা শিক্ষার পরিবেশকে করে তোলে আরও আনন্দময় ও ফলপ্রসূ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো মানুষ হও এই প্রত্যাশা করছি।
বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়
দৌলতপুর, কুষ্টিয়া ।
সকল শিক্ষার্থীদের অবগতির জন্য বলা হলো, মোটরসাইকেল চালানো, ঘুরাঘুরি / রাস্তায় চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিৎ। যেহেতু সামনে তোমাদের পরীক্ষা। এগুলো পরিহার করতে হবে। কেননা দূর্ঘটনা কখনো বলে আসেনা।
অনুরোধক্রমে
বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক পরিবার।
সংশোধিত রুটিন।
জেনারেল দশম শ্রেনী ও কারিগরি দশম শ্রেনীর শিক্ষার্থীদের টেষ্ট পরীক্ষা ও নবম কারিগরির শিক্ষার্থীদের মডেল টেষ্ট পরীক্ষার রুটিন ২০২৪।
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে, ছাত্রছাত্রী-শিক্ষক দের বন্ধন । শিক্ষার্থীদের কাছ থেকে উপহার গ্রহণ করেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য প্রধান শিক্ষক স্যার।
বির্তক প্রতিযোগিতা:
জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহই হলো একমাত্র বিবেচ্য বিষয়।
অংশগ্রহণে: ৭ম শ্রেণির (ক) শাখার শিক্ষার্থীরা।
বিষয়ঃ জীবন ও জীবিকা, বিষয় শিক্ষক: রাজু আহাম্মেদ
আয়োজনেঃ বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়,
দৌলতপুর, কুষ্টিয়া।
দশম শ্রেণির শিক্ষার্থীরা আজ তাদের মাধ্যমিক পর্যায়ে শেষ দিবসের শ্রেণিকার্য সম্পন্ন করল। তারা হয়তো বুঝতেই পারল না যে,তাদের সমগ্র জীবনের সবচেয়ে মূল্যবান,উপভোগ্য এবং সোনালি সময়টুকু থেকে আজ তারা বিদায় নিল। বুঝতে পারার আগেই প্রত্যেকের শিক্ষাজীবন থেকে এ সময়টুকু হুট করে ফুরিয়ে যায়।
এ সময়টুকুর মূল্য বুঝতে একটি জীবন পেরিয়ে যায়।
তখন পেছন ফিরে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না।
এভাবে আমরাও তখন বুঝতে পারিনি।
কিন্তু এখন বুঝি সে সময়টা কী ছিল?
শুভ কামনা রইল--- আজ যারা মাধ্যমিক পর্যায়ে তাদের শেষ দিবসের শ্রেণিকার্যে ইতি টেনেছে।
শুভ কামনায়ঃ
বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিবার।
১০ম শ্রেণির জীব বিজ্ঞান ব্যবহারিক ক্লাস।
বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Kushtia
17
Opening Hours
Monday | 10:00 - 16:00 |
Tuesday | 10:00 - 16:00 |
Wednesday | 10:00 - 16:00 |
Thursday | 10:00 - 16:00 |
Saturday | 10:00 - 16:00 |
Sunday | 10:00 - 16:00 |
Kushtia, Khulna
Kushtia, 7000
দুর্বাচারা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া
Lahini Para
Kushtia
Hello,welcome to our page. This page is for uploading Videos and information about our school.
94 N. S. Road Thanapara
Kushtia, 7100
Kushtia Mission High School 137611
Kamlapur, Khoksa
Kushtia
Established in 1968. Now it is one of the famous schools in Khoksa, Kushtia.
Sonaikundi, Doulatpur, Kushtia
Kushtia, 7042
Moin Uddin Biswas High School is a academic institute located at Sonaikundi Kushtia. It's institute code (EIIN) is 117572. It was established in 01 Jan, 2000. It's co-education type is Combined.It has Day shift. Its management is Managing.
Shelaidah Bazar
Kushtia
Established in 1876 at Shelaidah,near Robindro Kuthi Bari, in the bank of the mighty river,The Padma.
দহকূলা কুষ্টিয়া
Kushtia, 7000
বিজ্ঞান মনস্ক, সৃজনশীল ও উদ্ভাবনী জাত?
Bahirchar, Bheramara
Kushtia
Abdul Haque Girls High School is one of the popular institute located at Bahirchar, Bhermara, Kushtia. Its educational system is very good. Most of the students are very happy. Eiin number is 117475 Contact No 01715002384